নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন কথামালা - ৩

২০ শে মে, ২০১৬ রাত ১২:৪০



-
-
-
-
-
-
-
-
-


নাইট কোচের ড্রাইভাররা

ঢাকা টু উত্তরবঙ্গ- এই রুটের নাইটকোচগুলোর সকল ড্রাইভার ঘুমায়! হেল্পার-সুপার ভাইজাররা জেগে থাকে। মাঝে মাঝে তারাও ঘুমায়। একবার এরকম একটা ঘটনা দেখেছি। নাইট কোচের সামনের দিকের একটা সিটে বসে যাচ্ছি। গাড়ি চলছিল আনুমানিক ১০০ কি.মি. গতিতে, যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। আমিও ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভাঙ্গতেই খেয়াল করলাম ড্রাইভার, হেলপার, সুপারভাইজার সবাই ঘুমাচ্ছে। আমি কিছু বলার আগেই সুপারভাইজারের ঘুম ভেঙ্গে গেল। সেও ব্যাপারটা বুঝতে পারলো। সাথে সাথেই ড্রাইভারকে ডাকলো। একটা পানির বোতল দিল, ড্রাইভার চলন্ত গাড়িতেই চোখে মুখে পানি দিল। তারপর বোতলের বাকী পানিটা সুপারভাইজার হেলপারের মাথায় ঢেলে দিয়ে তাকে জাগালো। এই নিয়ে তারা অনেক হাসাহাসি করলো... আর আমি বাকী পথে এক ফোঁটাও ঘুমাইনি।

কিছু করার নাই। সিস্টেমটাই এমন। যে ড্রাইভার সারারাত (৮/৯ ঘন্টা) গাড়ি চালিয়ে যাবে, তাকেই আবার ২/৩ ঘন্টা বিরতির পরে ঐ গাড়ি নিয়েই ফিরতে হবে। এরকম অবস্থায় তো তারা ঘুমাতেই পারে। তবে এরপর থেকে নাইট কোচে জার্নি করলে কেমন যেন একটা অস্বস্তি থাকে মনের মধ্যে। মনে হয়, সবাই বুঝি ঘুমাচ্ছে!





আইএসপি প্রব্লেম!

বাসায় কিংবা অফিসের পিসি থেকে সামুতে ঢুকতে পারি না মেলা দিন! প্রক্সি দিয়ে চেষ্টা করি নি। তারপর একদিন আবিস্কার করলাম মোবাইল ব্রাউজারে সামু আসে। নোটিশ বোর্ডের লেখাটা পড়লাম। মনটা খারাপ হয়ে গেল । তবে মোবাইল ব্রাউজারের দৌড় ঐ পর্যন্তই। মোবাইলে ব্রাউজ করতে, পড়তে কিংবা লগিন করতে ভাল লাগে না! তবে অফিস কিংবা বাসায় যখনি পিসি নিয়ে বসি, কিছুক্ষণ পর পর সামুর হোম পেজটা একবার রিফ্রেশ করার চেষ্টা করি এই ভেবে যে, হঠাৎ করে হয়তো সামুর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল কিন্তু আমি জানলাম না! তাই সে সুযোগ টা যেন মিস না হয় সেজন্য বার বার রিফ্রেশ বা রিলোড করি। তেমনি ভাবে এখনো তাই করছিলাম এবং হঠাৎই দেখলাম সামু লোড হচ্ছে!!! আহা, মনটা খুশিতে ভরে গেলো। সামুতে খুব নিয়মিত লগিন না করলেও কিংবা লেখা না দিলেও, একজন নিয়মিত পাঠক আমি... তাই পড়ার সুযোগ ফিরে পেয়ে ভাল লাগছে। কিন্তু সমস্যা কি সত্যি সত্যি সমাধান হয়ে গেছে? এখন কি সব আইএসপি থেকেই সামুকে পাবো?




বাড়ি ভাড়া

বললাম, বাড়ি তৈরিতে কোন রড ব্যবহার করেছেন?
ভদ্রলোক চোখ পিটপিট করে তাকালেন।
বললাম, না মানে, রড তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়! জানতে হবে EMF এর অবস্থা কেমন?
ভদ্রলোক বিড়বিড় করে বললেন, EMF....
আমার বউ ঠিক এই উত্তরটার অপেক্ষায় ছিল। বললো, EMF মানে বুঝলেন না? Elongation at Maximum Force অর্থাৎ প্রসারণ সহসশীলতায় সর্বোচ্চমাত্রা পরীক্ষিত কিনা!
ভদ্রলোক বোঝার চেষ্টা করছেন আমরা বাসা ভাড়া নিব নাকি ফাইজলামি করতেছি! বললাম, দেখুন চাইলেই তো রড বদলে ফেলা যায় না, কাজেই বাসা ভাড়া নেবার আগে সবদিক বিবেচনা করে ভাড়া নিতে হবে। ইদানিং যে পরিমাণে ভূমিকম্প হচ্ছে তাতে তো জান-মালের ভয় সবারই আছে। তবে আপনি যখন জানাতে চাচ্ছেন না তখন বরং বাদ দেই। এবার বলুন, গ্যারেজের কি অবস্থা?
ভদ্রলোক বললেন, আপনার মোটর সাইকেল রাখতে পারবেন।
বললাম, তা তো পারবোই কিন্তু আপনার গ্যারেজ তো অনেক ছোট! শুধু বাইক না একটা গাড়িও রাখতে হবে, প্রাইভেট কার। আমার বউ ওটা ব্যবহার করে।
ভদ্রলোক আবার বিরক্ত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বললেন, সরকারী চাকরি করে এই বয়সেই বউয়ের জন্য গাড়িও কিনে ফেলেছেন? ফাইজলামি করেন নাকি?
খ্যাক খ্যাক করে একটা হাসি দিয়ে বললাম, নিচ তলায় দুই রুমের একটা বাসা, কোনরকম একটা বাথরুম আর কিচেনের জন্য যদি বিল ছাড়া চৌদ্দ হাজার টাকা ভাড়া চাইতে পারেন তাইলে আমার একটা গাড়ি আর একটা বাইক পার্কিং করতে দোষ কী? ফাইলামি আপনি করেন না আমি?
বি.দ্র.: আজকে আমরা বাসা চেঞ্জ করলাম! তবে যেটার বর্ণনা দিলাম সেটা না। খুবই চমৎকার একটা বাসা। চারতলার ওপর.... দক্ষিণমুখী.... অফুরন্ত আলো বাতাস... সবচেয়ে মজার হলো, জানালার পাশে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, আমার বউ হাত দিয়ে ফুল ছিড়ছে.... কেমন শান্তি শান্তি একটা পরিবেশ।





ফটো ক্রেডিট: গুগল মামা। তবে বাসার সামনের কৃষ্ণচূড়ার ২টা ছবি আমার তোলা।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ রাত ১:০০

পুলহ বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম।
আপনাদের নতুন বাসা যেমন শান্তি শান্তি, বর্ণনাটাও ছিমছাম। ভালো লাগলো।
নাইট কোচের কথা এইডা কি লেখলেন ভাই....
কামনা করি- সামু দ্রুতই ঠিক হয়া যাক।

ভালো থাকবেন। নতুন বাসার জীবন আনন্দময় হোক!

২০ শে মে, ২০১৬ রাত ১:২৫

ফয়সাল রকি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পুলহ।
আমি তো আইএসপি প্রব্লেমের কারণে সামুতে আসতেই পারছিলাম না।
তবে নাইট কোচের ঘটনাটা কিন্তু এরকমই। একটু সোজা রাস্তা হলে ড্রাইভাররা ঝিমাতে থাকেন... :(

২| ২০ শে মে, ২০১৬ রাত ১:২১

রিপি বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা দেখে কেমন জানি শান্তি শান্তি লাগছিল। কিন্তু নাইট কোচের কাহিনি পড়ে এখন চরম অশান্তি লাগছে। কৃষ্ণচূড়ার গাছের সামনের বাড়িটাতে রড না বাঁশ ব্যবহার করা হয়েছে তা ঠিক বুঝা যাচ্ছেনা। নতুন বাসায় জীবন হয়ে উঠুক অনেক আনন্দময়।

২০ শে মে, ২০১৬ রাত ১:২৮

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রিপি।
তবে আপনার জ্ঞাতার্থে জানাই, বাড়ি ভাড়া সংক্রান্ত লেখাটা বছরখানেক আগের, ফেসবুকে দিয়েছিলাম। এখনো এই বাসাতেই আছি, এবারো কৃষ্ণচূড়া ফুটেছে.... আর বছরখানেক আগে রডই ব্যবহার হতো নিশ্চিত... B-)

৩| ২০ শে মে, ২০১৬ রাত ১:২৬

পাউডার বলেছেন: ১৫ বছর আগে একবার পিকনিকে মাধবকুন্ড থেকে ঢাকা ফেরার সময় কুমিল্লায় হটাৎ দেখি বাসের ড্রাইভার একলা একলা হাসতেছে। জিজ্ঞেস করায় কয়, "ঘুমাইয়া গেসিলাম ভাই, ঘুম ভাইঙ্গা দেখি গাড়ি সুন্দরমত চলতাছে।"

তাড়াতাড়ি চান্দিনায় নাইমা ড্রাইভাররে একটা ডাইল খাওয়াইয়া রওনা দিলাম। :D

২০ শে মে, ২০১৬ রাত ১:৩০

ফয়সাল রকি বলেছেন: ড্রাইভাররা্ও মানুষ... ওদেরও ঘুমানোর অধিকার আছে। শুধু প্যাসেঞ্জাররাই ঘুমাবে আর ড্রাইভাররা জেগে থাকবে, তা হবে না.... :P

৪| ২০ শে মে, ২০১৬ রাত ১:২৮

Safin বলেছেন: নাইট কোচের পার্টটা ডেঞ্জারাস লাগসে!

'বাসা ভাড়া' এর প্রথম পার্টটা পড়ে একটা টিভির বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছিল , . . . . :D

২০ শে মে, ২০১৬ রাত ১:৩৪

ফয়সাল রকি বলেছেন: হুম... নাইট কোচের পার্টটা আসলেই ডেঞ্জারাস আর টিভির বিজ্ঞাপন থেকেই তো কথা গুলো নিয়েছিলাম তাই ....
ধন্যবাদ মন্ত্যবের জন্য Safin ভাই।

৫| ২০ শে মে, ২০১৬ রাত ১:৩২

আহা রুবন বলেছেন: বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেলপার একেকটা বদের হাড্ডি। মালিক ছুটি দেয় ঘুমাতে, আর ওরা বাসস্ট্যান্ডে গিয়ে লুডু খেলে।

২০ শে মে, ২০১৬ রাত ১:৪৭

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... ভাল বলেছেন, ওদেরও আসলে কিছু কিছু দোষ আছে...
ধন্যবাদ আহা রুবন মন্তব্যের জন্য।

৬| ২০ শে মে, ২০১৬ রাত ১:৩৭

রিপি বলেছেন: খালি ফেসবুকের পুরোনো জিনিস কপি পেস্ট করলে হবে না। নতুন ফ্রেশ লেখা দেন।

২০ শে মে, ২০১৬ রাত ১:৪৫

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... আপনার কাছে তো লেখাগুলো নতুন তাই না? আপনি তো আগে পড়েন নাই। সমস্যা কী?
আর নতুন লেখা আসতেছে... একটা গল্প দেবো দুয়েক দিনের মধ্যেই... লেখাটা এখনো শেষ করিনি।

৭| ২১ শে মে, ২০১৬ রাত ২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: তবে '৭৭ থেকে '৮০র দশকের প্রথমে দেখেছি দু'জন চালকই থাকতো।। ঢাকা-সিলেট এবং চট্টগ্রামের পথে।।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:১২

ফয়সাল রকি বলেছেন: সেসময় তো আমার জন্মই হয় নাই :(
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২২ শে মে, ২০১৬ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: নাইট কোচে কত জার্নি করেছি! এই কাহিনী আগে জানলে করতাম কি না সন্দেহ! বাড়িঅলারে ভালোই ঠেস দিছেন। গুড জব! কৃষ্ণচূড়া ফুল কখন ফোটে, কখন নিভে টেরই পাই না!

২৬ শে মে, ২০১৬ রাত ১০:২০

ফয়সাল রকি বলেছেন: থ্যাংক হামা ভাই।
ক্যাম্পাস ছাড়ার পর এই বাসায় না আসার আগে কৃষ্ণচূড়া কখন ফোটে আমিও ভুলে গেছলাম।
আর নাইট কোচ ব্যাপারটা এমনই...

৯| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: নাইট কোচে যাওয়া দেখছি খুব বিপদ

২৬ শে মে, ২০১৬ রাত ১০:২১

ফয়সাল রকি বলেছেন: হুম... একটু রিস্ক তো আছেই!!!
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

১০| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

জেন রসি বলেছেন: নাইট কোচ নিয়ে আমার এক মজার অভিজ্ঞতা আছে। ড্রাইভার কোনভাবেই জেগে থাকতে পারছিল না। সবাই মিলে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল। সে এক হরর জার্নি!

২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩৫

ফয়সাল রকি বলেছেন: আসলেই ভয়ঙ্কর অভিজ্ঞতা!
নাইট কোচের এইসব ঘটনা না জানা থাকলে জার্নি করে আরাম, আর জানা থাকলে ঘুম হবে না এক ফোঁটাও।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১১| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: বাসের ব্যাপার শুনে ঘাবড়ে গেছি ।
বাসার কাহিনী খাসা হয়েছে ।:)

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ নীলপরি।

১২| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:১৬

কল্লোল পথিক বলেছেন:





সুন্দর পোস্ট।
আমি এখনও আই এস পি দিয়ে সামুতে ঢুকতে পারছি না।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।

১৩| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৪১

বিজন রয় বলেছেন: ভাল পোস্টে ++++।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ।
অনেকদিন পরে রিপ্লাই দিচ্ছি।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

নতুন পোস্ট দিন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

ফয়সাল রকি বলেছেন: দিয়েছি।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

জাহিদ অনিক বলেছেন: বিচ্ছিন্ন কথামালা - ৩ ভাল লাগল।

রাতের বাসা জার্নি আমি খুব উপভোগ করি, ড্রাইভার হেল্পার যা করছে করুক, ঘুমাচ্ছে ঘুমাক ওতে আমার কিছু যায় আসে না।
বাস একবার বায়ে নাচে, একবার ডানে নাচে। নাচতে নাচতে চলতে ভালই লাগে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ অনিক ভাই।
নাইট কোচের ব্যাপারটা এমনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.