নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার নজরুল গীতি সংগ্রহ

১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৩৬

প্রথম কোন্ গানটি শুনেছিলাম; কবে নজরুল গীতি শুনে তন্ময় হয়েছিলাম



প্রথম কবে, বা কোন্ বয়সে কোন্ নজরুল গীতিটি শুনেছিলাম মনে নেই। প্রাইমারি জীবনে রেডিওতে ঘোষণা শুনতাম 'এখন নজরুল গীতি শুনবেন, গেয়েছেন....' এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু তা কোনোদিন খেয়াল করে শুনেছি বলে মনে পড়ে না, বা শুনে থাকলেও গানের শ্রেণিবিভাগ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। ৭১ বা তদপরবর্তী সময়ে সন্ধ্যায় আমাদের পাড়ার ৭ ঘরের মধ্যে একটি মাত্র রেডিও ছিল (ঐ সময়ে সারা গাঁয়ে কোনো টিভি ছিল না)। সন্ধ্যায় প্রতিবেশীর ঘরে বা দুয়ারে খেজুর পাটি বিছিয়ে তার উপর ৭ ঘরের মানুষ গোল হয়ে বসতাম রেডিওর চারপাশে। প্রোগ্রাম জানা ছিল- প্রথমে একটা ধারাবাহিক নাটক, খুব মজা করে শুনতাম। এরপর অপেক্ষা করতাম কখন ফেরদৌসী রহমানের 'বাবু চ্যাঙড়া রে, গাছে চড়িয়া দুটি জলপাই পাড়িয়া দে' গান হবে। আব্দুল আলিমের গান আমরা তন্ময় হয়ে শুনতাম। গান বলতে তখন পাড়ায় পাড়ায় এঁদের গান ছিল ভালোলাগার তুঙ্গে। অন্য কোনো গান, বিশেষত 'আধুনিক গান'-এর ঘোষণা শোনা মাত্র রেডিও বন্ধ করে দেয়া হতো।



হাইস্কুল জীবনটা বেশ গান ও সঙ্গীতময় ছিল। আমাদের ক্লাসমেট, গত সেপ্টেম্বরে আর্জেন্টিনায় বাইক এ্যাক্সিডেন্টে নিহত জাহিদ ছিল আমাদের গানের ভাণ্ডার। ওর কাছেই প্রথম গানের ভাগগুলো বুঝতে শিখি- এ হলো ভারতীয় বাংলা, এটা পল্লীগীতি, নজরুল গীতি বা রবীন্দ্র সঙ্গীত, ইত্যাদি।



প্রতিবেশীর ঘরে সকালে ৯টার দিকে রেডিও ছাড়া হতো। একদিন ১০টার দিকে স্কুলে যাবো। ঐ ঘরের পাশ দিয়ে যেতেই শুনি অদ্ভুত সুন্দর একটা গান হচ্ছে রেডিওতে। এ গানটা এর আগে শুনি নি। 'এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা।' একটি অদ্ভুত মিষ্টি কণ্ঠে কোনো এক নারী শিল্পী, যাঁর নাম আমার মনে নেই। ঐ সময়ে অবশ্য শিল্পী বলতে মনে হয় আব্দুল আলিম আর ফেরদৌসী রহমানকেই চিনতাম। আমি দাঁড়িয়ে তন্ময় হয়ে শুনলাম এ গানটা। এটার পর গাইল 'আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর।' অদ্ভুত! অদ্ভুত। এরপর আরো একটা চমৎকার গান গাইল, যদিও সে গানটার কথা আজ আর মনে নেই। এরপর কিছুদিন পর পর একই সময়ে ঐ তিনটা গান বাজতো রেডিওতে। আমি নিয়মিত ভাবে হানিফদের ঘরে গিয়ে বসতাম গান শুনবার জন্য।



হাইস্কুলে বিভিন্ন অনুষ্ঠানে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি গাওয়া হতো। ততদিনে জয়পাড়া সিনেমা হলে গিয়ে ছবি দেখি। ছবির গানই বেশি ভালো লাগে। রেডিওতে ছবির ১৫ মিনিটের বিজ্ঞাপন, 'হ্যাঁ ভাই, আসিতেছে' শুনতাম খুব। আর শুনতাম ছায়াছন্দ। 'বিজ্ঞাপন তরঙ্গ'তে ছায়াছবির গান বেশি হতো।



একদিন হাইস্কুলের কোনো এক অনুষ্ঠানে এক আপু গাইল 'এনেছি আমার শত জনমের প্রেম' গানটা। আমি এতোই মুগ্ধ হলাম, মনে হলো রেডিওর চেয়ে আপুটার গান অনেক অনেক বেশি ভালো। আমি সব সময় আপুর কথা ভাবতে থাকি, আর গানটা গাইতে থাকি। খুব দুঃখ হতো, হায়, আপুটা আমার বোন হতো যদি- আমি ওর কোল জুড়ে বসে থাকতাম, আর ও এ গানটা অতিশয় দরদ দিয়ে গাইত। ভাবতে ভাবতে আমি কখনো কেঁদে ফেলতাম। এক সময় মনে হয়েছিল গানের চেয়ে একটা বড় বোনকেই আমি বেশি ভালোবাসি।



আপনারা কেউ কি মোহাম্মদ হান্নান বা মহম্মদ হান্নানের নাম শুনেছেন? এ লোকটার গান আমি পাগলের মতো খুঁজছি। যদ্দূর জানতে পেরেছি, তাঁর বাড়ি নোয়াখালি। আমার এক কলিগের সাথে আরো প্রায় বছর ১৫ আগে তাঁর ব্যাপারে আলাপকালে কলিগ বলেছিল সে এ শিল্পীকে চেনে।



রেডিওতে মোহাম্মদ হান্নানের পরপর ৩টি গান প্রচারিত হতো :

১) পরজমে যদি আসি এ ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

২) তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা

৩) যত ফুল তত ভুল কণ্টক জাগে

আমি গানটার প্রতি প্রচণ্ডরকম অনুরক্ত হয়েছিলাম। এ শিল্পীর গান ৩টি, এমনকি অন্য গানও কোথাও পাচ্ছি না।



শাওন রাতে যদি, মোরা আর জনমে হংসমিথুন ছিলাম, এখনো আকাশে চাঁদ, এরকম আরো কিছু গান তখন রক্তের সাথে মিশে গিয়েছিল। এরপর যে দুটি গান আমার পুরোটা জীবন জুড়ে দহন ও আনন্দ দান করেছে তা হলো :

১) যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে

২) আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়।



*

আমার সংগ্রহ



যে-কোনো গানই সংগ্রহে রাখার একটা অদম্য শখ আমার আছে। এ আমার নজরুল গীতি সংগ্রহ, যদিও পুরোটা এখানে আপলোড করা সম্ভব হয় নি। সবগুলো গানই মিডিয়াফায়ারে আপলোড করে রেখেছি। পিসি বা মোবাইল হার্ড ডিস্‌ক হঠাৎ নষ্ট হয়ে গেলেও মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে নেয়া যাবে, এটাই হলো বড় সুবিধা।



এখানে যেসব গান দেয়া আছে, এগুলো বেশিরভাগই জনপ্রিয় সঙ্গীত। শিল্পীরাও নজরুল গীতির জন্য এ যুগের গুরু বা শীর্ষস্থানীয়। সবার গানই ভালো লাগে। তবে অজয় চক্রবর্তীর ধীর লয়ে গাওয়া গান গুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। মানবেন্দ্র, অনুপ ঘোষাল, অনুপ জালোটা, সতীনাথ, মোহাম্মদ রফি, কাকে ছেড়ে কার কথা বলি? রুনা লায়লা এবং আবদুল হাদির নজরুল গীতি শুনতাম হাইস্কুল জীবনে রেডিওতে। রুনা লায়লার গান পেলাম ইন্টারনেটে।



এ সংগ্রহের গানগুলো আপনাদের ভালো লাগবে আশা করি।



বিভিন্ন শিল্পীর গান, যেগুলো সবচেয়ে বেশি শোনা হয়েছে



এ কূল ভাঙ্গে ও-কূলম গড়ে এ তো নদীর খেলা



আসে বসন্ত ফুলবনে



আধো আধো বোল



আজো মধুর বাঁশরি বাজে



আকাশে হেলান দিয়ে-হৈমন্তী



আকাশে হেলান দিয়ে-২



আকাশে আজ ছড়িয়ে দিলাম



আলগা করো গো খোঁপার বাঁধন - মোহাম্মদ রফি



আমার গানের মালা - অনুপ ঘোষাল



আমার যাবার সময় হলো



আমার কোন্‌ কূলে আজ - সাবিহা মাহবুব



আমার নয়নে নয়ন রাখি - ফাতেজা-তুজ জোহরা (প্রচলিত সুরে)



আমার নয়নে নয়ন রাখি - মানবেন্দ্র (ভিন্ন সুরে)



আমার সাম্পান যাত্রী - ধীরেন বসু



আমার সাম্পান যাত্রী - অনুপ ঘোষাল



আমায় নহে গো ভালোবাসো শুধু মোর গান - সতীনাথ



আমি চিরতরে দূরে চলে যাবো তবু তোমারে দেবো না ভুলিতে



আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর



অঞ্জলি লহ মোর সঙ্গীতে



বাগিচায় বুলবুলি তুই



ভোরের হাওয়ায় এলে



ভোরের হাওয়ায় এলে



বকুল চাঁপার বনে



বকুল চাঁপার বনে-২



বউ কথা কও



বউ কথা কও



ব্রজগোপী খেলে হরি



ব্রজগোপী খেলে হরী-২



বুলবুলি নীরব নার্গিস বনে



বুলবুলি নীরব নার্গিস বনে-২



বুলবুলি নীরব নার্গিস বনে-৩



চেয়ো না সুনয়না



চেয়ো না সুনয়না - মোহাম্মদ রফি



চিরদিন কাহারো সমান নাহি যায়



চৈতালি চাঁদনি রাতে



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখি রে - হেমন্ত



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখি রে - রাহাত আরা গীতি



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখিরে - ফাতেমা



চমকে চমকে ধীর ভীরু পায়



এখনো ওঠে নি চাঁদ



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে - আঙ্গুর বালা



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে - সতীনাথ



গাহো নাম অবিরাম



ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি



হলুদ গাঁদার ফুল - ফাতেমা



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - অনুরাধা



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - ২



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - ৩



যাবার বেলায় ফেলে



যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে এর সাথে দেখুন যে দুটো গান পুরোটা জীবন জুড়ে।



ঝিলের জলে কে ভাসালো



জনম জনম গেলো - ফেরদৌস আরা



কে বিদেশিনী



কেন কাঁদে পরাণ



কেউ ভোলে না কেউ ভোলে



খেলিছ এ বিশ্ব লয়ে - অনুপ জালোটা



খেলিছে জলদেবী



কতো না হাজার ফুল - সতীনাথ



কতোদিন দেখি নি তোমায় - ফিরোজা



লাইলী তোমার এসেছে ফিরিয়া - ফিরোজা



মধুর নূপুর ঝুমুর



মোমেরও পুতুল



মোর ঘুমঘোরে এলে মনোহর



মোর প্রিয়া হবে এসো রানি দেব খোঁপায় তারার ফুল



মোরা আর জনমে হংসমিথুন ছিলাম



নয়ন ভরা জল গো তোমার - শ্যামল মিত্র



নূরজাহান - শ্যামল মিত্র



অরুণ ক্লান্তি কে গো



পদ্মার ঢেউরে - ফিরোজা



পরদেশি মেঘ যাওরে ফিরে - ঝুমকা



প্রিয় এমনও রাত - অনুরাধা



প্রিয় যাই যাই বলো না



সাত ভাই চম্পা জাগোরে



শাওন রাতে যদি মনে পড়ে - মানবেন্দ্র



শাওন রাতে যদি মনে পড়ে-২



শুকনো পাতার নূপুর পায়ে - অনুরাধা



শুকনো পাতার নূপুর পায়ে - ইন্দ্রানী



তিমির বিদারি



তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - অনুপ ঘোষাল



তোমার আঁখির মতো আকাশের দুটি তারা - হৈমন্তী শুক্লা



তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - ঝুমকা



তুমি আমার সকাল বেলার পাখি



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - ফাতেমা-তুজ জোহরা



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - ফিরোজা বেগম



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - মাধুরী



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় - সতীনাথ



উচাটন মন - অজয় রায়



উচাটন মন



*

ফিরোজা বেগম



আমার যাবার সময় হলো



আমায় নহে গো



আমি চিরতরে দূরে চলে যাবো



বলো প্রিয়তম বলো



চোখ গেলো



জনম জনম গেলো



লাইলী তোমার এসেছে ফিরিয়া



মোমেরও পুতুল



মোর ঘুমঘোরে এলে মনোহর



মোর প্রথম মনের



নয়ন ভরা জল গো তোমার



নূরজাহান



ওগো প্রিয় তব গান



পদ্মার ঢেউরে



প্রিয় এমনও রাত



শুকনো পাতার নূপুর পায়ে



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়



ফিরোজা বেগমের বাকি সবগুলো গান ভবিষ্যতে কোনো একদিন আপলোড করে দেব।



*

রুনা লায়লা



আমি সূর্যমুখী ফুলের মতো



ভুলিতে পারি না তাই



এ কূল ভাঙ্গে ও কূল গড়ে



এই সুন্দর ফুল এই সুন্দর ফল



গুলবাগিচার বুলবুলি আমি



জাগো জাগোরে মুসাফির



খেলিছে জলদেবী সুনীল সাগর জলে



নদীর নাম সই অঞ্জনা



নূরজাহান



ও মন রমজানের ঐ রোজার শেষে



রুমঝুম ঝুম ঝুম



সাত ভাই চম্পা জাগোরে



তোমার বিনা তারের গীতি



*

অজয় চক্রবর্তী



আজও কাঁদে কাননে



আমার মনের গভীরে যেখানে



ডাগর নয়নে



এখন অনেক রাত



গহন মায়ার



গুঞ্জন মঞ্জির পায়



যাহা কিছু মম



যারে হাত দিয়ে মালা



কালো ভ্রমর এলো গো আজ



কারে বা জানাই বলো



কে যে ডেকে যায়



কেন অন্তহীন



খোলো গো আঁখি



কূল ছেড়ে এসে



নিশি না ফুরাতে



পাখি কেন গাহে না



পরদেশি মেঘ



শূন্য এ বুকে পাখি মোর আয়



সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে



উচাটন মন ঘরে রয় না



*

তানভীর আলম সজীব



আমি চিরতরে দূরে চলে যাবো



বধূ তোমার-আমার এই যে বিরহ



একি অসীম পিয়াসা



এলো বনান্তে



এলো বনান্তে-২



গাঙ্গে জোয়ার এলো



অরুণ ক্লান্তি



রুমঝুম রুমা ঝুমা



তেপান্তরের মাঠ



উচাটন মন



*

সতীনাথ



অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে



বকুল চাপার বনে



আসে বসন্ত ফুলবনে



ঘুমিয়ে গেছে শান্ত হয়ে



আমার যাবার সময় হলো



আকাশে আজ ছড়িয়ে দিলাম



আমায় নহে গো



আমি চিরতরে দূরে চলে যাবো



বসিয়া বিজনে কেন



এতো জল ও-কাজল চোখে পাষাণী আনলে বলো কে



গভীর নিশীথে



হে মাধবী



যাও মেঘদূত



জনম জনম তব তরে



কে বিদেশিনী



মোর প্রিয়া হবে এসো রানি



রুমা ঝুমা ঝুমা ঝরে



শাওন রাতে যদি



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়



রমজানের ঐ রোজার শেষে



*

অনুপ ঘোষাল



আকাশে আজ ছড়িয়ে দিলাম



মধুর ঝুমুর নূপুর



আমার দেয়া ব্যথা



এ কূল ভাঙ্গে



আমার সাম্পান যাত্রী



আঁধারেরও এলোকেশ



আমার গানের মালা



বুলবুলি নীরব নার্গিস বনে



ঝিলের জলে কে ভাসালো



আমার কালো মেঘের



আমার শ্যামা মেয়ের কোলে



আমি যদি আরব হতাম



ভেসে আসে সুদূর স্মৃতি



চাঁদ হেরিছে চাঁদমুখ



গাঙ্গে জোয়ার এলো বলে



গঙ্গা সিন্ধুর



গোঠের রাখাল বলে



মেঘ মেদুর বরষা



মেঘে মেঘে অন্ধ অসীম



মনে পড়ে আজ সে কোন্‌



অঞ্জলি লহ



অন্তরে তুমি আছো



পাষাণের ভাঙ্গালে ঘুম



রুম ঝুম ঝুম ঝুম নূপুর



সাঁঝের পাখিরা ফিরিল



সাজিয়েছ যোগী



শ্মশানে জাগিছে শ্যামা



শূন্য এ বুকে পাখি মোর আয়



সন্ধ্যা মালতি যাবে



সকরুণ নয়নে



রাধা তুলসি প্রেম



নাই চিনিলে আমায়



ছল ছল নয়নে মোর



ভোর হলো ওঠো জাগো



*

অনুরাধা পাড়োয়াল



প্রিয় এমনও রাত যেন যায় না বৃথাই



অঞ্জলি লহ মোর সঙ্গীতে



হারানো হিয়ার নিকুঞ্জ পথে



প্রিয় যাই যাই বলো না



মোমেরও পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়



চমকে চমকে ধীর ভীরু পায়



হলুদ গাঁদার ফুল



চুড়ির তালে নূড়ির মালা



শুকনো পাতার নূপুর পায়ে



এই রাঙ্গা মাটির পথে লো



মোর ঘুম ঘোরে এলে মনোহর



*

আশা ভোস্‌লে



দূর দ্বীপবাসিনী



হারানো হিয়ার নিকুঞ্জ পথে



ভরিয়া পরাণ শুনিতেছি



রুমঝুম রুমঝুম



গাঙ্গে জোয়ার এলো ফিরে



ভুলি কেমনে আজও যে মনে



পরজনমে দেখা হবে



*

হৈমন্তী শুক্লা



আকাশে হেলান দিয়া



আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন্‌ অমিয়



আমি দ্বার খুলে আর রাখিব না



বুলবুলি নীরব নার্গিস বনে



এসো চিরজনমের সাথী



খোলো খোলো গো দুয়ার



মালা গাঁথা শেষ না হতে



মম মধুর মিনতি শোনো



মোর প্রথম মনের মুকুল



পিঁউ পিঁউ বিরহী



প্রিয় যাই যাই বলো না



শোন্‌ লো বাঁশিতে ডাকে



সখী বলো বধূয়ারে



সন্ধ্যা গোধূলি লগনে



সন্ধ্যা মালতি যবে



তোমার আকাশে উঠেছিনু চাঁদ



তোমার আঁখির মতো



তরুণ অশান্ত কে বিরহী



*

ইন্দ্রানী সেন



ভোরের হাওয়ায় এলে



ভোর হলো দোর খোলো



তুমি আমার সকাল বেলার পাখি



ঐ রাঙ্গামাটির পথে লো



শুকনো পাতার নূপুর পায়ে



পথহারা পাখি



এখনো ওঠে নি চাঁদ



মোর না মিটিতে আশা



*

মানবেন্দ্র



আধো আধো বোল



আমার নয়নে নয়ন রাখি



এসো প্রিয় আরো কাছে



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে



বাগিচায় বুলবুলি



বউ কথা কউ



গাহো নাম অবিরাম



যাবার বেলায় ফেলে



জানি আমার সাধনা



যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই



ঝুমকো লতার চিকন



কাছে আমার নাইবা এলে হে বিরহী



কেন কাঁদে পরাণ



মোর প্রিয়া হবে এসো রানি



নয়ন ভরা জল গো তোমার



সাত ভাই চম্পা জাগোরে



শাওন রাতে যদি



সন্ধা সে গোধূলি



তিমির বিদারি



*

মোহাম্মদ রফি



আজও মধুর বাঁশরি বাজে



আলগা করো গো খোঁপার বাঁধন



চেয়ো না সুনয়না



তোরা দেখে যা আমিনা মায়ের কোলে



ব্রজগোপী খেলে হরি



*

ফেরদৌস আরা



আমার যাবার সময় হলো



আমার যাবার সময় হলো - ভিডিও



আমায় নহে গো



অঞ্জলি লহ



বেলি ফুল এনে দাও



বনের হরিণ আয়



জনম জনম গেলো



খোদা এই গরীবের



লাইলী তোমার এসেছে ফিরিয়া - ফেরদৌস আরা - ভিডিও



মধুকর মঞ্জর বাজে



মমতাজ মমতাজ তোমার তাজমহল - ভিডিও



ও কূল ভাঙ্গা নদী



পথহারা পাখি



শাওন রাতে যদি



সে চলে গেছে বলে



তুমি যদি রাখো হাতে



মম তনুর ময়ূর



কুহু কুহু কোয়েলিয়া - ভিডিও



ফেরদৌস আরার বাকি সবগুলো গান ভবিষ্যতে আপলোড করা হবে।



*******



অন্যান্য শিল্পীর গান, এবং উপরোল্লিখিত কয়েকজন শিল্পীর আরো কিছু গান ভবিষ্যতে সময় করে এখানে আপলোড করা হবে



*******



নজরুল গীতি হিসাবে প্রচলিত থাকলেও নিচের গানগুলো নজরুল গীতি নয়। প্রথমে এগুলোকে নজরুল গীতি হিসাবে এ পোস্টে উল্লেখ করা হয়েছিল। ব্লগার গানচিল সপ্রমাণ জানালেন, এগুলো অন্য গীতিকারের লেখা। নিচে গানচিল-এর মন্তব্য দেখুন। গানগুলো হলো :



প্রণব রায়ের লেখা ও কমল দাস গুপ্তের সুরে ৪টিগান :



১। এই কি গো শেষ দান। মূল শিল্পী : রবীন মজুমদার।



২। তুমি কি এখন দেখিছ স্বপন - ফিরোজা। মূল শিল্পী : জগন্ময় মত্র।



৩। কতোদিন দেখি নি তোমায়। মূল শিল্পী ও সুরকার কমল দাস গুপ্ত।



৪। এমনি বরষা ছিল সেদিন - মাধুরী চট্টপাধ্যায়। মূল শিল্পী : মাধুরী চট্টপাধ্যায়।



এনেছি আমার শত জনমের প্রেম - ফাতেমা-তুজ জোহরা। মূল শিল্পী : গৌরিকেদার ভট্টাচার্য্য, কথা : মোহিনী চৌধুরী, সুর : শৈলেশ গুপ্ত।



আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়। শিল্পী : তালাত মাহমুদ, কথা : অনিল ভট্টাচার্য্য, সুর : নির্মল ভট্টাচার্য্য। অবশ্য, 'আধো রাতে যদি ঘুম ভেঙে যায়' শিরোনামে নজরুলেরও একটা গান আছে, যার প্রথম চরণ হুবহু এক।



আমি ফুলকে যেদিন - অজয় চক্রবর্তী। মূল শিল্পী : পিন্টু ভট্টাচার্য্য, কথাও সুর- জটিলেশ্বর মুখোপাধ্যায়



************

গান সংক্রান্ত আমার আরো কয়েকটি জিজ্ঞাসামূলক ও সাধারণ পোস্টের লিংক নিচে দেখুন

************



গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম ৮ শে জুন, ২০১১ রাত ৯:৪

আমার নজরুল গীতি সংগ্রহ ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৩৬

সিঁথির সাহার 'বৈঠা'র খোঁজে; অতঃপর আরো কিছু গান ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪

ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত; পথিক নবী ও তাঁর গান ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৭

পপির দুটি চমৎকার গান : তুমি আছো বলে এবং চোখের আড়াল ১১ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৬

স্বর্ণযুগের বাংলাদেশি ছায়াছবির গান; একটি তালিকা যা আপনাকে আজ থেকে ৩০-৪০ বছর আগে নিয়ে যাবে ২৫ শে জুন, ২০১১ ভোর ৪:৪৮

স্বর্ণসঙ্গীত ফেইসবুক ২৫ জুন ২০১১

সিরাজ সাঁইয়ের চোখে নারী ও প্রেমসাধন : 'মনের মানুষ' ফেইসবুক ২৪ মে ২০১১

শরীর জাগে শরীরের নিয়মে : 'মনের মানুষ' ফেইসবুক ২৪ মে ২০১১

যেখানে সাঁইর বারামখানা : 'মনের মানুষ' ফেইসবুক ২৩ মে ২০১১

মনের মানুষ : গৌতম গোষের ছবি ফেইসবুক ২৩ মে ২০১১

লালন : তানভীর মোকাম্মেলের ছবি ফেইসবুক ১ জুন ২০১১

তানভীর মোকাম্মেল ও গৌতম ঘোষের ছবিতে লালন : কিছু খণ্ডচিত্র ০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩

মাগো তোর কান্না আমি সইতে পারি না ফেইসবুক ১৯ মার্চ ২০১১

এক নিমিষে : সায়েরা রেজা। ফেইসবুক ফ্রেন্ডদের প্রোফাইল পিকচার নিয়ে ভিডিও। ফেইসবুক ১ মার্চ ২০১১

সায়েরা রেজার কণ্ঠে শাহ আব্দুল করিমের গান : কেন পিরীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি সামহোয়্যারইন ব্লগের কয়েকজনের প্রোফাইল পিকচার নিয়ে ভিডিও। ১ লা মার্চ, ২০১১ রাত ১১:০৮

আপনাদের প্রোফাইক পিকচার ও কণার গান : একটি ফান মিউজিক ভিডিও :):):) ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৬

লাফ দিয়ে স্বপ্নটা ধরতে : কণার গান। ফেইসবুক ফ্রেন্ডদের প্রোফাইল পিকচার নিয়ে বানানো ভিডিও। ফেইসবুক ৯ ফেব্রুয়ারি ২০১১

আমার মনের মানুষ কে রে !!! ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬

মিলার গানে শাকিরা মডেল !!! ফেইসবুক ১৪ নভেম্বর ২০১০

La Isla Bonita by Alizee ফেইসবুক ১৯ সেপ্টেম্বর ২০১০

কয়েকটা গান খুঁজছি ২২ শে মে, ২০১০ সকাল ১০:২৯

এক বৈশাখে দেখা হয়েছিল ১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন-২ ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৪

ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন-১ ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১

সিঁথি সাহার গাওয়া একটি গান - বৈঠা নে তোর মনমাঝি নাইয়া ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

সিঁথি ও আনানের গান ১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ফেইসবুক 16 September 2010 at 02:11

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২

ভার্চুয়াল সুন্দরীরা ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯

ভার্চুয়াল সুন্দরীরা ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০

বেঁধেছি বীণা গান শোনাবো ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১

একটা ভিডিও গান ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

এই গানগুলো খুঁজছি, কেউ লিংক দেবেন প্লিজ? ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮

আমার সোনার ময়না পাখি ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩

সাত ভাই চম্পা জাগোরে ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫০

কে এই সুন্দরী ব্লগার? :):):):):):) ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৫

তুমি সুন্দর তাই চেয়ে থাকি :):):):):) ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৩

দুটি গানের ভিডিও, যেখানে ৫০০-৭০০ জন ব্লগার সুপার মডেল হয়েছেন :):):) ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫

গান নিয়ে হযবরল ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৩

তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - ভিডিও গান ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৯

একটা গানের ভিডিও, যেখানে সামহোয়ারইনব্লগের ৫০০'রও বেশি ব্লগার সুপার মডেল হয়েছেন :):):) ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৪

মুজিব পরদেশীর গান ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৪

কিছু গানের লিংক চাই ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৯

যাঁরা 'পথের পাঁচালী' ছবির কথা ভুলতে পারছেন না ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১

যাঁরা 'পথের পাঁচালী' ছবির কথা ভুলতে পারছেন না ফেইসবুক 12 September 2010 at 05:42

স্বর্ণসঙ্গীত ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯

কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না ১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৮

ঐশী আর সাইফের ছড়া এবং ভুলে যাওয়া গান : বহু দিনের পীরিত ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৫

অহনাকে যে গানটি অহরহ শোনাতাম ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩০

অহনাকে যে গানটি অহরহ শোনাতাম ফেইসবুক 10 December 2010 at 03:31

তুমি শুনিতে চেয়ো না ২৩ শে জুন, ২০০৯ রাত ১১:৪১

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি ২০ শে জুন, ২০০৯ রাত ১:৫৮

বিচ্ছেদের অনলে ২০ শে জুন, ২০০৯ রাত ১১:৪৫

যে দুটি গান পুরোটা জীবন জুড়ে ১৮ ই জুন, ২০০৯ রাত ১১:১৬

ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৬

সাবিনা ইয়াসমিনের গাওয়া একটা গানের গীতিকার ও সুরকারের নাম জানতে চাই ৩০ শে মে, ২০০৯ বিকাল ৫:০৯

জীবনে সর্বপ্রথম যে গানটি শুনেছিলাম ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৫৭

জীবনে সর্বপ্রথম যে গানটি শুনেছিলাম ফেইসবুক 01 December 2010 at 01:28

ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত ০১ লা মে, ২০০৯ দুপুর ২:৪৩

একটি ভাবের গান - দয়াল তোমারও লাগিয়া : কে এর সুরকার, শিল্পী ও লেখক? ০১ লা মে, ২০০৯ রাত ৯:২২

মন্তব্য ১২৬ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৫২

জালিস মাহমুদ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত্তগুলো প্লাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেক ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৫৫

রাতুল_শাহ বলেছেন: এত কষ্টের পোষ্ট প্রিয়তে না রাখলে, কষ্টের অমর্যাদা হবে।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কষ্টের মর্যাদা দেয়ার জন্য।

৩| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:১৪

সজীব আকিব বলেছেন:
দারুন!! অনেক ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:১৪

বোরহান উদদীন বলেছেন:
আসলে অনেক পরিশ্রমের পোস্ট- ভাল লাগলো ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। ধন্যবাদ।

৫| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:১৪

অন্তরন্তর বলেছেন: সরাসরি প্রিয়তে। অনেক কষ্ট করেছেন বুঝাই যাচ্ছে। ভাললাগা রইল। ভাল থাকুন।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অন্তরন্তর।

৬| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:৩৪

জাদুকর কবি বলেছেন: কাজী নজরুল আমার এমনিতেই প্রিয় একজন মানুষ তার গান ও কবিতা আমাকে খুব বেশী আন্দোলিত করে। আর তাই আপনার এই কষ্টসাধ্য পোষ্টটি সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম। সবগুলো গানই অসাধারন সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৭| ১৩ ই মার্চ, ২০১২ রাত ২:৫৭

গরম সিঙ্গাড়া বলেছেন: আগুন পোস্ট!!!! প্লাস ও প্রিয়তে!!

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ গরম সিঙ্গাড়া।

৮| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৪:০৪

কাকঁন বলেছেন: সুন্দর!
ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাকঁন ভাই।

৯| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৪:৩৫

ঘুমকাতুর বলেছেন: প্রিয়তে

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঘুমকাতুর।

১০| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৪:৪৬

শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট +
প্রিয়তে ...

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শোশমিতা।

১১| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৫:২৫

গানচিল বলেছেন: পোষ্টে উল্লেখিত গানগুলোর অনেকগুলোই অন্য গীতিকারের লেখা ও সুর করা। যা মোটেও নজরুলের গান নয়।( অবশ্য অনেকেই ভুলক্রমে এগুলোকে নজরুলের গান হিসেবেই মনে করে থাকে।)

যেমনঃ প্রনব রায়ের লেখা ও কমল দাস গুপ্তের সুরে প্রথম ৪টিগান
১।এই কি গো শেষ দান-(মূল শিল্পীঃ রবীন মজুমদার)
২।তুমি কি এখন দেখিছ স্বপন-(মূল শিল্পীঃ জগন্ময় মত্র)
৩।কতদিন দেখিনি তোমায়--(মূল শিল্পী ও সুরকার কমল দাস গুপ্ত)
৪।এমনি বরষা ছিল সেদিন--( মূল শিল্পীঃমাধুরী চট্টপাধ্যায়)

এনেছি আমার শত জনমের প্রেম--(মূল শিল্পীঃ গৌরিকেদার ভট্টাচার্য্য,কথাঃ মোহিনী চৌধুরী, সুরঃ শৈলেশ গুপ্ত)

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়--(শিল্পীঃ তালাত মাহমুদ,কথাঃ অনিল ভট্টাচার্য্য, সুরঃ নির্মল ভট্টাচার্য্য)

*** অবশ্য "আধো রাতে যদি ঘুম ভেঙে যায়"--শিরোনামে নজরুলেরও একটা গান আছে। তবে পোষ্টে উল্লেখিত তালাত মাহমুদের এই গানটি সম্পূর্ন ভিন্ন।

আমি ফুলকে যেদিন--(মুল শিল্পীঃ পিন্টু ভট্টাচার্য্য, কথাও সুর-জটিলেশ্বর মুখোপাধ্যায়)

"খেলিছ এ বিশ্বলয়ে"-গানটির লিংকে অনুপ ঘোষালের নাম উল্লেখ থাকলেও ওটা অনুপ জালোটার।


এনিওয়ে, অতীতবিধুরতায় ভরা আপনার লেখাটি পড়ে ভাল লাগলো।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়' - দুটি গানেরই প্রথম চরণ হুবহু এক। তালাত মাহমুদের গানটাকে আমি 'ভারতীয় বাংলা' হিসাবেই শুনতাম ছোটোবেলায়। প্রায় বছর ১৫ আগে এটা নিয়ে একজনের সাথে বিতর্ক হয়। তিনি জানান দুটো গানই নজরুলের। নজরুলের গান খুঁজে অবশ্য তালাত মাহমুদের গানটা কোথাও পাই নি, তবে আমার অনুসন্ধান পূর্ণাঙ্গ ছিল না বলে গানটা কাজী নজরুল ইসলামের লেখা বলেই মেনে নিই। তবে এখন আপনি গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করেছেন, এটা সঠিক বলে ধরে নিচ্ছি।

প্রথমোক্ত চারটি গানের ব্যাপারে এতোবড় ভুল কিভাবে হচ্ছে তা ভেবে আমি অবাক হচ্ছি। এ গানগুলো ক্যাসেটে বা সিডিতে নজরুল গীতি হিসাবেই পাওয়া যাচ্ছে। বাসায় যাচ্ছি- নজরুল সমগ্রে দেখি কতোগুলো গান আছে, একটা যাচাই করে ফেলবো। তার আগ পর্যন্ত আপনার তথ্য সঠিক হিসাবে ধরে নিচ্ছি। ফুলকে যেদিন-এর বেলায়ও একই কথা।

খেলিছ এ বিশ্ব লয়ে- অসতর্কতা জনিত ভুল। ঠিক করে দেব।

আপনার সংশোধনী আমার জন্য বিরাট প্রাপ্তি।

আরেকটা গান নিয়ে আমার সংশয় আছে। সন্ধ্যার গাওয়া 'নিঝুম সন্ধ্যায়' গানটা কার লেখা? কোনো এক গানের বইয়ে দেখেছিলাম গীতিকার হিসাবে কাজী নজরুল ইসলামের নাম, অনেকের মুখে শুনেওছি যে এটা নজরুলের গান, কিন্তু নিশ্চিত হতে পারছি না। দয়া করে বলুন।

মহম্মদ হান্নানের কথা লিখেছি পোস্টে। তাঁর কোনো গান কি আছে আপনার কাছে? তাঁর ৩টা গানের জন্য আমি এখনও বুভুক্ষু ও কাতর।

আমার গানের পোস্টে আপনাকে পেয়ে বরাবরই খুব ভালো লাগে।

ভালো থাকুন।

১২| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৫:৪৮

রাইসুল জুহালা বলেছেন: চমৎকার স্মৃতিকথন। খুব ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাইসুল ভাই।

১৩| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৬:১৮

স্বাধীকার বলেছেন:
অসাধারণ ও পরিশ্রমী একটি পোস্ট, যেটি রেডি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে আপনাকে। আপনার স্মৃতিচারণকে চোখ বন্ধ করে বুঝতে চাইলাম, আপনার সময়কে বুঝতে চাইলাম। একটা ভালো লাগা অনুভব করলাম, একজন নজরুলসঙ্গীতভক্তকে বলা যায় পাগলভক্তকে জানলাম। নজরুলগীতি গায় এমন কারো এমন ভক্তিশ্রদ্ধা ও ভালোবাসার একটি পোস্ট দেওয়া সম্ভব কিনা জানিনা। দুষ্প্রাপ্য সময়েও আপনার আগ্রহ আর ভালবাসাকে উপভোগ করলাম। এখন চাইলেই হাতে হাতেই সঙ্গীত কিংবা নজরুল রবীন্দ্রকে নিয়ে ঘুরে বেড়ানো যায়। কিন্তু আপনার ঐ সময়টি সত্যিই আপনার কাছ থেকে উপযুক্ত মর্যাদাই পেয়েছে, হেলায় হারায়নি সময় গুলো। প্রকৃত নজরুলপ্রেমী একজন সঙ্গীতপাগল মানুষকে এত পড়ে জানলাম!!
নিজেরও মনে নেই কবে কার কাছ থেকে ক্লাসিফিকেশন করা শিখেছিলাম। কিন্তু জাতীয় ঈদসঙ্গীত হিসাবে সব সময়ই আপনার নজরুলকে শুনতাম কিন্তু তাকে জানতাম না। ‘‘রমজানের ঐ রোজার শেষে’’ দুই ঈদের জন্যই কমন জাতীয় সঙ্গীত হয়ে আছে আজো।

আপনার মতো উপলব্ধি ক্ষমতা আমার নেই। তবুও আকাশের গায়ে হেলান দিয়ে কখনো কখনো বলি চেওনা সুনয়না-মোরা আর জনমে হংসমিথুন ছিলাম। ঘুমিয়ে গেছে আমার গানের বুলবুলি-আমার যাবার সময় হলো, এত জল ও কাজল চোখে, কেন পাষানের ভাঙালে ঘুম? শাওন রাতে আমরা সাম্পানযাত্রী মুসাফির, গোমতীর তীরে পাতার কুটিরে লায়লী তোমার এসেছে ফিরে, পারিনা ভুলিতে ব্রজযোগী খেলে হরি রে। হারিয়ে যাই নিজের ভিতর কিংবা নিজেই নজরুল হয়ে যাই।

লেখক ব্লগার সোনাবীজ ভাইকে বলছি,‘ অঞ্জলী লহ মোর’’ ।

---------অ।ট।:
এত পরিশ্রমী পোস্টে ছোট মন্তব্য দিতে কাপর্ণ্য লাগছিলো, তাই বড় কমেন্টস দিলাম। বিরক্ত হননি তো?

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মোবাইলে পড়ছিলাম সবার কমেন্ট। মোবাইল থেকে রিপ্লাই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনার মন্তব্যও এ পোস্টকে সমৃদ্ধ করলো অনেক গুণে। সেজন্য অসংখ্য ধন্যবাদ।

১৪| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৬:২৭

উপপাদ্য বলেছেন: বস, ভালোলাগাসহ একটা স্যালুট দিয়ে গেলাম।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যালুট গ্রহণ করলাম শ্রদ্ধা ও সম্মানের সাথে। অশেষ ধন্যবাদ আপনাকে।

১৫| ১৩ ই মার্চ, ২০১২ ভোর ৬:৪৩

স্বপ্নবাজ পথিক বলেছেন: স্যালুট বস স্যালুট... :#) :#) :#)

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ পথিক।

১৬| ১৩ ই মার্চ, ২০১২ সকাল ৭:৩৭

পড়শী বলেছেন: কয়টা + লাগবে কন। মনে হচ্ছে বার বার প্রিয়তে রাখার অপশন থাকলে এই পোস্ট টা বার বার প্রিয়তে রাখতাম।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প বাক্যে যা বললেন তা প্লাসের সংখ্যা দিয়ে তুলনা করা যাবে না। শুধু কৃতজ্ঞতা।

১৭| ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৮

মো: লুৎফর রহমান সরকার বলেছেন: কিরে ভাই, এইটা কি করলেন??
















অন্তত: ৬টা ঘন্টা আমার বাচায়া দিলেন। কয়দিন ধরেই ভাবতেছিলাম, গুগল মামারে ধইরা নজরুলের কিছু গান খুঁজব, কিন্তু সময় করতে পারতেছিলাম না।
ভারতীয় দূতাবাস থেকে একটা সিডি পাঠালো কয়দিন আগে, কিন্তু কেন যেন বাজতেছে না। এটাতে কিছু ভালো গান আছে। যদি এমপিথ্রি করতে পারি, শেয়ার করার চেষ্টা করব।
ধন্যবাদ দেয়ার দরকার মনে করছি না কারণ আপনার এই শ্রম ধন্যবাদে শোধ হবার নয়।

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অন্তত ৬টা ঘণ্টা বেঁচে গেলো বলে খুব গর্ব বোধ করছি। ভালো লাগছে। এতোগুলো গান, যা আমার গত প্রায় ২০-২৫ বছরের ফল, একসাথে কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। নজরুল অনুরাগীরা অনেক উপকৃত হবেন, এ ভেবে এতোগুলো গান এখানে একসঙ্গে দেয়া হলো, এবং ধীরে ধীরে পিসি থেকে আরো আপলোড করা হবে। মাঝে মাঝে নতুন গানের জন্য এখানে একটু ঢুঁ মারলেই হবে।

ধন্যবাদ জানবেন।

১৮| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:০২

শিশিরের শব্দ বলেছেন: অসাধারণ পোষ্ট......

১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শিশিরের শব্দ।

১৯| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫২

তন্দ্রাহারা বলেছেন: আমি নজরুল সংগীত এর অনকে বড় ভক্ত। এতো বড় কালেকশন কখনও দেখি নি ভাই। সরাসরি প্রিয়তে।

১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতো বড় কালেকশনের গানগুলো আপনার ভালো লাগলেই আমি খুব খুশি হবো। শুভ কামনা।

২০| ১৩ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪১

গানচিল বলেছেন: বাসায় গিয়ে নজরুল সমগ্র দেখার দরকার নেই। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। নীচের লিংক ক্লিক করে সার্চ বারে smritir malika টাইপ করুন। দেখবেন ফিরোজা বেগমের একটা ছবি দেখা যাবে। ছবির উপরে ক্লিক করলেই ২টা পেইজে পুরো এলবামের গানগুলো দেখবেন। গানের পাশেই গীতিকারের নাম আসবে।


http://www.saregama.com/portal/pages/music.jsp

অথবা অন্য আরেকটা লিংক দিচ্ছি।

Click This Link

এখানে ফিরোজার যে ছবিটা দেখবেন , সেই ছবির উপর ক্লিক করলে ছবিটা বড় আকারে দেখাবে। ছবির নীচে Image 1 of 2 Next >
নেক্সট-এ ক্লিক করলেই সিডির কাভারের উলটো সাইডটা দেখাবে।


একইভাবে মান্না দে'র কন্ঠে "কতদিন দেখিনি তোমায়" গানের জন্য

Click This Link

এনিওয়ে, আপনি কি লতার কন্ঠে বা হেমন্ত মুখার্জীর কন্ঠে " নিঝুম সন্ধ্যায় পান্হ পাখীরা" গানটার কথা বুঝিয়েছেন? যদি এটা হয়, তাহলে উত্তর হবে.....মনিহার ছবিতে ব্যবহৃত পূলক বন্দোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখার্জীর সুর করা গান এটা।

নাহ ! মোহাম্মদ হান্নানের গান আমার সংগ্রহে নাই।

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উত্তরের জন্য অশেষ ধন্যবাদ, গানচিল। ব্যাপারটা অবশ্য একদিকে বিভ্রান্তিকর, অন্যদিকে অনুতাপেরও। ছোটোবেলা থেকেই এ গানগুলো নজরুল গীতি হিসাবে জেনে এসেছি। ক্যাসেড রেকর্ডিঙের দোকানে সেরা নজরুল গীতি হিসাবে যা রেকর্ড করে দেয়া হতো, তার মধ্যে এগুলোও ছিল। ইন্টারনেটে অনেক জায়গায়ই এ গানগুলো নজরুল গীতি হিসাবে চালানো হয়েছে। সত্য যে কোন্‌টি, তাতে খুব সামান্য হলেও সন্দেহ থেকে যায়। আমার নজরুল সমগ্র, নজরুল স্বরলীপি, সঞ্চিতা'য় অবশ্য এ গানগুলো পাই নি। কিন্তু নজরুলের গানের সংখ্যা প্রায় ৪০০০। নজরুলের সবগুলো গানের সংকলন কোথাও আছে কিনা জানি না। তা কোনোদিন হাতে পাওয়া গেলে এ ধরনের ভুল যেমন এড়ানো যাবে, বিভ্রান্তি থেকেও মুক্তি পাওয়া সহজ হবে।

নিঝুম সন্ধ্যার ঐ গানটার কথাই বলছিলাম। অনেক ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য।



২১| ১৩ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৩

মামুনুর রহমান খাঁন বলেছেন: আমি নজরুল গীতির খুবই ভক্ত। আমার কাছে এখানে দেয়া সব গানই আছে। ইন্টারনেটে খুঁজলে অনেক গান পাওয়া গেলেও যেটা পাওয়া যায়না তা হলো নজরুলের গানের কথা/লিরিক। অনলাইনে পুরো গীতবিতান পাওয়া যায় কিন্তু নজরুলের গানের কোন সংগ্রহ নেই, এটা খুব পীড়া দেয়। তাই ভাবছি নিজেই এমন একটা সাইট তৈরি করব যেখানে নজরুলের সব গানের কথা পাওয়া যাবে।

আপনাকে অনেক ধন্যবাদ।

আর একটা কথা, এবারের সবুজ অঙ্গন খুব ভাল হয়েছে। আবারো ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এবারের সবুজ অঙ্গন খুব ভালো হয়েছে- আপনার এ কথাটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। সকল কৃতিত্ব এর সম্পাদক পান্থ বিহোসের।

আপনি একজন নজরুল ভক্ত জেনে ভালো লাগছে। পোস্টের সবগুলো গানই আপনার কাছে আছে জেনে একটা আবদার আছে। সার্চ করে দেখুন 'পরজনমে যদি আসি এ ধরায়' এবং 'যতো ফুল তত ভুল কণ্টক' গান দুটি আছে কিনা। থাকলে আমাকে পাঠানোর/লিংক দেবার ব্যবস্থ করুন। শিল্পী মহম্মদ হান্নানের নাম শুনেছেন? তাঁর কোনো গান আছে আপনার কাছে? তাঁর ৩টা গান আমার মনে হয় সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার বুকে। সেজন্য এতো খোঁজাখুঁজি। অবশ্য এমনও হতে পারে, মহম্মদ হান্নানের গান পাওয়ার পর ওগুলো আর ভালো লাগছে না:(

হ্যাঁ, একটা সাইট তৈরি করে ফেলুন, নজরুলের সমস্ত গানের লিরিক ও গান নিয়ে। একটা অমূল্য ভাণ্ডার হবে সেটা।

শুভ কামনা।

২২| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২০

সোমহেপি বলেছেন: নজরুলের গান শুনলে আমি থরথর করে কাঁপি।আমার জন্য আপসোস যে আমি গানগুলো এখন না পারব লোড করতে না পারব শুনতে।

প্রিয়তে রাখি দিলাম।এবং অনেক ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারার ঐ লৌহ কপাট, শিকল পরার ছল, কাণ্ডারি হুশিয়ার, তোরা সব জয়ধ্বনি কর, আজ সৃষ্টি সুখের উল্লাসে- এগুলো সেই গান, যা শুনলে রক্ত ফুটে ওঠে টগবগিয়ে, বুকের ভেতর গর্জে ওঠে বোধন। এ আমাদের নজরুল, গান ও সঙ্গীতে বিস্ময়কর এক ভুবন।

২৩| ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

তিথির অনুভূতি বলেছেন: ++

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


++++

আপনাকে দিলাম দ্বিগুণ:):):):)

২৪| ১৩ ই মার্চ, ২০১২ রাত ১০:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

গতকাল ই এক বড় ভাইকে বলছিলাম, আমাদের দেশে নজরুল চর্চ্চা হয় না বললেই চলে।
সারা বছরে ও শুনি না কেউ অ্যালবাম নিয়ে আসছে।

আজ ই একটা নজরুল সংগীতের সংগ্রহ পেয়ে গেলাম। আমার ল্যাপিতে অবশ্য দেড় শ এর মতো নজরুল সংগীত আছে।

থ্যাংকস অসংখ্য।
ভালো থাকুন।

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে আমার কাছে এ জিনিসটা কখনো এমন মনে হয় নি যে আমাদের দেশে নজরুল চর্চা হয় না বা কম হয়। বাংলা গানের দুই মহীরুহ - নজরুল আর রবীন্দ্রনাথ- মিডিয়াতে এঁদের গান খুব বেশি হতে দেখা যায় না এটা সত্য। তবে, মিডিয়াতে গানের অনুষ্ঠান এখন আগের চেয়ে অনেক বাড়ছে, বিশেষত মিড-নাইটের লাইভ শো-গুলো। সেখানেও এঁদের গান কখনো শুনেছি বলে মনে পড়ে না। কোনো এক ক্লোজ-আপ ওয়ানে দেখেছিলাম কয়েকজন শিল্পী নজরুল আর রবীন্দ্রনাথের গান অন্যান্য অনেক শিল্পীর চেয়ে খুব দক্ষতার সাথে গাইছিলেন (আমার এ্যাসেসমেন্ট অনুযায়ী)। বিচারকদের কাছে তাঁরা সেরা নম্বর পেলেও 'মোবাইল' ভোটে তাঁরা পরাজিত হয়ে 'পরিত্যক্ত' হোন। মোটের উপর, নজরুল বা রবীন্দ্র সঙ্গীত সবার জন্য না। চ্যানেলগুলো যে-গানে বেশি জনপ্রিয়তা পাওয়া যায় সেগুলোই গাইয়ে থাকে বলে মনে হয়। চ্যানেলের কথা বলে লাভ কী? আমাদের স্বয়ং শিল্পীরাই স্টেজে ওঠে নিজেরা যেমন লাফাতে থাকেন, আর তাঁদের চেয়েও অধিক জোরে লাফাবার জন্য দর্শকগণকে 'উত্যক্ত' করতে থাকেন। দর্শকরা চেঁচিয়ে সাড়া না দিলে তাঁরা গান গাইতে পারেন না, স্টেজও মাতে না। মাস দেড়েক আগে 'সাবরিনা'র এক ষ্টেজ শো দেখলাম। নিজে নেচে অস্থির, দর্শকরাও কম যান না। দুই গানের মাথায় বললেন, 'হিন্দি হবে? হিন্দি?' দর্শকরাও যেন হিন্দির জন্যই অধীর ছিলেন। এরপর অনেকক্ষণ ধরে হিন্দি গেয়ে সাবরিনা স্টেজ পাগল করলেন। হায়, স্টেজ মাতানোর জন্য কোনো বাংলা গানই পাওয়া গেলো না:( :( আর শিল্পীর সাথে দর্শকরা খেমটা নাচন না নাচলে যেন শিল্পী একদম 'ফ্লপ' খেয়ে গেলেন:(

এক কথা থেকে অনেক কথায় চলে এলাম বোঝানোর জন্য যে, নজরুল-রবীন্দ্রনাথের উচ্চাঙ্গীয় গানগুলো ব্যাপকতা পাবে না যেভাবে অন্যগুলো পেয়ে থাকে। ধুম-ধামাক্কার ডিজিটাল যুগে গানে বুঁদ হবার চেয়ে গানে উন্মত্ত হতে পছন্দ করে বেশি মানুষ।

যাই হোক, কথা আর না বাড়াই। ভালো থাকুন।

২৫| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১২:১৯

হানিফ রাশেদীন বলেছেন: অনেক পরিশ্রমি পোস্ট। আমার কেন জানি নজরুল গীতি কখনো ভালো লাগে না। আমি প্রচুর গান শুনতাম। এখন একটু কম। প্রথম দিকে রবীন্দ্র সংগীত, জগজিৎ সিং, চিত্রা সিং, মান্না দে, নচিকেতা, ভূপেন হাজারিকা। এখন মান্না দে বাদে এদের সাথে যোগ হয়েছে আরো অনেক। সেই তালিকা অনেক বড়। বিষয়ের দিক থেকে বললে, কীর্তন, গজল, রাগ-সংগীত, শুধু মিউজিক। এই।

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গানের পছন্দ খুব ভালো। নজরুল গীতি ভালো লাগে না- এটা হতেই পারে। আপনি অজয় চক্রবর্তীর কিছু গান শুনে দেখতে পারেন। ভালো লাগলে শুনুন মানবেন্দ্রর গানও। এরপর অনুপ ঘোষাল। ইন্দ্রানী সেন। দেখুন চেষ্টা করে। আর একান্তই যদি না পারেন, তাহলে অন্তত এ গানট শুনুন

কেমন লাগলো গানটি?

মোটামুটি, না? :):):)

তাহলে এটি

এটও যদি ভালো না লাগে, তাহলে লাস্ট ট্রাই এটা

২৬| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১:১৫

শহিদুল ইসলাম বলেছেন: খাইসে ভাই , এতগুলা একসাথে কেম্নে জড়ো করলেন !! :-* :-*

নজরুল এর বেশ কিছু গান ভালো লাগে । দেখি এই পোস্টে খুঁজে পাই কিনা :)

১৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা দেখুন, এ গানটা আপনার কেমন লাগে

এর সাথে এটাও দেখুন। আশা করি ভালো লাগবে।

২৭| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:৪০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: লেখায় ছেলেবেলার গান শোনার আড্ডা দৃশ্যমান...
বহুরূপী বহুগুণী কবি নজরুলের সাম্যবাদী দিকটা নিয়ে কাজ করার তাগিদ অনুভব করছি অনেকদিন থেকে। সময়ের প্রতিকূলতায় হয়ে উঠে না। তাঁর এই বিরল দিকটা নিয়ে আরও কাজ করার অনেক প্রয়োজন। ফিরোজা বেগম ব্যতীত নজরুলের গান আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। লেখা এবং কালেকশনের জন্য লেখকের পরিশ্রম, ধৈর্য এবং সময় অবশ্যই প্রশংসার দাবিদার। নজরুলগীতির কালেকশনগুলো নজরুল প্রেমিকদের জন্য এক অমূল্য উপহার। অশেষ ধন্যবাদ আর শুভকামনা।

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশংসাও আমার জন্য এক অমূল্য উপহার। যে তাগিদ অনুভব করছেন, আশা করি আপনার ইচ্ছেরা যেহেতু প্রবল, একদিন সফলকাম হবেনই। শুভ কামনা থাকলো।

২৮| ১৪ ই মার্চ, ২০১২ রাত ২:৫৩

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আপনার মন্তব্যে দ্রুত চোখ বুলায়ে ভেবেছিলাম চেক করে দেখবো যখন দেখলাম আপনি নজরুলের “এনেছি আমার শত জনমের প্রেম” কে অন্যের লেখা গান বলছেন তখন খুব অবাক লাগছে@গানচিল

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানচিল আপনার জবাব দিয়েছেন নিচে। আপনি সেটা পড়েছেন:) এবং তারপর আপনিও আরেকটি কমেন্ট করেছেন:)

২৯| ১৪ ই মার্চ, ২০১২ ভোর ৬:০০

গানচিল বলেছেন: @ব্লগপাতায় কামরুন নাহা্‌রঃ আমার মন্তব্যে আপনি অবাক হতেই পারেন।তবে আমার তথ্যটি যে একেবারে নির্ভূল এবং এটা যে নজরুলের গান নয়,তা আমি জেনেই বলছি।তার পরেও যদি আপনার মনে খটকা থেকে থাকে তাহলে বলব আপনি গৌরীকেদার ভট্টাচার্য্যের " শত জনমের প্রেম" শিরোনামের সিডিটির ২য় সাইডটি পরখ করে দেখুন। এটা যদি খুজে না পান তাহলে হৈমন্তী শুক্লা ও অনুপ ঘোষালের "Songs to remember" শিরোনামের সিডির (যেটা চাইলেই দোকানে পাবেন) ২য় সাইডটি দেখুন। তবে সহজ উপায় হল আপনি সারেগামার ওয়েবসাইট saregama.com (তৎকালীন HMV) এ গিয়ে সার্চ বারে track option রেখে enechhi amar shato টাইপ করুন বা mohini choudhury টাইপ করুন, অথবা artiste option রেখে gourikedar bhattacharya টাইপ করুন বা anup ghoshal টাইপ করুন।বিভিন্ন অপশন আছে যাচাই করার। সব ক্ষেত্রেই লিরিসিস্ট হিসেবে মোহিনী চৌধুরীর নাম দেখতে পাবেন।এতে করে গানটা যে নজরুল গীতি নয়, এই ভুলটা আপনার মন থেকেও কেটে যাবে।ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩০| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ৮:১০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অনেক ধন্যবাদ আপনার রিপ্লাইয়ের জন্য। আপনি যে এ বিষয়ে কনফিডেন্ড সেটা বুঝতে পারছি যদিও আমি সিডির পাশে কি লেখা যেমন একটা সিডিতে ‘ভারতীয় নজরুল গীতি’ লেখা দেখে চমকে উঠেছিলাম অর্থাৎ সিডি কাভারের লেখা আর ইউটিউবের বর্ণনা সব সময় সঠিক পাই না। আমরা অনেকে অনেক বিষয়ে মাষ্টার নই ভালো লাগার জন্য কাজ করি যাতে অনিচ্ছাকৃত কিছু ভুল থাকতেই পারে। এটা ধরিয়ে দেয়া অবশ্যই বন্ধুত্বের কাজ। অনেক পরিশ্রম করে একটা কাজ করার পর জনসমক্ষে ভুলটা ধরিয়ে দেয়ার প্রবণতা আমাকে অবাক করে (এ কাজটি অনেককে করতে দেখেছি) ব্লগ বিষয়ে অভিজ্ঞ নই, এ কাজগুলো ইনবক্সে করা যেতে পারে কিনা সেটাও বুঝতে পারছিনা। আপনার লিংকগুলি সময় করে অবশ্যই দেখবো। অনেক শুভকামনা। @ গানচিল

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগের আলোচনা এমনই। আপনাদের আলোচনা ইনবক্সে চলে গেলে পাঠক অনেক তথ্য থেকে বঞ্চিত হবেন।

ধন্যবাদ।

৩১| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ ! 8-|

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন্‌ গানটা আপনার বেশি ভালো লাগলো, শুনে বলবেন।

না থাক, বলতে হবে না:) সে-অনুযায়ী উপর থেকে শিল্পীদের গান শুনতে থাকুন:)

১। Click This Link

২। Click This Link

ধন্যবাদ কষ্ট করে ডাউনলোড করে গান দুটি শুনবার জন্য:)

৩২| ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩১

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: পোস্ট প্রিয়তে! :)

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্য একটি গান আছে। এই নিন : Click This Link

আপনি যে গানটার কথা ভেবেছেন তার বাইরে অন্য একটি গান দেবো, আমি অতো চালাক নই:):)

ধন্যবাদ।

৩৩| ১৪ ই মার্চ, ২০১২ বিকাল ৪:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Ektu busy achi. Oti shiggir eshe sobaike reply dibo. Thank you all.

১৫ ই মার্চ, ২০১২ রাত ১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যালো জনি!!!

৩৪| ১৫ ই মার্চ, ২০১২ রাত ২:০৬

ফারজুল আরেফিন বলেছেন: কালেকশনে প্লাস। :)

১৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন।

৩৫| ১৫ ই মার্চ, ২০১২ রাত ২:২৫

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: কবি নজরুলকে নিয়ে আরও কাজ করার প্রয়োজন আছে মনে হয়েছে জানানোর উদ্দেশ্য আপনার/আপনাদের মত গুণী কেউ যদি কোনদিন দয়া করে কাজটি করেন এই আশায়। অনেক ধন্যবাদ আর শুভকামনা।

১৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহৎ কাজগুলো যে হচ্ছে না, তা নয়। তবে আরো সবিস্তারে, বিশেষ করে নজরুলের গান নিয়ে আরো ব্যাপক গবেষণা হোক, আমরা যেন নজরুলকে আরো গভীরভাবে চিনতে পারি- সে উদ্দেশে গুণী ও উদ্যমী কেউ এগিয়ে আসবেন/যাবেন, আমারও সে প্রত্যাশা থাকলো।

৩৬| ১৫ ই মার্চ, ২০১২ রাত ১০:৫০

রেজওয়ান তানিম বলেছেন: গানচিল ভাই, আমাকেও একবার ভুল ধরিয়ে দিয়েছিলেন।

এই ভুলটা আমরা প্রায়ই করি। সেকালের আধুনিক গান গুলো নজরুল গীতির সাথে মিলিয়ে ফেলে।

এর কারণ মোটামুটি দুটো

নজরুল প্রচুর লিখেছেন যখন (যখন তিনি এইচ এম ভির প্রধান প্রশিক্ষক) তখন তার প্রচুর গানে সুর দিয়েন কমল দাশ গুপ্ত এবং চিত্তরঞ্জণ রায়।

এই সময়টাতে অন্যদের বিখ্যাত গান গুলোর সুর এদে্রই করা।

কালের আবর্তে নজরুল এখনো গানের রাজা

হয়তবা এমনটি হতে পারে।

পোস্ট প্রিয়তে

১৬ ই মার্চ, ২০১২ রাত ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানচিল শুধু ভুলই ধরিয়ে দেন নি, তাঁর কাছ থেকে অনেকদিন-ধরে না-পাওয়া আমার প্রিয় কয়েকটা গান পেয়েছি। তাঁর গানের ভাণ্ডার যেমন খুব সমৃদ্ধ, গান সম্বন্ধে জ্ঞানও অতুলনীয়।

অন্যের গান নজরুল গীতির সাথে গুলিয়ে ফেলবার কারণ আপনি যা উল্লেখ করলেন, আমারও ধারনা ব্যাপারটা এভাবেই ঘটে থাকবে। এর বিপরীত সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না, যেমন, নজরুলের গান হয়তো ভুল বশত অন্যের নামে গীত হয়েছে। সেসব থাক, নজরুল গীতির যে বিশাল ভুবন, গুনে দেখুন, সর্বসাকুল্যে আমরা কটা গানের খবর জানি। 'লাখে লাখে আসে মানুষ, কাতারে কাতার, গুনিয়া দেখি মাত্র বত্রিশ হাজার।' কেউ যদি ৫০০ গানের একটা সংগ্রহ করতে পারেন তাঁর কাছে মোটামুটি সব গানই পাওয়া যাবে, যা গাওয়া হয়েছে। কিন্তু ৫০০ গান মুখের কথা না:(

গানের পাখি নজরুল। গানের রাজাও নজরুলই। আপনার সাথে একমত।

ধন্যবাদ ও শুভকামনা।

৩৭| ১৬ ই মার্চ, ২০১২ রাত ১২:১৪

মামুনুর রহমান খাঁন বলেছেন: আপনার অনুরোধের গান দু'টির লিঙ্ক দিলাম

পরজনমে যদি আসি এ ধরায়

যতো ফুল তত ভুল কণ্টক

দুঃখিত মহম্মদ হান্নানের গান আমার সংগ্রহে নেই। অনুপ্রেরণার জন্য আপনাকে ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১২ রাত ২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই 'দুষ্প্রাপ্য' গান দুটি আমাকে দেয়ার জন্য।

পরজনমে যদি আসি এ ধরায়
ক্ষণিক বসন্ত যেন না ফুরায়।

প্রথম অন্তরার প্রথম চরণ নিয়ে একটু খটকা লাগলো। আমিয়া মতিন গাইছেন :

মিলনে নাহি যেন, নাহি অবসাদ
ক্ষয় নাহি হয় যেন পূর্ণিমা চাঁদ।

কিন্তু আমার যদ্দূর মনে পড়ে, মহম্মদ হান্নানের কণ্ঠে শুনেছিলাম 'মিলনে নাহি ভয়, নাহি অবসাদ।' ৮৬ সনের পরে গানটি আর শুনেছি বলে মনে পড়ে না। তবে, মহম্মদ হান্নানের কণ্ঠে গানটি খুবই চমৎকার লেগেছিল। এ গানটির মিউজিক বাজে, কণ্ঠও অপরিণত, এবং সুরও পালটে গেছে অনেক জায়গায়।

অপর গানটি, 'যত ফুল তত ভুল-কণ্টক জাগে' ফিরোজা বেগমের কণ্ঠে অনবদ্য।

আবারও ধন্যবাদ।

৩৮| ১৬ ই মার্চ, ২০১২ রাত ১২:২১

মামুনুর রহমান খাঁন বলেছেন: দুঃখিত লিঙ্ক দু'টো অদল-বদল হয়ে গেছে।

পরজনমে যদি আসি এ ধরায়

যতো ফুল তত ভুল কণ্টক

১৬ ই মার্চ, ২০১২ রাত ২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো সমস্যা হয় নি:)

৩৯| ১৬ ই মার্চ, ২০১২ রাত ১২:৩১

প িথক বলেছেন: প্রিয়তে

১৬ ই মার্চ, ২০১২ রাত ২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পথিক।

৪০| ১৬ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৭

মামুনুর রহমান খাঁন বলেছেন: মূলতঃ প্রথম অন্তরা হচ্ছে এরকম

মিলনে নাহি যেন রহে অবসাদ
ক্ষয় নাহি হয় যেন চৈতালি-চাঁদ

আপনার সাথে আমিও একমত, এই গানটির মিউজিক বাজে এবং কণ্ঠ অপরিণত। কিন্তু অন্য কারো গাওয়া গানটি সংগ্রহ করা পর্যন্ত এটাই ভরসা। দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।

ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা আবার শুনলাম। প্রথম লাইনটা আপনি যা বলেছেন ওটাই, অর্থাৎ, মিলনে নাহি যেন রহে অবসাদ। পরের লাইনে 'চৈতালি'র স্থলে 'ফাল্গুনি' গেয়েছেন আমিয়া মতিন। এখন মনে হচ্ছে গানটা এরকমই হবে হয়তো। 'রহে'র জায়গায় 'নাহি' শুনছিলাম বলে আমার খটকা লাগছিল। তবে আরো কিছু খটকা আছে। গানটা মনে হয় এরকম- 'পরজনমে যদি আসি ধরায়।' আমিয়া মতিনের কণ্ঠে 'এ'টা পাওয়া যাচ্ছে না।

যাই হোক, আমিয়া মতিন যেভাবে গেয়েছেন তাঁরটাই সঠিক ধরে নিয়ে আপাতত দধির সাধ/স্বাদ মাঠায় মেটানো গেলো:):)

ধন্যবাদ।

৪১| ১৬ ই মার্চ, ২০১২ সকাল ১১:০৪

আহমাদ জাদীদ বলেছেন: প্রিয়তে...... :) :) :)

১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহমাদ জাদীদ।


আমারও ভাই ছুটি শ্যাষ!!!:(:(:(:(

৪২| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৪

মেহবুবা বলেছেন: একটা কথা মনে হোল , যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন সুস্থ স্বাভাবিকভাবে এখনও তাহলে দেখতে পেতেন তাঁর অমর সৃষ্টি নিয়ে আমাদের কত আয়োজন , কত সময় পার, কত কৌতুহল , কত আনন্দ , কত ভালবাসাময় আশ্রয় ।

প্রিয় তালিকায় থাকবার জন্য এমন সব পোষ্ট তৈরী হয় ব্লগে , ধন্যবাদ দিয়ে আর কি হবে ?

ভুলি কেমনে আজো যে মনে গানটি গতকাল গুনগুনিয়ে গাইছিলাম , আমার কন্যা বলল এটি মান্না দের গাওয়া কোন আধুনিক গান কিনা ( আমার মেয়ে গানের গুরুত্ব বুঝে নিয়েছে জীবনে, তাই গানে আগ্রহ একেবারে ছোটটি থেকে) , কারন সূর শুনে ওর মনে হচ্ছিল ওনার গাওয়া । পরে নজরুল সঙ্গীত শুনে মুগ্ধ হোল । এখানে আশা ভোঁসলের লিঙ্ক দিয়েছেন, ওনার কণ্ঠে ভাল লাগে না আমার ।

খায়রুল আনাম শাকিলের গান নেই কেন? আমার পছন্দের শিল্পী একজন । আমার কোন একটা পোষ্টে আছে তাঁর গাওয়া "গভীর নীশিথে ঘুম ভেঙ্গে যায়" মন কাড়া এই গান । যদিও ছোটবেলায় শুনেছি জগন্ময় মিত্রের কণ্ঠে ।

' পথ চলিতে যদি চকিতে' গানটা কি দেয়া আছে ? পাই না কেন ?

মোহাম্মদ হান্নাকে অনেক আগে দেখেছি মনে পড়ছে টিভিতে, অভিনেতা মানস বন্দোপাধ্যায়ের মতো দেখতে খানিকটা । ভাল গাইতো । এখন জোসেফ কমল রড্রিক্সের গান ভাল লাগে । আরেকজন আছেন ফজলুর রহমান অথবা হক ( নামটা মনে আসছে না ঠিক) নামে ।

ফাতেমা তুজ জোহরার গান তেমন ভাল লাগে না , কেবল ' তেপান্তরের মাঠে একা বসে আছি' এবং ' তুমি বেশ বদলে গেছো' এ দুটো ভাল লাগে ।

এ পোষ্টে আরো সংযোজন হবে , বসে আছি ।

১৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, এ পোস্টের মূল টেক্সটে আর কোনো সংযোজন সম্ভব নয়, মেমোরি ফুল হয়ে গেছে:(

'ভুলি কেমনে' রেডিওতে শুনেছিলাম খুব সম্ভবত সোহরাব হোসেন বা অজিত রায়ের কণ্ঠে। কতো বছর আগে? ৮৫/৮৬'র দিকে হয়তো শেষবার শুনেছি, তারপর বহুদিন গানের জগতে থাকবারই সুযোগ ছিল না:(:(

'তুমি বেশ বদলে গেছো' তো নজরুল গীতি নয়। কিন্তু গানটা সত্যিই দারুণ। ফাতেমা-তুজ জোহরার গোটা আষ্টেক সিডির গান আমার কাছে আছে। তবে পিসি'র স্পেস ম্যানেজমেন্টের সময় বেশ কিছু গান বাদ পড়ে গেছে:( সিডিগুলো সংরক্ষণ করা হয় নি। ফাতেম-তুজ-জোহরা অবশ্য আমার প্রিয় শিল্পীদের একজন।

আপু, যখন যাঁর কাছে যে গানটার কথাই শুনছি, মনে হচ্ছে- আরে, এ দারুণ গানটা তো আমার কাছে নেই:( সেই রেডিওতে শোনা গান। রেডিওর যুগে শুনতে শুনতে প্রায় প্রতিটা গানই আমার মুখস্থ থাকতো:) কোনো এক সময়ে অবশ্য বাংলাদেশের ছায়াছবির গান বেশি শোনা হতো- আড্ডা করে:):)

এবার আপনার উপর একটা পবিত্র দায়িত্ব অর্পণ করতে মহৎ একটা ইচ্ছে পোষণ করছি। আপনার প্রিয় কিছু গান, যা এখানে নেই, নিচের মন্তব্যের ঘরে লিংক আকারে জুড়ে দিন। আমি উপকৃত হবো, সত্যি বলছি:)

অনেক ভালো লাগছে- আপনি মহম্মদ হান্নানকে টিভিতে দেখেছিলেন এটা শুনে। কোনো এক সময় আমার মনে হচ্ছিল আমি বোধ হয় স্বপ্নেটপ্নে মহম্মদ হান্নান নামক কোনো এক গায়কের নাম জেনেছি, আদতে যিনি নেই। আপনি কনফার্ম করলেন:)

ভালো থাকুন। এবং জলদি গানের ডালি নিয়ে ফিরে আসুন:):)

৪৩| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৪

গানচিল বলেছেন: কেউ যদি ৫০০ গানের একটা সংগ্রহ করতে পারেন তাঁর কাছে মোটামুটি সব গানই পাওয়া যাবে, যা গাওয়া হয়েছে। কিন্তু ৫০০ গান মুখের কথা না।

এই কথাটি পড়ে একটা কৌতুহল হল " আমার কাছে কতটা নজরুল গীতি আছে" সেটা জানার জন্য।হার্ড ড্রাইভটাতে নেয়া নজরুল গীতির ফোল্ডারে দেখলাম সেই আঙ্গুরবালা, ইন্দুবালা, কে,মল্লিক ধীরেন্দ্র চন্দ্র মিত্র থেকে শুরু করে একালের লীনা তাপসী পর্য্যন্ত বিভিন্ন শিল্পীর গান মিলিয়ে সর্বমোট ৯০৩ টা ফাইল।যেখানে একজন মানবেন্দ্রের একারই ১৯৮ টা গান।(এর মধ্যে আরও অনেক গান সিডিতে পড়ে আছে যেগুলো ব্যাক-আপ হিসেবে হার্ড ড্রাইভে নেয়া হয়নি এখনো।এবং সেগুলো আমার তেমন একটা পছন্দের গান না) যাইহোক,এই ৯০৩ টা গানের অনেকগুলো রিপিট গানও আছে।অর্থাৎ একই গান একাধিক শিল্পীর কন্ঠে। এখন,এই রিপিট গানগুলোর সংখ্যা যদি সাড়ে তিনশ' ও ধরি তাহলে টোটাল নজরুল গীতির সংখ্যা দাড়ায় ছয়শ'র মত।তার মানে কি দাড়াল ! আমার কাছে ৬শ'র মত নজরুল গীতি আছে? হতে পারে। ....হতে পারে তারও বেশী। কেননা,রিপিট গানের সংখ্যাও এত হবার কথা নয়।কারন রবীন্দ্র/নজরুলের সব গান সবার কন্ঠে আমি শুনিও না। তারপরও আমার খুজে বেড়াচ্ছি আরও অনেক গান। যেগুলো ছোটবেলায় রেডিওতে শুনলেও কোন রেকর্ড বা সিডিতে এখনও পাচ্ছিনা। যেমনঃ "সবার কথা কই "এ নহে বিলাস বন্ধু" কোন মিউজিক ছাড়া আব্দুল আলীমের কন্ঠে "এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি" এরকম আরও কিছু গান।
এনিওয়ে, গানের সর্বভূক হিসেবে এখানে আমার নিজের পরিসংখ্যানটা দিলাম। কিন্তু যেসব শ্রোতা/সংগ্রাহক কেবল নজরুল গীতিই খুজে বেড়ান তাদের কাছে কি পরিমান নজরুল গীতি থাকতে পারে একটু অনুমান করুন।৫০০ না আরও বেশী? ভাল থাকবেন।

এতবড় মন্তব্য লিখতে লিখতে এরই মাঝে দেখি মেহবুবার আগমন।এখানে ফিরোজার কন্ঠে " পথ চলিতে যদি চকিতে" এবং অঞ্জলী মুখার্জীর কন্ঠে " তেপান্তরের মাঠে" গান দুটো আছে।

তেপান্তরের মাঠে বধু হে--অঞ্জলী মুখার্জী

পথ চলিতে যদি চকিতে--ফিরোজা

১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৫০০ গানের সংগ্রহ মুখের কথা নয়। প্রিয় গানচিল, আপনি কিন্তু আপনার বিশদ বর্ণনার মাধ্যমে আমার কথাকে সমর্থনই করলেন:):) আমি ঐ কথাটা লিখবার সময় মনে মনে ভাবছিলাম, আপনি হয়তো দৌড়ে এসে বলবেন যে, আপনার কাছে নজরুল ইসলামের ৩৭৫১টি গানের মজুদ রয়েছে:):) (৩৭৫১ সংখ্যাটি এমনি এমনি মনে এলো)

৫০০ গানের সংগ্রহ সত্যিই কঠিন ব্যাপার। আপনি আপনার সংখ্যাটা না বললে ধরে নিতাম আপনার কাছে কমপক্ষে হাজার দুয়েক গান তো আছেই:):) তবে, ৫০০ বা ততোধিক গানের সংগ্রহ যাঁদের কাছে আছে, তাঁদের সংখ্যা খুব বেশি হবে না, এটি আমার ধারনা। আমি গানের পাগল। যে-কোনো শিল্পীর যে-কোনো গান আমি শুনি, এবং সংগ্রহে রাখি- রিপিটেড ভার্সন সহ। আমার সব গানের অডিও-ভিডিও'র সুবিশাল সংগ্রহ রয়েছে (আপনার মতো অতো বড় হবে না, তা নিশ্চিত)। মাসিক খরচের একটা অংশ সিডি কেনা বাবদ 'ক্ষয়' হচ্ছে (সেই ক্যাসেটের যুগ থেকেই)। স্থাবর/অস্থাবর সব গান মিলিয়ে আধুনিক/ছায়াছবি/পল্লী/রবীন্দ্র/লালন প্রত্যেক বিভাগে ৫০০ করে গান আছে কিনা তা গুনে না দেখলে বলা যাবে না। এবং আমি দেখেছি, আমরা সচরাচর যে-গানগুলো বেশি শুনে থাকি, বা আলোচনা করি, তা আমার কাছে মজুদ আছে। এবং আমার সম্বন্ধে আমার ঘনিষ্ঠ জনদের মধ্যে একটা ধারনা আছে যে বাংলাদেশের যে-কোনো গানই আমার সংগ্রহে রয়েছে, এবং সে সংখ্যা হাজারে হাজার:):) ব্যাপারটা হাস্যকর, লজ্জাকর, এবং বিব্রতকর তো বটেই, তাই না?

আপনার মতো গুটিকতক লোক থাকা সম্ভব যাঁদের গানের ভাণ্ডারে ৫০০'র বেশি করে গান রয়েছে। আপনার গানের সম্পদ দেখে আমি মুগ্ধ ও চমৎকৃত। আপনার মন্তব্যের ঘরে অবশ্য রাইসুল জুহালার কথা স্মরণ না করলে অন্যায় হবে। তাঁর কাছ থেকেও আমি বেশ কিছু দুষ্প্রাপ্য গানের লিংক পেয়েছিলাম।

ভালো থাকুন।

৪৪| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৯

মেহবুবা বলেছেন: গানচিলকে নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে , সে মানুষ না অন্য কিছু ? সে প্রসঙ্গে সময় পেলে কথা হবে ।
আমার ৪২ নম্বর কমেন্টের শেষ অংশে গানচিলকে নিয়ে একটা কথা লিখে মুছে দিয়েছিলাম, গানের পোষ্ট আছে গানের চিল নেই অসম্ভব ।
আর এখন দেখছি চিল উড়ে এসে জুড়ে বসেছে ।

@ গানচিল,অসংখ্য ধন্যবাদ পছন্দের দুটো গানের লিঙ্কের জন্য ।
'ভুলি কেমনে আজও যে মনে' এটার লিঙ্ক পেলে ভাল হত, আশা ভোঁসলের নয় ।

১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানচিল অবশ্য ছিলেন আগেই, ১১ নং মন্তব্য দেখুন:)

আপু, এ গানটা শুনেছেন? নানি গো নানি, তোরে আমি জানি, আমারে নি নিয়া যাবি ভাইসাবের বাড়ি?

কেমন আছেন? এ প্রশ্নটা আগে করা উচিৎ ছিল, ভুল হবার কারণে এখন মাঝখানে করলাম:)

নজরুল ইসলাম যতো বছর মূক ছিলেন, লিখেছেন তার চেয়েও কম বছর। তাঁর গানের সংখ্যার সাথে রবীন্দ্রনাথের গানের সংখ্যাই কেবল তুলনীয়। রবীন্দ্রনাথের ২৫০০'র মতো গান রয়েছে, নজরুলের ৪০০০-এর কাছাকাছি। মৃত্যূর কাছাকাছি সময় পর্যন্ত তিনি যদি লিখতে পারতেন, তাঁর গানের সংখ্যা এর দ্বিগুণ হতো তা বলা যায়। যাই হোক, 'যদি' দিয়ে কোনো কিছু মাপা বা গণনা করা যায় না। আমরা নজরুলের কাছ থেকে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট।

ভালো থাকুন।

৪৫| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:১২

মেহবুবা বলেছেন: আমি একবার জেনেছিলাম কাজী নজরুল ইসলাম প্রায় ৩৫০০ গানের গীতিকার এবং দু:খজনক ভাবে মেনে নিতে হয় তার সৃষ্টিকর্মের অনেকটাই সংরক্ষন করা হয়নাই ।
এত বেশী সংখ্যক গানের গীতিকার আর কেউ আছেন কি না জানা নেই ।

১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ্‌ আপু, এ কথার উত্তর তো উপরে দিয়ে ফেলেছি:)

নজরুলের সৃষ্টিকর্ম সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিয়ে অবশ্য আমারও সন্দেহ আছে। এ মহৎ কাজটি বাংলা একাডেমীরই করার কথা। বাংলা একাডেমী নিশ্চয়ই কিছু একটা করছে, বিশ্বাস রাখলাম।

৪৬| ১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৩

অর্পণ! বলেছেন: মনে আছে একবার শবনম মুস্তারীর গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম জাতীয় যাদুঘরে, গান শুনে এক পর্যায়ে কেঁদে ফেলেছিলাম।
আর আরেকবার বৃটিশ কাউন্সিলে শাকিলের গাওয়া গান...শাওন আসিল ফিরে...গানটা শুনেছিলাম, মনে হলে এখনও ভেতরে মোচড় দেয়।
অনেক ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে মনে হয় ফিরোজা বেগমের পরই নজরুল গীতিতে শবনম মুস্তারীর নাম আসে, অধুনা সেখানে যুক্ত হয়েছে ফেরদৌস আরার নাম। তবে শবনম মুস্তারীর কোনো গান এখানে দেয়া হয় নি বলে দুঃখিত।

ভালো থাকুন।

৪৭| ১৬ ই মার্চ, ২০১২ রাত ৯:১৫

সোমহেপি বলেছেন: ঐ যদি টাইপের তুলনাগুলো ভাল লাগেনা।এগুলো ছেলেবেলায় সাম্প্রদায়িক খাটাসদের মুখে শুনে শুনে অভ্যস্ত কিনা তাই।যাক সেসব কথা-

কোথায় যেন পড়েছিলাম নজরুল কোন গানের কপি করে রাখতেন না।কোথাও পাঠালে সেটা তারা না ছাপলো কি না ছাপলো সে চিন্তা কবির ছিলোনা।


নজরুলসংগীত আমার কাছে সব শিল্পীর কণ্ঠেও ভাল লাগেনা।আর বিশেষ করে নজরুলের গানের কথাগুলো যদি কেউ মনোযোগ সহকারে শোনে আমার মনে হয় ভাল না লেগে পারেনা।কথাগুলোই যেন হৃদয়ের গহীন থেকে আসা---

হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল আমি একেলা--

১৮ ই মার্চ, ২০১২ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নজরুলসংগীত আমার কাছে সব শিল্পীর কণ্ঠেও ভাল লাগেনা। আমি অবশ্য কথাটা আরেকটু সম্প্রসারিত করে বলতে চাই যে, সবার কণ্ঠে সব নজরুল গীতি ভালো লাগে না। এটাও ঠিক যে, এ কথাটা যে-কোনো গানের বেলায়ই সঠিক। আমি ব্যক্তিগত ভাবে অজয় চক্রবর্তীর ভক্ত। তবে, তাঁর সব গানই আমার প্রিয় নয়। মানবেন্দ্র, সতীনাথ, জগন্ময়, ফিরোজা, ফেরদৌস আরা, অনুপ ঘোষাল, অনুপ জালোটা- এঁদের প্রত্যেকেরই কিছু কিছু গান তাঁদের অন্যান্য গানের চেয়ে বেশি মাধুর্যময়। 'তুমি শুনিতে চেয়ো না' গানটা মাধুরী চট্টপাধ্যায়ের কণ্ঠে অমৃতের মতো লাগে, ফাতেমা-তুজ জোহরার কণ্ঠেও খারাপ লাগে না, কিন্তু ফিরোজা বেগমের গাওয়া এ গানটা আমার একদম ভালো লাগে না। 'যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই' মানবেন্দ্র'র কণ্ঠে সবচেয়ে ভালো লাগে, কিন্তু অজয় চক্রবর্তী বা ফিরোজা বেগমের কণ্ঠে তেমন মজা পাই না। 'শাওন রাতে যদি' মনে হয় জগন্ময় মিত্রের কণ্ঠেই বেশি ভালো লাগে। ৯ম-১০ম শ্রেণিতে পড়বার কালে, আজ থেকে ২৫-৩০ বছর আগে মহম্মদ হান্নানের কণ্ঠে রেডিওতে শুনেছিলাম 'তোমার আঁখির মতো আকাশের দুটি তারা'। অনুপ ঘোষাল, হৈমন্তী শুক্লা- কারো কণ্ঠেই আমি মহম্মদ হান্নানের সুরামৃত খুঁজে পেলাম না। গানের ভালো লাগা ব্যাপারটা এমনই মনে হয় আমার কাছে।

এবার আপনার জন্য একটি উপহার। একটি গান দু শিল্পীর কণ্ঠে। দুজনই খুব ভালো গেয়েছেন।

অজয় চক্রবর্তী : Click This Link

মোহাম্মদ রফি : http://www.mediafire.com/?23wtwnh4gvmb6ag

৪৮| ১৬ ই মার্চ, ২০১২ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:

দারুণ সংগ্রহ! আমার কাছে বেশ কিছু গান ছিলো, নতুন সিপিউ নেয়াতে সব গেছে :(

তবে আপনার এই সংগ্রহ আমি আমার সংকলন পোস্টের জন্যে নিলাম।
অনেক কৃতজ্ঞতা :)

১৮ ই মার্চ, ২০১২ রাত ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৪৯| ১৫ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে।

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

৫০| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

কিউ জামান বলেছেন: খুব ভালো। ধন্যবাদ দিয়ে ছোট করলাম। :) :#) :#) :#)

২৫ শে মে, ২০১২ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটো হওয়াতে খুব আনন্দ পাচ্ছি:) ধন্যবাদ আমাকে ছোটো করার জন্য:)

৫১| ২৬ শে মে, ২০১২ ভোর ৫:৪৮

আজমান আন্দালিব বলেছেন: অসাধারণ একটা পোস্ট। মনে হলো আমার ছেলেবেলার কথা বলে গেলেন, আমার নজরুল গীতি ভালো লাগার কথা বলে গেলেন। পোস্টটিতে অনেকেরই মনের কথাগুলো বলতে পেরেছেন।

মূল্যবান এই পোস্টটি স্টিকি করার আবেদন রইলো মডারেশন প্যানেলের প্রতি।

২৬ শে মে, ২০১২ দুপুর ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আজমান আন্দালিব।

৫২| ২৬ শে মে, ২০১২ দুপুর ১২:১৫

সুবিদ্ বলেছেন: দারুন, প্রিয়তে...

২৬ শে মে, ২০১২ দুপুর ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুবিদ্‌।

৫৩| ২৭ শে মে, ২০১২ সকাল ৯:০৩

মূসা আলকাজেম বলেছেন: আল্লাহ্‌ আমাদেরকে বেহেশতের গান শুনার তওফিক দিক, এবং এর জন্য প্রস্তুত হওয়ার তওফিক দিক। এখানে একটা ক্লিক করলে কি আর ক্ষতি হবে?

০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৫৪| ২৭ শে মে, ২০১২ সকাল ৯:১৭

বাংলাদেশী পোলা বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৫৫| ০২ রা জুন, ২০১২ ভোর ৪:৩২

সিরাজ সাঁই বলেছেন: পোস্টে +++++

দয়া করে নোট করবেন, অজয় চক্রবর্তীর এই গানগুলো কিন্তু নজরুল সঙ্গীত নয় - বাংলা রাগপ্রধান গান। প্লিজ লিস্টে ঠিক করে দিন।

এখন অনেক রাত

গহন মায়ার

গুঞ্জন মঞ্জির পায়

কারে বা জানাই বলো

কে যে ডেকে যায়

কেন অন্তহীন

কূল ছেড়ে এসে

নিশি না ফুরাতে

পাখি কেন গাহে না

আমার মনের গভীরে যেখানে

ডাগর নয়নে

০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সংশোধনীর জন্য।

৫৬| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৩৬

দাদুচাচা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দাদু।

৫৭| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:২১

শ্রাবণ জল বলেছেন: পোস্ট টা অনেকদিন আগে থেকেই প্রিয়তে। কিছু গান download করেছি বিভিন্ন সময়ে। আমার প্রিয় একটা গানের লিঙ্ক কাজ করছে না। মনে পড়ে আজ সে কোন জনমে, এই গান টা। নতুন কোন লিঙ্ক দেয়া সম্ভব?

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেয়েছেন, তাই না?

৫৮| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০০

শ্রাবণ জল বলেছেন: পেয়েছি।

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৫৯| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৮:১৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: প্রিয়তে :)

৬০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৮

ময়নামতি বলেছেন: ভাল লাগল ++++++++++++

বাশীঁ বাজায় কে কদম তলে
আবদুল মান্নানের কন্ঠে গানটি আশা করি দিবেন।

ধন্যবাদ।

৬১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৭

মাক্স বলেছেন: কি বলব বুঝতে পারছি না।

৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৪৯

ইসরা০০৭ বলেছেন: অসাধারণ +++++++++

প্রিয়তে....।

৬৩| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৭

মামুনুর রহমান খাঁন বলেছেন: বলেছিলাম -নজরুলগীতির উপর একটা ওয়েব সাইট বানাবো যেখানে নজরুলের সব গানের কথা থাকবে, মনে আছে? আপনি সাহস দিয়েছিলেন। কাজে নেমে পড়েছি। প্রথম পর্বের কাজ শেষ করেছি। ওয়েব সাইটটি আপলোড করেছি। http://nazrulgeeti.org । কেমন হল জানাবেন। এই কাজটি আমি শুরু করলাম এখন সবার অংশগ্রহন প্রত্যাশা করছি। আমরা সবাই মিলে চেষ্ঠা করলে নজরুলের সাড়ে তিন হাজার (প্রায়) গানের একটা বিশাল সংগ্রহশালা হয়ে উঠবে। ধন্যবাদ

৬৪| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৫

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক আগেই প্রিয়তে নিয়েছিলাম ++++++++
অসাধারণ একটা পোস্ট

৬৫| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯

মোঃ শাহ আলম বলেছেন: এতদিন কোথায় ছিলামঁ!

Premium user password

৬৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আশীষ কুমার বলেছেন: অসাধারণ!! অনেক ধন্যবাদ। সেরা পোস্ট।

৬৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মাহমুদ-নাইস বলেছেন: আচ্ছা ভাইজান, আমি আসলে কয়েকটা গানের হারমোনিয়ামের স্বরলিপি পেতে চাই। যদি আমাকে উপকার করতেন!

আমার এমেইল [email protected]

প্লিজ ভাই, উপকার আমি ভুলব না।

৬৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

মোঃ কামাল হোসেন বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি নজরুল ইসলামের পোস্ট দেয়ার জন্য।

৬৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

শাশ্বত স্বপন বলেছেন: তুমি সুন্দরও ‍যদি নাহি হও-- এই গানটি ‍কি নজরুল গীতি না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.