নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ব্লু নাইলের পশ্চিম তীর ধরে হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গার কথা মনে
পড়বার কারণ দেখি না। সূর্য ডুববার চার ঘণ্টা পরও
বাতাসের ভাঁপ বুকে এসে বিঁধলে নদীতে নাববার দুর্মর ইচ্ছেরা
পামর সংশয়ে ক্রমশ দমিত হতে থাকে। পদ্মা অথবা
মেঘনায় সাঁতার কেটেছি, আটলান্টিকের দুস্তর গহিনে ঢুকে গিয়ে
কোনোরকমে প্রাণ নিয়ে তীরে পৌঁছেছি। ইতিহাসের নীলনদ
টলটল পানির চাকচিক্যে যখন বুকের মহিমা দেখায়, আমার
বাড়তে থাকে লালসা, আর জীবনের কোন মুক্তো কোন সিন্ধুকে
লুকানো, সাধ হয় খুঁজে দেখি।
নদীর ইতিহাস তুমি কেন পড়ো আমি জানি না
দেশ বা জাতিতত্ত্বে গভীর আগ্রহ কেন জানা নেই
আমার ওষ্ঠে ওসবে স্বাদ নেই, কোনোকালে ছিল না
তোমার ঝলমলে হাসি ঝরে পড়ে বসুন্ধরার প্রত্যেক ফ্লোরে,
ইলেকট্রিক সিঁড়িতে
আফ্রা’র রঙিন বিতানে আমার তখন ভিজে ওঠে চোখ-
কতকাল দেখি না স্বদেশ
জন্ম থেকেই আবেয়ী জ্বলছে; এখন ছারখার।
সুরম্য খার্তুমের সুবিন্যস্ত পথঘাট ও নির্মল আলোকসজ্জা দেখে
কে বলবে- ৫৬ থেকে দেশটিতে দাবদাহ? অমায়িক
এবং শৃঙ্খলাপরায়ন, সৎ মানুষের উত্তর জনপদ আফসোসে
চাপড়ায় বুক- হায়, আমরা ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি আমরা।
হায় পাপেট জাতিসংঘ; জাতিসংঘবাহিনী!!
মানুষ ভুলে যায় নদী ও পাখিকে। ফুলের গন্ধ বাতাসে উঁবে যায়।
সম্পর্ক ভেঙে যাবার সঠিক উপমা পৃথিবীতে
হয়ত-বা নেই। কত সহজেই অতিশয় ভালো আছো নির্বিঘ্ন
গেরস্থালি আর নিরুদ্বিগ্ন সময়কে কবজ করে।
সাঁঝতারা খুব অবাক হয়েছে। তোমার উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ত
উচ্ছ্বাস, আর বারংবার ‘ঝেড়ে ফেলেছি ইতিহাস ও অতীত’
যেভাবে বলেছো, এবং ‘ভালো আছি খুব, এই হয়েছে ভালো’-
আমাকে এটুকু শান্তি দিয়েছে- আমার কখনো দায় ও দোষ ছিল না।
দক্ষিণে ভাগ হয়ে যাচ্ছে যুবা; ভাগ হয়ে যাচ্ছি আমরাও,
আমরাও ভেঙে যাচ্ছি।
এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, ভেঙে ভেঙে
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।
২৫ জুলাই ২০১০
ফুটনোট
আবেয়ী- সুদানের একটা গুরুত্বপূর্ণ রাজ্য। যুবা- দক্ষিণ সুদানের রাজধানী। দারফুর- সুদানের আরেকটি রাজ্য; এখানেও গৃহযুদ্ধ চলছে। আফ্রা- সুদানের রাজধানী শহরে একটা অভিজাত শপিং মল; বাংলাদেশের বসুন্ধরা সিটির মতো অত্যাধুনিক না হলেও এর সাথে তুলনীয়। খার্তুম- সুদানের রাজধানী।
০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল চাঁদ্গাজী ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:০৯
জাহিদ অনিক বলেছেন: ইতিহাসের নীলনদ
টলটল পানির চাকচিক্যে যখন বুকের মহিমা দেখায়, আমার
বাড়তে থাকে লালসা, আর জীবনের কোন মুক্তো কোন সিন্ধুকে
লুকানো, সাধ হয় খুঁজে দেখি
আমার ভীষণ লাফ দিতে ইচ্ছে করে টলটলে পানিতে
এভাবেই মানুষ একদিন ভুলে যায় নদী ও পাখিকে।
নতুন সভ্যতার সূচনা হবে
আমরা সত্যি ভাগ হয়ে যাচ্ছি; ভেঙে যাচ্ছি
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু ধারেকাছেই নদী, পুকুর, খাল, বিল, সাগর নাই
ধন্যবাদ জাহিদ অনিক। শুভেচ্ছা।
৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
মানুষ যেদিন থেকে স্বর্গচ্যুত হয়েছে সেদিন থেকেই বিভাজনের নদীরা রেখাচিত্র এঁকে গেছে তার মন-জমিনে । পৃথিবীর কাদাজলে হাটতে হাটতে সে ভুলে গেছে স্বর্গীয় পাখির গান । তাই তাকে আর নতুন করে দোষ দিয়ে কি হবে ?
মানুষ এখন না নদীর , না পাখির !
তবুও মাঝে মাঝে নদী ও পাখির দেখা পেতে কারও কারও সাধ যায়। যাদের যায় তারা না কি "কবি" হয় !!!!!!!
অতি সুন্দর ।
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবুও মাঝে মাঝে নদী ও পাখির দেখা পেতে কারও কারও সাধ যায়। যাদের যায় তারা না কি "কবি" হয় !!!!!!! হাহাহা। তারা কেন যে কবি হন, সেটাও এক বিরাট রহস্য।
অতি সুন্দর কমেন্ট প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।
৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৎ মানুষের উত্তর জনপদ আফসোসে
চাপড়ায় বুক- হায়, আমরা ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি আমরা।
হায় পাপেট জাতিসংঘ; জাতিসংঘবাহিনী!!
++++++++
ক্ষমতার দম্ভ আর মোহ বিসর্জিত হোক নদীর টলটলে জলে
সূকে থাকুক বিশ্ব জনতা আপনাপন ভুমে আপনা স্বপ্ন লয়ে
০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ক্ষমতার দম্ভ আর মোহ বিসর্জিত হোক নদীর টলটলে জলে
সুখে থাকুক বিশ্বজনতা আপনাপন ভূমে আপনা স্বপ্ন লয়ে
সুন্দর বলেছেন।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা।
৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: সাঁঝতারা খুব অবাক হয়েছে। তোমার উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ত
উচ্ছ্বাস, আর বারংবার ‘ঝেড়ে ফেলেছি ইতিহাস ও অতীত’
যেভাবে বলেছো, এবং ‘ভালো আছি খুব, এই হয়েছে ভালো’-
আমাকে এটুকু শান্তি দিয়েছে- আমার কখনো দায় ও দোষ ছিল না।
কথাগুলোর ঝংকার, বার বার ফিরে তাকাবার ।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুব্ল আজাদ ভাই। শুভেচ্ছা।
৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: নদীর ইতিহাস তুমি কেন পড়ো আমি জানি না
আফ্রা’র রঙিন বিতানে আমার তখন ভিজে ওঠে চোখ-
কতকাল দেখি না স্বদেশ
অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।
এইসব কবিতা পড়লে দেশে ফিরতে ইচ্ছে করে। ভালো লাগছে খলিল ভাই।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। দেশের ছেলে একদিন দেশে ফিরবেনই। ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদে। শুভেচ্ছা।
৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপেয় পানির বড্ড অভাব। তার উপর জাতিগত বিভেদ ।আন্তজাতিক ষড়যন্ত্র সুদানকে অস্থিতিশীল করে তুলেছে । এটি ভেঙে গেলে অবাক হবেন না । ভেঙে যেতে পারে জাতিগত দাঙ্গা কোথায় গিয়ে ঠেকে কে জানে ?
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুদান ভেঙে গেছে অনেক আগেই, ২০১১ সালে। নতুন দেশটির নাম দক্ষিণ সুদান, রাজধানী যুবা।
ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।
৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ছবি আপু। শুভেচ্ছা।
৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩
নিয়াজ সুমন বলেছেন:
সর্ম্পক আর প্রকৃতি দু’টো একই কখনো কাদাঁয় কখনো বা হাসায়। বাস্তবতা মেনে নিয়ে সামনে চলতে হয়।::::::
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নিয়াজ সুমন।
১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
মানুষকে এখন নদীর আর পাখির কলতান শোনাতে উদ্বুদ্ধ করতে হলে মানুষকে ভালোবাসার বিকল্প নেই । আজ বন্ধুদিবসের সৌগন্ধ প্রায় শেষ হয়ে যাবার পথে , তবুও ...................
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বন্ধুদিবসের সুগন্ধ সারাবছরই বাতাসে ভেসে বেড়াবে আর আমাদের বুক ছুঁয়ে আনন্দ ছড়াবে। আপনাকেও বন্ধুদিবসের শুভেচ্ছা প্রিয় আহমেদ জী এস ভাই।
১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
আলো_ছায়া বলেছেন: ভালো লাগলো।
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলো_ছায়া।
১২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লেখা । স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ভাগ হয়ে যাই । অকপটে বলে ফেলি, যেখানে থেকো ভালো থেকো। এভাবে মিথ্যে নিবাস গড়ে কী হবে ! এর থেকে তো ভাল জন্মের পরই কোথাও নিয়ে একা রেখে আসা, সে শুধু নিজেকে নিয়েই গড়তো তার আবাস , যন্ত্রনগর আর গড়ে উঠতো না বিনাশের উদ্দেশ্যে।
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো বলেছেন। ধন্যবাদ কথাকথিকেথিকথন। শুভেচ্ছা।
১৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী।
১৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫
চিটাগং এক্সপ্রেস বলেছেন: প্রকৃতির নিয়মের ব্যতিক্রম ঘটছে বলে আমরা ভাগ হয়ে যাচ্ছি।
আপনার কবিতা ভাল হয়েছে । বাংলাদেশ কি ভৌগলিকভাবে ভাগ হওয়ার কোন সম্ভাবনা কি আছে?
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের ভৌগলিকভাবে ভাগ হওয়ার সম্ভাবনা নেই।
কবিতা ভালো হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
সালমান মাহফুজ বলেছেন: এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, ভেঙে ভেঙে
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও। [/s] --- অন্তরে দাগ কাটার মত চরনকটি !
০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টটাও অন্তরে দাগ কাটার মতো। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
১৬| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২
নীলপরি বলেছেন: এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, ভেঙে ভেঙে
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।
ভালো লাগলো ।
০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি। শুভেচ্ছা।
১৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫০
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার!
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮
জেন রসি বলেছেন: এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, ভেঙে ভেঙে
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।
+++
০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জেন রসি ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি কাজের কারণে আফ্রিকা গিয়েছিেলন?