নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যত বড়ো কথা নয় তত বড়ো মুখ
মিছরির ছুরি মেরে পায় ভারি সুখ
অতি বড়ো বুক তার এতটুকু পাটা
তাস খেলে মাথা টাক নাকখানি ফাটা
আশ্বিনে আসে শীত মাঘে তার শেষ
আচারের সাথে মেখে খায় সন্দেশ
কারো হলে পোষ মাস
তার হয় পোয়াবারো
নিজে খায় কুইনিন
জ্বর যদি হলে কারো
টয়লেটে যায় সে চড়ে সাইকেলে
বত্রিশ চড়ে দেয় এক দাঁত ফেলে
ভালো পানি ঘোলা করে দেয় তিন ডুব
ভাত মাছ কম খেয়ে হাওয়া খায় খুব
ভাইয়েদের পায়ে মারে নিজের কুড়াল
কুমির সে ডেকে আনে নাহি কেটে খাল
নিজের হোটেলে খায়
টাকা দেন আব্বা
ব্যবসা সে ভালো বোঝে
মারে তাই ডাব্বা
বালু দিয়ে গড়া তার একখানি গাড়ি
হাটে গিয়ে ঘুমায় সে ঘরে ভাঙে হাঁড়ি
পাম্প-শু ও কোট পরে লুঙ্গির সাথে
গুঁড়ে বসা পীপিলিকা ধরে হাতেনাতে
রাতদিন তেল দেয়
চাচাদের চরকায়
চাকরির খোঁজ পেলে
গুল মেরে টরকায়
লোকটার ঠোঁট কাটা মুখখানি বোবা
কানটাও কাটা তার লাজ তার শোভা
লুডু খেলে পা দু খানি হয়ে গেছে বেঁটে
ঘোড়াকে গাড়িতে দিয়ে মর্দ যায় হেঁটে
খুব বড়ো শখ তার
দু’হাতে ওড়ায় টাকা
মস্ত টাকার কুমির
পকেটটা শুধু ফাঁকা
সবকিছু বাঁকা দেখে
চোখদুটো বাঁকা তার
রাতে কেন সূর্যটা
পেটে যায় চাঁদটার
আজগুবি লোকটার আজগুবি সাজ
আজগুবি আচরণ আজগুবি কাজ
২৫ আগস্ট ২০১৭
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
সুফি ইবনুসসাবিল বলেছেন: জটিল ছড়া
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩
শায়মা বলেছেন: শুধুই তাহাই নাকি
আরও কত খেল
অন্যের চরকায়
দেবেই সে তেল।
তেলমাখা হাতখানি
গোঁফেতেই মোছে
তাকায় সে মিটিমিটি
কাঁঠালের গাছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মগারাম তেল দেয়
আপনার চরকায়
চাকরির খোঁজ পেলে
চুপি চুপি টরকায়
নিজের হোটেলে খায়
টাকা দেয় শঙ্কর
হিসাবে মিলায় ফাঁকি
যা ছিল শুভঙ্কর
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক মজার ভাইয়া !!!
সফদর ডাকাতার আর আজব দেশের ধন্য রাজা মনে পরে গেলো ।
লেখায় ভাললাগা !!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'আজব দেশের ধন্য রাজা' খুঁজে পেলাম। ওটা একটা ছড়াগান। ইউটিউবে ভালো কণ্ঠে গাওয়া কোনো গান পেলাম না। যাই হোক, ছড়াটা বেশ মজার। শামসুর রাহমানের লেখা। পড়ে মনে হলো, আমি কেন এমন লিখতে পারলাম না
আজব দেশের ধন্য রাজা
দেশ জোড়া তার নাম
বসলে বলেন হাঁট রে তোরা
চললে বলেন থাম
থাম থাম থাম।। (২)
রাজ্যে ছিল শাস্ত্রী সেপাই
মন্ত্রী কয়েক জোড়া
হাতিশালে হাতি ছিল
ঘোড়াশালে ঘোড়া।।
গাছের ডালে শুক-সারীদের
গল্প ছিল কত
গল্পে তাদের রাজার কথা
ফুটতো খইয়ের মতো।
এই না বলে স্বপ্নে রাজা
দেখেন সোনার ঘোড়া
প্রজায় দেখে রাজার মুকুট
কাগজ দিয়ে গড়া।।
[গানটির কথা লিখেছেন শামসুর রাহমান এবং সুর করেছেন এ.এফ.এম. আলিমউজ্জামান]
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে ছড়া
পড়ে লাগে সুখ
মন্তব্যের ঘরে থাকা
ছড়া সেটাও ভাল
এক মঝার কৌতুক।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আলী ভাই, আপনি তবে
ছড়াতেও দিলেন কি হাত?
এবার আমার পুড়লো কপাল
ভেসেই বুঝি গেলো বরাত
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯
নূর-ই-হাফসা বলেছেন: ভাল লাগল ছড়া টা
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা। শুভেচ্ছা।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
জাহিদ অনিক বলেছেন: আপনার কবিতাগুলো আজকাল মিস করি। তবে সেটা ছড়ায় পুষিয়ে যাচ্ছে।
নিজে খায় কুইনিন
জ্বর হলে কারো - এটা কিরকম ??? অন্যের জ্বর হলে নিজে কেন কুইনিন খাবে ?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেন্টালি ও ফিজিক্যালি একটু অকোপাইড থাকায় আমিও তেমনটা সময় পাচ্ছি না আপনার এবং বাকিদের লেখগুলো পড়ার। এটা পড়ার জন্য ধন্যবাদ।
শুরুতে ছড়াটার নাম 'আজগুবি মানুষ' ছিল। ছড়ার চরিত্রটাকে ব্যঙ্গার্থে 'প্রবাদ পুরুষ' বলা হয়েছে; লক্ষণীয়, প্রবাদগুলোকে এখানে উলটো করে বর্ণনা করা হয়েছে, যেমন, প্রচলিত প্রবাদ হলো 'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা', ওটাকে বলা হয়েছে 'যত বড়ো কথা নয় তত বড়ো মুখ'। আবার সাহসী লোকদের বলি লোকটার বুকের পাটা আছে! আর এখানে লোকটার বুক অতি বড়ো হলেও বুকের পাটা খুব ছোটো। এভাবে বাকিগুলো পড়লেই বোঝা যাবে। পাঠের সুবিধার্ধে এই গূঢ় রহস্যটার উপর সামান্য আলোকপাত করা হলো।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
শায়মা বলেছেন:
হা হা
নিজের হোটেল সেতো
নিজেরই সে বাড়ি
গৌরীসেনের আছে
টাকা কাড়ি কাড়ি!
বাপকা বেটা কি সে
এমনিতে হয়!
শুভঙ্করের দোষ
লোকে শুধু কয়!
আজকাল সাধু সে যে
নয় ছয় করে না
সাত সতেরোটা ভেবে
সাথে কারো লড়ে না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পায় যদি সে টাকার কুমির
চায় হতে তার মেয়ের জামাই
কাজ না করেই সুখের জীবন
শ্বশুর মশাই করবে কামাই
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭
সুমন কর বলেছেন: প্রবাদ বাক্যগুলোকে ছড়া বানিয়ে দিলেন। মজার হয়েছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজার হয়েছে জেনে খুশি হলাম। পড়ার জন্য ধন্যবাদ সুমন ভাই।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ভাই !
শুভ কামনা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
জাহিদ অনিক বলেছেন: ওহ ! বুঝতে পেরেছি ভাইয়া । আমারই বোঝার ভুল ।
আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। ব্লগে আপনার পদচারনা খুব মিস করি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
ওমেরা বলেছেন: ছড়াটা পড়তে আমার খুব ভান লাগছে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াটা পড়তে আপনার খুব ভান লাগছে জেনে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ পড়ার জন্য।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়া খুব সুন্দর সাজিয়েছেন ভাই। আমি 'সবদার ডাক্তার' কবিতা পড়ার মতো করে পড়েছি।
মুগ্ধতা রইল কবিতায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ নাঈম ভাই।
ছড়ার শেষ ৪ লাইন আর তার আগের ৪ লাইন লক্ষ করুন।
নিজের হোটেলে খায়
টাকা দেন আব/বা
ব্যবসা সে ভালো বোঝে
মারে তাই ডাব/বা
আজগুবি লোকটার
আজগুবি সাজ/
আজগুবি আচরণ
আজগুবি কাজ/
একটা মাত্রা 'বা' অতিরিক্ত যোগ করা হয়েছে। এরকম উপরে আরো কয়েকটা স্তবকে অতিরিক্ত এক মাত্রা আছে। একঘেঁয়েমি এড়ানোর জন্য এটা করা হয়, ছড়া বা কবিতার ছন্দে। মাত্রা আরো বেশি সংখ্যায় কমানো বাড়ানো যেতে পারে। আমার 'নছর মামা' নামক আগের একটি ছড়া এরকম।
ধন্যবাদ আবারো ভাই।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪১
রাবেয়া রাহীম বলেছেন: অতি সত্য কথাগুলি সুখ পাঠ্য করে লিখেছেন ছড়ার আকারে
ভাল লাগ্ল খুব
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
জুন বলেছেন: পাঠের সুবিধার্ধে এই গূঢ় রহস্যটার উপর সামান্য আলোকপাত করা হলো।
রহস্যটা না হয় থাকতোই ছাই ভাই । আপনার পোষ্ট করার সাথে সাথে প্রথম লাইন পড়েই বুঝেছি কি বলতে চাইছেন
আজগুবি এই মজার ছড়ায় অনেক ভালোলাগা
+
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতে ফুটনোটটা ছিল না, পরে দিয়েছিলাম। আপনার কথায় আবার ডিলিট করে দিলাম
ধন্যবাদ আপু।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
উম্মে সায়মা বলেছেন: বাহ,প্রবাদে প্রবাদে প্রবাদ পুরুষ হয়ে গেল। খুব ভালো লাগল......
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
আছেন বেশ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজগুবি লোকটার
আজগুবি সাজ
আজগুবি আচরণ
আজগুবি কাজ।
কান কাটা লোকটার
নেই কোন লাজ,
কবে তার মাথাতে
ভেঙ্গে পড়ে বাজ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঠোঁটকাটা মেয়েটার
মুখখানি বোবা
কানকাটা ছেলেটার
লাজটাই শোভা
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
সনেট কবি বলেছেন:
চতুর্দশপদী
(এক)
যত বড়ো কথা নয় তত বড়ো মুখ
মিছরির ছুরি মেরে পায় ভারি সুখ
অতি বড়ো বুক তার এতটুকু পাটা
তাস খেলে মাথা টাক নাকখানি ফাটা।
আশ্বিনেতে আসে শীত মাঘে তার শেষ
আচারের সাথে মেখে চাটে সন্দেশ
কারো হলে পোষ মাস তার পোয়াবারো
নিজে খায় কুইনিন জ্বর হলে কারো।
টয়লেট সারে তার চড়ে সাইকেলে
বত্রিশ চড়েতে দেয় এক দাঁত ফেলে
ভালো পানি ঘোলা করে দেয় তিন ডুব
ভাত মাছ নয় মজা হাওয়াটা খুব।
অপরের পায়ে মারে নিজের কুড়াল
কুমির সে ডেকে আনে নাহি কেটে খাল।
(দুই)
মুখে যদি আসে কথা আসেনা তা’পেটে
স’মিলে চিরায় তার কলাগাছ কেটে
বালু দিয়ে গড়া তার একখানি গাড়ি
হাটে গিয়ে ঘুমায় সে ঘরে ভাঙে হাঁড়ি।
পাম্প-শু ও কোট পরে লুঙ্গিটার সাথে
গুঁড়ে বসা পীপিলিকা রাখে নিজ সাথে
লুডু খেলে পা দু খানি হয়ে গেছে বেঁটে
ঘোড়াকে গাড়িতে দিয়ে মর্দ যায় হেঁটে।
রাতদিন তেল দেয় পর চরকায়
চাকরির খোঁজে গুল মারে টরকায়
নিজের হোটেলে খায় টাকা দেন আব্বা
ব্যবসা সে ভালো বোঝে মারে তাই ডাব্বা।
আজগুবি লোকটার আজগুবি সাজ
আজগুবি আচরণ আজগুবি কাজ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! দারুণ রি-রাইট করেছেন ফরিদ ভাই। ভালো লাগলো। কিছু কিছু জায়গায় অবশ্য ছন্দপতন ঘটেছে সামান্য।
ধন্যবাদ কষ্ট করার জন্য।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো।
শুভকামনা কবি। অনেক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি। বহুদিন বাদে ব্লগে আপনাকে দেখছি। আশা করি কুশলেই ছিলেন।
শুভেচ্ছা।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২
সনেট কবি বলেছেন:
কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর ‘প্রবাদ পুরুষ কবিতায় মন্তব্য-
প্রবাদ পুরুষে আছে মজার ব্যাপার
শুরুহতে শেষতক পড়ে পড়ে যাই
পড়ে পড়ে অবশেষে কাাঁচ কলা খাই
আদাটা চায়ের জন্য যতনেতে রাখি।
নাই এতে কোন কিছু এমন খেপার
আদাজল খেয়ে দেখি আর জল নাই
তথাপি কাজের জন্য আদা জল চাই
অথচ সে জল নাকি খেয়ে গেছে পাখি।
নিজেই নিজের চুল বসে বসে ছিড়ি
পাগল পাগল বলে যে দেখে সে বলে
ময়নার বাপ বলে টেনে টেনে বিড়ি
একাজটা কর ভাই ছলে বলে কলে।
আমি বলি আগে ভাই আদা জল দাও
কিসে কি যে করি সেটা তারপরে চাও।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ! অসাধারণ ফরিদ ভাই। আপনি একজন ড্যাম ন্যাচারাল পয়েট। অন দ্য স্পট কী অসাধারণ এক সনেট লিখে ফেললেন! প্রথমত, এভাবে আমি লিখতে পারবো না, দ্বিতীয়ত, লিখতে বসলেও কতদিন লেগে যেত আল্লাহই জানেন।
স্বতঃস্ফূর্ততা আপনার সবচেয়ে বড়ো প্রতিভা ও বড়ো সম্পদ। চালিয়ে যান। শুভকামনা।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
আমি তুমি আমরা বলেছেন: পড়ে ভাল লেগেছে, তবে মূল বক্তব্যটা বুঝিনি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে ভালো লাগলে আর মূল বক্তব্য খুঁজে কী লাভ, প্রিয় আতুআ ভাই? ওটা জানার পর মজাটাই পানসে হয়ে যায় যদি, আর আমিও সে কারণে খুব নাজুক
ধন্যবাদ পড়ার জন্য।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো লাগলো ।
শুভকামনা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরি। আপনার জন্যও শুভকামনা।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
রায়হানুল এফ রাজ বলেছেন: ছড়া অনেক ভালো লাগলো। অসাধারণ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রায়হানুল এফ রাজ। শুভেচ্ছা।
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার কাব্যিক নামটা আমার খুব পছন্দ।
তবে সোনাবীজ-এর পরে সেমিকোলন না থাকলে আরও ভাল লাগতো।
গদ্য পড়েছি, আজ ছড়া পড়লাম। আপনি সব্যসাচী!!
আমার শুভেচ্ছা নিন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার নামের সেমিকোলন নিয়ে অনেক আলোচনা হয়েছে বরকতউল্লাহ ভাই। এটা একটা সৌন্দর্যের ব্যাপার ছাড়া আর কিছু না (আমার চোখে)। তবে সোনাবীজ এর পর সেমিকোলন পরিমাণ বিরতি দিয়ে পরের অংশ পড়ি আমি। অথবা অব্যয়টি যদিও দুটি শব্দকে আলাদা করেছে, সেমিকোলন দিয়ে দূরত্ব আরো বাড়ানোই আমার উদ্দেশ্য।
বাকি কথাগুলো প্রশংসা হিসাবে নিলাম। আপনার কাছ থেকে প্রশংসা হলো আমার সার্টিফিকেট।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ইদানীং ছড়া লেখায় বেশ মনযোগ দিচ্ছেন দেখছি ! আজব মনের অদ্ভুত লোক, সব করে উলটপালট !
ছড়া ভাল লেগেছে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যখন যেটাতে ঝোঁক ওঠে আর কী ছড়ার ছড়াছড়ি অবশ্য আগেও খুব ছিল, এবং আপনিও একবার এক ছড়ার পাহাড়ে উঠেছিলেন
ছড়া ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
সুন্দর লিখেছেন শুভেচ্ছা রইল।