নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চলো, আজ প্রেম করি

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

চলো আজ, খানিকটা সময় প্রেম করা যাক
এই অমৃত-ঝরা ফাল্গুনের পথে
হাতটি বাড়াও, চলো আজ ফিরে যাই দূরের প্রান্তরে
গেরস্থালির খুনসুটি আজ থাক

বহুদিন ভোরের সূর্য দেখি না, দেখি না প্রেমাস্পদ চাঁদ
অভিমানে হেঁটে গেছে গন্ধমুখর হাসনাহেনার রাত সুগোপনে
ভুলে গেছি ওষ্ঠের স্বাদ

জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।

কতটুকু বাকি আছে আর? সব ছেড়েছুঁড়ে
চলো আজ প্রেম করি অবেলার পেলব রোদ্দুরে।

১৪ ফেব্রুয়ারি ২০০৯

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

সোনালী ডানার চিল বলেছেন: ‘থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান’
চমৎকার আবেগী শব্দচয়ন-
ভালোলাগা রেখে গেলাম, খলিল ভাই!

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উপস্থিতি একটা সুন্দর অনুভূতি ছড়িয়ে দিল মনে। এ কবিতায় আমার প্রিয় দুই পঙ্‌ক্তির মধ্যে আপনার উদ্ধৃত অংশটুকু একটা। খুব ভালো লাগলো এটা উল্লেখ করায়।

বহুদিন পরে ব্লগে একটা কবিতা খুব মনোযোগ দিয়ে পড়ে এসেছি। পড়েছিও দুইবার। সেটি আপনার কবিতা - ড্রাফট স্মৃতি।

শুভেচ্ছা রইল কামরুল বসির ভাই।

২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৩| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার, কবিতা।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নুরহোসেন নুর। শুভেচ্ছা।

৪| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: প্রেম করা ভালো না।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন কর্মব্যস্ত মানুষ, যাকে উদয়স্ত ছুটে বেড়াতে হয়, সংসার ও কাজের পেছনে। একবিন্দু ফুরসত জোটে না। স্ত্রীর হাসি, সন্তানের মুখ, সংসারের সুখ- খুব একান্ত করে পাবার ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। একদিন সেই মানুষটা কী যেন ভাবলো- যাক এসব চুলোয়, সকালে তড়িঘড়ি ঘুম থেকে উঠলো না, উঠলো অনেক পরে খুব আয়েস করে। তারপর স্ত্রীর হাত ধরে বললো- চলো, আজ প্রেম করি।

শুভেচ্ছা রইল রাজীব নুর ভাই।

৫| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি স্তবকের শেষ লাইনটির আবেদন অনবদ্য হয়েছে।
কবিতার শিরোনামটি পড়ে ভেবেছিলাম এটি ব্লগের অন্য আরেকজন অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় কবির কবিতা।
কবিতায় প্লাস + +।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি বলার পর আমিও আবার পড়লাম প্রতি স্তবকের শেষ লাইনে কী লিখেছি। আসলে ওরকম কীছু ভেবে লিখি নি স্যার, হয়ত স্তবকটা শেষ করার জন্য যা ভেবেছি তাই লিখেছি, তাতেই এই ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে। আপনার সুন্দর আবিষ্কার বা পর্যবেক্ষণ খুব আনন্দ দিল আমাকে।

জি স্যার, সেই সুবিখ্যাত জনপ্রিয় কবির উপস্থিতি এ কবিতায়ও আছে। আমি ধন্য।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল স্যার।

৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫

সোহানী বলেছেন: আসলেই তাই, এতো কিছু ভেবে ভেবে মাথা নষ্ট করার কোনই মানে নেই।

বরাবরের মতই ভালোলাগা।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: "এতো কিছু ভেবে ভেবে মাথা নষ্ট করার কোনই মানে নেই। " আসলেই। আসলে আমি তো তাই বলেছি :)

বরাবরের মতোই ভালোলাগা পেয়ে আনন্দিত হলাম আপু। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




সুন্দর আহ্বান।

কিন্তু আর যাকে যা-ই দিন না কেন কাউকে দিতে নেই প্রেম! কি থাকে নিজের ওটুকু ছাড়া .................

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাাহাহাহাহা। আপনার কমেন্ট পড়ে না হেসে পারা গেল না আহমেদ জী এস ভাই। ঠিকই তো বলেছেন, নিজের বলতে তো ঐ প্রেমটুকুই আছে, তাই না? তো, ওটুকু অন্যেরে দিয়ে দিলে নিজের বলে আর কিচ্ছুটুকুনই রইল না যে!! এই অপকর্ম যেন কেউ না করেন :) :)

শুভেচ্ছা রইল অনেক অনেক

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯

ডট কম ০০৯ বলেছেন: সবকিছু ছেড়ে ছুড়ে কেউ প্রেম করে না আজকাল। সব কিছু লুকিয়ে রেখে প্রেম করে। কবির এই আহবান সকল প্রমিক প্রেমিকার কানে পৌছাক। পুরোনো প্রেম ফিরে আসুক আমাদের নাগরিক জীবনে।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে ডাক্তার সাহেব যে!! বহুদিন পর দেখে মন উতলা হলো মোর! আশা করি ভালো ছিলেন এবং আছেন।

জি, যা বলেন আর কী! কেউ সব ছেড়েছুঁড়ে প্রেমে ঝাঁপিয়ে পড়ে, কেউবা সব সাথে নিয়ে, কেই আবার সব লুকিয়ে রেখে অপারেশনে নামে। যার যেভাবে সুবিধা হয় :)

পুরোনো নির্মল নির্ভেজাল প্রেম সবার জীবনে আসুক- প্রেমসংঘে এই দাবি জানাই :)

শুভেচ্ছা আরমান ভাই।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: রঙধনু থেকে রঙ নিয়ে রঙতুলি হাতে দাঁড়ালাম
হৃদয়কে রাঙ্গালাম সাত রঙে
ভালোবাসার অবগুন্ঠিত ডালি হাতে,
তোমার সামনে দাঁড়িয়ে অস্ফুট কন্ঠে বললাম
ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোমায়!

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! ভালো লিখেছেন তো!

শুভেচ্ছা রইল।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

নেক্সাস বলেছেন:

১৯ নভেমবর ২০১০ একি রকম , একি ভাবার্থের একটি কবিতা আমিও লিখেছিলাম ভাইয়া।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে রে রে!! এ দেখি যমজ কবিতা!! হবে না, আমরা দুজন সমমনা যে, তাই প্রেমের কনসেপ্টও একই :)

আমি অবশ্য ১৪ ফেব্রুয়ারি ২০০৯-এ লিখেছিলাম, কবিতা-মুক্তমঞ্চ নামে অন্য একটা কবিতা সাইটে, যেখানে কবিতা নিয়ে তুমুল আড্ডা আর আলোচনা হতো। পরে ১৪ ফেব্রুয়ারি ২০১০-এ এই ব্লগেও শেয়ার করি।

শুভেচ্ছা রইল নেক্সাস ভাই।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: হঠাৎ মন উচাটনের কবিতা, ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তবে, মন্তব্য ৪-এর উত্তরটাও একটু দেখতে পারেন। শুভেচ্ছা রইল।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

হাবিব বলেছেন: কার সাথে প্রেম করবেন খলিল ভাই?

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন প্রশ্ন করে ফেললেন দেখি :) তবে, যার সাথেই প্রেম করি না কেন, সে আমার আজন্ম প্রেমিকা হেন

শুভেচ্ছা হাবিব ভাই।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঝড়া পাতা ঝড়কে ডাকে
বলে তুমি নাও আমাকে

কলিটা গুনগুন করে উঠলো মন সহসা
কেন? কে জানে! সকল প্রেমাকাংখার পিছনে থাকে অসীম শুন্যতা!
কখনো মিলনের কখনো বিরহের, ত্যাগের।

প্রেম হলো জল ...
যাত পান করো তৃষ্ণা মেটে না :)

কবিতায় ভাললাগা
+++

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'প্রেম হলো জল, যতই পান করো, তৃষ্ণা মেটে না'- চমৎকার একটা কথা বলেছেন। অনেক সময় নদীও শুকিইয়ে যায় যে :(
'ফকির লালন মরলো জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা'- হায়রে নিষ্ঠুর নদী :(

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

শুভেচ্ছা প্রিয় বিদ্রোহী কবি।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একজন কর্মব্যস্ত মানুষ, যাকে উদয়স্ত ছুটে বেড়াতে হয়, সংসার ও কাজের পেছনে। একবিন্দু ফুরসত জোটে না। স্ত্রীর হাসি, সন্তানের মুখ, সংসারের সুখ- খুব একান্ত করে পাবার ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। একদিন সেই মানুষটা কী যেন ভাবলো- যাক এসব চুলোয়, সকালে তড়িঘড়ি ঘুম থেকে উঠলো না, উঠলো অনেক পরে খুব আয়েস করে। তারপর স্ত্রীর হাত ধরে বললো- চলো, আজ প্রেম করি।

শুভেচ্ছা রইল রাজীব নুর ভাই।


এই প্রেম তো মহান প্রেম। এই প্রেমের জয় হোক।

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমি তো বিভোর ছিলাম যৌবন উচ্ছ্বাসে
সব প্রেম খেয়ে নিল সংসার রাক্ষসে

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

কিরমানী লিটন বলেছেন: অতল গভীরে ছুঁয়ে গেলো - অসাধারণ লিখেছেন কবি- শুভেচ্ছা সতত.....

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা আপনাকেও।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনালী বিকেল হয়েছে ধুসর
চলিতে পথ রুদ্ধ,
এসময় কি প্রেম করা যায়
তাই নিজেকে করি আবদ্ধ।

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

প্রেমের জন্য নেইকো সকাল
সন্ধ্যা কিংবা রাত
প্রেম ঘটে যায়, যখনই বালিকা
গোপনে ছুঁয়েছে হাত

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

সুনীল সমুদ্র বলেছেন: চমৎকার কবিতা ! ভালো লাগলো খুব !

"জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।" ...

.... কি নিদারুণ স্পর্শকাতর দুর্দান্ত অনুভব ! কি প্রবল আকস্মিক শূণ্য উপলব্ধির সূচারু কাব্যময় প্রকাশ !

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত মুগ্ধ হলাম বহু-বহুদিন পর ব্লগে আপনাকে দেখে। দ্বিতীয়ত, চমৎকার একটা উদ্ধৃতিসহ একটা মন্তব্য পেয়ে আরো বেশি মুগ্ধ হলাম। আশা করি এতদিন ভালো ছিলেন।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.