নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এন্ড্রু কিশোর (৪ নভেম্বর ১৯৫৫ - ৬ জুলাই ২০২০) আর নাই। বাংলা গানের ভুবন থেকে আরেকজন তারকার অকাল তিরোধান হলো। এন্ড্রু কিশোর কতখানি জনপ্রিয় ছিলেন, তার মৃত্যুর পর বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শোক প্রকাশের বন্যা দেখে সহজেই অনুমান করা যায়। তিনি প্রধান দুই নারী শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনসহ প্রখ্যাত নারী শিল্পীদের সাথে ডুয়েট করেছেন। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যেজন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত।
তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে :
এক চোর যায় চলে, মন চুরি করে
হায়রে মানুষ রঙিন ফানুশ
তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
ভালোবেসে গেলাম শুধু
চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া
ওগো বিদেশিনী তোমার চেরিফুল দাও
কী জাদু করিলা পিরিতি শিখাইলা
আমার বুকের মধ্যিখানে মন যেখানে হৃদয় যেখানে
আমার সারাদেহ খাইয়ো গো মাটি
জীবনের গল্প আছে বাকি অল্প
ডাক দিয়াছেন দয়াল আমারে
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা
সবাই তো ভালোবাসা চায়
বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন
দৈনিক যুগান্তর লিখেছে :
"সোমবার সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পী।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
এরপর থেকে রাজশাহীতে বোনোর বাসায় থাকছিলেন। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।
তবে গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। অক্সিজেন সাপোর্ট দেয়া হয়।
সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস এ তথ্য দেন।"
ব্লগার প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের পোস্টে করা ঠাকুরমাহমুদ ভাইয়ের কিছু কমেন্ট এখানে তুলে দিলাম :
দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এন্ড্রু কিশোরের গান গেয়ে বাংলাদেশের চলচ্চিত্রের নায়কগণ নায়ক হয়েছেন। হয়েছেন দেশের মানুষের কাছে পরিচিত। আর কোনোদিন কোনো নায়ক এন্ড্রু কিশোরের গান গেয়ে পরিচিত হতে পারবেন না, পারবেন না আর নতুন করে নায়ক হতে। কিংবদন্তি এন্ড্রু কিশোর তার সাথে করে তার সুর নিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
দেশের ১৭ কোটি মানুষের ভালোবাসা রইলো প্রিয় এন্ড্রো কিশোরের জন্য।
শোক জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী।
এন্ড্রু কিশোরের কিছু জনপ্রিয় গান নীচে শেয়ার করা হলো।
১
এক চোর যায় চলে মন চুরি করে, ছায়াছবি : প্রতিজ্ঞা
২
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা - সাথে রুনা লায়লা - আশীর্বাদ
৩
ওগো বিদেশিনী, তোমার চেরিফুল দাও আমার শিউলি নাও
৪
চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া - সাথে শাম্মী আখতার
৫
ডাক দিয়াছেন দয়াল আমারে - প্রাণসজনী (ভারত। বাংলাদেশীর গানটি পাওয়া যায় না)
৬
তোরা দেখ তোরা দেখরে চাহিয়া - বড় ভালো লোক ছিল
৭
হায়রে মানুষ রঙিন ফানুশ - বড় ভালো লোক ছিল
৮
আমার বুকের মধ্যিখানে - নয়নের আলো
৯
ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা - ভাই বন্ধু
১০
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান - নয়নের আলো
১১
কত রঙ্গ জানো রে মানুষ - প্রাণসজনী (ভারত)
১২
জীবনের গল্প আছে বাকি অল্প - ভেজা চোখ
১৩
ভালোবেসে গেলাম শুধু - কেউ কারো নয়
১৪
কী জাদু করিলা পিরিতি শিখাইলা - প্রাণসজনী - সাথে সাবিনা ইয়াসমিন
১৫
কী জাদু করিলা পিরিতি শিখাইলা - প্রাণসজনী (ভারত) - সাথে সাবিনা ইয়াসমিন
১৬
আমার সারা দেহ খেয়ো গো মাটি - নয়নের আলো (অরিজিন্যাল মুভি ভার্সন)
১৭
আমার সারাদেহ খেয়ো গো মাটি - স্লো ভার্সন (রিমেইক ফটোমিক্স)
রেস্ট ইন পিস - প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর
০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত আপনার সাথে। তার গান তাকে অমর করে রাখবে।
কমেন্টের জন্য ধন্যবাদ আপু।
২| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৭
কৃষিজীবী বলেছেন: যেখানেই থাকুক, যুগ যুগ বেচে থাকবে বাঙালির হৃদয়ে
০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এন্ড্রু কিশোর তার গানের মধ্য দিয়েই আমাদের মাঝে যুগ যুগ বেঁচে থাকবেন। কমেন্টের জন্য ধন্যবাদ কৃষিজীবী।
৩| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: আমি তখন একটা পত্রিকা অফিসে চাকরি করি।
ঈদ সংখ্যা বের হবে। অফিস থেকে এসাইনমেন্ট দিলো এন্ড্রো কিশোর এর বিশাল এক সাক্ষাৎকার নিতে হবে। সেই সাক্ষাৎকারের জন্য ছবি তুলব আমি।
তিনি সময় দিলেন আমাদের। একটা গান রেকডিং স্টুডিও তে। তার সাথে অনেক কথা হলো। সেই সমস্ত কথা নিয়ে একটা পোষ্ট দিব ইনশাল্লাহ।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সেই পোস্টের অপেক্ষায় রইলাম। আপনার তোলা ছবিও দেখতে চাই।
৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: ভালো একটা লেখা পড়লাম I এই রকম দরদী গলার গায়ক সব সময় জন্মে না।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনি ক্ষণজন্মা শিল্পী ছিলেন। তার গানের মধ্য দিয়েই অগণিত ভক্তকূলের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন।
৫| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:০৯
ঢুকিচেপা বলেছেন: বাংলাদেশের সংগীতাঙ্গন থেকে একটি নক্ষত্র হারিয়ে গেল।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প সময়ের ব্যবধানে আমরা দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের হারালাম - আব্দুল জব্বার, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু। সঙ্গীত ভুবনের অপূরণীয় ক্ষতি।
৬| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান - সিনেমা হলে এই গান দেখে কেউ কাঁদেনি এমনটি বাংলাদেশের ১২০০ সিনেমা হলের কোনো হলে হয়নি। এক সময়ে বাংলাদেশে প্রায় ১২০০ সিনেমা হল ছিলো, আমার সারা দেহ খেয়ো গো মাটি - এই গানের সাথে সাথে শুরু হতো সিনেমা হলে কান্নার রোল।
view this link
পরেনা চোখের পলক - এই গান বাংলাদেশের ৫৬,০০০ গ্রামের এমন কোনো গ্রাম নেই যেখানে রেডিও ক্যাসেটে বাজানো হয়নি। ১,৪৮,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশের এমন কোনো বাজারে এমন কোনো গন্জে পরে না চোখের পলক গান চলেনি আমার ধারণা - অসম্ভব! তিন বছরের বাচ্চা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এই গান গেয়েছে বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ সদস্য সহ ডাক্তার, নার্স কে নয়?
ঝকঝকে হাসি মুখে বাংলাদেশে এন্ড্রো কিশোর একজনই ছিলেন। একজনই থাকবেন। তার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'পড়ে না চোখের পলক' যোগ করার জন্য ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই। আপনার সংযোজোনী এ পোস্টের অলংকার। কমেন্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের পোস্টে করা আপনার কমেন্ট মূল পোস্টে অন্তর্ভুক্ত করেছি। সুন্দর কমেন্টের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।
৭| ০৭ ই জুলাই, ২০২০ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
এত গান থাকতে, কেন যে তিনি "ডাক দিয়েছে দয়াল আমারে" গাইতে গেলেন?
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানগুলো এতই জনপ্রিয় যে, ওগুলো বাংলার ঘরে ঘরে গীত হতে থাকে। 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটাও ওরকম।
কমেন্টের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৮| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৫:৪৫
ইসিয়াক বলেছেন:
এন্ড্রু কিশোরের কন্ঠে অনেক গানই আমার খুব প্রিয়। প্রিয় শিল্পীর বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক চোর যায় চলে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া - সম্ভবত এই গানগুলোর মধ্য দিয়েই এন্ড্রু কিশোরের গানের সাথে পরিচিত। ছোটো বেলায় খুব ছবি দেখতাম এবং রেডিওতে 'বিজ্ঞাপন তরঙ্গে' ছবির ট্রেইলার/কাহিনি শুনতাম। সেই সময়ে ছবির গান মানেই আব্দুল হাদী, খুরশীদ আলম আর এন্ড্রু কিশোরের প্রাধান্য।
এন্ড্রু কিশোর গানের ভেতর দিয়ে ভক্ত হৃদয়ে বেঁচে থাকবেন।
৯| ০৭ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪১
কাছের-মানুষ বলেছেন: বাংলা গানে তাঁর অবধান বলে শেষ করা যাবে না। তাঁর গানগুলো এখনো সমান জনপ্রিয়।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন। প্রাণসজনী, নয়নের আলো, বড়ো ভালো লোক ছিল, ইত্যাদি কিছু কিছু ছবি তার গানের জন্যই হিট হয়েছে বলে আমার মনে হয়। পোস্টে উল্লেখিত গানগুলো চিরসবুজ, বিশেষ করে 'চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা' গানটা অতুলনীয়।
কমেন্টের জন্য ধন্যবাদ কাছের-মানুষ।
১০| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯৭২ সালে রাজশাহী সিটি কলেজ অডিটোরিয়ামে আমরা কয়েকজন যুবক এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে আমি বন্ধু এন্ড্রুকে গান গাইতে নিয়ে এসেছিলাম। তার গান শুনে পুরো অডিটোরিয়াম মুগ্ধ হয়ে গিয়েছিল, যা আমি আশাই করিনি। কারণ এন্ড্রু তখন রাজশাহীর মতো একটি মফঃস্বল শহরের অপরিচিত গায়ক।
এন্ড্রু, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমরা তোমার বন্ধুরা তোমার প্রয়ানে সারা দেশবাসীর সাথে সাথে মর্মাহত।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই এটা জেনে খুব ভালো লাগছে যে, এন্ড্রু কিশোরের একজন সাক্ষাৎ বন্ধু আবু হেনা ভাই আমাদের একজন প্রিয় সহব্লগার। ভালো লাগলো, অপরিচিত গায়ক বন্ধুর গানে পুরো অডিটোরিয়াম মুগ্ধ হওয়ার কথা শুনে। জিনিয়াস শিল্পীরা এভাবেই তো উঠে আসেন।
এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিচারণামূলক একটা পোস্ট আশা করি আপনার কাছ থেকে পাব।
এন্ড্রু, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমরা তোমার বন্ধুরা তোমার প্রয়ানে সারা দেশবাসীর সাথে সাথে মর্মাহত।
১১| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিনম্র শ্রদ্ধা। প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভালো থাকুন পরপারে।
@ রাজিব নুর ভাই আপনার স্মৃতি কথা চাই
@ হেনা ভাই.. অবশ্যই প্রিয় বন্ধুর কথা লিখবেন। খ্যাতির আগেই বন্ধুত্বের সেই প্রিয় কথাগুলো শুনতে চাই।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজীব নুর ভাই এবং আবু হেনা ভাইয়ের প্রতি আমাদের সবারই অনুরোধ থাকবে স্মৃতিচারণামূলক পোস্টে লেখার জন্য।
এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভালো থাকুন পরপারে।
ধন্যবাদ প্রিয় বিদ্রোহী, কমেন্টের জন্য।
১২| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ৯:২০
মিরোরডডল বলেছেন:
আইয়ুব বাচ্চু, সুবীর নন্দী, এবার এন্ড্রু কিশোর । এক এক করে সবাই চলে যাচ্ছে !!!
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, অল্প সময়ের ব্যবধানে সঙ্গীত জগতের কয়েকজন দিকপাল বিদায় নিলেন। আব্দুল জব্বার, সুবীর নন্দী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু- এবার এন্ড্রু কিশোর। সঙ্গীত জগত এক বিরাট ক্ষতির মুখে পড়লো।
১৩| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৯
রাকু হাসান বলেছেন:
শ্রদ্ধাঞ্জলি প্লেব্যাক সম্রাটের প্রতি।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাকু হাসান।
১৪| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৩
পদ্মপুকুর বলেছেন: এমনি করে সবাই যাবে, যেতে হবে....
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পদ্ম পুকুর।
১৫| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: গায়ক চলে গেল, অসংখ্য গান রয়ে গেল।
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক। গায়ক চলে গেলেও তার গানই তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। শিল্পীর মৃত্যু নাই
১৬| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৫
ঢাবিয়ান বলেছেন: গানের মাঝে তিনি বেঁচে থাকবেন চিরকাল
০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান কমেন্টের জন্য।
১৭| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪১
জনৈক অপদার্থ বলেছেন: সামনাসামনি দেখা দ্বিতীয় গায়ক। প্রথমজন ছিলেন কুমার বিশ্বজি।
০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ভাগ্যবান
১৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: জ্বী ভাই আমি খুব শ্রীঘই উনাকে নিয়ে লিখব।
০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই আশায় রইলাম। ধন্যবাদ আবার এসে নিশ্চিত করার জন্য।
১৯| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট সরাসরি প্রিয়তে। দারুন পোস্ট প্রিয় শিল্পীকে নিয়ে ।
১০ ই জুলাই, ২০২০ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১১:২৪
শায়মা বলেছেন: বাংলা গানে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।