|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ ক্ষুদ্র কবিতাগুলো মূলত আমার পোস্টে বিভিন্ন কমেন্টের রিপ্লাই হিসাবে, কিংবা অন্যদের পোস্টে কমেন্ট হিসাবে লেখা হয়েছিল। কিছু কিছু কবিতা ফেইসবুকে টুকে রাখা হয়েছিল বা বলতে পারেন, শেয়ার করা হয়েছিল। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো এ পোস্টে একত্র করলাম।
সুবোধ বালক
তুমি যদি বলো- ‘সুবোধ বালক’
মাথা ঘুরে পড়ে যাই-
সকাতর চোখে অন্ধকারেও
জ্বলে ওঠে রোশনাই।
তুমি যদি বলো, আগে ভালো ছিলি,
এখন বড্ড নষ্ট-
আমি তো আমারে তোমার পথেই
এতটা করেছি ভ্রষ্ট।
১১ মার্চ ২০১৪ বিকাল ৪:১৯ 
আত্মদ্রোহ
মাঝে মাঝে ঝগড়া করতে ইচছে করে আমার ইচ্ছের সাথে
মাঝে মাঝে কবিতার স্তুপে আগুন জ্বালতে ইচ্ছে করে
পাঁজরের হাড় ফুঁড়ে হৃৎপিণ্ড খুঁড়ে তোমার হাতে তুলে দিতে 
এখন আর ইচ্ছে করে না, ইচ্ছে করে পথের ধুলোয় ছুঁড়ে ফেলি
কেউ কেউ খুব অমূল্য ছিল কোনোদিন; তারা আজ 
ধূলির সাথে মিশে গেছে।
২৩ ডিসেম্বর ২০১২
কালপাখি
আমাদের কালপাখিটা ভয়ানক এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে 
ছটফট করছে। পাখা ঝাপটাচ্ছে। সে মুক্তি চায়। আকাশে 
ডানা মেলে উড়ে যেতে চায় দিগন্ত থেকে দিগন্ত।
কিন্তু, সে জানে, কোনোদিন এ বন্দি খাঁচা থেকে তার মুক্তি হবে না। 
সে বেঁচে থাকবে, কী মরে যাবে, that doesn't matter 
to any one of the world.
২৩ ডিসেম্বর ২০১৯
কবিতা
মেয়েটি কার জন্য কীজন্য কবিতা লিখতো, জানি না
কিন্তু আমার মনে হতো, ওর কবিতা লেখার দরকার ছিল না
ও নিজেই একটা কবিতা 
২১ ডিসেম্বর ২০১৯
কবিতারা 
কিছু পাখি মাথা ছুঁয়ে উড়ে যাবে, কিছু তোমার হাতে এসে বসবে
সব ফুলে গন্ধ থাকে না, সব ফুল সুন্দর নয়, যদিও এর নাম ফুল
সবপাখি ছুঁতে চেয়ো না
তেমনি, গন্ধ শুঁকো না সব ফুলেও
৮ অক্টোবর ২০১৮
১
অমরত্ব চাই নি, চেয়েছি সঙ্গীত
প্রত্যেক পদচিহ্নে পুষ্পের ইঙ্গিত
রেখে গেছো সুপ্রিয়া
নক্ষত্রের আলো ভেঙে যৌবন-জাগানিয়া।
০৮ সেপ্টেম্বর ২০১০
২
তোমার যখন অঢেল সময়
আমার তখন জগৎ জুড়ে ঘুম
কার নামে কোন কাব্য লেখো
ঢের জানি তা, সে নয় আমি। ঠিক?
জেনে রেখো, এ আমি নয়
আমার ভেতর অন্য আরেকজন
তোমার নামে কাব্য লিখে
গোপন রাতে নিত্য সে হয় খুন
৩১ জুলাই ২০১৫
৩
থাক তবে আর আমার জন্য
দুঃখ করো না কেউ
আমার কথার জবাব দিবে
পদ্মানদীর ঢেউ
০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭  
৪
নারীর জন্য দুনিয়া সৃষ্টি, 
নারীর জন্য বাঁচিয়া রই
নারী না থাকলে থুবড়ে যেতো 
এই পৃথিবীর সমস্তই।
১০ এপ্রিল ২০১০ দুপুর ২:১৯
৫
কোন বয়েতি শেখালি তুই মেয়ে
প্রেমের ঘাটে ঘোলের পানি খেয়ে?
১৩ অক্টোবর ২০০৯ দুপুর ২:১৯
৬
একদা প্রেম ছিল 
তুফানে ও ঘরের শিকড়ে
এখন সে কুহকিনী, 
জানি না কোথায়,কী করে
অক্টোবর ২০০৮
গোয়েন্দা
সামনে যা পাই তাই নিয়ে লিখি
সুনির্দিষ্ট কিছু নেই
জানো বা না জানো, সব লেখাতেই
গোপনে তোমার পিছু নেই
১৭ এপ্রিল ২০২০
বাড়াবাড়ি
কথায় কথা বাড়ে
চুল না কাটলে বাড়ে চুল
হাঁটলেই পথ বাড়ে
সত্যকে ঢাকলে বাড়ে ভুল
১৬ জুলাই ২০২০
৮
ভালোবেসে মনা পাগল হয়েছে
দুঃখ ভুলেছে, ভুলেছে সুখ
পথে পথে ঘুরে কারে যেন খোঁজে
হঠাৎ হঠাৎ চাপড়ায় বুক
১৪ ডিসেম্বর ২০১৯
৯
কাল যে ভালো ছিল আজ সে মন্দ
আজ যে মন্দ নয়, কাল সে কী হবে?
সত্য যে কী ছিল, কোথায় দ্বন্দ্ব
কালের গর্ভে গোপনে লেখা রবে।
১৫ ডিসেম্বর ২০১৯
১০
হেন করো না, তেন করো না
কোভিড-১৯ ক্যান করোনা?
তাই তুমি কি জানো?
ডিল করোনা কিল করোনা
নইলে দেখো চিল-করোনা
খামচে নেবে কানও
১১
তোমার চোখে প্যাঁচার মতো ঘুম
অন্ধকারের নির্জনতার সুখ
নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে
আলতো ছোঁয়ায় হাসে মাটির বুক 
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৭ ০ 
১২
এখানে কখনো বর্ষা ছিল না
এখানে রুক্ষ গ্রীষ্মরোদ
মাটির গন্ধে সুবাস ছিল না
আমায় করেছে নিঃস্ব রোজ
০৫ মার্চ ২০২০
বিশ্বাস
সে আমারে ভালোবাসে - এ আমার বিশ্বাস
আসলে সে বাসে না
তার জন্য ক্ষয়ে পড়ে গোপন নিশ্বাস।
২৩ সেপ্টেম্বর ২০১৪
অন্তর্যামী
বনের বাঘে খায় নি তাকে, 
বাঘ ছিল তার মনে।
রোদের আলোয় যায় কি দেখা 
কী ব্যথা দংশনে?
কোথায় তাকে খুঁজবে বলো, 
কোন দেশে, কোন বনে?
কেউ জানে না কার মনে কার 
বসত সঙ্গোপনে।
১৮ এপ্রিল ২০১১
১৩
কবিতা সময়ের সাক্ষী
কবিতা একজন কবির জীবনালেখ্য।
কবিতা সময়ের সাক্ষী 
কবিতা ইতিহাসের শ্রেষ্ঠ উপাদান।
১৪
সব কবিতা পাঠকের মন ছোঁবে না
সব পাঠকও তেমনি কবির মন ছুঁতে পারবে না
কিছু কবিতার গূঢ় রহস্য কবি ছাড়া আর কেউ জানবে না
যদিও প্রতিটা কবিতারই কিছু না কিছু অর্থ থাকে,
যা কবির সৃষ্টি, কখনো-বা পাঠকের।
কিছু কবিতা ঘোরের মধ্যে সৃষ্টি হবে
তার কোনো অর্থ নেই, অথচ পাঠক সেই কবিতার
ভেতর ঢুকে পড়বেন, আর হারিয়ে ফেলবেন নিজেকেও
১০ সেপ্টেম্বর ২০২০
উৎসর্গ : আমার গুরু, প্রিয় কবি খলিল মাহ্মুদ, যিনি বিরাটকায় পোস্ট পাবলিশ করে সতত আমাকে অনুপ্রাণিত করেন। আমি তার গুণমুগ্ধ ভক্ত।
 ২৪ টি
    	২৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৫
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনি আমার গুরু, প্রিয়তম কবি। ব্লগে বড়ো পোস্ট পাবলিশ করার অগ্রপথিক তিনি, আমার উৎসাহদাতা।
এই জনগুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ।
২|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৫৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কালপাখি টা সবচেয়ে ভালো লাগলো।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৩|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৫৮
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৫৮
এ.এস বাশার বলেছেন: এ যেন কবিতার একখানা ঝুড়ি........ 
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ২:২২
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ২:২২
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: একেবারে শেষের ১৪ নম্বর কবিতাটা খুবই ভালো লেগেছে।
"কিছু কবিতা ঘোরের মধ্যে সৃষ্টি হবে
তার কোনো অর্থ নেই অথচ পাঠক সেই কবিতার
ভেতঅর ঢুকে পড়বেন, আর হারিয়ে ফেলবেন নিজেকেও।  
আপনার গুরু খলিল মাহমুদের লেখা আমার ভালো লাগে।পোস্ট বড় হলেও পড়ি।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৪
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার গুরু, জনাব খলিল মাহ্মুদের লেখা আপনার ভালো লাগে যেন ভালো লাগলো তমাল ভাই। আসুন, হ্যান্ডশেক করি 
ধন্যবাদ কবিতা পাঠ ও কমেন্টের জন্য। শুভেচ্ছা।
৫|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  ভোর ৫:৫৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সাধু, সাধু, সাধু!
কবিতা অসাধারণ হয়েছে।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:১৭
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজাজদ ভাই। শুভেচ্ছা নিন।
৬|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:৫৮
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:৫৮
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: তিনি আমার গুরু, প্রিয়তম কবি। ব্লগে বড়ো পোস্ট পাবলিশ করার অগ্রপথিক তিনি, আমার উৎসাহদাতা। 
আমি হয়তো বুঝতে পারিনি। অনেকে যে আপনাকে খলিল ভাই বলে সম্বোধন করে.... সে জন্য জানতে চাইছিলাম...
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:১৭
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। এখনো বুঝতে পারেন নাই? ওটা একটা সিরিয়াস ফান, সব বলে দিলে তো রহস্য সবটুকু চলে গেল 
৭|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৯
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:২৯
পদ্মপুকুর বলেছেন: এটা তো রবিনহুড-এ ফাদার টাক এর নিজেকে দুইভাগ করে বেশি বেশি খাওয়ার মত হয়ে গেলো....  
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:৩৬
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা। এটা আরো ভালো বলছেন পদ্ম পুকুর ভাই 
৮|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০৮
১১ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০৮
রামিসা রোজা বলেছেন: 
বাড়াবাড়ি ও ৯ নং ছোট কবিতা নয় এগুলো যেন চরম
সত্যবাক্য । অন্যান্য গুলো ভালো লেগেছে।
ধন্যবাদ।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকগুলো লেখার মধ্যে দু-একটা লাইন বা কবিতার কথা কেউ মেনশন করলে পেছনে ফিরে গিয়ে ওটা আবার দেখে আসি। এবারও তাই করলাম। এ দুটো লেখা ফেইসবুকে স্টেটাস আকারে শেয়ার করি, যাতে রিএকশন বেশ ভালো ছিল। দুটো লেখারই প্রেক্ষাপট আমাদের বর্তমান পরিস্থিতি। আপনি মেনশন করায় তৃপ্তি পেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ আপু। শ্যভেচ্ছা আপনার জন্য।
৯|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩১
১১ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:৩১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: 
হ্যান্ডশেক করে ভালো লাগলো আপনার সাথে।গুরুকে বলেন বড় পোস্ট দিতে।আপনি নিজেও দিন।অপেক্ষায় আছি।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৭
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার গুরু আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি কিন্তু আপনার ফ্যান।
১০|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
ঢুকিচেপা বলেছেন: গল্প কবিতা কি এই কলম দিয়ে লেখেন ?
“ নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে”
এটার কি কোন আলাদা অর্থ আছে ?
মণীষীদের বাণীর মত কিছু লাইন পড়ে গেলাম।
 
আপনি তো দেখছি আপনার গুরুর ছায়া কপি। তবে বুদ্ধি একটা ভালোই বের করেছেন, উৎসর্গের ক্রেডিটটা বাড়ীতেই নিয়ে গেলেন।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০০
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভয় পাইয়া গেছিলাম
যাই হোক, এখন ভয় গেছে
এই কলম দিয়া লেখা না, জীবনে একবার কলমটা ছুঁইয়া দেখতে মন চাইতেছে
আপনি তো দেখছি আপনার গুরুর ছায়া কপি। তবে বুদ্ধি একটা ভালোই বের করেছেন, উৎসর্গের ক্রেডিটটা বাড়ীতেই নিয়ে গেলেন। করার কিছুই নাই, এটা আমার গুরুর শিক্ষা
এই কথাটা দারুণ লেগেছে - উৎসর্গের ক্রেডিটটা বাড়ীতেই নিয়ে গেলেন! 
১১|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৮
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫৮
জাহিদ  হাসান বলেছেন: 
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৩
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
১২|  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৫
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৫
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনার গুরু আমার ফ্যান জেনে ভালো লাগলো।অণুপ্রেরণা পেলাম। আপনার গুরু এবং আপনার জন্য শুভকামনা রইলো।
  ১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩১
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তমাল ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৫২
১০ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৫২
পদ্মপুকুর বলেছেন: কে এই খলিল মাহমুদ, জাতি জান্তে ছায়