নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সঙ্গীতের রাজকুমার শচীন দেববর্মণের ১১৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
কিছু গান থাকে, যা একবার শোনার পর মন তা মুছে ফেলে, কারণ, সেই গান মনে কোনো দাগ বা ছাপ ফেলতে পারে না। সেই গান আবার কেউ সামনে এনে দিলে হয়ত আরেকবার শোনা হয়, কিন্তু খুঁজে খুঁজে সেই গান শোনার মতো গান হয় না সেগুলো।
কিছু গান থাকে, যা মনের ভেতর সততই অনুরণন সৃষ্টি করে। হয়ত গানটি কোনো একজনমে শুনেছি, কিন্তু সুরটি এখনো হৃদয়ে গেঁথে আছে। সেই সুরের জন্য মন কাঁদে। আমরা বার বার সেই গানের কাছে ফিরে যাই, সেই গান আমাদের ঘুমে জাগরণে সুরের তন্ত্রীতে ডাকে।
শচীন কর্তার গান হলো সেই গান, যে-গান শোনার জন্য মন হুহু করে। সেই গান শুনতে শুনতে যেন কোন অরূপ রাজ্যের তেপান্তরে হারিয়ে যেতে থাকি।
ভিডিও ফটোমিক্সের ছবিগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইট, ফেইসবুকের বিভিন ফ্যানপেইজ ও গ্রুপ থেকে নেয়া হয়েছে।
১
নিটোল পায়ে রিনিক ঝিনিক মাদলখানি বাজে - শচীন দেববর্মণ
২
অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে নারে কালা
৩
অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে নারে কালা - রুনা লায়লা
৪
ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে
৫
মন দিল না বঁধু, মন নিল যে শুধু
৬
মন দিল না বঁধু - এই সুরে হিন্দি ছবির গান - Jaane Kya Tune Kahi গীতা দত্ত। ভার্সন-১
৭
মন দিল না বঁধু - এই সুরে হিন্দি ছবির গান - Jaane Kya Tune Kahi গীতা দত্ত। ভার্সন-২
৮
হায় কী যে করি এ মন নিয়া
৯
বাঁশি শুনে আর কাজ নাই
১০
নিশিতে যাইও ফুলবনে
১১
তুমি আর নেই সে তুমি
১২
তুমি এসেছিলে পরশু
১৩
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
ক্ষমা প্রার্থনা : আগের কয়েকটা পোস্টে কয়েজন সম্মানিত ব্লগারের কমেন্টের উত্তর দিই নি। তাদের কাছে ক্ষমাপ্রার্থী।
উৎসর্গ : আমার মানসিক মন্দাবস্থা
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা কমেন্টের জন্য ধন্যবাদ তমাল ভাই। শুভেচ্ছা।
২| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাবীজ ভাই
সঙ্গীতের রাজকুমার শচীন দেববর্মণের ১১৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নূরু ভাই, আপনি হয়ত খেয়াল করেন নি, আপনার পোস্টের লিংক দিয়াই এ পোস্টের শুরু
৩| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ২:৪৫
জগতারন বলেছেন:
প্রিয় ধুলোবালিছাই আপনার পাঠান অনেকগুলি গানই এই মাত্র
আমি শুনিলাম। এই গানগুলি এর আগে অনেকবারই শুনিয়াছিলাম।
এই পোষ্টে আপনার দেওয়া গানগুলিতে বিষেশত্ব আছে।
তাই আবারও শুনিলাম।
খুউব ভালো লাগিল।
এখানে গানগুলি তুলিয়া দেওয়ায় আপনার প্রতি অভিন্দন জানাইতেছি।
একটি প্রশ্নঃ
এই গানগুলিতে যে ছবিগুলি সংযুক্তিকরন করা হইয়াছে;
তা কী আপনি সম্পাদনা করিয়াছেন (?)
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় জগতাড়ন ভাই,
আপনার পত্র পাঠে আমি অভিভূত হইয়াছি। পত্র মারফত অনেক কিছুই অবগত হইলাম। খুব ভালো লাগিল। এই পোস্টের গানগুলিতে বিশেষত্ব আছে জানিয়া খুশি হইলাম। আপনার অভিনন্দন সানন্দে গ্রহণ করিলাম। আপনাকে ধন্যবাদ জানাইতেছি।
আপনি জানিয়া খুশি হইবেন যে, ভিডিওতে সংযুক্ত ছবিগুলি আমা কর্তৃক সম্পাদনা করা হইয়াছে।
আজ আর নহে। আবার কথা হইবে। সেই পর্যন্ত ভালো থাকিবেন।
ইতি, আপনার পরম বন্ধু, আমি নিজে
৪| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৩:২১
রাজীব নুর বলেছেন: চমৎকার সব গান।
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৫| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সচিন দেব ভরমনের কম্পোজ করা কয়েকটা বিখ্যাত হিন্দি গান;
হ্যাঁয় আপনা দিল তো আওয়ারা
আল্লাহ মেঘ দে পানি দে (হিন্দি)
মেরে সাপনকি রানী কাব আয়েগি তু
রূপ তেরা মাস্তানা পেয়ার মেরা দিওয়ানা
ইয়েহ দিল না হোতা বেচারা
জানে ওহ কেয়সে লোগথে জিনকে পেয়ার
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিস্টের বেশ ক'টা গানই আগে শুনেছি। তবে জানা ছিল না এগুলো শচীন কর্তার সুর করা। জেনে ভালো লাগলো।
ধন্যবাদ লিংকগুলোর জন্য।
৬| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক গুলো প্রিয় গানের দারুন সংকলন....
সংগীতের রাজকুমারের জন্মদিনে শুভেচ্ছা
+++
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই। শুভেচ্ছা।
৭| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১
নাসরিন ইসলাম বলেছেন: গানগুলো শুনে মন ভরে গেলো।
০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ নাসরিন ইসলাম।
৮| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৩৮
মিরোরডডল বলেছেন:
এস ডি বর্মণ এবং আর ডি বর্মণ, বাবা ছেলে দুজনের গানই অনেক সুন্দর ।
ধুলোর গানগুলোর মাঝে বাঁশি শুনে আর কাজ নেই এটা বেশী সুন্দর ।
মানসিক মন্দাবস্থা কেনো ? সেদিন যেনো কে আমাকে অনেক সুন্দর এডভাইস করলো 'মন খারাপের যেমন অনেক কারণ থাকতে পারে, মন ভালো হওয়ারও থাকতে পারে অনেক উপকরণ। ' ????
পুরনো দিনের একটা গান শেয়ার করছি । মন ভালো করার জন্য । হেমন্ত অরুন্ধতী দুজনই ভালো গেয়েছে ।
আমি ফিমেল ভোকালটা দিলাম । অনেক মিষ্টি ।
ও বন্ধু
ও আমার ভালবাসা
অনুরাগ রঙ ভরা দু একটি দাগ
আঁকব তোমার দু'নয়নে
০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানসিক মন্দাবস্থা ঠিক মন খারাপ না, এটা মন্দা বাজারের মতো। অন্যদিকে, মন যেমন মুহূর্তেও আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে পারে, তেমনি মন খারাপের মুহূর্ত আসতেও সময় লাগে না। বাণীতে মহান সোনাবীজ।
৯| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:১২
মিরোরডডল বলেছেন:
তুমি হীনা গানটা অনেক আগে শেয়ার করেছিলাম ধুলোকে ।
গুড চয়েজ ধুলো, আই লাইক মারিয়া ।
এ গানে অন্তরার মাঝের বাঁশিগুলো খুব সুন্দর ।
থ্যাংকস ধুলো ।
০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমরা এ গানটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম।
১০| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৪
মিরোরডডল বলেছেন:
হ্যাঁ ধুলো সব মনে রেখেছে ।
ধুলো যে লিংকটা দিলো ফাইরুয এটা আমার মনে ধরেনি ।
অরিজিনাল সিমিনেরটাই বেশী পছন্দ ।
০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ফাইরুজের গানটার ব্যাপারে আপনি একটা কমেন্ট করেছিলেন। মনে আছে?
বাট, ফাইরুজের ৭১চ্যানেলে একটা ইন্টারভিউ দেখলাম। ইংলিশ গানে ওর গলা অসাধারণ। সেই গলা বাংলা অ্যাকসেন্টে নিয়ে আসায় ওটা আর্টিফিশিয়াল হয়ে গেছে।
এই সে লিংক
১১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২
ঢুকিচেপা বলেছেন: শচীন কর্তার গান এত পুরাতন হওয়া সত্ত্বেও শুনলে মনে হয় সমসাময়িক যুগের গান।
আবার গান কম্পোজিশনের ক্ষেত্রে এত ভেরিয়েশনও খুব কম দেখা যায়।
০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার গান কম্পোজিশনের ক্ষেত্রে এত ভেরিয়েশনও খুব কম দেখা যায়। এ বিষয়টা ভালো লাগলো।
১২| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৪
রামিসা রোজা বলেছেন:
আমার খুব প্রিয় একজন গায়ক শচীন দেব বর্মন।
জন্মদিনে আমার শুভেচ্ছা এবং আপনি আমাদের সকলের
জন্য বেগুনি কিছু সুন্দর গান উপহার দিয়েছেন সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
অ,ট: আপনার আগের পোস্টে একটু আগে মন্তব্য
করেছিলাম কিন্তু এখন দেখছি সেটা রায় নাই । তাই
ভাবছি পরে আবার মন্তব্য করবো ।
০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আমাদের সকলের জন্য বেগুনি কিছু সুন্দর গান উপহার দিয়েছেন সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু।
অ,ট: আপনার আগের পোস্টে একটু আগে মন্তব্য করেছিলাম কিন্তু এখন দেখছি সেটা রায় নাই। আগের পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।
১৩| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩
মা.হাসান বলেছেন: গিতা দত্তের গান দুটো আগে শোনা হয় নাই, আপনার কল্যানে শোনা হলো।
ওনার গানের সুর কালোত্তীর্ন ।
আমার পছন্দের আরেকটা গান - তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে।
আমার ক্লাসমেটদের মধ্যে একজন বর্মন ছিলো। তার চেহারাও খানিকটা মঙ্গলয়েড ধাঁচের ছিলো। পক্ষান্তরে রাহুল দেব বর্মনের চেহারায় সমতলের বাঙালি ছাপটাই বেশি । সম্ভবত মায়ের কারনেই এমনটা হয়েছিলো। শচিন দেব বর্মনের গায়ে ত্রিপুরার রক্ত থাকলেও মিরা দাশ গুপ্ত পুরো বাঙালি ছিলেন।
মন ভরানো গান, মন ভরানো পোস্ট।
দেবানন্দের সাথের ছবিটা আগে কখনো দেখিনি। এটা শেয়ার করায় আলাদা ধন্যবাদ।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের বাইরে শচীন কর্তার ব্যাপারে যা যা বললেন, তার সবই আমার কাছে নতুন তথ্য। বকুল বিছানো পথে'র গানটা শুনি নি এখনো, অতি শীঘ্র শুনতে হবে।
অনেক তথ্যবহুল কমেন্ট হাসান ভাই। ভালো লাগলো। ধন্যবাদ নিয়েন, আর নিয়েন শুভেচ্ছা।
১৪| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১০
মা.হাসান বলেছেন: খলিল ভাই, বকুল বিছানো পথের লিংকঃ
নিরন্তর শুভ কামনা।
১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ মা.হাসান ভাই।
১৫| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০১
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: হ্যাঁ, ফাইরুজের গানটার ব্যাপারে আপনি একটা কমেন্ট করেছিলেন। মনে আছে?
হ্যাঁ ধুলো মনে আছে, বলেছিলাম ও একটা এলার্জি । আই ক্যান্ট স্ট্যান্ড । ধুলোর লিংকে দেখলাম যে সে ইংরেজিতেই ওকে, তাই বাংলাটা তার সাথে যায়না সেটা সে নিজেও বললো । আর ওই গানটাই ছিলো তার প্রথম, তাই সেই এলার্জি স্টেটমেন্ট ঠিক আছে সেই সময়ের জন্য ।
ইংলিশ গানে ওর গলা অসাধারণ।
ইউ আর রাইট, খুব সুন্দর । যার যেটাতে মানায় ।
হয়তো বাংলা গান একসময় ভালো করবে । করতে করতে হবে ।
থ্যাংকস ধুলো লিংক শেয়ার করার জন্য ।
১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জানতাম, এটা আপনার অবশ্যই মনে আছে। আপনার মেমোরি অনেক শার্প।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:৩৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দুতিনটি বাদে বাকি সবগুলোই প্রায়ই শোনা হয়।বিশেষ করে ,কে যাসরে ভাটির গাং বাইয়া' আর 'বাঁশি শুনে আর কাজ নাই' এদুটো বেশি শোনা হয়। তাঁর গানগুলো প্রবাহিত নদীর মতো সহজ-সরল।মনে আলাদা ভালোলাগার সৃষ্টি করে।আপনাকে ধন্যবাদ,গানগুলো একসাথে জড়ো করে পোস্ট করার জন্য।