নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এমন সময়ে তুমি আসবে, যখন বিভোর বসন্ত
অঘোরে লাল-নীল-হলুদ ছড়াবে; তখন নবীন কিশলয়ের
মতো গজিয়ে উঠবে প্রেম। পৃথিবীর চোখ
তৃষ্ণায় ছানাবড়া হবে, মানুষে মানুষে অদ্ভুত সম্মিলন।
কখনো কখনো এত বেশি ভালো লাগে, ভুলে যাই-
বড়ো স্বল্পায়ু এ জীবন। হায়, এ জীবন অফুরন্ত হলো না কেন?
কেন এ জীবন ‘ক্ষুদ্রকাল’ পর শেষ হয়ে যাবে? কেন
চলে যেতে হবে অন্তহীন 'অন্যজীবনে'?
শৈশবের মায়ের দোল, কৈশোরের আড়িয়াল বিল, অজস্র মানুষের
প্রিয়মুখ- এসব পেছনে রেখে, হায়, আমি কীভাবে কাটাবো
অনন্ত মহাকাল?
সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা
ক্ষুধা ও আকুতি! আমার জন্য কত কী উপহারে ভরপুর তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস
বসন্ত আর প্রেমের অসুখ। আমি আর কিছুই চাই না-
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে, এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায়
চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।
তারপর অলঙ্ঘ্য বিধানে ফিরে তো যাবই অন্যজীবনে।
সে-জীবনে তোমাকেই চাই- যেখানে ‘অপ্রেম’ বলে কিছু নেই।
প্রতিদিন কুয়াশার ভোর চাই পৃথিবীর মতো- আরো চাই
মায়ের হাসিমুখ, আমার আড়িয়াল বিল, আমার জন্মভূমি
ডাইয়ারকুম গ্রাম- প্রাণপ্রিয় মানুষের, স্বজন-শুভানুধ্যায়ীর
সরল সান্নিধ্য, নিত্য-সহচর বাল্যের সাথিরা, পদ্মাপাড় খেলাঘর
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস নিরন্তর।
২১ অক্টোবর ২০১৬
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জীবনও বৃহৎ ও কবিতার মতো সুন্দর হোক।
২| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩২
নেওয়াজ আলি বলেছেন: ভালো হয়েছে কবিতা
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
৪| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:১৭
মা.হাসান বলেছেন: সে-জীবনে তোমাকেই চাই- যেখানে ‘অপ্রেম’ বলে কিছু নেই।
কবির চাওয়া পূর্ণ হোক। নিশ্বাস নিশ্বাসকে ছুঁয়ে যাক।
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লাইনটি উদ্ধৃতিসহ কমেন্টের জন্য ধন্যবাদ মা হাসান ভাই।
৫| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১২
মিরোরডডল বলেছেন:
আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিল্পী সাগর বাউলের নাম প্রথম শুনলাম। অনেক ভালো গেয়েছেন গানটা।
৬| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা!
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট। শুভেচ্ছা। অনেকদিন পর ব্লগে দেখছি আপনাকে। ওয়েলকাম ব্যাক।
৭| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: কী আকুল চাওয়া !!!
পূর্ণ হোক সকল চাওয়া।
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৮| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ
জীবন নেশায় জীবন দর্শনে সবচে দামী ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলোর প্রকাশ দারুন ভাবে ফুটেছে
ভাল লাগা একরাশ
এই শুন্যতাবোধটাই বুঝি গতি আনে জীবনে বেঁচে থাকাকে করে তোলে অর্থপূর্ণ
+++
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জীবন নেশায় জীবন দর্শনে সবচে দামী ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলোর প্রকাশ দারুন ভাবে ফুটেছে
ভাল লাগা একরাশ
এই শূন্যতাবোধটাই বুঝি গতি আনে জীবনে বেঁচে থাকাকে করে তোলে অর্থপূর্ণ। কমেন্টের কথাগুলোতে মুগ্ধতা। অনেক অনেক ভালোবাসা প্রিয় বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা।
৯| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ৪ লাইন অসাধারণ হয়েছে।
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো প্রথম ৪ লাইন অসাধারণ হয়েছে জেনে। শুভেচ্ছা রইল প্রিয় পাগলা জগাই।
১০| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: আমি কেন সুন্দর কবিতা লিখতে পারি না?
২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাধারণ ভাবে বলা যায়, সব লেখক বা কবিরই এরকম একটা আক্ষেপ থাকে - কেন আমি ভালো লিখতে পারি না। ১০০ জন পাঠকের মধ্যে ১জন পাঠকেরও যদি কোনো একটা লেখা ভালো লাগে, আমি মনে করি ঐ লেখক সার্থক- অন্তত ১ জন পাঠকের মনকে তিনি ছুঁতে পেরেছেন।
১১| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবনের মানে হয়তো আপনি বুঝতে পেরেছেন তাই এই পৃথিবীর জীবনের প্রতি আকর্ষণ বোধ করছেন। সবাই পরের জীবনে এই জীবনের চেয়ে ভালো কিছু চায়। কিন্তু আপনি চেয়েছেন এই জীবনে আপনার প্রিয় মানুষ ও স্থানগুলির কাছে ফিরে যেতে।
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই পরের জীবনে এই জীবনের চেয়ে ভালো কিছু চায়। সুখের সর্বোচ্চ মাত্রা বা বোধ আমাদের জানা নেই। তবে, এই পৃথিবীতে কোনো কোনো সুখ এতই মধুর ও অতুলনীয় যে, এর চাইতে বেশি নয়, ঠিক এই মাত্রার সুখ পেলেই আমি খুশি হবো- আমার প্রিয়তমা প্রেমিকা, যার আগমন ও উপস্থিতি অফুরন্ত বসন্ত দিনের অনুভূতিময়, আমার প্রিয় জন্মভূমি, বাল্যসখারা, সরলসোজা গ্রামবাসীদের সান্নিধ্য- যে অপরিমেয় সুখ ও আনন্দ দিয়েছে, এর চাইতে বেশি সুখ আর হতে পারে কিনা জানি না। পরের জীবনে এই সুখটাই চাই।
সুন্দর একটা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর।
১২| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫
রামিসা রোজা বলেছেন:
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস নিরন্তর এ বিশ্বাস-ই হচ্ছে বেঁচে থাকার নিঃশ্বাস।
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: খুব ভালো লাগলো! শুরুতে মনে হল যেন এই তুমি স্বয়ং মৃত্যু!
জীবনের স্মৃতিময় আলোর পথে এক তৃষ্ণার্ত পথিক হেঁটে যায় ...
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনের স্মৃতিময় আলোর পথে এক তৃষ্ণার্ত পথিক হেঁটে যায় ... সুন্দর বলেছেন প্রিয় ইফতি ভাই। আমরা প্রত্যেকেই একেকজন তৃষ্ণার্ত পথিক, আলোর দিকে ছুটছি। শুভেচ্ছা রইল।
১৪| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭
পদ্মপুকুর বলেছেন: হুহ! দোর্দন্ড প্রতাপশালী সুলতান সুলেমানই গত হয়ে গেলো, আর আপ্নেতো এম্নেই ধুলোবালিছাই....
আসলে দীর্ঘজীবনের এই আকাঙ্খাতো চিরাচরিত। সেই যে ছোটবেলায় পড়েছিলাম- মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই..... যুগে যুগে সে আকুতিই তো গল্পে-কবিতায় উঠে এসেছে।
কবিতা নিয়ে মন্তব্য করতে কিছুটা ভয় পাই, বুঝিই না ঠিকঠাক! তবুও আজকাল দেখছি সব কবিই স্মৃতিকাতরতায় ভুগছেন। গতকালই বোধহয় ব্লগার ৎঁৎঁৎঁ (কি নামরে মাইরি!!) একটা স্মৃতিকাতর এক কবিতা লিখে নির্বাচিত পাতায় ঢুকে গেছেন।
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে দীর্ঘজীবনের এই আকাঙ্খাতো চিরাচরিত। সেই যে ছোটবেলায় পড়েছিলাম- মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই..... যুগে যুগে সে আকুতিই তো গল্পে-কবিতায় উঠে এসেছে। কবিতার মূল জায়গা এটাই। মানুষের চিরাচরিত আকাঙ্ক্ষা যেমন দীর্ঘজীবন লাভ, তেমনি যুগে যুগে কবিদের লেখায়ও এই কথা ধ্বনিত হয়েছে-
নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি-গান,
ছাড়িয়া মরিতে মোর কভু নাহি চাহে মন-প্রাণ। (কামনা, গোলাম মোস্তফা)
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্য্য করে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই! (প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর)
বিজ্ঞানও থেমে নেই, মানুষের আয়ু বাড়ানোর জন্য তারা কতই না গবেষণা ও আবিষ্কারের জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।
আজকাল দেখছি সব কবিই স্মৃতিকাতরতায় ভুগছেন। বর্তমানের কোনো স্থিতি নাই, আমরা প্রতিটা মুহূর্তেই স্মৃতি গড়ছি, ওগুলো পেছনে ফেলে সামনের দিকে ছুটছি। স্মৃতিগুলো আমাদের অমূল্য ও অলঙ্ঘ্য সম্পদ। এগুলো আমাদের ভাবায়, কাঁদায়, হাসায় এবং সামনে চলার জন্য অনুপ্রেরণা দেয়। আমাদের স্মৃতিকাতর না হয়ে কি কোনো উপায় আছে?
ৎঁৎঁৎঁ - তাকে তিন-খণ্ডিত-'ত' নামে ডাকলেই পারেন তার লেখক নাম - মাহমুদুল হক ইফতি।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেকদিন ব্লগে ছিলেন না। ভালো করেছেন। শুভেচ্ছা রইল।
১৫| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আজীবন যাপিত জীবন,চিরপরিচিত পরিবেশ ও স্মৃতি মানুষের পরম আরাধ্য। হিংসা,ঘৃণা,অপ্রেমকে পাশ কাটিয়েই মানুষ বেঁচে থাকতে চায় তার মধুর স্মৃতিতে।আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হোক।
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প কথায় কবিতার সারমর্ম তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ তমাল ভাই।
ভার্সিটির একটা অনুষ্ঠানে তুমি যেখানে আমি সেখানে গানটা আপনার গাওয়ার কথা ছিল। প্র্যাক্টিস করতে গিয়ে গলা ভেঙে যায়। এটা এত হাই পিচ আর এনার্জির গান যে গান তুলে ফেলার পর আপনার গলায় ব্যাথা শুরু হলো। পরের দিন সকালে কথাই বলতে পারছিলেন না। পরে আর গাওয়া হয় নি। গানটা আপনার খুবই ভালো লাগে। তো, এখন তো গলা ব্যথা আর নাই। গানটা একবার গেয়ে আমাদের শোনান তমাল ভাই।
১৬| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৬
ডার্ক ম্যান বলেছেন: কবিতা ভালো। কবিও ভালো।
পাঠক আরো বেশি ভালো
২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বাণীটাও ভালো।
১৭| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ১০ নং মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের আরেকটা আকাঙ্ক্ষা থাকে, সব ক্ষেত্রে সেরা হওয়া বা শীর্ষস্থান দখল করার। চেষ্টাটাই আসল। হয়ত এমনও দেখবেন, একজন মানুষ লেখক হিসাবে অনেক নাম কামিয়েছেন, কিন্তু কর্মক্ষেত্রে তিনি ব্যর্থ, হয়ত কেউ তাকে পছন্দও করে না; আবার এর উল্টোটাও ঘটে থাকবে। এমন মানুষও পাবেন, না হতে পেরেছেন ভালো লেখক, না তিনি ভালো ব্যবসায়ী বা চাকরিজীবী, কিন্তু বাবা হিসাবে তিনি খুব সফল হয়েছেন। নিজের কোনো একটা দিকে ব্যর্থতা থাকলে, অন্যান্য ক্ষেত্রের সাফল্যের কথা ভেবে আনন্দ উপভোগ করাটাই সমীচীন মনে করি।
আপনার আক্ষেপের কিছু নাই রাজীব ভাই। পরীর মতো একটা 'পরী'র বাবা আপনি, ব্লগার হিসাবে সেরাদের সেরা। আপনার আনন্দের সীমা থাকবে কেন?
১৮| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৬
ঢুকিচেপা বলেছেন: চাওয়ার যে গভীরতা এটা খুব ভালো লেগেছে।
আপনার লেখা পড়ে বোঝা যায় আপনার শৈশব, গ্রাম এবং সে সময়ের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ কতটা টানে। সবারই টানে তবে প্রকাশটা এত সুন্দর না।
“ আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস
বসন্ত আর প্রেমের অসুখ। আমি আর কিছুই চাই না-”
এইটুকু পেলে আর কি লাগে ?
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার লেখা পড়ে বোঝা যায় আপনার শৈশব, গ্রাম এবং সে সময়ের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ কতটা টানে। যেখানে জন্ম, একটা দীর্ঘ সময় যাদের সাথে বেড়ে উঠেছি, তাদের জন্য মন আনচান করা খুবই স্বাভাবিক ব্যাপার। লেখালেখি তো মনের ব্যাপার। মনে ঐ জীবন খেলা করে সবসময়, লেখালেখিতেও উঠে আসে।
মিউজিক ভিডিও শেয়ার করাসহ সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ঢুকিচেপা।
১৯| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
পাঠে মুগ্ধ ।
কবিতায় যেমন চারি দিকে হায় হায়, নাই নাই ফুটিয়ে তুলা যায়
তেমনি কবিতায় কথার মোহজাল ছড়িয়ে সকল দিকে, সকল
বিষয়ে শুধু প্রাপ্তি আর প্রাপ্তির আবেশ ছড়ানো যায় । কবির
ক্ষমতা পরিমাপের কোন কুল কিনারা নাই। কবির ভাবনা আর
লেখার ভাষাই কবির বিশাল শক্তি মত্তার পরিচয় রেখে যায় ।
যা পাঠে সর্বদাই মুগ্ধতা ছড়ায় ।
শুভেচ্ছা রইল
২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবি ও কবিতার বিষয়বস্তু সম্পর্কে খুবই বস্তুনিষ্ঠ ও মূল্যবান কথা বলেছেন প্রিয় আলী ভাই। কবিতা হলো আমাদের মন ও ভাবনার প্রতিফলন। কবিতা আমাদের মনের অবস্থা প্রকাশ করে, যে-মনের উপর সচরাচর আমাদের নিয়ন্ত্রণ খুব কম থাকে। এজন্য কবি নিজেও হয়ত জানেন না কবিতায় তিনি নিজের কোন স্বাক্ষরটি রেখে গেলেন। এটা যে-কোনো কবির ক্ষেত্রেই ঘটতে পারে বলে আমি মনে করি।
অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মূল্যবান কথাগুলোর জন্য। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
শায়মা বলেছেন: ভাইয়ামনি তোমার জীবন অনেক অনেক বৃহৎ হোক।