নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চলুন, নতুন ব্লগারদের আমন্ত্রণ জানাই - একটা সাধারণ ধারণা, ছোট্ট প্রচেষ্টা

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫



সামহোয়্যারইন ব্লগ, বাংলা ভাষার প্রথম ব্লগ, যা ২০০৫ সালের ১৫ ডিসেম্বরে যাত্রা শুরু করে। আমি ২০০৮ সালের মাঝামাঝি সময়ে এই ব্লগে যোগ দিই। যদিও আমি তার অনেক আগে থেকেই লেখালেখি করি, কিন্তু এই ব্লগ আমার জন্য সাহিত্যের এক নতুন দুয়ার খুলে দেয়। আমার লেখালেখি আরো গতিময়তা পায়। আমার লেখালেখি অন্যান্যদের সাথে শেয়ার করার এক অভূতপূর্ব ও অনন্য সুযোগ সৃষ্টি হয়, অন্যান্যরা আমার লেখা পড়েন, বিশ্লেষণমূলক কমেন্ট করেন, উৎসাহ দেন। আমি খুব অনুপ্রাণিত বোধ করি। আমার লেখার মান আরো অনেক উন্নত হয়। সত্যি কথা বলতে কী, আমার সেরা লেখাগুলো ব্লগ থেকেই সৃষ্টি হতে থাকে।

একই সাথে, আমি অন্যান্য ব্লগারের লেখাও পাঠ করার সুযোগ পাই। উৎকৃষ্ট মানের, বিভিন্ন স্বাদের নানা ক্যাটাগরির লেখা পড়ে সে-সব লেখার মূল্যায়ন করি। আমার 'মূল্যায়ন'-এর উপর তাদের গ্রহণযোগ্যতা আমাকে আরো আত্মবিশ্বাসী করে তোলে লেখক হিসাবে।

স্রেফ সাহিত্যই নয়, সমসাময়িক বিশ্বপরিস্থিতিসহ পৃথিবীর সকল বিষয়েই এই ব্লগে লেখালেখি হয়; রম্যস্বাদ ও কৌতুকরস এবং বিনোদনমূলক লেখালেখি ও কমেন্ট আদান-প্রদান এক অনির্বচনীয় মিথস্ক্রিয়া সৃষ্টি করে ব্লগারদের মধ্যে। স্বাস্থ্যসচেতনামূলক, সঙ্গীত, সিনেমা- কোনোকিছুই বাদ থাকে না ব্লগীয় লেখালেখি থেকে। ব্লগার ও পাঠকগণ উন্মুখ থাকেন প্রতিটা মুহূর্তে প্রতিটা নতুন ব্লগপোস্ট পড়ার জন্য। প্রত্যেকটা বিষয়ের উপর চুলচেরা ও বিশদ বিশ্লেষণ হয়। ব্লগারদের মধ্যে বন্ধুত্ব ও হৃদ্যতা গড়ে ওঠে। ফলে, ব্লগটা এক অনুপম 'বন্ধুভুবন' হিসাবে গড়ে ওঠে আমাদের সামনে।

কিন্তু, সত্যি হলেও দুঃখজনক ব্যাপার এই যে, ব্লগ সম্পর্কে আমাদের বর্তমান ইউটিউব ও ফেইসবুক জেনারেশনের বিরাট অংশই অবগত নন। তারা জানেন না ব্লগের ভেতরে কী অদ্ভুত অনন্যসাধারণত্ব লুকিয়ে আছে। আমার মতো যারা সাহিত্য রচনায় বেশি আগ্রহী, তারা এরকম একটা প্রাণবন্ত ও ইন্টার‍্যাক্টিভ ফোরামের সন্ধান পেলে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ঝাঁপিয়ে পড়বেন, তা বলাই বাহুল্য। একজন নবীন লেখক ব্লগে একটা কবিতা পোস্ট করেই দেখবেন, যেন খবরের কাগজের সাহিত্যের পাতায় তার কবিতাটি ছাপা হয়ে গেছে। তিনি যখন জানবেন, সামহোয়্যারইন ব্লগ হলো বাংলাভাষার প্রথম ব্লগ, এবং বাংলাভাষার সবচাইতে বড়ো ও বিখ্যাত ব্লগ, এটি তাকে যুগপৎ আনন্দিত করবে এবং একজন সামহোয়্যারইন ব্লগার হিসাবে তাকে গর্বিত করবে।

এখন, এই যে বিরাট একটা অংশ এই ব্লগ সম্পর্কে অবগত নন, আমরা একটু চেষ্টা করলে তাদেরকে অবহিত করার একটা প্রচেষ্টা চালাতে পারি। আমাদের ব্লগারদের বিরাট একটা অংশ ফেইসবুকেও সমান তালে অ্যাক্টিভ আছেন। এই পোস্টে যে ছবিটা শেয়ার করা হলো, আপনারা ফেইসবুক বা টুইটারে, বা অন্য যে-কোনো শেয়ারেবল মাধ্যমে এটা শেয়ার করতে পারেন। এ ছবিটা আমার আনাড়ি হাতে বানানো। কথাগুলোও খুব সাবলীল বা আকর্ষণীয় নয়। আপনারা ইচ্ছে করলে আরো সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের পোস্টার বানিয়ে ফেইসবুকে নিজ নিজ টাইমলাইনে শেয়ার করতে পারেন। ফেইসবুকে কীভাবে শেয়ার করবেন, এটা তার একটা সাধারণ নমুনা।

প্রথম কমেন্টের ঘরে ছবিটা শেয়ার করলাম, কারণ, মূল পোস্ট থেকে কপি করা যাবে না।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ অথোরিটিকে ধন্যবাদ জানাচ্ছি এ পোস্টটি স্টিকি করার জন্য।

একই সাথে প্রিয় ব্লগারদের কাছে অনুরোধ করছি, যারা ডিজাইনিং-এর উপর দক্ষ, তারা আরো ভালো মানের পোস্টার বানিয়ে কমেন্টের ঘরে শেয়ার করতে পারেন, যাতে ব্লগাররা সেগুলো নিজ নিজ টাইমলাইনে শেয়ার করতে পারেন।

২| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

করুণাধারা বলেছেন: এটা একটা ভাল উদ্যোগ হতে পারে। ব্লগ সম্পর্কে মানুষ খুব কম জানেন, জানতেও যেন অনীহা। আপনার আইডিয়া ভালো, মনে হচ্ছে কাজ করবে।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আইডিয়া কাজ করলে খুব খুশি হব। আমাদের ফেইসবুকার ব্লগারগণ একটু কষ্ট করে এরকম ইনভাইটেশনের কাজ করলেই সেটা কার্যকর হবে বলে মনে করি।

ধন্যবাদ আপু, আইডিয়াটাকে ভালো বলার জন্য।

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আছি ১০ বছর ১১ মাস

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি একটু বেশি। ১২ বছর ৪ মাস। এটাই আমার আদিম অবস্থান :)

৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

ওমেরা বলেছেন: ভালো উদ্দোগ, প্রচারেই প্রসার।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৫| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




নিঃসন্দেহে শুভ একটা উদ্যোগ।
ব্লগে যেভাবে মনের মাধুরী মিশিয়ে লেখা যায়, বিনি সুতোর মালা থেকে নিয়ে রকেট সাইন্স বিষয়ে, তা অন্য কোনও মাধ্যমে সম্ভব কিনা জানিনে। বোধহয় সম্ভব নয়। কারন ব্লগের লেখা ও তাতে মন্তব্যের আদান প্রদানের মিথস্ক্রিয়ায় ধুলো থেকেও যে
অনন্য বীজ ফলে তা যেন সোনা তুল্য। প্রিন্টিং মিডিয়া কিম্বা ফেসবুকের যাত্রাপালায় তেমনটা মেলার সুযোগ নেই।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন আহমেদ জী এস ভাই। ব্লগে যারা নতুন আসবেন, তারা এই স্বাদটি প্রাণ ভরে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্যোগ।++++
ধন্যবাদ খলিল ভাই আপনাকে। আপনার ফেসবুক আইডি থেকে ইতিমধ্যে আমি আমার টাইমলাইনে শেয়ার করেছি।
শুভেচ্ছা জানবেন।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পদাতিক ভাই, আমি আপনার টাইম লাইন দেখেছি। আপনাকেও ধন্যবাদ নিজের টাইম লাইনে শেয়ার করার জন্য। শুভেচ্ছা আপনাকে।

৭| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আমি সন্ধ্যায় পড়েছি মোবাইল থেকে। লগইন করা ছিলো না বলে মন্তব্য করতে পারি নি।
সুন্দর পোস্ট। ভালো একটা বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন। আমি মনে মনে এরকম একটা পোষ্টের কথা ভাবছিলাম।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোবাইল থেকে কীভাবে ব্লগ পড়লেন? ব্রড ব্যান্ড থেকে রাওটারের কানেকশনে, নাকি আপনি মোবাইলে কানেকশন পান?

যাই হোক, আপনার টাইম লাইনে শেয়ার করার অনুরোধ রইল। আপনার ফটোগ্রাফী ফেইসবুক গ্রুপটা খুব ভারসেটাইল। কোনো রেস্ট্রিকশন না থাকলে সেখানেও শেয়ার করতে পারেন, অনেকেই আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ রাজীব ভাই।

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

নেওয়াজ আলি বলেছেন: ঠিক আছে । এগিয়ে আসা উচিত

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ভুল না হয়ে থাকলে, আপনিও ফেইসবুকে অ্যাক্টিভ বলে আমার মনে হলো। ফেইসবুকে শেয়ার করার অনুরোধ রইল।

৯| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৫

সোহানী বলেছেন: অবশ্যই ভালো আইডিয়া। তবে আমার মনে হয় দেশের একটা বড় অংশই এখন সামহোয়ার সম্পর্কে জানে। এবং এ ধরনের প্রচরানামূলক উদ্যোগ অবশ্যই আরো পরিচিতি বাড়াবে।

সবসময়ই সাথে আছি। যাউগ্গা, আমি মনে হয় আপনার থেইকা সিনিয়ার!!!!! B:-/

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেটা হলে তো অবশ্যি ভালো। সারা দেশের মানুষ যখন ব্লগ সম্পর্কে জানবে এবং ব্লগ পড়বে, তখন ব্লগার সম্পর্কে নেতিবাচক ধারণাটা পালটে যাবে।

ব্লগার হিসাবে আপনি আমার চাইতে সিনিয়র, তা তো আপনার ব্লগ দেখলেই জানা যায়, জানিও :) এখন, বয়সের দিক থেকেও যদি সিনিয়রিটি ছিনিয়ে নিতে চান, আমি সসম্ভ্রমে পরাজয় মেনে নিব

সাথে থাকার জন্য ধন্যবাদ আপু।

১০| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১:১১

কসমিক রোহান বলেছেন: এই ব্লগে অনেক সময় নিরপেক্ষতার অভাব ছিলো। ফ্রিডম স্পীচ অনেকে মুখে বললেও অন্তরে ধারণ করেনাই। আবার অনেকে ফ্রিডম স্পীচের বদলে হেইট স্পীচ ছড়িয়েছে। এতে করে প্রিয় সামু জনপ্রিয়তা হারিয়েছে।
সামুর যৌবন ফিরিয়ে আনতে এ্যাডমিন/মোডারেটর দের আরো নিরলস হতে হবে। সময়োপযোগী আরো কিছু ব্লগিং ফিচার যুক্ত করতে হবে।
তাছাড়া সাইটের অপশন ও সেটিং বেশ কিছু পরিবর্তন জরুরী।
সবশেষ শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামুর যৌবন ফিরিয়ে আনতে এ্যাডমিন/মোডারেটর দের আরো নিরলস হতে হবে। সময়োপযোগী আরো কিছু ব্লগিং ফিচার যুক্ত করতে হবে।
তাছাড়া সাইটের অপশন ও সেটিং বেশ কিছু পরিবর্তন জরুরী।
একমত। এ ইস্যুটা মাঝে মাঝেই আলোচনায় উঠে আসছে। আমার জানা মতে, ব্লগ অথোরিটি চেষ্টাও করে যাচ্ছে সাধ্যমতো ডেভেলপ করার জন্য।

গঠনমূলক কমেন্টের জন্য ধন্যবাদ। আর, ফেইসবুকে এ পোস্টের ব্যাপারে কিছু প্রচারণা চালানোর চেষ্টা করবেন আশা করি।

শুভেচ্ছা।

১১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো উদ্ধেগ সাথে আছি।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান।

১২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩১

অনল চৌধুরী বলেছেন: ফেসবুক-ইউটিউবে অর্থহীন সময় নষ্ট না করে প্রতিদিন ১ ঘন্টা ব্লগ পড়লে দেশের মানুষের মানসিক অবস্থার উন্নতি হতো বলে আশা করা যায়।

১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। আশা করি এ পোস্টের বিষয়টা ফেইসবুকে শেয়ার করে ব্লগের প্রচারে অবদান রাখবেন। শুভেচ্ছা।

১৩| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২০১৩ সাল থেকে ব্লগও ব্লগার বাংলাদেশের অনেক মানুষের কাছেই খুবই খারাপ একটি শব্দ।
এই অপপ্রচারের দায় হেফাজত ও বেগম জিয়ার।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যত বেশি মানুষ ব্লগ পড়বেন, ব্লগ ও ব্লগার সম্পর্কে নেতিবাচক ধারণা ততই পালটাবে। আশা করি এ ব্যাপারে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করবেন। শুভেচ্ছা সাজ্জাদ ভাই।

১৪| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২৬

অধীতি বলেছেন: অপপ্রচারের কারণে এবং বিভিন্ন সিম কোম্পানি থেকে সামুতে ঢোকা যায় না, এটা মারাত্মক একটা সমস্যা।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যত বেশি মানুষকে ব্লগ পড়ানো যাবে, ব্লগের নেতিবাচক ধারণা তত কমে আসবে। ফেইসবুকে এ বিষয়ে প্রচারণা চালানোর অনুরোধ রইল।
ধন্যবাদ।

১৫| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৩

হামোম প্রমোদ বলেছেন: ভালো উদ্যোগ, আমিও একটা শেয়ার দিবো এবং এর একটা ভিন্ন মাত্রা নিয়ে। ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উদ্যোগের কথা শুনে আমিও খুব উৎসাহিত বোধ করছি। ধন্যবাদ আপনাকে।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটি ভালো উদ্যোগ।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই।

১৭| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১০

নতুন নকিব বলেছেন:



চমৎকার উদ্যোগ। ধন্যবাদ, প্রিয় খলিল ভাই। আমাদের লক্ষ প্রাণের ভালোবাসায় সামু অনেক দূর এগিয়ে যাবে, আশা করি। সব অপারেটরের মোবাইল নেট ব্যবহার করে সামুতে ঢোকার বিষয়টি নিশ্চিত করা গেলে ব্লগার এবং পাঠক সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুন বা তারচে'ও বেশি হওয়া অস্বাভাবিক নয়।

কৃতজ্ঞতাসহ শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নতুন নকিব ভাই। মোবাইল অপারেটর থেকে ব্লগে ঢোকার সমস্যাটা সমাধান হলে ব্লগ আবারও সরগরম হবে, সন্দেহ নেই। সমস্যাটা সমাধান হবে, এই আশা করছি।

ভালো থাকবেন।

১৮| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: জনগুরুত্বপূর্ণ লেখা। আমার শুভাশীষ রইল।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও আমার শুভেচ্ছা নিন বরকতউল্লাহ ভাই। ধন্যবাদ।

১৯| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ হোক প্রানচঞ্চল আবারও
ধন্যবাদ ভাইয়া জি

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো ফেইসবুকে আরো বেশি অ্যাক্টিভ। ব্লগের ব্যাপারে প্রচারণা চালাবেন আশা করি। ধন্যবাদ আপু।

২০| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ।
কারন প্রচারেই প্রসার। সাথে আছি।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ নূরু ভাই। শুভেচ্ছা।

২১| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মোবাইল থেকে কীভাবে ব্লগ পড়লেন? ব্রড ব্যান্ড থেকে রাওটারের কানেকশনে, নাকি আপনি মোবাইলে কানেকশন পান?
যাই হোক, আপনার টাইম লাইনে শেয়ার করার অনুরোধ রইল। আপনার ফটোগ্রাফী ফেইসবুক গ্রুপটা খুব ভারসেটাইল। কোনো রেস্ট্রিকশন না থাকলে সেখানেও শেয়ার করতে পারেন, অনেকেই আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ রাজীব ভাই।

সুন্দর মন্তব্য করেছেন।
ব্যক্তিগত ভাবে আমি যেখানেই যাই, সেখানেই ব্লগ নিয়ে আলাপ করি। লোকজনদের ব্লগে আসার আমন্ত্রন জানাই। সেদিন একজন লেখকের সাথে আলাপ হলো, তাকেও অনুরোধ করলাম ব্লগে আসার জন্য।
এক সচিবকে বললাম, ব্লগে আসার জন্য। আমার বন্ধুদের অনুরোধ করি। এই কাজ আমি দীর্ঘদিন ধরেই করে যাচ্ছি।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ব্লগ নিয়ে আপনি মানুষের সাথে কথা বলেন, এর আগে বিভিন্ন পোস্টে এরকম বলেছেন। এটা অব্যাহত রাখবেন আশা করি।

২২| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: মডারেটর মহোদয় দয়া করে এই রকম ভালো গ্রাফিক্সের ব্যানার বানান, এমন পোস্টার বানান, অনেক সময় প্রোফাইলের নিচে স্টিকার যোগ করা যায়, ঐ ধরণের স্টিকার বানান। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
দ্রুততম সময়ে সেফ করাটাও একটা ইস্যু হয়ে দাঁড়াবে। অনেক সময় অনেক নতুন ব্লগার সেফ না হতে পেরে ফিরে যায়।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার প্রান্ত, গ্রাফিক্স ডিজাইনিঙ্গের উপর আপনার স্কিল থাকলে কিছু বানিয়ে শেয়ার করার অনুরোধ থাকলো। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

২৩| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৩

ফয়সাল রকি বলেছেন: ভালো উদ্যোগ।
আমি কিন্তু ফেসবুকে শেয়ার করা লিংক থেকেই সামুতে এসেছিলাম।

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তার মানে আপনি আগে ফেইসবুকার, পরে ব্লগার!! ভালো উদাহরণ সৃষ্টি করেছেন আপনি। শুভেচ্ছা আপনার জন্য রকি ভাই।

২৪| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



আমার ফেইসবুক একাউন্ট নেই; একজন ফেইসবুকার ব্লগিং করার সম্ভাবনা আছে?

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি নিজেও একজন ফেইসবুকার, আমি ব্লগিং করছি। আমি ইউটিউবারও, ব্লগিং করছি। বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ইউস করেন, কিন্তু ফেইসবুক অ্যাকাউন্ট নেই, এমনটা খুব কম দেখা যায়। অনেক ব্লগারেরই ফেইসবুক অ্যাকাউন্ট আছে।

২৫| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা যারা সামু এডিক্ট তারা ভিপিএন মিপিএন নানা তরিকা এস্তেমাল করে এখানে আসি। অনেকটা নিজের ঘরে নিজে সিধ কেটে ঢুকার মত। নতুন কেউ আসতে চাইলে এটা তার আগ্রহের পথে অন্তরায়।
ফেবুতে লিংক দিলেও পাঠক সামুতে এক্সেল পায়না।
আপনার উদ্দোগ সামুর প্রতি আন্তরিকতার প্রকাশ। সামুতে ঢুকা যদি নির্ঝঞ্ঝাট হয় তাহলে এ উদ্দোগে সফলতা আসবেই।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোবাইল থেকে ব্লগে আসতে না পারাটা আসলেই ব্লগের প্রসারের ক্ষেত্রে বিরাট অন্তরায়। আমার জানা মতে ব্লগ অথোরিটি এ ব্যাপারটা সল্‌ভ করার চেষ্টা করছেন। এটার দ্রুত সমাধান হবে, সেই আশা করছি। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ লিটন ভাই।

২৬| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

কবীর হুমায়ূন বলেছেন: আমার লেখালেখির শুরুটা প্রথম এই সামুতেই। যদিও বিভিন্ন কারণে অনিয়মিত; তবে, সামুর প্রতি সর্বদাই কৃতজ্ঞ। যে কোন ব্লগ একজন সুপ্ত প্রতিভাধরের গুণকে প্রকাশ করার একটি মাধ্যম হতে পারে। বাংলা ভাষায় প্রথম ব্লগ পেইজ হিসেবে সামহোয়াইনব্লগ ডট নেট এর ভূমিকা অনেক। এ ব্লগ পেইাজে প্রচার ও প্রসার কামনা করি। সুন্দর একটি পোস্টের জন্য লেখক সোনাবীজ; অথবা ধুলোবালিছাইকে অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কিছু কথা বলেছেন ব্লগের গুরুত্ব ও অবদান সম্পর্কে। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কবীর হুমায়ূন ভাই। শুভেচ্ছা।

২৭| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

ভুয়া মফিজ বলেছেন: আমি বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে চাই।

যতোদুর জানি, দেশে ফেসবুকাররা সিংহভাগই মোবাইল থেকে ফেসবুকিং করে। এখন এই ধরনের আহ্বানে কেউ যদি মোবাইল থেকে আসার চেষ্টা করে, হতাশ হবে। সেক্ষেত্রে আমরা পটেনশিয়াল ব্লগার হারাবো। কারন একবার কেউ ব্যর্থ হলে মনে হয় না, দ্বিতীয়বার চেষ্টা করবে। ব্লগে একবার না আসলে ব্লগিংয়ের গুরুত্ব বোঝা মুশকিল, আগ্রহ তৈরী হওয়াও মুশকিল। আমরা যেভাবে কম্পিউটার দিয়ে ব্লগিং করি, সেভাবে নতুন কয়জন ব্লগিংয়ের গুরুত্ব বুঝে আসবে মনে হয়?

আপনি হয়তো বলবেন, যে ক'জন আসে, সেটাই লাভ। কিন্তু এইটুকু লাভ করতে গিয়ে ক'জনকে হারাবো......সেটাও ভেবে দেখা দরকার।

বিষয়টা শেষে ঠিকমতো রান্নাবান্না না করে মেহমান বাসায় ডাকার মতো না হয়ে যায়। আমার মনে হয়, এসবের আগে মোবাইলে ব্লগিংয়ের সমস্যার সমাধানটাকে প্রায়োরিটি দেয়া উচিত।

তারপরেও, এমন একটা গুরুত্বপূর্ণ উপায় সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুইয়া মফিজ ভাই, আপনার ভিন্ন আঙ্গিকে দেখা কমেন্টটা নিয়ে ভাবলাম। তবে, আমার ভাবনায় কিন্তু এর নেগেটিভ প্রভাবটা উঠে এলো না, আপনি যেভাবে বললেন। যারা এখন মোবাইল থেকে ব্রাউজ করছেন, কেউ ঢুকতে পারলে তিনি ব্লগ দেখতে পাবেন, ঢুকতে না পারলে দেখবেন না। সুতরাং, তাকে নিয়ে আমাদের লস বা গেইন কিছু নেই। ভবিষ্যতের ব্যাপারটা বলি। আমরা একটা লিংকে কখন ক্লিক করি? যখন কেউ আমাকে লিংক শেয়ার করেন, কিংবা অটো সার্চে সামনে উঠে আসে। কেউ মুখে বললেও হয়ত ট্রাই করে দেখি। এভাবে প্রতিদিন আমরা অজানা না-জানা অসংখ্য লিংকে ক্লিক করছি। আমাদের একটা টেন্ডেন্সি হলো, যেটাতে ঢুকতে না পারবো, সেটা যখনই সামনে আসবে, তখনই হয়ত ট্রাই মারি। এভাবে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দিই। একযুগ পরে ওটা আবার সামনে এলে, মনে থাকলে হয়ত আবার ট্রাই করে দেখি। ব্লগের ব্যাপারটাও তাই হবে বলে আমি মনে করি। কাজেই, এই উদ্যোগের ফলে আমরা পটেনশিয়াল ব্লগারদের হারাতে পারি, আমার মনে হয় এই আশঙ্কা থেকে আমরা আপাতত দূরেই থাকতে পারি।

গঠনমূলক ভিন্ন চিন্তার জন্য ধন্যবাদ রইল, এবং শুভেচ্ছা।

২৮| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২০

ঢাবিয়ান বলেছেন: ভাল উদ্যোখ। তরুন প্রজন্মের কাছে বার্তাটা পৌছানো দরকার। ব্লগ সম্পর্কে অনেকের ধারনা এটা নাস্তিক ও বয়স্ক লোকদের জায়গা ।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান। হ্যাঁ, তরুণ প্রজন্মের অবশ্যই ব্লগ সম্পর্কে সত্যিকার ধারণা থাকা উচিত।

২৯| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৯

ভুয়া মফিজ বলেছেন: ব্লগিংয়ের ব্যাপারে নতুন একজন মানুষের সাইকোলজি কেমন হতে পারে? সে এই ব্লগে আসার আহ্বান দেখে ভাবতে পারে, দেখি তো গিয়ে.....ব্যাপারটা কেমন! তারপরে মোবাইল দিয়ে চেষ্টা করে ঢুকতে পারলো না। ফলে আগ্রহ হারালো। পরবর্তীতে আবার এ'ধরনের কিছু দেখলে সে তার আগের অভিজ্ঞতার কথা চিন্তা করে আর ট্রাই করবে না, সেই সম্ভাবনাই বেশী। এখানেই পটেনশিয়াল ব্লগার হারানোর প্রশ্ন।

আমি বিষয়টাকে এভাবেই দেখছি।

তবে নিঃসন্দেহে খুশী হবো, যদি আপনি যেভাবে বলেছেন সেভাবে ঘটনা ঘটে। দিনশেষে ব্লগ জমজমাট হোক, এটাই তো আমরা সবাই চাই।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরবর্তীতে আবার এ'ধরনের কিছু দেখলে সে তার আগের অভিজ্ঞতার কথা চিন্তা করে আর ট্রাই করবে না, সেই সম্ভাবনাই বেশী। এখানেই পটেনশিয়াল ব্লগার হারানোর প্রশ্ন। এটা আমার কাছে খুব রিমোট একটা পসিবিলিটি মনে হয়। তবে, আপনি যেহেতু এভাবে ভাবছেন, নিশ্চয়ই এরকম দু-একজন থাকবেন হয়ত। তবে, দিনশেষে ব্লগ জমজমাট হোক, এটাই তো আমরা সবাই চাই। শুভ কামনা প্রিয় মফিজ ভাই।

৩০| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৫

ঈশ্বরকণা বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
ব্লগের প্রচার সম্পর্কিত পোস্টের ছবিটা ঠিকই আছে । কিন্তু আমার মনে হয় ফটোর তথ্যগুলোর সাথে আরো কিছু ব্যাপার খুব সংক্ষেপে যোগ করা যায় । আমন্ত্রণ জানিয়ে আসার পথটা কাটা বিছিয়ে রাখলে চলবে না।ব্লগ নিয়ে আরো কিছু কথা জানালে ভালো হবে। যেমন :
- যারাই অন্য সোশ্যাল মিডিয়াতে ব্লগের কথা বলবেন তারা ব্লগের আর ব্লগ ফেসবুকের লিংকগুলো দেবেন যাতে কেউ আগ্রহী হলে সহজেই যেন মূল ব্লগটা একটু দেখতে পারেন।
- সহজেই একাউন্ট ক্রিয়েট করা যায় তার অনুমোদনের জন্য অপেক্ষা করা লাগে না ।
-লেখায় নবীন প্রবীণ যে কেউ একাউন্ট করতে পারেন ।
- একাউন্ট ক্রিয়েট করেই ব্লগে লেখা পোস্ট করা যায় ।
-ব্লগের নিয়ম নীতি মেনে দেয়া পোস্ট প্রকাশে মডারেশনেই জন্য অপেক্ষা করতে হয়না (এই জাতীয় কিছু একটা বলা দরকার মনে হয় )
- কোনো সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকার শর্ত নেই ।
- ব্লগারদের লেখা নিয়ে একুশে বই মেলায় সংকলনা লেখার সুযোগ (এ ধরণের টোপ দিতেই হবে)

এধরণের কিছু বিষয় নিয়ে বলা দরকার প্রথমেই যাতে ব্লগ সম্পর্কে নতুন সবাই একটা স্পষ্ট ধারণা পেতে পারেন ।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পয়েন্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, যারা ফেইসবুক, টুইটারে শেয়ার করবেন, তারা আপনার পয়েন্টগুলো যগ করে দিলে পটেনশিয়াল ব্লগারদের আগ্রহ অনেক বাড়বে ব্লগ সম্পর্কে। ধন্যবাদ সুন্দর পয়েন্টগুলোর জন্য। শুভেচ্ছা।

৩১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

রামিসা রোজা বলেছেন:
নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ নতুনদের জন্য ।

অনেক অনেক ধন্যবাদ ।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ রামিসা রোজা আপু। অন্যান্য মিডিয়ায় প্রচারের জন্য অনুরোধ থাকলো আপনার কাছেও। শুভেচ্ছা।

৩২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৯

ডাব্বা বলেছেন: চমৎকার ভাবনা। বছরের কোন একটা দিন অন্যের লেখা একটা প্রিয় সামু পৌস্ট ফেসবুকে শেয়ার দেয়ার জন্য নির্দিষ্ট করা যেতে পারে। এটা হতে পারে বাই/ট্রাই মান্থলি।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, দারুণ একটা আইডিয়া দিলেন তো! ২০১২/১৩'র দিকে, বা এর আগে-পরেও হতে পারে, আরেকটা ইনসেন্টিভ ছিল ব্লগারদের জন্য। ব্লগের ভালো কিছু লেখা প্রতি সপ্তাহে দৈনিক ইত্তেফাকে প্রকাশ করা হতো। সে চেষ্টা আবার করে দেখা যেতে পারে। ওটার জন্য তদবির অনেক বেশি লাগবে। তবে, আপনার আইডিয়াটা ম্যাভেরিক। একটা সমস্যাই হবে, ব্লগ থেকে কপি করা যায় না। কপি করে নিজের নামে চালিয়ে দেয়া প্রতিরোধ করার জন্য এটা করা হয়েছে। তবে, সৎ উদ্দেশ্যে কেউ এটা করতে চাইলে পোস্টের নীচে আগ্রহ প্রকাশ করে ই-মেইলে লেখা চাইলেও সেটা পাওয়া যাবে। অথবা, উভয়ের ফেইসবুক অ্যাকাউন্ট থাকলে যোগাযোগ আরো সহজ হবে।

অনেকে অবশ্য (আমি নিজেও) পছন্দের লেখা সামনে এলে ব্লগের লিংক ফেইসবুকে শেয়ার করে থাকেন। সেটা ঐচ্ছিক ভিত্তিতে এখনো যে কেউ করতে পারেন।

শুভেচ্ছা রইল মিস্টার ডাব্বা :)

৩৩| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুবই ভালো উদ্যোগ। আমিও চেষ্টা চালাবো।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চেষ্টা সবচাইতে বেশি প্রচার পাবে ও কার্যকরী হবে বলে আমার ধারণা।

৩৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৩:০৩

এম ডি মুসা বলেছেন: ভালো ভাই

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এম ডি মুসা ভাই।

৩৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:-------
সুন্দর মন্তব্য করেছেন।
ব্যক্তিগত ভাবে আমি যেখানেই যাই, সেখানেই ব্লগ নিয়ে আলাপ করি। লোকজনদের ব্লগে আসার আমন্ত্রন জানাই। সেদিন একজন লেখকের সাথে আলাপ হলো, তাকেও অনুরোধ করলাম ব্লগে আসার জন্য।
এক সচিবকে বললাম, ব্লগে আসার জন্য। আমার বন্ধুদের অনুরোধ করি। এই কাজ আমি দীর্ঘদিন ধরেই করে যাচ্ছি।


আমার দুজন লেখক/কবি বন্ধুকে আমি নিজে আইডি খুলে দিয়েছিলাম। তারা আসেন না। তাদের লেখা পত্রপত্রিকায় ছাপা হয় বলে তারা এখানে ই্জ্জত অনুভব করেন না মনে হয়।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার দুজন লেখক/কবি বন্ধুকে আমি নিজে আইডি খুলে দিয়েছিলাম। তারা আসেন না। তাদের লেখা পত্রপত্রিকায় ছাপা হয় বলে তারা এখানে ই্জ্জত অনুভব করেন না মনে হয়।

আমি ২০০০ সালের নভেম্বর-ডিসেম্বর থেকে ইন্টারনেটে ঢুকি। ইন্টারনেট একটা নেশার জগত। লেখালেখি করি বলে আমি এমন ওয়েবসাইট খুঁজতাম যেখানে আমি আমার নিজেকে প্রকাশ করতে পারি। আনফরচুনেটলি, এমন কোনো প্লাটফর্ম তখনো পাই নি। পেয়েছি আরো পরে, তবে সেগুলো ইংলিশ ব্লগিং সাইট, এবং তার অল্প পরে একটা কবিতা সাইট পেলাম, যেখানে ইংলিশ লেটারে কবিতা লিখতে হতো। আলোচনাও ইংলিশ লেটারে বাংলায়। কী যে কষ্টকর পরিস্থিতি, ভাবে বুঝে নিন। এরপর ধীরে ধীরে বাংলা সাইট পেলাম, কিন্তু সেখানে শুধু পড়া যায়, নিজের মতামত/লেখালেখি প্রকাশ করা যায় না। এভাবে ইন্টারনেটের প্রতি যখন নেশা তুঙ্গে, তখন ২০০৮ সালে পাই এ ব্লগের সাক্ষাৎ। বোঝনেই তো, এই ব্লগ দিন-দুনিয়ার সবকিছু ভোলাইয়া দিল।

ব্লগ হলো একটা কমিউনিটি। এখানকার মজা একবার যারা পেয়েছেন, তারা এ জগত ভুলতে পারবেন না। যেসব বন্ধুকে ব্লগে আমন্ত্রণ জানিয়েছেন, তারা একটা অফলাইন কমিউনিটিতে অলরেডি যুক্ত এবং সম্পৃক্ত আছেন। সেটা হয়ত তাদের রুটি-রুজিরও জায়গা। তাই ঐ জগত ছেড়ে এ জগতে প্রবেশ করা তাদের পক্ষে একটু কষ্টকরই হবে। তবে, একবার এখানে ঢুঁ মারলে, কিছুদিন থাকলে তারা হয়ত মজাটা পাবেন।

আমার মতো ক্ষুদ্র লেখক, যাদের কোনো লেখা পত্রপত্রিকায় ছাপা হয় না, তাদের জন্য ব্লগ একটা সেরা প্লাটফর্ম।

যদিও, এই ব্লগের শুরুটা হয়েছিল দেশের একদল প্রতিষ্ঠিত লেখকের সমারোহের মধ্য দিয়েই, যারা বর্তমানে ফেইসবুকেই ততোধিক সক্রিয়।

নবীন লেখকদের, পাঠকদের আমরা বেশি করে আমন্ত্রণ জানাতে পারি ব্লগে আসার জন্য।

ফিরতি কমেন্টের জন্য ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৩৬| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩০

করুণাধারা বলেছেন: আমার মনে হয় সামু মোবাইল ফ্রেন্ডলী নয় এটাই সামুর প্রতি অনাগ্রহের প্রধান কারণ।

আমি প্রমাণও পেয়েছি। আমি অনেককেই সামুর লিঙ্ক দেই, কিন্তু কিছুদিন পরেই তারা আগ্রহ হারিয়ে ফেলে। একজনকে আমি দেখিয়ে দিলাম কীভাবে সামু দেখতে হয়, আরেকজন তার প্রিয় গুরুচন্ডালী ব্লগ দেখাল। কিছুদিন পর দেখি সে কেবল গুরুচন্ডালী ব্লগ পড়ে, কারণ মোবাইল থেকে ওটা সহজে পড়া যায়।

৩৭| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৩

নীল আকাশ বলেছেন: ভাই,
সবাই আবেগ নিয়ে অনেক কিছুই বলেছে। এবার বাস্তব কিছু কথা বলি।
ফেসবুকে কিছু গ্রুপের সাথে জড়িত থাকার কারণে অনেকেরই সাথে পরিচিত এখন আমি।
আমার লেখা পড়তে চাইলে বলি সামু ব্লগেই সব রাখা আছে। অনেক পরিচিতজনই সেইজন্য সামু ব্লগে আসতে চাচ্ছেন।
পাঠক হিসেবে। এটাই বা কম কিসের?
আমি খেয়াল ছিল না, আপনার এই ফেবু পোস্টের লিংক দিয়েছিলাম।
পরেরদিনই কমপ্লেইন পেলাম, ওপেন করা যাচ্ছে না। ওদের অনেককেই ভিপিএন কি শেখাতে গেলে আমার খবর হয়ে যাবে।
এখন এই ব্লগে আসাটা মোবাইল থেকে সহজ করতেই হবে।
না হলে নতুনরা এখানে আসতে চাইবে না।
আপনার আমার এটা দশ বারো বছরের সর্ম্পক হতে পারে কিন্তু নতুনদের নয়।
এত কষ্ট করে ভিপিএন খুলে কেউ ব্লগে আসতে চাইবে না যেখানে এক ক্লীকে ফেবু বা ইউটিউব খুলে যায়।
নির্মম বাস্তবতা।
নিজের ঘর ঠিক না করে, আসার রাস্তা সহজ না করে, আগেই দাওয়াত দিয়েন না।
কেউ বিরক্ত হয়ে চলে গেলে আবার ফেরানো খুব কঠিন হবে।
ধন্যবাদ।
(আমি পেসিমেস্টিক পারশন না, কোনদিনও ছিলাম না)

৩৮| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৮

নীল আকাশ বলেছেন: প্রচন্ড ব্যস্ততার মাঝেও শুধুই লগ ইন করলাম আপনার এই পোস্টে মন্তব্য করার জন্য।
কেউ যখন আমার পরিচয় জিজ্ঞেস করে আমি প্রথম বলি আমি একজন ব্লগার।
আর এই পরিচয় আমাকে দিয়েছে সামু।
সামুর প্রতি আমার আবেগ কোথায় সেটা শুধু আমিই জানি, কিন্তু লিখে সেটা শেষ করতে পারবো না।
শুভ রাত্রী।

৩৯| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অবশ্যই একটি ভালো উদ্যোগ। সাধুবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.