নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি যদি বুঝতেই না পারি যে, আমি তোমাকে যা বোঝাতে চাই তা তুমি বুঝতে পারছো না, তাহলে আমি কীভাবে বুঝবো যে, তুমি কিছুই বোঝো নাই? বুঝেছ? না বুঝলে বরং বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি যে, তোমাকে যে-বিষয়টা বোঝাতে চাই, তা বোঝার জন্য তোমার যথেষ্ট বোঝ আছে। তবে, শেষমেষ তুমি যে বিষয়টা বুঝতে চাইছ, তাতে আমি খুবই খুশি হয়েছি। বোঝের মানুষ বলতেই এসব বিষয় বোঝার জন্য ব্যাকুল হয়ে থাকেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তুমি একবার বুঝে ফেলো, তাহলে দেখবে দুনিয়ার সব বিষয়ই তুমি বুঝে গেছ। মানুষ তখন তোমাকে প্রকৃতই বোঝের মানুষ বলে সম্মান করবেন; দলে দলে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসবেন তোমার কাছে বিষয়টি বোঝার জন্য। তোমাকে খুব ভালোভাবে বিষয়টা বুঝতে হবে, বুঝেছ? বিষয়টা বোঝার পরই বুঝবে এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু, বিষয়টা যদি না বুঝতে পারো, তাহলেই বুঝবে এটা না বোঝার বেদনা কত। তবে, বিষয়টা খুব কঠিন না, পানির মতোই সোজা।
আশা করি এতক্ষণে বুঝে গেছ আমি কোন বিষয়টার কথা বলছি। যেহেতু বিষয়টা সম্পর্কে তুমি জানোই, তাই এটা বোঝানোর জন্য আর কথার বোঝা বাড়াতে চাই না। তবে, আমি আশা করবো, তুমি যে এ বিষয়টা খুব ভালোভাবেই বোঝো, তা ঢোল পিটিয়ে হাট-বাজারে জাহির করে দেবে।
If I don't understand that what I want to make you understand, you actually don't understand that, then I really cannot try to make you understand. Understand? You better understand.
রহস্য এখানে
উৎসর্গ : আমার স্ত্রী, যিনি কখনো এ ব্লগ পড়েন না
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যর্থতাই পিলার অব সার্থকতা।
২| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৩
মিরোরডডল বলেছেন:
তবে এটা বুঝেছি যে ধুলোর মাথা পুরোপুরি না গেলেও কয়েকটা তার নাট বল্টু খুলে গেছে
আর যে রহস্য লিংক দেয়া হয়েছে ওটা না দিলেও উই অল নো কয়দিন আগেই এটা কবিতাকারে পোষ্ট হয়েছে ।
Now question, monsieur Dhulo do you understand what you wrote ?
As long as you understood, that’s enough
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Vă rog, doamnă, asigurați-vă că ați înțeles bine întrebarea înainte de a mă ruga să vă fac să înțelegeți ce doriți să înțelegeți. Mă înțelegi?
৩| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন:
আমার সাথে একটি বিষয়ে মিল আছে
তবে কোন বিষয়ে মিল তা বলবনা ।
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আনন্দিত এজন্য যে, আমাদের মধ্যকার মিলের বিষয়টা আমরা দুজনেই বুঝে গেছি। তবে, আমিও এটা প্রকাশ করবো না। টপ সিক্রেট রাখলাম।
৪| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝের বোঝা বুঝদারকে ব্যাবুল করে না।
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আর সাড়ে চুয়াত্তরের দ্বৈরথ খুব জমে উঠেছিল ঐ বিষয়টার কথা বলছি। আশা করি বুঝেছেন
৫| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৯
মিরোরডডল বলেছেন:
trebuie sa te inteleg? Tu ce crezi ?
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Başa düşürəm ki, yuxu vaxtıdır. Ağcaqanad torunu düzəldirəm. Yuxu çox baha başa gəlir ki, əldən verməmək, qazanmaq və həzz almaq lazımdır.
৬| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
বুঝতে বুঝতে জুজতে জুজতে বুঝেছি!
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই, বিষয়টা বুঝতে পারার জন্য অভিনন্দন। শুভ ঘুমাহ্ন আজকের জন্য
৭| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৯
মিরোরডডল বলেছেন:
tamam. problem deyil. yuxudan zövq alın. Gözəl bir gecə keçirin. Mən sizə qayıdacağam.
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Az ágy lefekvése előtt rögzítettem a szúnyoghálót, de alvás közben sok szúnyog látszott bent. Nagyon harapott. Nem tudtam jól aludni. Meglepő módon reggel láttam, hogy a szúnyoghálón belül nincsenek szúnyogok. Tehát melyik idióta rovar harapott meg? A szúnyogháló valóban tele van rejtélyekkel.
৮| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না। বুঝতে চেষ্টা করেছিলাম- মাথা ঘুরায়।
আপনার স্ত্রী ব্লগ না পড়াতে ভালোই হয়েছে। যেমন ধরেন, সুরভি যদি আমার ব্লগ পড়তো তাহলে আমার খবর ছিলো।
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে যে সুরভির কোনো অ্যাকাউন্ট নাই, আপনি কি নিশ্চিত?
৯| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: বুঝি না রে বুঝি না। এত কিছু বুজি না
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিছুই না বোঝার জন্যও ধন্যবাদ নেওয়াজ আলি ভাই
১০| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আরে আল্লা। আমার মাথা ঘুরাইতেছে।
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাথা তো ঠিকই আছে দেখা যাচ্ছে, টুপি পড়ে যেত মাথা ঘুরলে
১১| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪
রামিসা রোজা বলেছেন:
যা বুঝার বুঝতে পেরেছি এবং ভাবিকে সামনে পেলে
বেবাক কিছু ফাঁস করে দিবো ।
২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা যেহেতু বুঝতেই পেরেছেন, কারো কাছে এটা ফাঁস করবেন না - এই আবেদন রহিল আপু
১২| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্লগে যে সুরভির কোনো অ্যাকাউন্ট নাই, আপনি কি নিশ্চিত?
জ্বী নিশ্চিত। ১০০ ভাগ নিশ্চিত। এই জন্যই তো ব্লগে যা খুশী লিখতে পারি। হে হে---
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহে। তবে, ব্লগে যা খুশি তা লেখা থেকে বিরত থাকুন। ভবিষ্যতে তিনি ব্লগে ঢুকে পড়লে বিরাট তদন্তের মধ্যে পড়ে যেতে পারেন আপনি
১৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
মেহবুবা বলেছেন: এ বোঝা ভার !
ভারোত্তলনের দায় কার ?
যে কখনো এই চত্বরে আসে না
তার কথা এইখানে কেন না
সে জানতেও পেলো না
কি নিয়ে আলোচনা
তা বোঝা গেল না !
নাতি এবং নাতবউয়ের জন্য শুভকামনা ।
২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নানি, আমি জানি, নাতি আর নাতবউয়ের জন্য আপনার ভালোবাসার কোনো কমতি নাই। তাহাদের পক্ষ থেকে আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।
যে কখনো এই চত্বরে আসে না
তার কথা এইখানে কেন না
সে জানতেও পেলো না
কি নিয়ে আলোচনা
তা বোঝা গেল না !
শেষ পর্যন্ত নানির কাব্যপ্রতিভায় মুগ্ধতা প্রকাশ করছি।
নীচের গানটা নানির খুব প্রিয়।
১৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
মেহবুবা বলেছেন: সেটা তো এমন না, একটা নদীর ছবি এবং শ্বাশতের গাওয়া সম্ভবতঃ ।
২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই পোস্টে এই গানটার কথাই উল্লেখ করেছিলেন। শিল্পীর নাম স্বাগত দে। নৌকাওয়ালা গানের ভিডিও একটা পাইলাম। এই গান অনেক চ্যানেলেই পাওয়া যাচ্ছে। স্বাগত দে'র গানগুলো আমি অনেক আগে, সম্ভবত ২০০২-২০০৫ সালের মধ্যে কিনেছিলাম, পিসিতেই ছিল। আমার বানানো ভিডিও এইটা
১৫| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
মেহবুবা বলেছেন: কাব্যপ্রতিভা ?
বুঝেছি আমার দেয়া কবিতা পোষ্ট দেখেননি , দেখলে এমনটি বলতেন না !
২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আপনি সত্যিই দারুণ কবিতা লেখেন। আপনার কোনো কবিতা আগে পড়েছি বলে আমার মনে পড়ছে না, মায়াবতী কবিতাটি অসাধারণ। আমি মুগ্ধ। লিংক দিলাম এখানে, কোনো পাঠকের পড়ার সাধ হলে যাতে এক ক্লিকেই যেতে পারেন।
১৬| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
৮নং মন্তব্যে রাজীব নুর এর বোঝার মতোই বুঝতে পেরেছি কোন কথাটি আপনি বলতে চেয়েছেন !!!!!!
২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই, আপনি যে বিষয়টা বুঝতে পারবেন, সেটা আমি আগেই বুঝেছিলাম। বিষয়টা বুঝে ফেলার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে।
১৭| ২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
গেম চেঞ্জার বলেছেন: কৌতুক রম্য যাই হোক, মাথা ঘুরান্টি খাইয়ে ছাড়লেন ছাই ভ্রাতা।
২৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই তো, ব্যাপারটা আপনি কত সহজেই না বুঝে ফেললেন! বোঝার জন্য অভিনন্দন নিন
১৮| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের বোঝাবুঝি ছিল পদ্য আর এবারের বোঝাবুঝি গদ্য, এটা বেশ বোঝা গেছে। বোঝাবুঝির ব্যাপারটা আসলে যার যার বোঝার উপর নির্ভর করে। আমি বোঝা বলতে কিন্তু মাথার উপর যে বোঝা নেয় সেটা বুঝাতে চাচ্ছি না। বোঝা যে মাথায় নেয় সে বোঝে বোঝার ভার কত কিন্তু তার মানে এই না যে সে সব কিছুই বুঝবে। কোনও কিছু বোঝাতে হলে সবার আগে জানা দরকার কি সে বোঝাতে চায়। যদি বোঝা যায় যে সে আসলে বুঝতে পারছে না সে কি বোঝাতে চায় তাহলে বুঝতে হবে তার বোঝাবুঝি আসলে তার জন্য একটা বিরাট বোঝা। এই ধরণের বোঝার চেয়ে না বোঝাই ভালো কারণ যে বোঝাবুঝি থেকে মানুষ বুঝতে পারে না যে আসলে সে বুঝে নাই সেই বোঝা দিয়ে অন্য মানুষকে বোঝানোর চেষ্টা করলে বোঝাবুঝি করে কোন লাভ হবে না। বোঝাবুঝির করার এই খেলা ভালো কারণ এতে মাথার উপর থেকে অনেক বোঝা নামিয়ে অন্যের মাথার উপর দেয়া যায়। অন্যেরাও বোঝাতে চায় যে তারা আসলে ব্যাপারটার পুরোটাই বুঝেছে যদিও এতে তাদের না বোঝার বোঝা আরও বাড়ে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। খুব মজার হয়েছে। হাইলি ইম্প্রেস্ড।
১৯| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হেহেহেহেহে। তবে, ব্লগে যা খুশি তা লেখা থেকে বিরত থাকুন। ভবিষ্যতে তিনি ব্লগে ঢুকে পড়লে বিরাট তদন্তের মধ্যে পড়ে যেতে পারেন আপনি
হ্যা। এটা ঠিক । অসুবিধা নাই নতুন কোনো বুদ্ধি খুঁজে বের করে নিবো।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসুবিধা নাই নতুন কোনো বুদ্ধি খুঁজে বের করে নিবো।
হাহাহাহাহাহাহা
২০| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৯
মেহবুবা বলেছেন: স্বাগত লিখতে গিয়ে ভুল করে ফেলেছিলাম।
গান নিয়ে বেশ আছেন দেখছি ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার দেয়া লিংক ধরে এই কবিতাটা পড়ে এসেছি আপু।
২১| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪১
মিরোরডডল বলেছেন:
Nincs rejtély. Nincsenek szúnyogok. Dhulo fejébe rovar lépett. Amit a rovar belépett, aggodalomra ad okot.
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Ioe, o le taimi lava na ou tusia ai se mea e uiga i le le mailoa namu upega. O le namu o se ofaga sili ona matagofie mo iniseti tagata i totonu. Ou te fiafia tele i namu. Ou te lagona e tatau i le Malo ona pasia se tulafono e leai se tasi e moe e aunoa ma le lipeaina o le namu. Soʻo se tasi e maua o solia lenei tulafono o le a faʻasalaina i le lokaina i le namu mo se vaitaimi o le 365 aso mataʻutia.
২২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
নীল আকাশ বলেছেন: আমিত্তির প্যাঁচও ডাইরেক্ট ফেইল! ভাবছি লিখেলেন কিভাবে সেটাই ভাবছি
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিত্তির কথা মনে করাইয়া দিলেন!!!
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩১
পদ্মপুকুর বলেছেন: মাথা ঘুরতাছে ক্যান সেইডাই বুঝতাছি না.....
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুরতে ঘুরতেই অনেকদিন পর ব্লগে ফিরলেন বুঝি? আছেন/ছিলেন তো ভালো?
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: যেটা বোঝার কথা সেটা বুঝেছি নাকি বুঝতে পারিনি সেটা বোঝার মতো বুঝ আছে কি না সেটাই আপাতত বুঝতে পারছি না।
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে বোঝের কথাটা শোনাইলেন, তা বুঝতে বুঝতেই আমার ঘুম চইলা গেছে। কিছু কি বোঝাইতে পারলাম?
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৩
মিরোরডডল বলেছেন:
ধূলি ব্লগ পড়ে নাহ ? এতো ধুলোর চরম ব্যর্থতা