নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রমীলা

০১ লা মার্চ, ২০২১ রাত ৮:১৭

- আমি তোর প্রেম চাই প্রমীলা।

স্থির চোখে তাকালে। চোখের ভাষা আমি কোনোদিনই বুঝি নি।
কেউ বলে খরা, কেউ বলে ঝড়। আগুন বা সমুদ্র বলে কেউ কেউ।
ক্রূর বা কোমলও হতে পারে এ চাহনি।

অনেকটা সময় ফুৎকারে উড়িয়ে দিয়ে বললে,
ওরে ও ছন্নছাড়া, এভাবে কি প্রেমিক হওয়া যায়?

কীভাবে প্রেমিক হওয়া যায়, পাঠ্যপুস্তকের কলামে এরকম
কোনো রচনা আমরা পড়ি নি। চিকন চিরুনিতে মাথার চুল
সাজাতে সাজাতে বড়ো বুবুরা কখনো বলেন নি প্রেমিক হতে হলে
আমাকে কী কী শিখতে, কী কী জানতে হবে।

কাজী নজরুলের বোধন থেকে দীক্ষা নিয়ে দিস্তার পর দিস্তা
মসীময় করে তোমার পদ্মহৃদয়ে অর্ঘ্য দিয়েছি।
আমি তো জন্ম থেকেই প্রেমের কবিতা লিখেছি, বিপ্লবী হতে
চাই নি কখনো, বারুদের গন্ধ মুছে দিতে চেয়েছি প্রেমের সুবাসে
আমাকে প্রেম দে প্রমীলা। আমি তোর প্রেম চাই।

- ওরে ও ছন্নছাড়া, এভাবে প্রেমিক হওয়া যায় না।

আমার নীললোহিত আমাকে টেনে তোলেন নিকষ
গহ্বর থেকে। প্রেমের জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিই।
হিমালয়শৃঙ্গের বরফখণ্ড মাথায় নিয়ে ডুব দিই
ভিসুভিয়াসের গলন্ত লাভায়।
আমি বাঁচবো না প্রেম ছাড়া। আমাকে প্রেম দে, প্রমীলা।

- ওরে ও অভাগা, পারলি না তুই। পারবি না প্রেমিক হতে।

আজও আমি জানি না প্রমীলা, কে তোমার প্রেমিক,
কে তোমার মন খুঁড়েছিল। আজও আমি শিখতে পারি নি
কী কী শর্তে বা যোগ্যতায় যুবকেরা প্রেমিক হয়ে ওঠে।
তোমার অনীহা কিংবা অবহেলা- কোন বিষে আমাকে
নীলকণ্ঠ করেছিলে, আমাকে কিছুই না জানিয়ে
কোথায় হারিয়ে গেলে।

কবিরা দুঃখের কবিতা লেখেন। দুঃখেরা পেছনে টেনেহেঁচড়ে
শতচ্ছিন্ন করে। দুঃখদের বাকলে আঁকড়ে থাকলে জীবনের
আলো ফোটে কি কখনো? আমি তো জেনেছি, বিমর্ষ বিলাপে
বক্ষ বিদীর্ণ করে সেখানেই জ্বলে ওঠে সুখসুখ চারাগাছ।
আমিও দুঃখ বুনেছি তাই। দুঃখে দুঃখে জীবন ধাবমান।

খা-খা আকাশ। তুমি কোথায় হারিয়ে গেছো, কিংবা লুকিয়ে,
তোমাকে কতদিন দেখি না। আমার চোখ পুড়ে যায়
পুড়ে যায় বুক। প্রমীলা- আমি তোর প্রেম চাই,
আমারে প্রেম দে প্রমীলা, আমারে প্রেম দে-
হৃদয়বিদারী চিৎকারে ফেটে খান খান হয়ে যায়
............................................................ গনগনে আকাশ

সময় খুঁড়িয়ে হাঁটে, পেছনে চমকায় দুর্ধ্বর্ষ যৌবন।
প্রেম বা বাৎসল্য সবার জন্য হয় না। একফোঁটা অশ্রু বা
আশিস আমার জন্য নয়। সব কবিদের মতো আমিও অলীক
অন্বেষায় বিভোর- একদিন অকস্মাৎ আসমানের সিঁড়ি বেয়ে
নেমে আসবে অচেনা একজন; কোনো এক উদাসীন পথিকের
পেছনে দাঁড়াবে, আলগোছে কাঁধে রাখবে হাত; তারপর
নরম কণ্ঠে বলে উঠবে :

আমি তোর প্রেমিকা নই তাতে কী, বান্ধবী তো!

৭ এপ্রিল ২০১৮

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৪০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বহুদিন পরে পোস্ট করলেন।
প্রেমের জন্য আকুতি ভালো লেগেছে। প্রেমের জন্য,প্রমীলার জন্য নিজের সাধনার বহিঃপ্রকাশও ভালো লেগেছে। দুঃখের জাল বোনা স্বত্ত্বেও একেবারে নিঃশেষিত না হয়ে নতুন করে বেঁচে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন শেষের অংশে।

০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর আগের পোস্ট ছিল ৭ ফেব্রুয়ারি ২০২১-এ। বহুদিন তো বটেই, তবে ব্লগে আছি ভালোবাসার টানে, এটার স্বাক্ষর রাখতেই এই পোস্ট। চেষ্টা করছি আরো বেশি অ্যাক্টিভ থাকতে।

এটা এমন এক দ্বিধার প্রেম, যাতে কোনো কিছুই স্পষ্ট নয় - না ভালোবাসা, না অ-ভালোবাসা। সবকিছু ছাপিয়ে সব প্রেমিকের মতো প্রমীলার প্রেমই ছিল আমার সকল আরাধনা ও আরাধ্য। অথচ কোনোকিছু না বলেই কোথাও সে হারিয়ে গেলো বা নিজেকে লুকিয়ে ফেললো। তবু কিছুটা আশা জেগে থাকে, একদিন হয়ত আবারও তার দেখা পাব।

আপনার কমেন্ট খুব ভালো লাগলো তমাল ভাই। ধন্যবাদ অনেক। ভালো থাকবেন।

২| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:০৩

মা.হাসান বলেছেন: ব্লগে ফেরার পর গত দু-তিন সপ্তাহ আপনাকে না দেখে কিছুটা উৎকন্ঠা ছিলো, দূর হলো।
প্রেমহীন সময় খুড়িয়েইতো হাঁটবে, দৌড়াবে কিভাবে?
আমিও দুঃখ বুনেছি তাই। দুঃখে দুঃখে জীবন ধাবমান।
এই দুঃখ কি দুঃখ বিলাস?

ছোটোবেলায় ইস্কুলে পড়িয়েছিলো- রবীন্দ্রনাথ ইস্কুলে যাবার বায়না ধরে কাঁদায় বড়রা বলেছিলেন- এখন যাবার জন্য কাঁদছো, কদিন পরে না যাবার জন্য কাঁদবে। আমি বলবো, প্রেমিক প্রেম হবার আগে প্রেম হলো না কেনো এই দুঃখে কাঁদে, আর হবার পর হলো কেনো এই কষ্টে কাঁদে। B-)) দুঃখ আর কষ্টের মাঝে কাকে বেছে নেবে এটা আগে থেকে বুঝলে ঝামেলা কম।

০২ রা মার্চ, ২০২১ সকাল ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আমিও দুঃখ বুনেছি তাই। দুঃখে দুঃখে জীবন ধাবমান।
এই দুঃখ কি দুঃখ বিলাস?

---

কবিরা দুঃখের কবিতা লেখেন। দুঃখেরা পেছনে টেনেহেঁচড়ে
শতচ্ছিন্ন করে। দুঃখদের বাকলে আঁকড়ে থাকলে জীবনের
আলো ফোটে কি কখনো? আমি তো জেনেছি, বিমর্ষ বিলাপে
বক্ষ বিদীর্ণ করে সেখানেই জ্বলে ওঠে সুখসুখ চারাগাছ।
আমিও দুঃখ বুনেছি তাই। দুঃখে দুঃখে জীবন ধাবমান।


---

লাস্ট প্যারা পড়ে তো সত্যিই চিন্তায় পড়ে গেলাম :)

তবে, প্রেম সত্যিই কাঁদায়, পাইলেও কাঁদায়, না পাইলেও কাঁদায়।


প্রেম তো শুধু প্রেমই না, প্রেমের নাম জীবন। প্রেম একটা জীবনকে সতেজ ও সজীব করে তুলতে পারে, ধ্বংসও করে দিতে পারে।

যাই হোক, মা হাসান ভাই, অনেকদিন পর আপনার মজার কমেন্টে অনেক ভালো লাগলো।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

৩| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যখন পর্যাপ্ত রুটি থাকে তখনই মানুষের প্রয়োজন হয় গোলাপের।

০২ রা মার্চ, ২০২১ সকাল ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা খুব সুন্দর।

প্রেম শুধু 'বিলাসিতা' বা 'রোমান্স' না, কিছু কিছু প্রেম আছে, বা কখনো প্রেম এমনও হয় যে, বেঁচে থাকার সংগ্রামেই প্রেমের উন্মেষ ঘটে। সেখানে বিলাসিতা বা রোমান্স নামক কোনো বাহ্যিক বিষয় থাকে না, প্রেম আর জীবনযুদ্ধ তখন একাকার।

সুন্দর কথাটার জন্য ধন্যবাদ নুরুলইসলাম ভাই।

৪| ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫৩

মেহেদি_হাসান. বলেছেন: অনেকদিন পরে আপনার পোস্ট দেখলাম। অনেক ভালো লেগেছে। আপনাদের পোষ্ট এবং কমেন্ট ভীষণ মিস করেছি।

০২ রা মার্চ, ২০২১ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আকুলতা ও আন্তরিকতায় মুগ্ধ হলাম। এমন আন্তরিকতাই ব্লগে পড়ে থাকতে অনুপ্রেরণা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা রইল।

৫| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: অবাক ব্যাপার।
নীললোহিত মানে সুনীলের ছদ্মনাম। বই পড়ছিলাম 'সতের বছর বয়স'। তখনই আপনার কবিতায় নীললোহিত শব্দটা পেলাম।

০২ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাকতালীয় ব্যাপার তো! আপনি নীললোহিতের বই পড়ার পরই আমার কবিতায় নীললোহিতের নাম পেলেন!! মজার ঘটনাই বটে :)

পড়ার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:২৪

সোহানী বলেছেন: প্রেমিকা নয় বান্ধবী :P ... এটাই আষল কথা।

অনেকদিন পর পুরান কবিতায় ভালোলাগা।

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুন বা পুরাতন, সব পোস্টেই আপনাকে পাই, এটা খুব আনন্দের ও অনুপ্রেরণার। ভালো থাকবেন আপু।

৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন প্রিয় ছাই ভাই!

০২ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।

৮| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:



অনেকটা সময় ফুৎকারে উড়িয়ে দিয়ে বললে,
ওরে ও ছন্নছাড়া, এভাবে কি প্রেমিক হওয়া যায়?

কতোটা প্রেমে ভাসালে তবে প্রেমক হওয়া যায়!!

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কতোটা প্রেমে ভাসালে তবে প্রেমিক হওয়া যায়!!

প্রেমিকের কণ্ঠেই সেই জবাব শোনা যাক :

আজও আমি জানি না প্রমীলা, কে তোমার প্রেমিক,
কে তোমার মন খুঁড়েছিল। আজও আমি শিখতে পারি নি
কী কী শর্তে বা যোগ্যতায় যুবকেরা প্রেমিক হয়ে ওঠে।
তোমার অনীহা কিংবা অবহেলা- কোন বিষে আমাকে
নীলকণ্ঠ করেছিলে, আমাকে কিছুই না জানিয়ে
কোথায় হারিয়ে গেলে।

৯| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

অক্পটে বলেছেন: 'ক'ফোটা চোখের ফেলেছ যে তুমি ভালবাসবে'
এরকম আবেগঘন কবিতা পাঠের পর প্রথমেই আমার উল্লেখিত গানটি শুনতে ইচ্ছে করছে। ভাবছি শিমুল যদি কবিতাটি আবৃত্তি করে তাহলে কেমন লাগবে?

ভাল লাগা অফুরাণ!

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা গানের প্রসঙ্গ তুলেছেন দেখে ভালো লাগলো। আবৃত্তিকারেরা যে-কোনো মামুলি কবিতাকেও মহিমান্বিত ও উপভোগ্য করে তুলতে সক্ষম। আপনার ভালো লাগাটাই আমার কাছে অনেক মূল্যবান, প্রিয় অকপটে।



১০| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আপনাকে ব্লগে দেখা যায় না!!!! হোয়াই ???

০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো ব্লগেই আছি। লগিন করলেই দেখা যায়। তবে, লগিন করা হয় না অনেক সময়, আবার কিছু পোস্ট পড়া হলেও কমেন্ট করা হয় খুবই কম। চেষ্টা করছি আরো অ্যাক্টিভ থাকার জন্য।

ব্লগ থেকে কেউ ছেড়ে যেতে পারে না, কারণ, ব্লগ কাউকে ছাড়ে না।

১১| ০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:




আনকন্ডিশনাল ভালোবাসলে প্রেমিক হতে পারবে ।
প্রমীলা বার বার ফিরে আসুক স্বপ্নের মোহে, ভালোবাসায় কিন্তু বাস্তবে না ।
তাহলেই শূন্যতার মাঝে আসবে পূর্ণতা ।

সুন্দর লেখাটার জন্য ধুলোর গুরুর সম্পাদনায় একটা পছন্দের গান ।


ডেকেছিলে শুধু গান শুনতে
সুরের মায়াবী জাল বুনতে
কখন যে হয়ে গেছি মুগ্ধ
সেই সুরে বীনা আমি ভরেছি
একি করেছি
আমি অবুঝের মত একি করেছি !








০২ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম কখনো আনকন্ডিশনাল হতে পারে বলে আমার মনে হয় না। একজন প্রেমিক সর্বপ্রথম তার প্রেমিকার কাছ থেকে অ্যাটেশন বা রিসপন্স আশা করে। প্রেমিকা কোনো চাঁদ বা ফুল, পাখি, নদী না, যাকে দূর থেকেই ভালোবাসা যায়। প্রেমিকা রক্ত-মাংসে গড়া 'মন' বা 'হৃদয়'বতী এক মানবী, যে মনের ভেতরেই সকল প্রেমের উৎস। ঐ মন কোনো সাড়া না দিলেই প্রেমিকের মনে দহন শুরু হয়, যা শেষ পর্যন্ত ধ্বংসের দিকেও ধাবিত করে।

যাই হোক, প্রেমের দর্শন জনে জনে ভিন্ন হতে পারে। আল্টিমেটলি, প্রেমের জন্যই মানুষ ও পৃথিবী বেঁচে থাকে।

গুরুর ভিডিওটি শেয়ার করার জন্য গুরুর কদমবুচি নিন।



১২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১০:০১

শায়মা বলেছেন: ভাইয়া
এত সুন্দর কবিতা.........

প্রমীলার প্রেম চাইলে তবে সেই মেয়েটার কি হবে ভাইয়া???

ঐ যে বরুনাকে যার কথা বলেছিলে......

বলোতো কি নাম ছিলো তার।

মেমোরী পরীক্ষা! :)

০২ রা মার্চ, ২০২১ রাত ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


প্রথিবীতে ঝড় আসে প্রেমের মতো। ঝড়ের ক্ষতগুলো
পৃথিবীর বুকে জেগে থাকে বসন্তগুঁটির মতো।

শোনো, এক অহনার কথা বলি। অহনা স্বপ্ন দেখে দিনভর অহনাকেই ভাবি।
অহনা বললো : আমায় নিয়ে কবিতা লিখো না আর কোনোদিনও।
আমি অহনার কথা মেনে নিয়ে অহনাকে নিয়ে আর লিখি না।

তারপর দেখো, অহনাকে কেমন অনায়াসে অতীত পাথারে ডুবে যেতে দেখি।
অহনা মানবী ছিল : প্রেমিকা হতে হতে তারপর মহীয়সী।
পবিত্র প্রত্যূষে অহনার উদ্ভাসিত হাসি আমাকে করেছিল মৃত্যুঞ্জয়ী পাখি।

অহনা নিরাকারে; আকারে-সাকারে অহনা
অহনা একটা ভোরের পাখি,
কিংবা ভোরের রং অথবা রাগ।
কিংবা একটা স্বপ্নঘোর ঊষা। ভোর।
অহনা আলেয়া কিংবা মরীচিকা।
অহনা কে, কোথায় তা সত্যিই জানি না।

অহনা বলেছিল : আমায় নিয়ে কবিতা লিখো না আর কোনোদিনও।
আমি অহনার কথা মেনে নিয়ে আর লিখি না।

এভাবেই অহনার কথা বিলকুল ভুলে যেতে থাকি।

১৩| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১:৪০

শায়মা বলেছেন: গুড গুড!! ভাইয়া অহনার মেমোরী ভোলা যায় না।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোনালির কথা কি আপনি কখনো শুনেছেন?

১৪| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন:





শেষ থেকে শুরু করি ।

যাই হোক, প্রেমের দর্শন জনে জনে ভিন্ন হতে পারে। আল্টিমেটলি, প্রেমের জন্যই মানুষ ও পৃথিবী বেঁচে থাকে।

ঠিক বলেছে ধুলো, ভিন্ন জন ভিন্ন মত এটাই স্বাভাবিক । প্রেম বেঁচে থাকার অনুপ্রেরণা, সহমত ।

একজন প্রেমিক সর্বপ্রথম তার প্রেমিকার কাছ থেকে অ্যাটেশন বা রিসপন্স আশা করে।

প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের কাছ থেকে অ্যাটেনশন আশা করবে, চাইবে সেও তাকে ভালোবাসুক এটা নরমাল হয়েই থাকে ।

প্রেম কখনো আনকন্ডিশনাল হতে পারে বলে আমার মনে হয় না। প্রেমিকা কোনো চাঁদ বা ফুল, পাখি, নদী না, যাকে দূর থেকেই ভালোবাসা যায়।

শুধু ফুল পাখি নদীর জন্য আনকন্ডিশনাল সেটা আমি মনে করিনা । মানুষের জন্যও আনকন্ডিশনাল ভালোবাসা হতে পারে । যেমন, ভালোবাসার মানুষকে নিজের করে পেতেই হবে বা আমি তাকে চাই-ই এরকমটা অনেকসময় নাও হতে পারে । সব প্রাপ্তি মিলনে হয়না , তাইবলে অনুভূতি চলে যায়না বা মিথ্যে হয়ে যায়না ।

কারো প্রতি অনুভূতি যদি জেনুইন হয় , তখন সেই মানুষটাকে আমরা হ্যাপি দেখতে চাই । সব হ্যাপিনেস প্রাপ্তির মধ্যেই থাকেনা, মুক্তির মাঝেও কিছু ভালোলাগা থাকে ।

দুজন মানুষের মাঝে ইন্টেন্সড অনুভূতি থাকা সত্ত্বেও, there can be so many reasons for not being together. That doesn’t mean they’d stop loving each other. In this situation, I can say its unconditional love.





১৫| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: হায়রে প্রেম,হায়রে ভালবাসা!!!

প্রেম চিত্তকে যেমন দাহ করে আবার বেঁচে থাকার মাঝে আনন্দের উপসর্গ ও এনে দেয়।তাইতো ভাই প্রেমে এত মজা :P সাথে সাথে যন্ত্রণাদায়কও।
জগতের সকল মানুষের জীবনে সঠিক মানুষ এবং প্রেম আসুক এটা চাওয়া তয় ভাই "প্রেমের সফলতা মিলনে নয় বিরহে" এটাও হাচা কতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.