নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রমীলা এখন যে-কোনো নারী! তার বুকে অচেনা গন্ধ!

২৫ শে জুন, ২০২১ দুপুর ১:০০

প্রমীলা! সে এখন যে-কোনো নারী! তার বুকে অচেনা গন্ধ। কে তার সত্যিকারের প্রেমিক, জানি না।

প্রমীলা! ঝিনুক খুঁড়ে ছিনিয়ে আনা আশ্চর্য বেদনা।
পাগলা ষাঁড়ের মতো বেদনারা তীব্র তেড়ে আসে।
যাকে পাই নি, তাকে কেবল জীবন দিয়েই ভুলে যাওয়া যায়।
সে থাকে আকাশ জুড়ে; আকাশ ছোঁয়া যায় না।
পাতাল ফুঁড়ে হৃৎপিণ্ডে ঢুকে যাওয়া যায়।
বাতাসের অণু-পরমাণুতে সে মিশে আছে। আমি তার ঘ্রাণ পাই।

প্রমীলা- সব আলো ম্লান করে দেয়।
প্রমীলা- জমাট আঁধারে তীব্র একখণ্ড আলো।
প্রমীলা‌- আলেয়া, এবং মরীচিকা।
মাঝে মাঝে মনে হয় প্রমীলাকে চিনি, এ গ্রহেই তার নিবিড় আনাগোনা। প্রমীলাকে এরপর দেখি না, তাকে
ছোঁয়া যায় না, তার ফেলে যাওয়া পথে কখনো সোনাবীজ, কখনো-বা দুঃখ রয়েছে বোনা।

পৃথিবীতে প্রেম ছিল। অমোঘ রত্নের মতো আলোডানাপ্রেম আমার চোখের ভেতর মেখে দিয়ে ভোরের কুয়াশায়
মিলিয়ে গিয়েছিল যে নারী- রাতের পাখিরা তার নাম রেখেছিল ‘অহনা’। অহনা, কিংবা প্রমীলা, অথবা রাহিমা-
হতে পারে অন্য কোনো নারী কিংবা অপ্সরা- অথবা কোনোদিনই কেউ ছিল না- যা ছিল, তার একখণ্ড-সুখ, অন্যখণ্ড-দুঃখ।
আমার কোনো দুঃখ নাই। দুঃখের সাথে সখ্য আছে, সে হয় আমার আপন ভাই।

ঋণ : বরুণা এবং নীল লোহিত

৪ ডিসেম্বর ২০১২

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:০৫

জটিল ভাই বলেছেন:
বড় বাঁচা বেঁচে গেছেন আজ কাজী নজরুল বেঁচে নেই বলে =p~

সোনাভাই কি কোন কারণে আমার প্রতি নসন্তুষ্ট???

২৫ শে জুন, ২০২১ দুপুর ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, অনেকেই, যেমন, রবিকাকা, নীল লোহিত, প্রমুখ যে মরে বেঁচে গেছেন, সেটা আমি নিজেই টের পাই মাঝে মাঝে :)

কিন্তু আপনার উপর যে আমি নসন্তুষ্ট তা কীভাবে বুঝিলেন? :)

২| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:৪৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: একখণ্ড সুখ কিংবা এক খণ্ড দুঃখ হয়ে প্রমীলা বেঁচে আছে কবির মনে। বিমূর্ত রূপে কবির জীবনে বিরাজিত প্রমীলা। অনেকটা রবীন্দ্রনাথের "নয়ন সম্মুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই "
এর মতো।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে কবিতার সারাংশ উঠে আসে- আপনার অসাধারণ মেধা ও বৈশিষ্ট্যের স্বাক্ষর। অনেক ধন্যবাদ প্রিয় তমাল ভাই। শুভেচ্ছা নিয়েন।

৩| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:১০

হাবিব বলেছেন: দু:খের কবিতা শানিত হয়

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর একটা কথা বলেছেন হাবিব ভাই। আমার ব্লগ টাইটেলেও এমন একটা কথা লেখা আছে - দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রমীলা যে কোথায় গেলো বুঝতে পারছি না। প্রমীলা কবির হৃদয়েই থাকুক এটাই মনে হয় ভালো হবে।

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রমীলা যে কোথায়, তা কবি নিজেও জানেন না। প্রেমিকারা চলে যায়, নিয়ে যায় সবগুলো সুখনিয়া স্মৃতি, আর বেদনার স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় প্রেমিকের হৃদয়ে, আর চারপাশে।

৫| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: ভাইয়া কম্পু খুলেই প্রমীলাকাব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম..... :)


সব প্রমীলাই মনে হয় অচেনা হলেই কবিতা হয়ে যায়।


চেনা জানা শোনা মানে বাজারের গল্প ছেলেমেয়েদের ঝামেলা এসব শুনলেই প্রমীলারা প্রমীলা কিংবা অহনা থেকে সহনা হয়ে যায় কিংবা সহনার জায়গায় অসহনা ...... তাই না?

২৫ শে জুন, ২০২১ রাত ৮:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনার কমেন্ট পড়ে অবশ্য একপশলা হেসে নিয়েছি আগে :)

সব প্রমীলাই মনে হয় অচেনা হলেই কবিতা হয়ে যায়। প্রমীলারা আসলে কবিতা হবার জন্যই হারিয়ে যায়, কিংবা হারিয়ে যেতে যেতে কবিতা হয়ে বেঁচে ওঠে প্রেমিকের বুকে।

প্রমীলারা প্রমীলা কিংবা অহনা থেকে সহনা হয়ে যায় কিংবা সহনার জায়গায় অসহনা ...... তাই না? সহনা আর অসহনা নাম দুটো পড়ে বেশ হাসতে হলো আর কী :) নামকরণ সার্থক :)

৬| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কবিতা কম বুঝি। প্রমীলা এখন যে-কোন নারী। এটার মানে মনে হয়, যে কোন নারীকে দেখলেই প্রমীলা মনে হয়। :)
ভুল হলে সংশোধন করে দিবেন।

২৫ শে জুন, ২০২১ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।


কবির জন্য সবচেয়ে বড়ো বিপদ, আমার মতে, কোনো পাঠকের কবিতার ব্যাখ্যা সম্পর্কে দ্বিমত বা একমত পোষণ করা; তা করতে গেলেই কবিতার অর্থবোধকতা সংকোচিত হয়ে যায়। কবিতা পড়ে আমিও আমার মতো করে বোঝার চেষ্টা করি। কবির কাছ থেকে কোনো ক্লু পাওয়ার পর যদি দেখি আমার বোঝের সাথে তা মেলে নি, তখন কবিতার রস যায় পানসে হয়, কখনো বা পুরো কবিতাটাই আমার কাছে অর্থহীন বা নিকৃষ্ট মানের একটা কবিতা হয়ে ওঠে।

আপনি কবিতাটা অবশ্যই বুঝেছেন, এবং যা লিখেছেন, তাতে বরং আমারও চোখ আরো সম্প্রসারিত হলো অনেকখানিই, এবং মুগ্ধ হলাম এটা দেখে যে, একটা লাইন সম্পর্কে একজন পাঠকের কত অনবদ্য ভাবনা বা অর্থবোধই না থাকতে পারে।

আবার এসে আরেকটা সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই।

৭| ২৫ শে জুন, ২০২১ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




পৃথিবীর সব কিছুতেই প্রেম লেগে আছে। সে প্রেমের কিছু কিছু থেকে যায় অনাঘ্রাত। আর সে প্রেম যদি কল্পনায় আঁকা কোনও মানবীর হয় তবে তার বুকে লেগে থাকা অচেনা গন্ধ থেকে যায় অনাঘ্রাতই। অথচ পূর্ণিমায় যে কারো মনের নোনা গাঙে জোয়ার উথলায় , বুকের মাঝ পুকুরে ঘাঁই মারে পোনামাছ তার টুকটাক গল্প বলা হয়না অনাঘ্রাতা সেই মানবীর কাছে। তাই কল্পিত মানবীর জন্যে বুকের মধ্যে সংগোপনে জমিয়ে রাখা তার বুকের কল্পিত সব ঘ্রান কৌটোয় তুলে রাখতে হয়।
তখনই প্রেম যেন প্রেমময় হয়ে ওঠে! প্রমীলা কেউ একজন নারী হয়ে সামনে এসে দাঁড়ায় ............

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু কমেন্ট মূল কবিতাকে ছাপিয়ে নতুন আরেকটা কবিতা হিসাবে আবির্ভূত হয়। কিংবা, মূল কবিতাটাকে আরো সম্প্রসারিত করে নতুনরূপে উদ্ভাসিত করে। এ কবিতার কবি হিসাবে আমিও চমৎকৃত হয়েছি এ মনোমুগ্ধকর সম্প্রসারণ ও অনবদ্য রচনাশৈলীতে। আমার নিজের কবিতাকে আরো নতুন করে চিনলাম আপনার কমেন্ট থেকে। ক্ষুদ্র এ জীবনে এগুলো আমার কাছে অনেক বড়ো বড়ো একেকটা প্রাপ্তি।

যাদের কমেন্টে খুব উৎসাহিত হই, সেই গুঁটিকতক মন্তব্যকারীর মধ্যে আপনি একজন। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই।

৮| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:০৯

শেরজা তপন বলেছেন: প্রমীলাকে এরপর দেখি না, তাকে
ছোঁয়া যায় না, তার ফেলে যাওয়া পথে কখনো সোনাবীজ, কখনো-বা দুঃখ রয়েছে বোনা।

চমৎকার কথামালা সোনাবীজ ভাই। দু'বার পড়লাম।

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকাল কবিতারা প্রায়শ 'অপাঙ্‌ক্তেয়', অবহেলিত, সেখানে একটা কবিতা কোনো পাঠক দু বার পড়লে সেটা নিঃসন্দেহে কবির জন্য অনেক অনেক অনুপ্রেরণার ব্যাপার। সেই কবিতাপাঠ আপনার মতো কোনো বিদগ্ধ ব্লগারের দ্বারা হলে আনন্দের অন্ত থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা নিয়েন।

৯| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:০৫

কামাল১৮ বলেছেন: কবিতাকে বুঝতে গেলেই যত বিপত্তি।কবিতাকে উপলব্ধি করলে আর কোন সমস্যা থাক না।আমার মনে হয় কবিতা উপলব্ধির বিষয়।কবিতা পড়ার পর একটা অনুভূতির সৃষ্টি হয় মনের ভিতর,এই কবিতাটা সেই জাতেরই একটা কবিতা।আমরা কবি সাহিত্যিকে না,তাই মনের কথা গুছিয়ে বলতে পারি না।গুছিয়ে বলতে পারলে তো ব্লগ লিখতাম।

২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা বোঝার ব্যাপারে বুদ্ধদেব বসুর কিছু বিখ্যাত কথা আছে : '…কবিতা সম্বন্ধে ‘বোঝা’ কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝিনে; কবিতা আমরা অনুভব করি। কবিতা আমাদের কিছু ‘বোঝায়’ না; স্পর্শ করে, স্থাপন করে একটা সংযোগ। ভালো কবিতার প্রধান লক্ষণই এই যে তা ‘বোঝা’ যাবে না, ‘বোঝানো’ যাবে না।'
– ‘কবিতার দুর্বোধ্যতা’: বুদ্ধদেব বসু


কবিতা বোঝার ব্যাপারে আপনিও খুব সুন্দর কথা বলেছেন কামাল ভাই। কবিতা বোঝার ব্যাপারে আমার নিজেরই অবশ্য বেশ গোঁড়ামি আছে। কিন্তু, যখন দেখলাম, আমার এমন কিছু কবিতা আছে, যা জলবৎ তরল বা সহজবোধ্য, কিন্তু সেগুলোর সারমর্মও অনেক পাঠকের কাছে আমার মূল ভাব থেকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিভাত হচ্ছে, তখন আমাকে গোঁড়ামি থেকে সরে আসতে হলো- আসলেই, কবিতার কোনো নিজস্ব ও নির্দিষ্ট অর্থ নেই; একেক পাঠকের কাছে এর অর্থ একেক রকম।

আপনি খুবই সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন, বিন্দুমাত্র দুর্বোধ্যতা বা অস্পষ্টতা। আপনার স্মৃতিচারণমূলক লেখা, কিংবা অতীতের পটভূমিতে লেখা গদ্য অনেক সাবলীল ও আকর্ষণীয় হবে। আশা করি হাত গুটিয়ে না রেখে লেখা অব্যাহত রাখবেন।

শুভেচ্ছা রইল আপনার জন্য।

১০| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩৯

নেওয়াজ আলি বলেছেন: দু:খ নামক ভাইটাকে ভালোবাসা

২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কোনো দুঃখ নাই। দুঃখের সাথে সখ্য আছে, সে হয় আমার আপন ভাই।

যার সবকিছু হারিয়ে গেছে, দুঃখ বসেছে জেঁকে, দুঃখই তার একান্ত সহোদর তার কাছে। কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা নিয়েন।

১১| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রমীলা অন্য আকাশের তারা
আর আমার হৃদয় এখন ঘাস
সেখানে নেই আর সুখের আকাশ
জীবন মানেই কি এমন পরিহাস।

+++++

২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


প্রমীলা অন্য আকাশের তারা
আর আমার হৃদয় এখন ঘাস


চমৎকার দুটি লাইন উপহার দিয়েছেন মাইদুল সরকার ভাই। আপনাকে অনেক ধন্যবাদ এজন্য এবং অবশ্যই কবিতাটা পড়ার জন্য। শুভেচ্ছা নিয়েন।

১২| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০৪

ফড়িং-অনু বলেছেন: প্রমীলা! সে এখন যে-কোনো নারী! তার বুকে অচেনা গন্ধ। কে তার সত্যিকারের প্রেমিক, জানি না।

আহ, কি কথা। কিপ ইট আপ।

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পাঠ ও উদ্ধৃতিটার জন্য অনেক ধন্যবাদ।

আপনার প্রোফাইল পিকচারটা খুঁটিয়ে দেখলাম। হাতের আঙুলে সিগারেট, নাকি ব্যাকগ্রাউন্ডে চাঁদের আলো। সিগারেটের আগুনটা কীভাবে এত উজ্জ্বল হলো, সেটা দেখে বিস্মিত হলাম। প্রোফাইল পিকচারটা কিন্তু দারুণ।

১৩| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:১৫

ফড়িং-অনু বলেছেন: ধন্যবাদ আমার ঘরে আসার জন্য। আরেকদিন আইসেন পিরীতে বসতে দিব সাথে ছিড়া,মুড়ি আর গুড়। আপনার কবিতার প্রমীলার জায়গা আমার প্রিয়তমা “নিপা পারভীন” বসিয়ে কবিতাটা পড়লাম। বুকে চিন চিন ব্যথা হচেছ। যদি কিছু হয়ে যায় আমার, এর জন্য আপনি দায়ী। :)

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমিকারা, যারা ছেড়ে যায়, কিংবা যারা হারিয়ে যায়, কিংবা যাদের ধরে রাখা যায় না, তাদের সবারই এক রূপ। যারা জড়িয়ে গেছে আষ্ট্রেপৃষ্ঠে, বাঙালি ঘরের প্রেমিকারা, তারা গভীর নিভৃতে সকলেই সুচিত্রা সেন।

যাব, যাব না কেন; আপনার ঘরে বার বারই যাব। শুভ কামনা আপনার জন্য।

১৪| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৫২

ফড়িং-অনু বলেছেন: কবিতা টা পরার পর থেকে প্রমিলার বইন নিপা পারভীন মাথা কিছু থেকে বাহির হচ্ছে না। বা পকেটে নিচে চিন চিন ব্যথার পরিমান বেড়ে উঠছে। এমতে এত সুন্দময় কথা দিয়ে কবিতা লিখে আমার মৃত্যুরজন্য আপনী দায়ী। ওষুধ দেন চিন চিন ব্যাথা কমার।

২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তাইতো দেখতে পেলুম, প্রমীলার বোন নিপা পারভীনকে নিয়ে কবিতা লিখে যাচ্ছেন। লিখতে থাকুন, বা পকেটের নীচে চিন চিন ব্যথা চলে যাবে, আপনাকে আর মরতেও হবে না, তার জন্য আমাকেও দায়ী থাকতে হবে না :) আপনার জন্য এখন ওষুধ ঐ একটাই - নিপা পারভীনকে নিয়ে লিখে যাওয়া :)

১৫| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:০৯

নীল আকাশ বলেছেন: পৃথিবীতে প্রথম মানব প্রেমের ইতিহাস নিয়ে এটা লিখেছিলাম।
পৌরণিক গল্পঃ লিলিথের জন্য হাহাকার...
সম্ভবত এটা আপ্নি পড়েননি। প্রমীলারা কীভাবে কাছ থেকে দূরে চলে যায় সেটাই দেখানো হয়েছে।
প্রমীলাদের অস্তিত্ব এই গ্রহেই। জন্ম জন্মান্তরে তারা প্রমীলা হয়েই থাকবে। কিন্তু কিছু মানুষ সেটা মেনে নিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার পোস্টটি পড়ে এলাম যুনাইদ ভাই। লিলিথের কাহিনি জানা ছিল না, যদিও লিলিথ নামটা কোনো কোনো জায়গায় দেখেছি। আদম-হাওয়ার ঘটনায় লিলিথের কোনো উপস্থিতি নেই। শুরুতে ধরে নিয়েছিলাম লিলিথ বোধ হয় হাওয়ার অন্য একটি নাম। শেষে এসে ব্যাপারটা পরিষ্কার হলো। শয়তানের ধোঁকায় পড়ে আদম-হাওয়া গন্দম খেয়েছিল। এ গল্পে দেখা যায়, শামায়েল আর লিলিথ হলো চক্রান্তকারী শয়তান।


সুন্দর পোস্ট। শুভেচ্ছা রইল যুনাইদ ভাই।

১৬| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে জুন, ২০২১ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

১৭| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৩

মোঃমোজাম হক বলেছেন: সুন্দর কবিতা, ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ মোজাম ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.