নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৯



আমাদের বন্ধুদের একটা ভাইবার গ্রুপ আছে। সেখানে এক বন্ধু বলা নাই কওয়া নাই, হুট করে উপরের ধাঁধাটা পোস্ট করে বসলেন। খুব অল্প সময়ের মধ্যেই এক বন্ধু উত্তর দিলেন : '০'। আমিও ধাঁধাটা করে ফেলেছি, এবং দেখলাম উত্তর সঠিক হয়েছে।

কিন্তু ধাঁধা-দাতা বন্ধুটি বললেন, উত্তর হয় নাই। তাকে চ্যালেঞ্জ করার পর তিনি অংকটার সমাধান নীচের মতো করলেন।

10 – 10 x 10 + 10
= 0 x 10 + 10
= 0 + 10
= 10

আমরা তেড়ে উঠলাম, হয় নাই হয় নাই। অংকের এই নিয়ম কে বানাইছে, তুই? ইত্যাদি :)

তিনি একটু ভড়কে গিয়ে বললেন, হ্যাঁ, উপরে করেছি বাম দিক থেকে। বাম দিক থেকে করলে রেজাল্ট ১০ হয়। ডান দিক থেকে করলে রেজাল্ট হয় ১৯০। তিনি সমাধান দেখালেন নীচের নিয়মে :

10 -10 x 10 +10
= 10 – 10 x 20
= 10 – 200
= 190

তার সমাধান দেখে তো চক্ষু ক্রমাগত চড়কগাছ হতে থাকলো। আবারও তার উপর চড়াও হলে তিনি করলেন তৃতীয় আরেকটা নিয়মে যা নীচে দেখছেন :

10 – 10 x 10 + 10
= 10 – 100 + 10
= 10 – 110
= 100

এখন কথা হলো, প্রথম বন্ধুর উত্তর যে '০' হয়েছিল, যার সাথে আমার উত্তরও মিলে গিয়েছিল, সেটা তাহলে কীভাবে হলো? এখানে একটা রহস্য আছে। শেষের + চিহ্নটাকে ঐ বন্ধু এবং আমি দুজনেই + না দেখে ভাগ চিহ্ন দেখেছিলাম। ফলে, অংকটা নীচের চিত্রের মতো দেখছিলাম।



যদ্দূর মনে পড়ে, BADMAS এর নিয়মগুলো ছোটো ছেলেকে ক্লাস থ্রি বা ফোর থেকেই শিখিয়ে আসছি।

এখন আপনারা উপরের দুটো অংকই দেখুন। এ দুটোর সঠিক সমাধান বের করে দেখান। এ সমাধান বের করতে আপনারা কতখানি ঘাম ঝরালেন তা আমাকে মেইল করে জানাতে পারেন। ই-মেইল অ্যাড্রেস প্রোফাইলে দেয়া আছে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০১

এপোলো বলেছেন: ১০-১০*১০+১০= -৮০

১০-১০*১০/১০= ০

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪০

জিকোব্লগ বলেছেন:
উদহারন:


১০-১০x১০+১০
= ১০-১০০+১০
=-৯০+১০
=-৮০

অথবা

১০-১০x১০+১০
= ১০-১০০+১০
= ১০-৯০
=-৮০

অথবা

১০-১০x১০+১০
= ১০-১০০+১০
=১০+১০-১০০
=২০-১০০
=-৮০

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা বদমাশ-এর ফর্মুলায় করেছি ছোটোবেলায়। এখন সেটা প্রেমদাস হইয়া গেছে। যাই হোক, এগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে লেখা হইয়া থাকে, প্রসিডিউর মূলত একই।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে, সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

শুভেচ্ছা নিয়েন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: আমার হিসাবে তো ০ আসে সবসময়! ;)

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারে আর কান্দাইয়েন না ম্যাভেরিক ভাই :)

শুভেচ্ছা নিয়েন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৬

বিটপি বলেছেন: যে কোন হিসাবেই এটা -৮০ হবে। আপনি কম্পিউটারে এক্সেলে করে দেখেন, তাই আসবে। অন্য সব ধরণের হিসাব ভুল।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুম। সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুলে গিয়েছিলাম। নতুন ক'রে শিখলাম। উপরে অনেকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কিন্তু বাস্তব জীবনে আমার কোন দিন কাজে লেগেছে বলে মনে পড়ে না, বাচ্চাদের পড়ানো ছাড়া।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ভালো বলেছেন। বাচ্চাদের পড়াইতে পড়াইতে নিজেরও চর্চা অব্যাহত আছে, ব্যাপারটা এই আর কী :) তা ছাড়া, ধাঁধা হলো আমার অন্যতম ইন্টারেস্ট সাবজেক্ট, তাই মাঝে মাঝে ধাঁধা পোস্ট দিই। আপনি আগে ছিলেন, আজও আছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ কমেন্টের জন্য। শুভেচ্ছা নিয়েন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: অংকের জন্য জীবনে অনেক সাফার করেছি-এই বুড়ো বয়সে আর মাথা ঘামাতে চাইনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েকদিন ধরে ছাত্রজীবনে, বিশেষ করে ৮ ক্লাস পর্যন্ত কোন কোন সাবজেক্টে আনন্দ পাইতাম তা রিকালেক্ট করছিলাম। দেখলাম, অংক ছাড়া আর সব সাবজেক্টই ছিল বোরিং। তার মধ্যে বাংলা ও ইংলিশ সেকেন্ড পেপারে সামান্য মজা পাইতাম। বাকি ক্লাসগুলো কীভাবে পার করতাম মনে করতে পারছি না :(

যাই হোক, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা নিয়েন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: 10 – 10 x 10 + 1০
১০-১০০্+১০
-৯০+১০
-৮০

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি অংকে ভালো হইবেন তা জানা কথাই। তবু, সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিয়েন।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

জ্যাকেল বলেছেন: হা: হা: হা: ০ আসাটা মজার বটে

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। মজার তো বটেই।

সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: গুনের পরে যোগ এবং শেষে বিয়োগ-
১০-১০x১০+১০
= ১০-১০০+১০
=১০+১০-১১০
= ২০-১০০
=-৮০

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিরাট অংক কইরা ফালাইছেন প্রিয় সনেট কবি। যাই হোক, সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন।

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: ছবির ধাঁধার উত্তর ।
১০ -১০ x ১০ ÷ ১০
আগের ভাগের কাজ ।
= ১০ - ১০ x ১ [ ১ হয়েছে (১০ ÷ ১০) ]
= ১০ - ১০ [গুনের কাজ ১০ x ১ = ১০ ]
= ০

১০ - ১০ x ১০ + ১০
= ১০ - ১০০ + ১০ [আগের গুনের কাজ ১০ x ১০ ]
= ২০ - ১০০ [ ২০ হয়েছে কারণ দুটা ১০ এর আগে যোগ চিহ্ন আর ১০০ এর আগে বিয়োগ চিহ্ন । নিয়ম হচ্ছে সম চিহ্নের সংখ্যা পরস্পরের সাথে যোগ হবে।]
= - ৮০ [ ১০০ যেহেতু বড় এবং ১০০ এর আগে বিয়োগ তাই তার চিহ্ন থাকবে সংখ্যার সামনে]

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও দেখি রাফ খাতা ভইরা ফালাইছেন অংক কষে :) তবে, এই সমাধান বের করতে কী পরিমাণ ঘাম ঝরালেন, তা আমাকে ই-মেইল করে জানান। আগের ধাঁধার লিংকে গিয়ে ওগুলোও সমাধান করতে থাকুন। :)

এ পোস্টের ধাঁধার উত্তর আগামী সংখ্যায় জানানো হবে।

অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবগুলো উত্তর ই সঠিক।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন:

B-) এর সমাধান চাই। B-)

তবে আমার অংক বিষয়ে বেশী জ্ঞান নাই অংকে কাঁচা

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত কঠিন ধাঁধা তো আমার দাদার দাদাও কোনোদিন পারে নাই :(

যাই হোক, এটার অর্থ হলো :

২টা ভুট্টার দানা + ২টা ভুট্টার দানা = ৪টা ভুট্টার দানা

৩টা + ৩টা = ৬টা

১টা ভুট্টার ছড়া + ১টা ভুট্টার ছড়ি = ২টা ভুট্টার মোচা :)

:) :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

এস এম মামুন অর রশীদ বলেছেন: গোঁজামিল না, আমার হিসাবটা হচ্ছে যার গাণিতিক ভিত্তি অকাট্য:

১০ - ১০×১০ + ১০
= ১০ - ১০০ + ১০
= ১০ + ১০ - ১০০
= ১০০ - ১০০
= ০

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এসব তুচ্ছ অংকেও আপনার আগ্রহ আমাকে অশেষ আনন্দ দেয় প্রিয় ম্যাভেরিক ভাই। শুভেচ্ছা নিয়েন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০০

জিকোব্লগ বলেছেন: Test

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টেস্টে পাশ করে বসে আছেন দেখছি :)

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৫

জিকোব্লগ বলেছেন:



প্রেমদাস ও বদমাশ কে ঝেটিয়ে বিদায় করে দিয়ে,
আসেন বাইনারিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শিখি।
বাইনারি গুণন , যোগ বিয়োগ করলে, দুই ক্ষেত্রেই 0
মিলানো সম্ভব

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)


বাইনারি বিদ্যায় তো আমি জিরো :(

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২১

জিকোব্লগ বলেছেন:



কেস-১:
১০-১০x ১০+১০
=১০-১০০+১০
=১০+১০-১০০
=১০০-১০০
=০


কেস -২:

১০-১০x ১০÷১০
=১০-১০০÷১০
=১০-১০
=০

বাইনারি যোগ বিয়োগ, গুণ ও ভাগের নিয়ম গুগল করে দেখে নিতে পারেন।
কী পরিমাণ ঘাম ঝরলো, সেই ঘাম ইমেইল করে পাঠানোর প্রযুক্তি এখনো
আবিষ্কৃত হয় নি। দুঃখিত তাই আপনাকে ইমেল করা যাচ্ছে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কী পরিমাণ ঘাম ঝরলো, সেই ঘাম ইমেইল করে পাঠানোর প্রযুক্তি এখনো
আবিষ্কৃত হয় নি। দুঃখিত তাই আপনাকে ইমেল করা যাচ্ছে না।


এইটা কী শোনাইলেন? আমার তো ধারণা ছিল এটা বহু বছর আগেই আবিষ্কৃত হইছে। যাই হোক, আপনারে দায়িত্ব দিলাম এটার টেকনোলজি আবিষ্কার করার জন্য। 'না' বলতে পারবেন না কিন্তু

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

শেরজা তপন বলেছেন: সবকিছু আউলা ঝাউলা হয়ে গেল! একটু সোজা অঙ্ক ধরতে পারেন না- আমিতো অঙ্কে আবার কাঁচা :(

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নিন, মাথা ঠান্ডা করুন।



১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২১

নীল আকাশ বলেছেন: ১০-১০*১০+১০= -৮০
যোগ বা বিয়োগের চাইতে গুণ কিংবা ভাগের প্রায়োরিটি বেশি।
সেক্ষেত্রে গুণ কিংবা ভাগে একই লাইনে যোগ বা বিয়োগের আগে হবে।
১০-(১০*১০)+১০ = ১০-১০০+১০ = (১০+১০) - ১০০ = -৮০
* ব্রাকেট দিয়ে প্রায়োরিটি বুঝানো হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কিছু বোনাস নাম্বারও পাইছেন :)

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৭

সোহানী বলেছেন: জিকোব্লগই তো সব বলে দিয়েছে সেখানে আর নাই বলি। কিন্তু আপনি ভুলভাল অংক কেন করছেন!!! আমার বাপের হাতেতো পড়েন নাই, পড়লে বুঝতেন ভুলভাল অংক করলে কত গমে কত আটা :P

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা পাজল ছিল :) এবং এটা সার্থক পাজলই বলা যায় এখন :)

এগুলো ক্লাস থ্রি'র অংক :) আমার ছোটো ছেলে ১ মিনিট নিবে হয়ত :) সে অবশ্য এইটে পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.