নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মূলত অপ্‌সরা তুমি

২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২

মূলত অপ্‌সরা তুমি- এ নামেই প্রথম তোমাকে চিনি
এরপর বাতাসের বর্ণের ভেতর মিশে যেতে থাকো অদ্ভুত বহুরূপিনী।

অপ্‌সরা থেকে কখন যে আকাশলীনা, কখন যে নীরা হয়ে যাও
কখনো জলপরী, কখনো বরুণা, কখনো-বা অচেনা
এক নামের আড়ালে নীরবে লুকাও;
কখনো-বা ইথারে মিলিয়ে যাও, মুছে ফেলে সমস্ত পদছাপ
কখনো-বা অদৃশ্য থেকে জেগে উঠে চুপচাপ
ছায়ার মতো উঁকি দিয়ে সহসাই আবার হারিয়ে যাও তোমার ভুবনে-
সে এক অলৌকিক খেলা, যা তুমি গোপনে সাজিয়েছ আপনার মনে।
কখনো-বা জোসনা-গলা রাত নামে তোমার বুক ও চোখ জুড়ে;
ঘুঘু ও শালিখের মুখরিত সঙ্গীত একলা দুপুরে
মূর্ছনা তোলে। আড্ডায় অসমাপ্ত গল্প রেখে দৌড়ে ছুটে আসি
তোমার মহলে- মুখ ফস্‌কে যদি বলে ফেলো – ‘এখনো ভালোবাসি।’

অজস্র নামের আড়ালে, অজস্র রূপ ও ছলে
কৈশোর থেকে তারুণ্যে, আমায় করেছ খুন ছোবলে ছোবলে।
বয়স বেড়েই চলে, তেমনি প্রগাঢ় হতে থাকে প্রেম নিভৃত গহনে;
অজান্তে, অবচেতনে ছুটে যায় মন- নিরুদ্দেশ, অন্ধ কাননে
কোনো এক রহস্যময়ী ছায়ার পেছনে-
যে আমাকে এখনো হাতছানি দেয় সতত সঙ্গোপনে।
অথচ আজও জানি না, তুমিও বলো নি, কোথায় আছো, কোন ঠিকানায়।
বলো পাখি, কী মধুর সুখ পাও এভাবে জ্বালিয়ে আমায়।

তুমি নেই; তবু মনে হয় নিশ্চিত আছো আমার চারপাশ ঘিরে
আমাকে ছুঁয়ে যাও, অলক্ষে পথ দেখাও আলোয় এবং তিমিরে।

আমার হবে না সেই সুখ। তবু আমি যেচে যাব সেই সত্তাকে-
নামের পেছনে লুকানো অপার্থিবা ‘পরম’ তোমাকে।

১২ ডিসেম্বর ২০১৬

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৫

জটিল ভাই বলেছেন:
আমার নানিশাশুড়ির প্রতি এমন নিবেদনের জন্যে আপনাকে জটিলবাদ জানাই।
এনিওয়ে, আপনার সাথে আমার একটা আর্জেন্ট সিটিং দরকার। আর পারতেছিনা এইসব পেইন নিতে। আপনি জ্ঞাণী মানুষ, না বুঝার কথা না =p~
তবুও বিস্তারিত জানতে আমার পরবর্তী পোস্টে নজর রাখার আবেদন রইলো।

২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)


আপনার নানিশাশুড়ি!! তা বটেন!! কে তিনি, শিউর না, তবে, কিছুটা অনুমান করছি :)

কী আপনার পেইন? দ্রুত আপনার দাঁত, কোমর ও হৃদয়ের পেইন শেষ হোক, এই কামনা করিতেছি। শক্ত বিছানায় শুইবেন, শক্ত সমতল চেয়ারে বসিবেন, আর শক্ত কলম দিয়া লিখিবেন, যাতে নিব না ভাঙিয়া যায়।

কবিতা পড়ার জন্য ধন্যবাদ জটিল ভাই ভাই।

২| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: বহু গুণে গুনান্বিতা আমাদের অপ্সরা হচ্ছে রবি ঠাকুরের উর্বশী কবিতার উর্বশীর মতো!

২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

কথাটি ঠিক বলেছেন জুল ভার্ন ভাই। কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতাটি বেশ ভালো হয়েছে। গম্ভীর একটা ভাব আছে।

২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গম্ভীর একটা ভাব আছে।

ধন্যবাদ জলদস্যু ভাই। খুশি হলাম প্রশংসায়। শুভেচ্ছা।

৪| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া যদিও এই কবিতা অনেক আগেই লিখেছিলে......

তবুও আজকে পড়েও আকাশে উড়ছি! :)


২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে অপ্‌সরা যে!! একেবারে আকাশ থেকে নেমে!!! অপ্‌সরা তো আকাশেই উড়বে :)

হ্যাঁ, অনেক আগের লেখা, আগেও পড়েছিলেন :) ধন্যবাদ দ্বিতীয়বার পড়ার জন্য।

৫| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

অপ্‌সরা বলেছেন: আকাশ থেকে কিছুদিন হলো নেমেছি ভাইয়া।

ভেবেছিলাম আর কোনোদিনই নামবো না।


তবুও নামলাম।

কেনো যে নামলাম তাও জানিনা...... হা হা

২৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, অমর্ত্যলোক থেকে মর্ত্যলোকে অবরোহণ করেছেন। কেমন লাগছে ধুলোর ধরণিতে ঘুইরা বেড়ানো?

৬| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৭

অপ্‌সরা বলেছেন: মর্ত্য অমর্ত্য সকল ধরনীতেই মহানন্দে ঘুরিয়া উড়িয়া বেড়াই আমি ভাইয়ুমনি.......

আনন্দে আছি.......

২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Sizə hər yerdə məhsuldar və xoşbəxt səyahət arzulayıram. মর্ত্যনং আনন্দনং ট্রুথঃ

চাইনিজ দার্শনিক মহান Дамухма Лалих বলেছেন, 博主 Shayma 的真正品質是讓博客保持活力

প্লিজ, কিট ইট আপ।

৭| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন: আড্ডায় অসমাপ্ত গল্প রেখে দৌড়ে ছুটে আসি
তোমার মহলে- মুখ ফস্‌কে যদি বলে ফেলো – ‘এখনো ভালোবাসি।’


অনেক সুন্দর ও আবেগী কবিতা ভালো লেগেছে ভাইয়া। :)

অনেক আগে লিখেছিলেন, তখনও একবার পড়েছিলাম। এখনো কয়েক বছর পর আবার পড়লাম। এই কবিতার শিরোনামটা মূলত অপ্‌সরা তুমি আমার আজীবনই কেন যেন মনে থাকে।

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী মধুর প্রত্যাগমন, কবি জাহিদ অনিক। ফিরে এসেছেন নতুন আঙ্গিকে, আরো কিছু নিয়ে, আপনার উপস্থিতি ভালো লাগছে বলছে।

সুন্দর দুটো লাইন কোট করেছেন।

কবিতার প্রেমিকা এমনই দূরবর্তিনী ও রহস্যময়ী, যেন সে অমর্ত্যলোকের অপ্‌সরা, যাকে শুধু ভাবা যায়, কিন্তু মাটির মর্ত্যলোকে তার কখনো অবতরণ হয় না মনে হয়, এ জন্য তার দেখাও মেলে না। দূর থেকে তার অদৃশ্য হাতছানি বাতাসের রঙে ঝাঁপসা অনুমিত হয়, প্রেমিক তাড়িত হয়, হয়ত প্রতারিতও। তার উদ্দেশ্যে প্রেমিক মন কত না দূর-দূরান্ত, বন-বনানি, উথাল-পাথাল ছুটে বেড়ায়, কিন্তু রহস্যময়ী যেন আরো অধিক রহস্যময়ী হয়ে ওঠে। ছলচাতুরীময় এমন প্রেমিকা মূলতঃ অপ্‌সরার মতো অধরাই থেকে যায়- বয়স পেরিয়ে গেলেও তার জন্য যাতনা ও প্রেম যেন আরো প্রগাঢ় হতে থাকে ক্রমাগত।

এ উছিলায় ভবিষ্যতের পাঠকের জন্য সারমর্ম তুলে রাখলাম আপনার কমেন্টের ঘরে :)

ভালো থাকবেন। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.