নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি সখী সোনাপাখি বুকে বাইন্ধাছো বাসা
তুমি আমার প্রাণভোমরা আশা ভরসা
প্রাণও সখী তোমার জন্য প্রাণও আকুলায়
উইড়া আইস্যা জুইড়্যা বসছো মন পিঞ্জিরায়
ছাইড়া গেলে সোনাপাখি বুকেতে ধুকপুক
ফিরা আইলে প্রাণও ঠান্ডা মনে লাগে সুখ
যাইয়ো না যাইয়ো নারে বন্ধু তুমি আমার জান
তুমি ছাড়া এ জীবনের নাইতো কোন দাম
কথা : রফিকুল ইসলাম ইসিয়াক
সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক :
ভার্সন-২ (প্রথম ভার্সন ইম্প্রুভ করার পর) : এখানে ক্লিক করুন - তুমি সখী সোনাপাখি - ভার্সন-২
অথবা নীচের ভিডিওতে ক্লিক করুন - ভার্সন-২ :
ভার্সন-১ (এটি প্রথম আপলোড ও শেয়ার করা হয়েছিল) : এখানে ক্লিক করুন - তুমি সখী সোনাপাখি - ভার্সন-১
অথবা, নীচের ভিডিও লিংকে ক্লিক করুন - ভার্সন-১ :
এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর - এই গানের সুরটা যথারীতি লিরিক লেখার আগেই তৈরি হয়ে গিয়েছিল। লিরিক আহবান করে ব্লগে ও ফেইসবুকে পোস্টও দিয়েছিলাম, কিন্তু কোনো উপযুক্ত লিরিক পাওয়া যায় নি। অবশ্য, ডলি আপার কথা অনুযায়ী শেষমেষ আমি নিজেই ওটার লিরিক লিখে ফেলেছিলাম তো, সেই গানটি ফেইসবুকে শেয়ার করার পর ইসিয়াক ভাই সেখানে লিরিক লেখার প্রস্তাব করলে আমি সম্মতি দেই। ইসিয়াক ভাই কিছু পরে ইনবক্সে লিরিক পাঠান।
লিরিকে সুর তুলে খুব আনন্দ পেয়েছি। লিরিকের ভালো দিক হলো, অল্প দু-একটা শব্দ এদিক-ওদিক করা ছাড়া (যা না করলেও খারাপ হতো না) ভাবগত বা ছন্দ ও শব্দগত কোনো চেঞ্জ করতে হয় নি। একেবারে প্রথম অ্যাটেম্পট থেকেই সুর ধরা দিয়েছে লিরিকে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছিলেন, কিছু লিরিক থাকে এমন, যেগুলোতে সুর বসার জন্য ছটফট করতে থাকে। ইসিয়াক ভাইয়ের লিরিকটাও আমার কাছে এমন মনে হয়েছে। প্রথম চেষ্টাতেই যে-সুরটা পেয়েছিলাম, স্রেফ ওটাতেও গানটা ফাইনাল করা যায়।
আমার ইনডিজিনাস পদ্ধতিতে সুর তৈরির কাণ্ডকারখানা কেউ দেখতে চাইলে এই লিংকে যেতে পারেন এখানে ১ থেকে ১৩ পর্যন্ত অডিও ক্লিপগুলো শুনে দেখতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সুর কীভাবে বিবর্তিত হয়েছে। ১০ নাম্বার অডিওটা হলো ফাইনাল টেক এবং গানটা এটার উপর দাঁড় করানো। এরপর গানের বিভিন্ন অংশ, এমনকি ছোটো একটা ওহো বা, ও, কিংবা মনে লাগে সুখ, ইত্যাদি বিভিন্ন অংশ আবার আলাদা আলাদা করে রেকর্ড করতে হয়েছে; সেগুলো অবশ্য লিংকে পাবেন না। খালি গলায় গান গাওয়ার কাজগুলো খুব সহজ। কিন্তু, আসল কাজ হলো অডিও এডিটিং, যা করা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটি অনেক জটিল প্রক্রিয়া।
আশা করি, ইসিয়াক ভাইয়ের আজকের রাতটা খুব আনন্দে কাটবে। শুভেচ্ছা ও অভিনন্দন ইসিয়াক ভাইকে।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো ভেবেছিলাম পুরোনো কোনো ফোক গানের কথা বললেন। দেখে এলাম ইউটিউবে - পরাণ বা হাওয়া ছবির গান। ডানস সিকোয়েন্স তো অসাধারণ লাগলো, গানটাও।
যাক, এ গান শুনে আপনার ভালো লাগায় আমারও ভালো লাগছে। ধন্যবাদ গানটা শোনার জন্য।
২| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৯
ইসিয়াক বলেছেন: এখন ছোট করে মন্তব্য করছি। আমি সকালে আবার মন্তব্য করবো।
অসাধারণ সুর। আমি মুগ্ধ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ব্লগার আপনার প্রতি।
ভালো থাকুন সবসময় শুভকামনা রইল।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই। শুভেচ্ছা।
৩| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১১
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর! অসাধারণ!! মুগ্ধতা একরাশ!!!
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। আপনার মুগ্ধতা আমাকে অনেক অনুপ্রাণিত করলো সৃজনশীলতার জন্য।
৪| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। দুজনকেই জানাই অভিনন্দন। +++
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
৫| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই আমার লিখা একটি গানের লিরিক এখানে দিলাম। ভালো লাগলে সুর করে গেয়ে পোস্ট দিয়েন।
তোমাকে আমি
আমার প্রিয় জন বলে জানি
তাইতো তোমার তরে
ঐ চাঁদের আলো আনি।
সে আলো
লাগে যে ভালো
কভু দুঃখ পেলে
মুছে দিও তুমি চোখের পানি।
জানিনা কেন
দুজনার দুটি মন
সকাল সাঝে
আনচান করে সারাটিক্ষন।
তোমাকে আমি
আমার প্রিয়জন বলে জানি
তাইতো তোমার তরে
ঐ চাঁদের আলো আনি।
মনের আশা তুমি
তুমি বুকের ভূমি
তোমাকে পেতে
করেছি চিরকালের পন।
আমাকে তুমি
তোমাকে আমি
কাছে পেতে জীবন দিব বিসর্জন
একথা মনের গভীর থেকে মানি ।
তোমাকে আমি
আমার প্রিয়জন বলে জানি
তাইতো তোমার তরে
ঐ চাঁদের আলো আনি।
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিকের জন্য ধন্যবাদ মাইদুল ভাই। ফার্স্ট রিডিঙে লিরিক ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় সামান্য এডিট করতে হবে। তরে, কভু, মনের আশা, দুজনার দুটি মন, এ শব্দগুলো বদলে দিন।
এটায় হাত দিতে একটু সময় লাগবে। ব্যক্তিগত ব্যস্ততা, কিছু পেন্ডিং লিরিক, প্লাস ব্লগিং তো আছেই, জানেন
শুভেচ্ছা রইল।
৬| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ গান।
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান ভাই। শুভেচ্ছা।
৭| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
লিরিক পড়ে মাথায় যে সুরটি ছিলো, দুটির কোনো টিতেই সেই সুর নেই!!
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দুই গানে দুই সুর না, সুর একটাই। সচরাচর যেটা করে থাকি, প্রথম ভার্সনের পর বারবার ওটা এডিট করতে থাকি, মিউজিক আপগ্রেড করতে থাকি। ভার্সন-২ হলো লেটেস্ট ভার্সন।
এ গানটা করে অনেক তৃপ্তি পেয়েছি। আমার সেরা সুরগুলোর একটা। মিউজিক সিনক্রোনাইজেশনও সেরাগুলোর একটা।
দুটো গানই শোনার জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই।
৮| ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । আপনি প্রয়োজন মতন শব্দ বা বাক্য এডিট করে কাজটি সম্পন্ন করুন আপনার সুবিধামতো সময়ে । ভালো থাকুন।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ৮:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ মাইদুল ভাই। হ্যাঁ, সুর তৈরি করার সময় তালের প্রয়োজনে শব্দের কিছু চেঞ্জ হতে পারে, সেটা সুরকারের প্রেরোগেটিভ।
তবে, উপরে যে বিষয়গুলোর উল্লেখ করেছি, আপনার সময়মতো ওগুলো এডিট করে এই পোস্টেই কোথাও কমেন্ট করে রাইখেন। সময় নিন।
ধন্যবাদ আবারও।
৯| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৭
ইসিয়াক বলেছেন: গতকাল বলেছিলাম সকালে বড় করে মন্তব্য করবো। আসলে সারাদিন ধরে ভেবেছি কি লেখা যায়। সত্যি সত্যি ভালো লাগার অনুভূতি প্রকাশ করবার জন্য ঠিক ঠাক ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সুরটা সত্যি ভীষণ ভালো হয়েছে। দ্বিতীয় ভার্সনটা আরও বেশি ভালো।আপনার প্রচেষ্টা দেখে আমি বিস্মিত। অশেষ কৃতজ্ঞতা রইলো। একটা তথ্য দেই আমি গীতিকবিতা লিখলে এটি আমার লেখা কোন গীতিকবিতার প্রথম গানে প্রকাশ।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ ইসিয়াক ভাই।
সুরটা করে আমি নিজেও খুব তৃপ্তি পেয়েছি। আমার যে-কোনো সাহিত্যকর্মের মতো সুরগুলোও আমি এডিট বা রিফাইন করে থাকি। একটা গান তৈরির করার সময় অনেকবার, ইন ফ্যাক্ট, আমি সারাদিনই ঐটা গাইতে থাকি, এমনকি হাঁটার সময়ও। যত গাই, ততই সুরটা হৃদয়ঙ্গম হয়, আর সুরটা আরো সূক্ষ্ম ও পরিণত হতে থাকে। পোস্টে বেশকিছু লিংক দেয়া আছে। আগ্রহ থেকে প্রথম থেকে একটা একটা করে সুর শুনলেই বুঝতে পারবেন, প্রথম সুর আর শেষ সুরের মধ্যে কতখানি তফাত। অনেক সময় সাধারণভাবে আপনি পার্থক্য বুঝতে পারবেন না। শুধু এটুকু খেয়াল করুন - 'আশা ভরসা' - এ কথাটা কীভাবে গাওয়া হয়েছে। পুরো গানের সব জায়গায় এ কথাটা একই ভাবে উচ্চারণ ও গ্যাপ দিয়ে গাওয়া হয়েছে। অন্তরাগুলোতে কোন লাইন কতবার, শব্দগুলো কীভাবে উচ্চারিত হয়েছে, বুঝতে পারবেন। যাই হোক, অনেক টেকনিক্যাল খুটিনাটি থাকে, যেগুলোর মাধ্যমে গানের পারফেকশন ও সুইটনেস বাড়ানো হয়।
অভিনন্দন আবারও।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৯
জটিল ভাই বলেছেন:
"তুমি বন্ধু কালা পাখি, আমি যেনো কি?
বসন্তকালে তোমায় ভুলতে পারিনি!" -টাইপের একটা ভালো লাগা কাজ করলো
দুই প্রিয় ভাইকে জটিলবাদ। এগিয়ে চলুন.......