নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সে আমার অমৃতদায়িনী ভালোবাসা। প্রগাঢ়তম প্রেমের উৎস।
আজন্ম জ্বলেছি তার নামের বিভায়,
আজও মোরে উদ্বেলিত করে তার তেজোদ্দীপ্ত হাসি।
কিন্তু একদিন সে হাসতে হাসতে মিথ্যাচার করলো – পূর্বাপর
সত্যতাহীন; আমি প্রায় ৩ দিন তীব্র মানসিক কষ্টে ছিলাম।
সেই হাসিমুখ আজও স্ফটিক দেখি, তার চোখ ঠিকরে বেরুচ্ছে
বিষের প্রবাহ। আমি পুড়ে যাচ্ছি। মরে যাচ্ছি। আমার অস্থির চিত্তে
অসহ্য যাতনা আমাকে কুরে কুরে নিঃশেষে খেয়ে ফেলে।
কোনো ষড়যন্ত্রই তাকে সুপথ, স্বপথ কিংবা স্বপদ থেকে
বিচ্যুত করতে পারে নি। তার এ অসীম দৃঢ়তায় আমি মুগ্ধ।
তাই সেদিন, যা সত্য তা যদি সে বলতো, আমার হৃদয়ে তার স্থান
আরও গভীরে গ্রথিত হতো; সুধীসমগ্র নিজেদের ভুল বুঝতে পেরে
অকুণ্ঠ আন্তরিকতায় তাকে বুকে ধারণ করতেন।
সে মিথ্যা বললো; অবিরাম মিথ্যাচার করলো – জনসমুদ্রে, সুধীসমক্ষে।
আপনারা, আমরা, আমি স্বকর্ণে শুনলাম, স্বচক্ষে দেখলাম- কত সহজে
সে সংখ্যা নিয়ে খেলে – ২ বা ৩-কে করে ফেলে চার দশ-কে চল্লিশ।
সুন্দর হাসির আড়ালে অনায়াসে লুকিয়ে ফেলে অজস্র কপটতা।
অদ্ভুত অবলীলায় সে মিথ্যাকে ইথারে ছড়িয়ে দেয়! সহজ বচনে
নিজস্ব, স্বরচিত পাপগুলোকে অন্যের পাপ বলে রাষ্ট্র করে।
আমি বিস্ময়ে ভাবি, মানুষ কতটা পঁচে গেলে মুছে ফেলে
মিথ্যা ও সত্যের ফারাক।
সে মিথ্যা বললো। আমার বুকে রক্ত ঝরালো। অতিশয় আবেগের কন্যা
আপনাদের, আমাদের, আমাকে মর্মে মর্মে বুঝিয়ে দিল -
মিথ্যাচার কোনো পাপ নয় - মিথ্যা বলা হলো সুন্দর একটা শিল্প।
আর দেখুন, কিছু লোক কী নির্লজ্জ বেহায়া – এই সেদিনও যারা
ঘৃণার আগুনে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছে তার নামের
পুত্তলিকা, সেই মহাজাগতিক হিরন্ময় মিথেরা নৈতিকতার কফিনে
শেষ পেরেকটি ঠুকে দিয়ে, গায়ের খোলস এক ঝটকায় খুলে ফেলে
পালটে ফেলে ভোল,
তারপর আপামর নিঃস্বার্থ ত্যাগী প্রেমিকদের ঠেলে-ঠুলে,
পাড়িয়ে-মাড়িয়ে সম্মুখ সারিতে পৌঁছে গিয়ে সকাতরে বিছিয়ে ধরে
কৃত্রিম চেতনাচাদর।
এ মিথ্যাই কি একদিন সত্য হিসাবে ইতিহাসের পাতায়
জায়গা করে নেবে? সেদিন কি তবে সত্যের গৌরব ভুলে মিথ্যাকেই
অকৃত্রিম সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা দেবে ইতিহাস?
তোমাকে ভালোবাসি, হে আমার মহিয়সী, মানবিক অনুপমা-
তুমি কি ভুলে গেছো, ইতিহাস কাউকে করে না ক্ষমা!
তাই আজ এ কথা না যদি বলি, আমিও নিজের কাছেই হয়ে রবো দোষী -
আজ কিংবা কাল, কিংবা অতিদূর, অনাগত আগামী
মহাকাল খুঁড়ে তুলে আনবে পরম সত্যের মমি
জানবে না তুমি, অথচ তোমার তুমিকে সেদিন তুমিই করবে আসামি।
২৫ মার্চ ২০১৪
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা পড়ার জন্য এবং প্রথম কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মশিউর ভাই। শুভেচ্ছা।
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৯
৪৫ বলেছেন: দারুণ!!
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ কবি।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিথ্যা বলাতে যেই আরাম সত্য বলাতে সেই আরাম নেই্।
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাধারণ ভাবে কথাটা সত্য। তবে, সত্য বলায় কী সুখ, তা কেবল সত্যবাদীরাই জানেন।
সাজ্জাদ ভাই, আপনার দীর্ঘ অনুপস্থিতি দেখে ফেইসবুকে মেসেজ দিয়েছিলাম বহু আগে। ওটা বোধ হয় আপনার চোখে পড়ে নাই।
যাই হোক, শুভেচ্ছা আপনার জন্য।
৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধারণ ভাবে কথাটা সত্য। তবে, সত্য বলায় কী সুখ, তা কেবল সত্যবাদীরাই জানেন।
আজই বাজারে যান। দেখবেন কোন বিক্রেতাই সত্য কথা বলছে না। কারণ তারা জানে যে, মিথ্যা বলাতে যেই আরাম সত্য বলাতে সেই আরাম নেই্।
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি সারাজীবনই বাজার করে খাওয়া পাবলিক বাজারদর এবং বিক্রেতাদের বৈশিষ্ট্য আমার মুখস্থ। 'একদম কিনা দামে দিলাম', 'লস দিয়া আপনার কাছে বেচলাম', 'হান্ড্রেড পারসেন্ট খাঁটি মাল' - এগুলো হলো দোকানদারদের মুখস্থ বুলি, এগুলো যে মিথ্যা তা বোঝা যায় সহজেই। তবে, সাধারণের মধ্যেও বিরল কিছু মানুষ অবশ্যই আপনি পাবেন মাঝে মাঝে।
৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে। সুন্দর।
৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: রাখাল আর বঘের গল্প মনে আছে?
৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্রিলিয়ান্ট একজাম্পল টেনে এনেছেন কামাল ভাই। ধন্যবাদ।
৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সমসাময়িক পরিস্থিতি নিয়ে মানুষের মনের কথাগুলো কি সুন্দর ভাবে তুলে ধরলেন। অসাধারণ! আপনাকে ধন্যবাদ।
এ মিথ্যাই কি একদিন সত্য হিসাবে ইতিহাসের পাতায়
জায়গা করে নেবে? সেদিন কি তবে সত্যের গৌরব ভুলে মিথ্যাকেই
অকৃত্রিম সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা দেবে ইতিহাস?
তারপর আসবে সত্য প্রজন্ম। ওরা এসব মিথ্যাকে তখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।
৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তারপর আসবে সত্য প্রজন্ম। ওরা এসব মিথ্যাকে তখন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।
সেই সত্যপ্রজন্মের অপেক্ষায় পুরোটা জাতি।
ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টটির জন্য। শুভেচ্ছা।
৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩০
কাছের-মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন। আমার স্যালুট গ্রহন করুন।
৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও আমার প্রতি-সেল্যুট গ্রহণ করুন। অনেক অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা।
৯| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭
ডার্ক ম্যান বলেছেন: গবিতা ভালো হয়নি
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো মন্দ গোয়ালন্দ
চোখ অন্ধ মুখ বন্ধ
বেঁচে আছি, কী আনন্দ!
১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: আমার এই কবিতা অনেক ভালো লেগেছে ভাইয়া। আসলে তুমি যাই লেখো তার মূল্য অনেক আমার কাছে।
একবার মনে হলো প্রেমিকাকে বলছো আরেকবার মনে হলো কোনো নেতা নেত্রীকে। কারণ তারা সবচেয়ে বেশি মিথ্যা বলে।
মিথ্যা বলায় সরচেয়ে সেরা
প্রেমিক/ প্রেমিকা আর নেতা/ নেত্রী
কাকে যে লিখলে ভাবছি!!!
১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সে আমারে হরিয়াছে
করিয়াছে অন্ধ
কোথাও সে নাই, তবু
পাই তার গন্ধ
কে সে জন!! জনে জনে
জিজ্ঞাসে আমারে
আমিও উত্তর খুঁজি-
তাহারই মাঝারে
১২| ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাপ্রে এ তো মহাকাব্য !!
বহুদিন পর এমন মহাকাব্য আমি পড়লাম !! খুব ভালো লেগেছে এই কাব্য পড়তে । যদি গলা থাকতো তবে গমগমিয়ে আবৃত্তি করতাম !! সেই ভাগ্য আমার নেই !
আপাতত ব্লগে আপনি একজনই আছেন যিনি সব ধাঁচের কবিতার স্বাদ দিয়ে যাচ্ছেন !
আপনার কবিতার প্রত্যুত্তরে শুধু একটাই কথা বলছি , " সবই বাদ , প্রতিবাদ আর সম্বাদের খেলা !"
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসাধারণ লিখেছেন। আমার মনে হয় আপনার ভালো লেখাগুলোর মধ্যে এটাও একটা।