নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ও মন, কী বাসনা তোর, ওরে কী বাসনা তোর?
ও মন, ওরে ও অবুঝ মন, কী বাসনা তোর?
কেন যে আমার এই পলাতকা মন
অবিরাম ছুটে চলে সারাটা ভুবন
আমি তো জানি না আজও ঠিকানা মনের
জানি না কোথায় এ মন ফেলবে নোঙর
কী বাসনা তোর, ওরে কী বাসনা তোর?
অবারিত পৃথিবীটা কত অচেনা
হাসির আড়ালে মনে কাঁদে বেদনা
এভাবেই এ জীবন যায় বয়ে যায়
মন শুধু খুঁজে বেড়ায় মনের দোসর
কী বাসনা তোর, ওরে কী বাসনা তোর?
১৪ এপ্রিল ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও মন, কী বাসনা তোর?
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
২| ১৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৫
ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন। বস।
আজকে তো মনে হয় আপনার মায়ের মৃত্যুবার্ষিকী।
২৭ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি পোস্ট লিখেছিলাম ১৪ এপ্রিলে। আপনার কমেন্ট আমি সময়মতোই পড়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল আপনি আমার মায়ের মৃত্যুদিবস কবে, সেটা জানেন, ১৪ এপ্রিলের কথা লিখলেন কেন?
আসলে ভুলটা আমারই হয়েছিল, পোস্ট ১৪ এপ্রিলে লিখেছিলাম বলে ভুল করে ভেবেছিলাম আপনি কমেন্টও ১৪ এপ্রিলেই করেছেন।
হ্যাঁ, ১৬ এপ্রিল আমার মায়ের মৃত্যুদিবস ছিল। ১৯৮০ সালের ১৪ এপ্রিল, রোজ বুধবার, আনুমানিক বিকাল ৩টার দিকে মায়ের মৃত্যু হয়। এ দিনটার কথা স্মরণ রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সৈকত ভাই।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চমৎকার!
অসাধারণ!!