নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার গাওয়া ৩টি নজরুল গীতি শেয়ার করলাম

২৫ শে মে, ২০২৪ রাত ২:১৩

বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন স্বাধীনতা ও সাম্যের বার্তাবাহী এই মহান কবি।



মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হন নজরুল। ওই বয়সেই জীবনযুদ্ধে নামতে হয় তাঁকে। দুখু মিয়া ডাক নামের সার্থকতা প্রমাণেই যেন কবিকে কখনো ভ্রাম্যমাণ লেটোর দলে, কখনো লোকের বাড়িতে গৃহপরিচারক, কখনো রুটির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতে হয়েছে। জীবনযুদ্ধে সংগ্রামরত কিশোর কবির প্রতি মহৎপ্রাণ এক পুলিশ কর্মকর্তার দৃষ্টি পড়ে। তিনি তাঁকে সন্তানস্নেহে নিয়ে আসেন নিজের কাছে, ভর্তি করে দেন স্কুলে। তবে কবি স্কুলের গন্ডি ডিঙাতে পারেন নি ইতোমধ্যে প্রথম মহাযুদ্ধের দামামা বেজে ওঠায়। দশম শ্রেণিতে পড়ার সময় তিনি যোগ দেন সেনাবাহিনীতে। বলা যায়, সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই সাহিত্য সাধনায় মগ্ন হন তিনি।

বাংলা কাব্যজগতে কাজী নজরুল ইসলামের আগমন ধূমকেতুর মতো। কারও মতে কালবৈশাখী ঝড়ের মতো ঘটে তাঁর আগমন। প্রচলিত সমাজব্যবস্থা, বিদেশি শাসন ও শোষণের বিরুদ্ধে কলম ধরেন তিনি। বিদ্রোহ ও বিপ্লবের কবি হিসেবে ‘এলাম, দেখলাম এবং জয় করলাম’ এর মতো সাফল্যও দেখান এই কবি। প্রথম মহাযুদ্ধ শেষে নজরুল যখন বাংলা কাব্যজগতে প্রবেশ করেন, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথের আলোয় আলোকিত এদেশের সাহিত্যাঙ্গন। নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই আবর্তিত হচ্ছিল বাংলা কাব্যজগৎ। নজরুল নিজের যোগ্যতায় রবীন্দ্র বলয়ের বাইরে বাংলা কাব্য-সাহিত্যের আলাদা জগৎ সৃষ্টিতে কৃতিত্ব দেখান। বিশ্বকবির আশীর্বাদধন্য এ কবি নিজেকে বাংলা কাব্যজগতের অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরতে সক্ষম হন।



মাত্র ২০ বছর সাহিত্য সাধনার পর ১৯৪২ সালে বাকরুদ্ধ হয়ে পড়েন বিদ্রোহ ও বিপ্লবের এই মহান কবি। তারপর ৩৫ বছর বেঁচে থাকলেও এক সময়ের সদা সরব কবি ছিলেন নির্বাক, বাকরুদ্ধ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। জাতীয় কবির মর্যাদা দিয়ে তাঁর চিকিৎসাসহ সব দায়িত্ব সরকারের ওপর অর্পিত হয়। ১৯৭৬ সালে পরপারে চলে যান প্রেম ও দ্রোহের এই কবি। মহান মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ও গান আমাদের সব প্রতিকূলতাকে জয় করার সাহস জুগিয়েছে। জাতীয় কবির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

উপরের লেখাটুকু বাংলাদেশ প্রতিদিন থেকে তুলে দেয়া হলো।


কোনো প্রফেশনাল শিল্পী নই, একান্ত শখের বশেই আমি গান গেয়ে থাকি, যদিও নিজেও গান লিখি ও সুর করি। এ গানগুলো আমি বিভিন্ন সময়ে গেয়েছি, ইতোপূর্বে ব্লগে শেয়ারও করা হয়েছে। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে এ তিনটি গান শেয়ার করলাম।

প্রথম গানটার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে আছে। এ নিয়ে ব্লগে পোস্ট দেয়া হয়েছিল এর আগে। যে দুটি গান পুরোটা জীবন জুড়ে

২ নম্বর গানটি নিয়ে আগের পোস্ট - পরজনমে যদি আসি এ ধরায়

নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষেও এর আগে এ তিনটি গান নিয়ে পোস্ট লিখেছিলাম।


যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
কেন মনে রাখো তারে

সুর : নজরুল

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।












পরজনমে যদি আসি এ ধরায়

সুর : শৈলেশ দত্তগুপ্ত

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - পরজনমে যদি আসি এ ধরায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন।













তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা

সুর : কমল দাশগুপ্ত

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।







মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৪ রাত ২:৩৪

মামুinসামু বলেছেন: ভালবাসা রইলো...

২৫ শে মে, ২০২৪ রাত ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসা রইল আপনার জন্যও।

২| ২৫ শে মে, ২০২৪ ভোর ৪:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: পরম শ্রদ্ধায় স্মরণ করছি কবি নজরুলকে। তার বেশ কিছু সাহিত্যকর্ম সংরক্ষণের কাজ ইতোমধ্যেই শেষ করেছি (সূত্র) আরো বেশ কিছু কাজ চলমান রয়েছে। আশা করছি সময় করে ঘুরে দেখে আসবেন।

আপনার গান শোনা হল, আশা করছি আগামীতে আরো শেয়ার করবেন। ধন্যবাদ।

২৫ শে মে, ২০২৪ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাজ সম্পর্কে আগেও মাঝে মাঝে পোস্ট দিতেন, তখনও কাজগুলো দেখেছি। অনেক ভালো কাজ এবং আপনার একটি প্রশংসনীয় উদ্যোগ। আপনার জন্য শুভ কামনা রইল।

এই পোস্টে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ইফতেখার ভাই।

৩| ২৫ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২৫ শে মে, ২০২৪ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা।

৪| ২৫ শে মে, ২০২৪ রাত ৮:১২

মনিরা সুলতানা বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

২৫ শে মে, ২০২৪ রাত ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় কবির জন্য।

৫| ২৫ শে মে, ২০২৪ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কবির লেখা ও মন রমজানের ঐ রোজার শেষে আজ ও অনন্য । আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জানাই তাঁরে।

২৫ শে মে, ২০২৪ রাত ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই নিন আপনার জন্য - ও মন রমজানের ঐ রোজার শেষে

৬| ২৫ শে মে, ২০২৪ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই।

২৫ শে মে, ২০২৪ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

৭| ২৬ শে মে, ২০২৪ সকাল ৮:১১

শায়মা বলেছেন: নজরুলের জন্মদিনে তারই গান গেয়ে কবিকে স্মরন করেছো ভাইয়া। অনেক অনেক ভালোলাগা। এই গানগুলো আমার অনেক প্রিয়।
নজরুলের জন্য চিরন্তন শ্রদ্ধা। এমন গুনী একজন মানুষ দেখে বিস্মিত হতে হয়। এত প্রতিকূলতাও যাকে রুখতে পারে না কবি নজরুল ইসলাম তার জলন্ত প্রমান।


এই পোস্টের সাবজেক্ট শিরোনাম সবই তোমার গাওয়া গান ভিত্তিক। অনেক ভালোবাসা ভাইয়ামনি! :)

২৬ শে মে, ২০২৪ দুপুর ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নজরুল এক বিরল প্রতিভা। এমন পরিবেশে তেমন লেখাপড়া না জানা একজন মানুষ কীভাবে এরকম বিস্ময়কর ও ভয়ঙ্কর প্রতিভার অধিকারী হতে পারেন, তা খুবই ভাববার বিষয়।

নজরুল এক অনুপ্রেরণার নাম। বোধন, প্রেম ও দ্রোহের নাম।


চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

৮| ২৬ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

শেরজা তপন বলেছেন: সব মিলিয়ে ভাল লাগল।

২৮ শে মে, ২০২৪ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.