নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পার্শ্বপ্রতিক্রিয়া

৩১ শে মে, ২০২৪ রাত ৮:১০

অহৃদা চটুল ব্যক্তিত্বের ছিল
ওর আচরণ ছিল বিরক্তিকর মাত্রার চাইতে
কয়েক গুণ উপরে।
কত জনের মন সে পেতে চায় কিংবা
কত জনের মন সে যুগিয়ে চলতে চায়, সে-হিসাব হয়ত
সে নিজেও জানতো না।
'লালসূদন আমাকে ভালো বোঝে। হিমাদ্রিও অনেক অনেক বেশি বোঝে আমাকে' -
অবিরাম বলতো অহৃদা।
আরে ও ঢঙি মেয়ে, কে-কে তোমাকে বোঝে বা বোঝে না,
এ তল্লাটে তা খুঁজে বেড়ানো বা বলে বেড়ানো বড্ড আদিখ্যেতা
এখানে কেউ কাউকে বুঝতে আসে না
কেউ তোমাকে বুঝুক, সেটা যেমন অবান্তর বায়না
কাউকে বুঝতে চাওয়াটাও অমূলক ভাবনা

ওর যন্ত্রণায় অতীষ্ঠ হলো আবালবৃদ্ধবণিতারা
কতজনে তারা জানালো নালিশ
কিন্তু কেউ ওর ঢং দেখানো ঝুঁটির একটা চুলও ছিঁড়তে পারলো না।

একদিন খুব আহ্লাদ করে জানালো- আমাকে নাকি সে ভালোবাসে।
আমি এম্নিতেই রেগে ছিলাম এবং আরো রেগে গিয়ে
ঠোঁট উলটে বললাম, সোনার চাঁদনি পিতলা মেয়ে, তুমি আমাকেও ভালোবাসো?
তারপর মনের সব ঝাল মিটিয়ে ভর্ৎসনা করলাম তাকে।

অহৃদার তেমন কোনো প্রতিক্রিয়া হলো হলো না, আমার দিকে
স্বভাবতই অপলক তাকিয়ে থাকলো।
পার্শ্বপ্রতিক্রিয়া কোথায় হলো জানেন? জনৈকা
কূটলিচেরি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল।
কীজন্য, কেউ কি বলতে পারেন?

এভাবে কতদিন চলে গেছে জানি না
এই সেদিন সেই কূটলিচেরি এসে একটা নির্বিষ প্রশ্ন করলো-
কেমন আছেন?

অহৃদার সাথে হৃদয়ঘটিত কোনো ব্যাপারস্যাপার না ঘটলেও
আমাদের দিনযাপন ছিল আগের মতোই।
কূটলিচেরি এমন কেন করেছিল, কেউ কি বলতে পারেন?

৩১ মে ২০২৪

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

কূটলিচেরি মানে কি কুটনিবুড়ির ছোট সংস্করণ কুটনিছেড়ি???


হা হা হা হা

৩১ শে মে, ২০২৪ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আপনার ব্যাখ্যা দারুণ হয়েছে।

২| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:১১

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কুটনিছেড়ির কেমন আছে প্রশ্ন পিছের পোস্টে দেখে আসলাম আর জেনে নিলাম কে সেই কুটনিছেড়ি। হা হা হা

৩১ শে মে, ২০২৪ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে খাইছে আমারে, সে কি ব্লগিংও করে নাকি?

৩| ৩১ শে মে, ২০২৪ রাত ১০:০৪

শায়মা বলেছেন: করে না কি???

যাও যাও পিছের পোস্টে গিয়ে দেখে আসো কে তোমাকে অনেকদিন পরে কেমন আছো জানতে চেয়েছে.......... সেই যে কুটনিছেড়ি জানতে আমার বাকী নেই।

ভাইয়া জানো আমাদের বাসার যত লোকজন আছে সবকটাই শাকীব আর বুবলীর বিয়ে ভাঙ্গার পর পূজাচেরিকে বলতো পূজাছেড়ি। আমি অবশ্য প্রথমে পূজা ছেড়ি বলেই কেউ আছে ভেবেছিলাম চিনতাম না তাই । পরে দেখি পূজা চেরি!!! হা হা সেই অবস্থাও হয়েছে তোমার ছেড়ির। :P

৩১ শে মে, ২০২৪ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পূজা চেরি তো একজন ভালো অভিনেত্রী। বাংলাদেশে কোনো এক ছবিতে মাহিয়া মাহির ছোটোবেলার চরিত্রে ছিল সে। কলকাতায় নূরজাহান করেছে।




৪| ৩১ শে মে, ২০২৪ রাত ১০:১৯

শায়মা বলেছেন: সে তো ভালোই অভিনেত্রী কিন্তু তাকে এইভাবে নাম বানিয়েছিলো আমাদের বাসার লোজনেরা। হা হা

৩১ শে মে, ২০২৪ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যারা আমার প্রিয় অভিনেত্রীর নাম পাল্টাইয়া ফালাইছিল, তাদের প্রতি তেব্র নেন্দা গেপন করিতেছি।

৫| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার এক সাবেক সহকর্মীকে তার এক ছাত্রী পছন্দ করত। সহকর্মী কিছুটা দ্বিধান্বিত ছিল। মাঝখানে ওই ছাত্রীর এক বান্ধবী, যে আবার সহকর্মীকে পছন্দ করত; সে কী এক কূটচাল চালল সম্পর্ক এগোল না। মেয়েটা জেদ করে অন্য জায়গায় বিয়ে করে নিল। সহকর্মী এখনও অবিবাহিত।

০১ লা জুন, ২০২৪ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমের কী করুণ পরিণতি! প্রেমের ক্ষেত্রে কূটচাল মনে হয় আইনত অদণ্ডনীয় কম্ম :)

দারুণ ঘটনা শেয়ার করলেন। সহকর্মীর জন্য সমবেদনা রইল। তার জন্য পাত্র দেখছেন না কেন?

যাই হোক, কমেন্টের জন্য ধন্যবাদ, প্রিয় সাধু।

৬| ০১ লা জুন, ২০২৪ রাত ১২:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সহকর্মী এবার নিবন্ধন পাশ করেছেন। আশা করা যায় কোনো একটা কলেজ পেয়ে যাবেন। এরপর চেষ্টা করব উনাকে বিয়ে করানোর। উনি চাচ্ছেনও।

০১ লা জুন, ২০২৪ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ তো বিরাট সুখবর। অভিনন্দন নিবন্ধিত হবার জন্য। শুভ কামনা থাকলো তার জন্য। তার বিয়েতে সমগ্র ব্লগবাসীর পক্ষ থেকে আমার দাওয়াত থাকলো :)

৭| ০১ লা জুন, ২০২৪ বিকাল ৩:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতায় গল্প বলে গেলেন!

০১ লা জুন, ২০২৪ রাত ৮:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, কথা ঠিক, প্রিয় জলদস্যু ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.