নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মন তার আকাশের বলাকা || নিজের গলায় পুরোনো গান || সেই সাথে শায়মা আপুর আবদারে এ-আই আপুর কণ্ঠেও গানটি শুনতে পাবেন :)

১৬ ই জুন, ২০২৪ রাত ১০:০০

ব্লগার নিবর্হণ নির্ঘোষ একটা অসাধারণ গল্প লিখেছিলেন - সোনাবীজের গান এবং একটি অকেজো ম্যান্ডোলিন - এই শিরোনামে। গল্পে তিনি আমার 'মন তার আকাশের বলাকা' গানটির কথা উল্লেখ করেছেন। এবং এ গানটি ধরে ধরে গল্পকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। আমার মামুলি গানটি তার গল্পের কারণে মহিমান্বিত হয়, তার প্রতি কৃতজ্ঞতা।

এ গানটি লেখা হয় ২০১৩ সালের নভেম্বরে। বাচ্চাদের ডান্সের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করার প্ল্যান ছিল। কিন্তু নানা কারণে ঐ সময়ে সুর তোলা সম্ভব হয় নি। গানটির সুর তুলতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি, বলতে কী, লিরিকের গঠন একটু কঠিনই হয়ে গিয়েছিল। যাক, অনেক ট্রায়াল অ্যান্ড এররের পর ফাইনাল সুরটি তুলতে পারি অক্টোবর ২০২২-এ। এ গানটি ব্লগে এর আগে দুই বা তথোধিক বার শেয়ার করা হয়েছে।

কয়েকদিন আগে হঠাৎ করে শায়মা আপু বললেন এ আই দিয়ে গান করার জন্য। এ আই আপনাকে ১৫ সেকেন্ডে গান করে দিবে। তবে, এ-আই'র উচ্চারণ নিয়ে আপনাকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে। হয়ত আপনার অনেক বর্ণনা এ-আই ধরতে পারবে না, আবার কণ্ঠ হবে মূলত নন-বেঙ্গলি ভোকালিস্ট, কাজেই দিগন্ত হয়ে যেতে পারে 'ডিগন্ট'।

'মন তার আকাশের বলাকা' গানটির ১৪/১৫টি ভার্সন বের করতে হয়েছে। প্রতিটাতেই কিছু না কিছু উচ্চারণ ত্রুটি ছিল, আবার আমি যেরকম চাই, ওরকম হচ্ছিল না। ফাইনালি যেটা নিলাম, এখানেও কয়েকটা শব্দ ভুল ভাবে উচ্চারিত হয়েছে। এ আই ইন্সট্যান্টলি গান পয়দা করে দিতে পারলেও আমি যেরকম চেয়েছি, ঠিক ওরকম হয় নি, এবং নিজের চাওয়ার কাছাকাছি হয়ত যেতে পারবে, পুরোপুরি যেতে বা প্রত্যাশার চাইতেও বেশি পেতে হলে কষ্ট করতে হবে একটু বেশি।


মন তার আকাশের বলাকা
দিগন্তে নিজ্‌ঝুম বনানি
বিকেল কী সন্ধ্যায়
রোজকার আড্ডায়
লিখে যায় কত শত কাহিনি

হাতে তার একগোছা বনোফুল
চপোলাচপোল পায়ে হেঁটে যায়
সহসা সে মেলে দিয়ে পাখনা
মিশে যায় পাখিদের মিছিলে
এইভাবে প্রতিদিন ভোর হয়
তারপর কী হয়
আমি তার সন্ধান রাখি নি

চোখ তার পুকুরের কালো জল
নিটোল ঢেউয়ের মতো স্বপ্নীল
রাতের আঁধারে বোনা সুখ তার
তারাদের সাথে হয় মিতালি
এইভাবে রাতগুলো কেটে যায়
তারপর কী হয়
ঘুমহীন কেটে যায় যামিনী

লিরিক রচনা : ৯ নভেম্বর ২০১৩
সুর সৃষ্টি : ১১ অক্টোবর ২০২২


আমার কণ্ঠে : মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



এ আই আপুর কণ্ঠে :

মন তার আকাশের বলাকা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: হা হা এআই তো বাংলিশ স্টাইলে গাচ্ছে ভাইয়া।

নিজের গলায় গাওয়ানো যায় না এআই দিয়ে?

১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ আই এখনো বাংলাদেশী কালচার ঠিকমতো বুঝতে পারে না, ছবি ক্রিয়েট করতে গেলে এই সমস্যা হয়। কোনো এক সাইটে এ নিয়ে ফিডব্যাকও দিয়েছি। ছবির মতো টিউনেও সমস্যা, সুর হয়ে যায় ইংলিশ সুরের মতো। তবে, সাজেশনে বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড কথাটা লিখে দিলে মনে হয় কিছুটা কাজ করে।

নিজের ভয়েস ক্লোন করার অনেক পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হলো, আপনার গাওয়া একটা গান আমার ভয়েস দিয়ে ক্রিয়েট করা। ওগুলোর পেছনে কিছুদিন সমস্য নষ্ট করেছি যখন কাজ ছিল না :) আর সময় নষ্ট করা ঠিক হবে না। ওগুলো নিজের কোনো ক্রিয়েটিভিটি না, যদি তাই হতো শিল্পীরা গান গাওয়া ছেড়ে দিয়ে ওগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়তো :)

এ আই দিয়ে তৈরি করাও আসলে অত সহজ না। আপনার লিরিক দিয়ে গান বানাইতে চাইলে আগে লিরিক লিখতে হবে তো, যদি এ আই-কে থিম দিয়ে ছেড়ে দিই, তাহলেও হবে, কিন্তু সেখানে লিরিকের ক্রেডিট আপনার না, এ-আই'র হবে :)

২| ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব মজা হলো,
মন খুলে আকাশের ঠিকানায়
গানটি উৎসর্গ করতে চাইছি ।

১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)

হ্যাঁ, দারুণ মজা হলো :)

জি, অবশ্যই গানটি উৎসর্গ করবেন :)

ধন্যবাদ শঙ্খচিল ভাই।

৩| ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: আমাকেও এই এক্সপেরিমেন্টে মন দিতে হবে। স্কুল বন্ধ পেয়েছি ১ মাস ১০ দিন। মাত্র ৬ দিন শেষ হলো।
মনে হচ্ছে যেন এক যুগ!!! :)

১৬ ই জুন, ২০২৪ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

তবে আর দেরি কেন? আজই ব্যস্ত হয়ে পড়ুন :)

৪| ১৮ ই জুন, ২০২৪ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরে বা!! এ আই আপু খুবই ভালো গাইছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.