![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বৃষ্টি তুমি আসবে কি ?
আসবে আমার ঘরে !
আমার বাড়ির টিনের চালায়
ঝরবে মুষলধারে ?
মেঘের ভেলায় ভেসে ভেসে
প্রখর রোদের অনল শেষে ,
হিমেল পবন দোলায় মিশে
ঘামে ভেজা ক্লান্তি শেষে ?
ঝন ঝনা ঝন সুরের আশে
হারাই গভীর নিদের দেশে ।
আসবে বলে ব্যাঙ ব্যাঙ্গাচি
গান ধরেছে গুনগুনিয়ে,
পল্লী গায়ের মাঠে-ঘাটে
নতুন প্রাণের জোয়ার আনে ।
জীর্ণতা সব ধুয়ে যাবে
মুষলধারে বারির টানে ।
আপন-মনে গা ভেজাব
তোমার শীতল ফোটার বানে ।
শীতল জলের পরশ নেবো
সবার সাথে ঐক্যতানে !!
২| ০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:২৯
ফয়াদ খান বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল ! ধন্যবাদ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৭:০১
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর ছন্দময় বৃষ্টির ছড়া। ভালো লাগলো। তবে,
ঝন ঝনা ঝন ঐ সুরের আশে
তুমি আসবে বলে ব্যাঙ ব্যাঙাচি
জীর্ণতা সব সব ধুয়ে যাবে
উপরের তিনটি চরণে যথাক্রমে, ঐ, তুমি এবং সব বাদ দিলে ছন্দের দোলাটি যথার্থ হতো। শুভ কামনা কবি ফয়াদ খান।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: শ্রাবণ মাসেরও দুই-তৃতীয়াংশ চলে গেছে। এমতাবস্থায় আষাঢ় কে ব্যাকডেটেড 'নিমন্ত্রণ' জানানো ঠিক হচ্ছে কি? তার চেয়ে বরং কবিতার শিরোনামটা 'আষাঢ়ে নিমন্ত্রণ' এর বদলে আষাঢ়ে কথন/কাহন বা অন্য কিছু করা যায় কিনা, তা ভেবে দেখতে পারেন। তাছাড়া কবিতা পড়ে এটা যে একটা 'নিমন্ত্রণ', তা ঠিক বোঝা গেল না। আষাঢ় কে এখানে আসবে কি না, তা জিজ্ঞাসা করা হয়েছে মাত্র, 'নিমন্ত্রণ' জানানো হয়নি।
কবিতার পঞ্চদশতম লাইনে 'সব' কথাটা দুইবার এসেছে (সব সব)। এটা কি ইচ্ছাকৃত, নাকি ভুলে হয়েছে? ভুলে হলে কবিতাটি সম্পাদনা করে নিন। ইচ্ছাকৃত হলে বলবো, শব্দটি দু'বার আসাতে কবিতার ছন্দে ব্যাঘাত ঘটেছে।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১০:২৯
ফয়াদ খান বলেছেন: পরামর্শ ও আলোচনার জন্য সকলকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:২২
খোলা জানালা। বলেছেন: বেশ ভালো হচ্ছে। চালিয়ে যান। শুভকামনা রইলো।