নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

গল্প--শিক্ষা

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩০

স্যার, আমাকে চিনতে পারছেন ? বিনম্র জিজ্ঞাসা যুবকের।
পক্বকেশ, ধুতিপাঞ্জাবি পরিহিত বৃদ্ধ বললেন, না তো, কে তুমি ?

একটু চুপ থেকে ছেলেটি বলল, স্যার, ক্লাস ফাইভে আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন। আপনার ক্লাসে একটি ঘটনা ঘটেছিল। সেটি বললে আপনি আমাকে ঠিক চিনতে পারবেন।
বৃদ্ধ জিজ্ঞাসু মুখে তাকালেন।
আবারও খানিক চুপ থেকে যুবক বলল, স্যার, একদিন ক্লাসে আমাদের সহপাঠী রতন, একটি সুন্দর ঘড়ি পড়ে এসেছিল। ঘড়িটি দেখে আমার খুব লোভ হয়। টিফিন টাইমে ঘড়িটি খুলে ও হাত ধুতে গেলে, আমি ঘড়িটি সরিয়ে নি। ফিরে এসে ঘড়ি নেই দেখে তার কি কান্না! স্টাফরুম থেকে আপনি এলেন ছুটে। দু তিন বার আমাদের বললেন, 'যে ঘড়িটি নিয়েছ, ফেরত দাও। আমি কিচ্ছু বলবো না।' কিন্তু স্যার, তখন ফেরত দেবার সাহস আমার চলে গেছে।
শেষমেষ আপনি সবাইকে দেয়ালের দিকে মুখ করে চোখ বুঁজে দাঁড়াতে বললেন। একে একে সবার পকেট চেক করলেন। আমার টেনশন তখন চরমে। আমার চিন্তা, ধরা পড়ার পর আমার কী হবে। সারা স্কুল জেনে যাবে আমি চোর। সবাই আমাকে অবিশ্বাস করবে। ঘৃণা করবে।

চেক করে আপনি আমার পকেটে ঘড়িটি পেলেন। তারপর ধীরে ধীরে চেয়ারে গিয়ে বসলেন। একটু হাসি মজা করে ঘড়িটি রতনকে ফেরত দিলেন। স্যার, সেদিন আপনি যেভাবে আমাকে বাঁচিয়ে ছিলেন, তা আমি আজও ভুলিনি। এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ওই একটি ঘটনা আমার জীবন ঘুড়িয়ে দিয়েছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছি, কোনোদিন খারাপ কাজ করবো না।
স্যার, আমি ভেবেছিলাম ভালো না হোক, অন্তত চুরির সেই ঘটনাটির জন্য হলেও আপনি আমাকে মনে রাখবেন। দেখলে চিনতে পারবেন।

খানিক নীরব থেকে শিক্ষক বললেন, ঘটনাটা আমার মনে পড়েছে। কিন্তু আমি তো জানতাম না যে ঘড়িটি তোমার পকেট থেকেই বেরিয়েছিল!
কারণ যে জন্য তোমাদের চোখ বন্ধ করতে বলেছিলাম, সেই একই কারণে আমিও তো চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমি দেখিই নি ঘড়িটি কার পকেটে ছিল।

আসলে ঘড়িটি ফিরিয়ে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। কাউকে চোর স্ট্যাম্প মেরে তার জীবন নরক বানিয়ে দেয়া নয়।

(ইংরেজিতে পড়া একটি কাহিনীর ভাবানুবাদ)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৯

শায়মা বলেছেন: কাউকে চোর বানানোতে কোনোই কৃতিত্ব নেই। :(

অনেক ভালো লাগা ভাইয়া।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সতত।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: চমৎকার গল্প।
শিক্ষক মহাশয় গ্রেট।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: হৃদয় ছোঁয়া গল্প ।সম্পূর্ণরূপে মানবতা দিয়ে বোঝাই কিন্তু এখন বিরল ।

এখন আমরা সকলেই অন্য ব্যক্তিকে দোষী প্রমাণ করার চেষ্টা করছি এমনকি যদিও সে আসলে দোষী নয় ।
মহৎ মানব হিসাবে আদর্শ শিক্ষক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.