নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : তেল মারা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৯

আমাদের চঞ্চল হলো এক নম্বর এর ফাঁকিবাজ, কিন্তু বস কে তেল মারতে এক নম্বর..
বস যা বলবে চঞ্চল করতে দৌড়োবে | অফিসের কাজ তো বটেই , ছেলের স্কুল এর ফিস দেওয়া , মেয়ের নাচের ড্রেস নিয়ে আসা সব চঞ্চল করতো |
আমাদের তখন এম ডি হয়ে এলেন চক্রবর্তী সাহেব | যথারীতি চঞ্চল, চক্রবর্তী সাহেবের প্রিয় হয়ে উঠলো কিছু দিনের মধ্যেই |
কোথায় ওনার গাড়ি সার্ভিস করা , ছেলের স্কুল এর প্রজেক্ট করে দেওয়া , মেয়ের অর্গান টিচার ঠিক করে দেওয়া , সব-ই চঞ্চল।
এমনকি চক্রবর্তী সাহেব এর বৌ শপিং করতে যাবে , সেখানে সঙ্গে যাবে কে, কেন চঞ্চল | আমাদের তো খুব হিংসে হতো , যে বেটা এই করে প্রমোশন বাগাবে |
এই রকম চলছিল ভালোই | হঠাৎ করে একদিন সকালে খবর এলো চক্রবর্তী সাহেবের এর মা মারা গেছেন | অফিস খালি করে আমরা চললাম ওনার বাংলো তে |
এম ডির মা মারা গেছেন বলে কথা | সবাই খুব দুঃখ দুঃখ মুখ করে ঘুরছে | এক এক জন কে তো দেখে মনে হচ্ছে তার নিজের ই মা মারা গেছে |
কিন্তু আমরা অবাক হলাম!!
চঞ্চলকে কোথাও দেখা যাচ্ছে না | চক্রবর্তী সাহেব এর বাড়ির এই অবস্থা, ও তো সব ব্যবস্থা করবে, কিন্তু সে বেপাত্তা।
আমরা আলোচনা করতে লাগলাম কোথায় গেলো | কেউ বলে ফুল কিনতে গেছে, কেউ বলে খাট কিনতে গেছে, কেউ বলে পুরোহিত খুঁজতে গেছে।
কিন্তু না, খাট, ফুল, পুরোহিত সব এসে গেলো, চঞ্চলের দেখা নেই | স্কোর বাড়াবার এতো ভালো সুযোগ হাতছাড়া করলো।
যাই হোক একসময় সাহেবের মা কে নিয়ে গাড়ি এগিয়ে চললো শিবতলা শ্মশানের দিকে | আমরাও সাহেবের পিছন পিছন চললাম | হাজার হোক এম ডির মা | অফিসএর কাজ চুলোয় যাক |
শ্মশানে গিয়ে দেখা গেলো সেদিন যেন মরার ধুম পড়েছে। প্রায় ১৫-১৬ টা মৃতদেহ অলরেডি লাইন এ। দুটো চুল্লি হলেও প্রায় ৮-৯ ঘন্টা লাগবেই ।চক্রবর্তী সাহেবের ফর্সা মুখ এই অবস্থা দেখে লাল হয়ে উঠছে ক্রমশ |
হঠাৎ দেখা গেলো দুই নম্বর বডিটা আস্তে আস্তে উঠে বসছে । সবাই হই হই করে উঠলো | আরে এতো চঞ্চল।
"স্যার স্যার, আপনার মা কে যাতে কষ্ট করে লাইন দিতে না হয় তাই আমি লাইন দিয়ে রেখেছি!!"
.
।।।।।।।মরাল ।।।।।।।।
★তেল মারারও একটা সীমা থাকা উচিত★

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১

অদ্ভুত_আমি বলেছেন: অসাধারণ তেলবাজী !!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: নব্য ধনীরা তেলবাজি পছন্দ করে।

ভজহরিদাকে নিয়ে লেখা বিভিন্ন জাগায় দেখেছি। সেগুলো কি আপনার লেখা না?
এতদিন কোথায় ছিলেন? কোনো খোঁজ খবর নাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সত্যি কারের তেল বাজ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



একটু বেশী হয়ে গেছে, তবুও রম্যের প্লটটা বের করতে ভাবতে হয়েছে।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭

মাহমুদ শরীফ মুন্না বলেছেন: এ রকম অনেক চঞ্চলই আমাদের আশে পাশে ঘুরে বেড়ায়। রম্য হলেও গল্পটি পড়ার সময় অনেক চঞ্চলের চেহারা চোখে ভেসে উঠলো। ;)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অসাধারণ রম্য লিখেছেন, সমাজে এমন মানুষ অনেক আছে...

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: তৈলবাজ হলেও সে বেশ করিৎকর্মা। তেলের পেছনে সময় না দিয়ে কাজের পেছনে সময় দিলে ভালো করবে বেশ।

৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: B-) =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.