![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিশের নিচে রসুন, ভালো ঘুম
রসুন মসলা জাতীয় খাবার হলেও এর ওষুধি গুণও রয়েছে। সুস্বাস্থ্যের জন্য রসুনের ভূমিকা অকল্পনীয়।
হার্ট, যকৃৎ ও ঠাণ্ডার সমস্যার নিরসনে এবং ধমনী পরিস্কার ও বিশুদ্ধ রক্তের চলাচল স্বাভাবিক রাখতে রসুন খুবেই উপকারী। পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, লিভার, পিত্তথলি ও পাকস্থলী সবল রাখতে এবং হজমশক্তি বাড়াতে রসুনের গুণাগুণ অতুলনীয়।
গবেষকরা অনেক আগেই রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে মত দিয়েছেন। তাই বিশেষজ্ঞরা প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাওয়ার পরামর্শ দেন। ডায়াবেটিস প্রতিরোধেও রসুনের ভূমিকা অনস্বীকার্য।
রসুনের সংস্পর্শে থাকলেও এর ভেষজ কার্যকারিতা চলতে থাকবে বলে সম্প্রতি বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে বালিশের নিচে এক কোষ কাঁচা রসুন রাখলে ভালো ঘুম হয়। এর কারণ হিসেবে
বিশেষজ্ঞরা বলেন, রসুনের কার্যকারিত নেতিবাচক মানসিকতা এবং হতাশা দূর করে। খুব দ্রুতই এর সুফল পাওয়া যাবে বলেও তারা মত দেন।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
মানিজার বলেছেন: জয় হো রসুন!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
Rhahin Chowdhury বলেছেন: একটা রসুন দেন তাহলে আমার কাছে রসুন নাই।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
ভ্রমরের ডানা বলেছেন: রসুন নয় উপরে গাজি ভাইয়ের কমেন্ট দেখে যকৃত, হার্ট ফুসফুস সব ঠান্ডা হয়ে গেল।
আপনি ভাল লিখেছেন! এরকম আরী লিখুন ভাই!
শুভকামনা।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২
মুক্তকামি জনতা বলেছেন: ভালো লাগলো মনে চাইলে ঘুরে আস্তে পারেন ...।http://bdbarta24.net/
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪
ঢাকাবাসী বলেছেন: আরো খুলে লিখুন, এসম্পর্কে ভাল ভাল লেখা আছে। তবু ভাল লাগল।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন: আজকে ঘুমানোর সময় বালিশের নিচে রসুন ইনশাল্লাহ্।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
সেদিন বাসে যেতে জমিতে রসুন গাছে দেখলাম, তারপর থেকে ভালো লাগছে।