![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
জলপ্রপাতের সুর ; হেসে ভেঙে গড়িয়ে যাচ্ছো -
রূপালী রোদের রঙ - কী দারুণ ......
শিরি !...
রোদমগ্ন পাখিরা ফেরার -
ভোরের আকাশ ফিরে গেছে ।
জলের জরুলে মৃতপ্রায়
বিষাদের রেণু -
আতসি কাঁচের গাঢ় চোখ.....
ঝরে পড়া বকুলের ঠোঁটে -
পুড়ে যাচ্ছে অন্ধকারের রাত
বারোয়ারি কামনার স্তুতি।
ঝুম বৃষ্টির মতো সন্ধ্যা নামছে
উড়নচণ্ডী শহরে ; এখন ক্রান্তি সময়.....
তোমাকে নিয়ে কবিতা লিখবো ।
দিগন্তের পার ঘেসে ফিরে যাচ্ছে রোদ
তোমার ঠোঁটের ভাঁজে চুমকুড়ি ।
চোখের জলের রঙ পাখিরাও...
তোমাকে একগুচ্ছ রজনীগন্ধা দিয়েছিলাম
যার প্রতিটি পাঁপড়িতে আমার হৃদয়ের রঙ মেশানো ছিলো।
তুমি খুব হেসেছিলে ;
উচ্ছ্বাসে ভেঙে পড়া ঝর্নার মতো -
দু'চোখে আনন্দের যাবতীয় সুর তুলে - ধ্রুপদী নাচের ঢঙ -
বলেছিলে -...
প্রায়শঃই দেখি ,
খোলাছাদে বসে আছো - একা
দুচোখে মেঘের ছটা ; চিবুকে অরণ্য ছায়া ফেলে...
তোমাকে এখন খুব মনে পড়ে, দুপুরে সন্ধ্যায়
কোন কাজ থাকেনা যখন । এলোচুল সময়ের
অস্থির শরীর কাঁপে ; ধু ধু প্রকৃতির পরিমিত...
আমার অস্তিত্ব জুড়ে আজন্ম মুখর ব্যাকুলতা
মেঘ রোদ বৃষ্টির উচ্ছ্বাস - ভরা কটালের গান -
বোধের বিভায় জাগে ! বুকের বিথারে বেদনার...
যতোই দ্বিরুক্তি রাখো অরাজক চোখের তারায় -
ভোরের নদীরা হিম জ্যোৎস্নার জলসিঁড়ি ভেঙে
তোমার উঠোনে নামে , নিরাকুল পাখিদের চোখে...
বসন্ত উৎসব শেষে কোন এক হেমন্ত বিকেলে
বর্ণহীন পাতারা যেমন,-
বৃন্তচ্যুত ঝরে যায় পৃথিবীর মুখ ; বিস্মৃতির...
কথা সে তো কথার কথা
যুক্তি সে তো খোঁড়া
নিয়ম নীতি সব বেহুদা...
©somewhere in net ltd.