নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বিকালের কাছে নতজানু দাঁড়াই প্রতিদিন
আকাশের কাছে আমাদের জলজ প্রার্থনা আছে
বুক পকেটে সাজিয়ে রাখা পদ্মলিপি
কাঁঠালিচাঁপা জমিয়ে রাখে কমলা ঘুমের ঘ্রাণ
(দেয়াশলাই বাক্সে ফেরি হবে ওরা রাতের শহরে)
গা ঘেঁষে দাঁড়ালে যখন আর...
১
জামাহীন সুখি মানুষ, সুবোধের বন্ধু হও
আমি তোমাদের জন্য সেলাই করে দেব সবুজ পাতা
বুদ্ধের পাজামার মাপমত, জলপাই মুকুটের সাজ
ক্যাকটাস পেয়ালায় সুরভিত মদ ঢেলে
পাশে দাঁড়িয়ে থাকব অনুগত অপেক্ষায়...
২
প্রাচীন আগুন গুহায় আঙুলে আলোর...
তাকে তুমি কোথায় রাখবে শূন্যতায়
ছায়াশরীর, যখন সকল বিভ্রম মনে হয়?
আমাদের হাড়ের গভীরে ঢুকে যাচ্ছে বিরান
কাঁচের দেয়ালে মরচে, নৈ:শব্দ্যে ভাসছে ডুবোশহর,
একটা কবিতার লাইন আসছে না বহুকাল
এমনটা হয়ে গেল আমাদের যৌথ বিজন-বাস।
কলিংবেলের...
এরকম কী হল যেন
মাথার মধ্যে আটকে আছে একটা অনড় পাথর,
শিরার মধ্যে প্রতিফলিত বাসনার আলো,
টুপটাপ বৃষ্টি ঝরছে হাতের তালুতে,
অলস জলের লাটিম
সারাদিন তার কথা ভেবে ঘুরছে
কালি ও কালমে ভাবনার...
আজকের রাত মরে যাবার জন্য প্রশস্ত সুন্দর
ইচ্ছেয় হোক আর অনিচ্ছেয়।
পুনরাবৃত্তির নীলাকাশ নিচে
প্রচন্ড সন্ধ্যাযাপনের ক্লান্তি গায়ে মেখে
ফিরে আসাটাই গন্তব্য জেনেছে সবাই।
কেউ কেউ যারা রশি হাতে অশ্বত্থের ডাল বেয়ে
উঠে যায় আকাশে,...
জীবন বন্ধক রাখিয়া
একটি আবাস করিব খরিদ
দরজা জানালা টাইট করত-
বাতাস আর শব্দ মাঝে
প্রহরী থাকবে সুনিশ্চিত।
মুনকার-নাকিরকে করিব আহবান
সময়ের আগে হোক সময়সন্ধান।
আর খানিকটা দেরী হয়ে গেলে যাক
তাড়াও অতটা নাই সুনীল
জীবন তো হেঁটেই...
ভোররাত থেকে হালকা আঁচে সেদ্ধ হওয়া
ব্যাঙের স্যুপ খেয়ে দিন শুরু করি
প্রতিদিন আমার বড় সময় কেটে যায়
একটা করে ব্যাঙ শিকার করতে।
মাঝে মাঝে ভাবি ব্যাঙের খামার করব
ব্যাংক লোন পাওয়া গেলে ভাল হত
রোমান্টিক...
শতাব্দীর গভীরতম দুঃখ নিয়ে
জানলায় তাকিয়ে আছেন তিনি
বিছানাবন্দী শুভ্র পালক বিছিয়ে
দিনের বেশিরভাগ কেটে যায় শব্দহীনতায়
শতাব্দীর গভীরতম চিন্তার ভাঁজ তার কপালে
পৃথিবীর কিনার ধরে ঝুলে আছে নুহের নৌকা
সবার ঠাঁই হবে না। ইশ্বর...
মানুষ
এই পৃথিবীর মতই
মানুষেরও আছে তিনভাগ জল
তবুও মানুষ
এক জৈবিক পাথর মূলত,
যারা বিপন্ন চাঁদের আলোয়
মিলিত হয় সংলাপ ও সংগমে
বস্তুত, মানুষ সূর্য নয়—
আলো ও অন্ধকারের মাঝামাঝি
এক বিষণ্ণ গোধূলি বিশেষ!
...........................
০৬.০৯.২০১৭
শেরপুর।
জীবন
আমার কাছে জীবন...
সবকিছু ভেঙে পড়ে
সব...
তোমাদের যত সব পেলব অনুভূতি
সম্পর্ক- দায়- ভালোবাসার
প্যাচাল ও ক্যাচাল
ভেঙে পড়ে
গড়িয়ে পড়া সেতুর মত
যখন টোকা পড়ে
আমি দেখেছি
ফুল কপালে গুঁজে নৃত্য
আহা- কী মনোহর!
একই সাথে
অদ্ভুত কদাকার!
তোমাদের দেখতে দেখতে
আমার ব্রহ্মতালু জ্বলতে থাকে
ফুটতে...
খুব সাধারণ কোনো এক আলোয়
হারিয়ে যাবার সেই সব মেঘেদের সাথে
আমার আর কোনো মোড়ে দেখা হল না!...
ইচ্ছে-মানুষ
আমি ঠিক কবে মারা গিয়েছিলাম? কতবার?...
১
এখনো পারি আকাশটাকে রাত জেগে
লেখা নষ্ট কবিতার মত ছিঁড়ে...
প্রথম অধ্যায় থেকে যতদূর পর্যন্ত বৃষ্টি হয়
জোছনা ও রোদ্দুরের বর্ণমালায়,
মায়ের হাতে বানানো কাসুন্দির ঘ্রাণ ছিল...
©somewhere in net ltd.