![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে ছুবো বলে-
ফেলে এসেছি বোতল ভর্তি রঙ্গিন আগুন।
স্বাক্ষী থাক গোধূলীর স্নান-
আমি তোমাকে দেখার পর অন্ধ হয়ে যাবো-
তোমার চোখ আমার শেষ আলো হোক!
তোমাকে ছুয়েই প্রতিজ্ঞা করবো-
আমার অস্তিত্বের তীর্থ হবে...
আমার কাছে কোনো দাবী নেই-
রাস্তা কামড়ে থাকা নিখিল বিপ্লব, আগুনে হরতাল, বিদ্রোহের প্রেমিক অথবা প্রেমিকের বিদ্রোহ;
মাধবীলতা, বনলতা সেন; প্রেমিকা, পতিতা অথবা পতিতা প্রেমিকা;
আমার কাছে কারো কোনো পাওনা নেই
কোনো মাটির পতাকা...
হৃদয়টাকে একটু দেখে রেখো-
অনাদর,অবহেলা,অপ্রেমে ভুগেছে এক অদ্ভূত তুমিহীন অসুখে এতোটাদিন-
গর্বিত প্রজাপতি হৃদয় ইদুরের সাথে থেকে থেকে ক্লান্ত
তোমাকে ভালোবাসা ছাড়া এর আর কোনো মহত্ত্ব নেই
তুমি একে ফিরিয়ে দিলে সব জুয়াড়িই সন্ন্যাসী...
আমি তোমাকে হারিয়ে ফেলেছি আজ বছর-তিন
ভোরের কুয়াশা গুনে রাখে দিনের হিসাব
আমি ভাবলেশহীন
অনর্থক অভিমানে যতো চিঠি লিখেছিলাম-সব
থেকে তোমার ডাকঘর মুছে দিয়েছি।
আমাদের পরিচিত ডাকবাক্সে জং ধরে গেছে।
আমি জানি-
পৌষের রাত জানে-
জানে গোধূলির...
তোমার সাথে আমার যা ছিলো, তা আছে; এখনো আছে। যতটুকু থাকার কথা ছিলো; তার থেকে অনেক বেশি করেই আছে।
সমস্ত চিত্ত আঙ্গুলের ডগায় নিয়ে এসে তোমাকে পাওয়ার আবদার করে তোমাকে...
Yann LeCun
Director of AI Research, Facebook
Professor, NYU School of Engineering
মূলত কম্পিউটার ভিশন নিয়ে কাজ করেন। কম্পিউটার ভিশন সংক্রান্ত অ্যাপ্লিকেশনে ফেসবুকের এগিয়ে যাওয়ার পেছনের মানুষটি খুব বেশি প্রচারের আলোয় থাকেন...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কোনো যন্ত্রের এমন কাজ করার ক্ষমতা যা একজন সাধারণ মানুষের স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক উতকর্ষতা দিয়ে করা সম্ভব। সহজ কথায়, একজন মানুষ যা করতে পারে, কোনো যন্ত্র যদি তা...
The Godfather of AI- Geoffrey Hinton
Professor at University of Toronto
Works at Google
মেশিন লার্নিং নিয়ে এখন যতো ধরনের কাজ হচ্ছে; স্পিচ রিকগনিশন থেকে শুরু করে বোল্টজম্যান মেশিন পর্যন্ত- সব...
There are two problems of having a sensitive heart. First, you have a heart and then second, it is sensitive.
You see everything, observe everything. You want everything to make...
ভাবতেছি একদিন তারা দেখতে গিয়ে আর ফিরবো না!
আমার হৃদয়টা একদিন আমাকে সন্যাসী বানিয়ে ছাড়বে। হৃদয়টা যিনি বানিয়েছেন তার প্রতি মাঝে মাঝেই খুব অভিমান হয়; এতোটাই নাজুক যে হাসিতেই বিকোয়,...
মাদকতায় জড়িয়ে থাকা-
খেয়ালবিহীন ঘড়ির কাটার টিকটিকিয়ে চলতে থাকা-
তোর দু-চোখ- ঠোটে হাসি-
আমার যুক্তিবিহীন আশা- ভালোবাসা
একেই নাকি বলে!
উজাড় স্বপ্ন যুগল হৃদে অযুত নাকি হয়
আমার নাইতো পরিচয়-
আমি শুধু, তোকেই শুধু চিনি
তোর মুখটা অযুত...
When the grave will have bushes
I will finish up business.
I will walk away bold
And with the bushes will grow old.
And will tell you all the regrets-
The biggest lies...
যদি এমন হয়- তুমিও আমাকে ভালবেসেছো উথাল পাথাল
ঠিক আমার মতো করেই!
আর আমার মতো করেই নিজেকে দূরে সরিয়ে রেখেছো এই ভেবে যে,
আমি তোমাকে ভালোবাসি না!
এমন যদি হয়-...
©somewhere in net ltd.