নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আমিও অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯


আমিও অমলকান্তির মতো
রোদ্দুর হতে চেয়েছিলাম
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ!
আমার কোন দিদির নাম দূর্গা ছিলো না
তার পরও পলাশ ডাঙ্গার মাঠ পেরিয়ে
রেল লাইনের সমান্তরলে সাম্যবাদের
পথে হেটে কলেজের দেয়ালে চিকা মেরেছিলাম।
"গোবিন্দ তোমার রক্ত মাখা শার্ট আমাদের আদর্শের পতাকা"

সস্তা ব্রিষ্টল ফেলে নকল হাভানা চুরট ধরিয়ে
এক গাঁদা ধোঁয়ায়
কাকিনা ষ্টেশনে ট্রেনে উঠে চলে যেতাম কিউবা!
কমরেড ডেকেছে
যেতে হবে বাংলা থেকে বলিভিয়া।

ক্যারিবিয়া থেকে কারমাইকেল কলেজ
প্রতিটি দেয়ালে আমি মনসঃপটে
চিকা মেরেছিলাম"ইনকিলাব জিন্দাবাদ"
সেই বিপ্লবের মতো
আমিও এখন
পুঁজিবাদের কাছে মুখ থুবরে পড়ে আছি।

অসাম্প্রদায়িক বাংলা গড়তে
যবনের ছেলে হয়েও
গাজনের মেলায় আমি শিব সেজেছিলাম!
কুলগুরু কোল কোন্দের পীরের চেয়েও কার্ল মার্কস
আমার কাছে বেশী সম্মানের ছিল।

খন্দকারের মেয়ে আমার বাইকের পিছনে উঠে
বলেছিল"এই পথ যদি না শেষ হয়........
পথ শেষে
সে ঠিকেই পৌছে গেছ অন্যের ঘরনী হয়ে।

আমি শরাবের পেয়ালায় পথ খুঁজে ছিলাম বলে
বাবা আমায় বিয়ে দিয়ে সংসারী বানাতে চেয়েছিল।
কিন্তু যে রোদ্দুর হতে চায়,
সংসার কি তারে মেঘ হয়ে বাধা দিতে পারে!

তাই একদিন ভগবাণ বুদ্ধের মতো
ঘুমন্ত স্ত্রী পুত্রকে রেখে রাতের আঁধারে বেরিয়ে
ইট কংক্রীটের এই নগরীতে
এসে দুঃখ বিলাসে মেতে উঠেছিলাম।
কোন অশশ্থ বৃক্ষ আমাকে ছায়া দান করেনি
মেস বাড়ীর
চিলাকোঠার ছাদে আশ্রয় নিয়েছিলাম।

আমার বউ চিঠি লিখেছিল
"ভগবাণ তুমি ফিরে এসো"
তোমার ছেলের বেবী ফুুড ফুরিয়ে গেছে
বাবার ওষুধও শেষের পথে
আমার শাড়ী বাসন্তীর জালের মতো হয়েছে।

দুঃখ বিলাসে নয় দারিদ্র্রের করাল গ্রাসে
আমার সব আদর্শ যমুুনার জলে ভেসে গেছে।
পুঁজিবাদের সৌন শিবিরে যোগ দিয়ে
আমি এখন কর্পোরেটের কেরানী সেজেছি।

আটপৌর জীবনের ঘানি টেনে টেনে
আমি এতটাই ক্লান্ত যে রোদ্দুরে ভয় পাই!

পূথিবীর কান্না দেখে
উট পাখির মতো মাথা লুকাই।
আমার স্বপ্নরা এখন
পোঁয়াজ,মরিচ চাল,ডালের
মুুুল্যের মাঝে ঘোরা ফেরা করে।
আটপৌর জীবনে আমি এখন বৃত্তবন্দী।
অমলকান্তি,রবিবাবু,মার্কস,লেলিণ,গোবিন্দ, চে গুয়েভারা
আর এখানে আসে না।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬

প্রান্তিক জন বলেছেন: মর্মস্পর্শী কবিতা। এবং চরম বাস্তবতার রূপায়ন। কিন্তু আফসোসের কিছু নেই। যে আদর্শের জন্য আপনার নিখাদ আবেগ একদা গুমড়ে উঠত, তার ধ্বজাধারীরা এক একটা আস্ত পুঁজিবাদী।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রান্তিক জন।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মিয়া ভাই, কী লিখলেন এইডা? অামার দুঃখকথাই তো অাপনার লেখায় পড়ছিলাম ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

কল্লোল পথিক বলেছেন: হুম আমি একজন ব্যার্থ বিপ্লবী সেটা প্রেম অথবা যুদ্ধে। ধন্যবাদ সাধু ভাল থাকবেন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

দীপংকর চন্দ বলেছেন: লেখার বিষণ্ণতা মন ছুঁয়ে গেলো!

কোন না কোন অমলকান্তি রোদ হয় হয়তোবা!

না-ও যদি হয়, তবু কামনা করি, ভালো হোক মানুষের শেষঅবধি।

শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন দীপংকর দাদা?
আপনাদের অনুপ্রেরনা আর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট গুলো আমার লেখার প্রেরণা।
ধন্যবাদ।অনেক শুভ কামনা জানবেন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই, ফ্যান হয়ে গেলাম তো কবিতা পড়ে। এখন সারাদিন ঘুরতে থাকলে তো সমেস্যা। :)

সত্যিকার অর্থেই মুগ্ধ হলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

কল্লোল পথিক বলেছেন: রাজ পুত্র আমিও আপনার মত দিশেহারা হয়েছি।
ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

নুরএমডিচৌধূরী বলেছেন: দুঃখ বিলাসে নয় দারিদ্র্রের করাল গ্রাসে
আমার সব আদর্শ যমুুনার জলে ভেসে গেছে।
পুঁজিবাদের সৌন শিবিরে যোগ দিয়ে
আমি এখন কর্পোরেটের কেরানী সেজেছি।

আটপৌর জীবনের ঘানি টেনে টেনে
আমি এতটাই ক্লান্ত যে রৌদ্দুরে ভয় পাই।

অনবদ্য প্রাণবন্ত কথা মালা
মন কে ভরিয়ে দিলেন
প্রয়তে রাখলাম

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন চৌধুরী সাহেব।
অনিঃশেষ শুভকামনা জানবেন।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আটপৌর জীবনের ঘানি টেনে টেনে
আমি এতটাই ক্লান্ত যে রৌদ্দুরে ভয় পাই।


জীবন এমনই হয়।

কিছু বানানে সমস্যা হয়েছে, ঠিক করে নিয়েন।

অনেক শুভেচ্ছা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তনিমা দিদি সুন্দর পরামর্শের জন্য ।
অনিঃশেষ শুভকামনা জানিবেন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অনবদ্য +++++

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
নতুন দিনের শুভেচ্ছা রইল।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

রিকি বলেছেন: ভালো লেগেছে ভাইয়া। :)

অসাম্প্রদায়িক বাংলা গড়তে
যবনের ছেলে হয়েও
গাজনের মেলায় আমি শিব সেজেছিলাম!
কুলগুরু কোল কোন্দের পীরের চেয়েও কার্ল মার্কস
আমার কাছে বেশী সম্মানের ছিল।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রিকি ভাইয়া।অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: হ্যাভী লিখেছো ৷ সাম্যবাদ খুব কঠিণ শব্দ হওয়ার চাইতে বলাটা সহজ ৷ কথাগুলো এই কারণে বললাম তার কোন প্রক্রিয়াই নেই যে সে আসবে ৷ আর একটা কথা সাম্যবাদ এলে ধর্ম যাবে হাড়িয়ে ৷ এই জন্যই কমনিস্টরা নাস্তিক হয় ৷

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন দাদা?
তখন বয়স ছিল কম তাই স্যাম্য বাদকেই ভেবেছিলাম মুক্তির মুলমন্ত্র। আর ধর্ম সেটা নিয়ে আমি কখনও মাথা ঘামাইনি।
ধন্যবাদ।অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নুরএমডিচৌধূরী বলেছেন: আজও এসেছিলাম
নতুন কিছু পেলাম না ভ্রাতা
ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
আমার মতো অধমের ব্লগে ঢুঃ মারার জন্য।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: পড়ে মুগ্ধ হলাম। অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

কল্লোল পথিক বলেছেন: কেমন আছেন প্রামানিক ভাইয়া? অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

এহসান সাবির বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লেগেছে।

শুভ কামনা থাকল।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৫

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন হয়েছে
+++

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

তাসলিমা আক্তার বলেছেন: অমল কান্তি “রোদ্দুর” হতে চেয়েছিল “রৌদ্দুর” না। ভালো লেগেছের সাথে ভীষন যোগ না করে থাকা গেল না। মানুষ এতো ভালো লেখে কি করে!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তাসলিমা আক্তার।অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

আরাফআহনাফ বলেছেন: "বেবী ফুুড ফুড়িয়ে গেছে "
দয়া করে বানানটা একটু দেখবেন?

কবিতা নিয়ে বলার কিছু নেই।
কথামালার আশ্চর্য্য গাঁথুনি - পরাজিতের হাহাকার বাজিয়ে গেলেন পুরো কবিতায়।
মুগ্ধ আমি। অহর্নিশ ভালো লাগা জানবেন। সাথেই আছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আরাফআহনাফ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.