নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

জাতিস্মর

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪


আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।

আমি যুগে যুগে জন্ম নেই
চাড়াল,চন্ডাল,ধীবর,সাঁওতালের ঘরে
যেন রেখ যেভাবেই দেখ আমি সেই।

আজন্ম উপাধি আমার থাকে দাস হয়ে
আমার উপর যত অত্যাচার কর
আমি নিরবে যাই সব সয়ে।

আমার পিতৃভূমে আমি এখন পরবাসী
আর্য যবন মোঘল রাজপুত
ওরাই এখন এ ভূমের স্বদেশী।

যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদীনিকে ধর্ষন।

আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
কোন শাস্ত্রে লেখা নেই তার কথা
তবুও বেড়ে যায় আমাদের আয়ু।

শিব,কালী,দূর্গা,কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে
সেখানে খলনায়ক আমি,অসুর।

চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে
আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।

চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।

আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না
কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।

সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

পার্থিব লালসা বলেছেন: যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদীনিকে ধর্ষন


++++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে প্রতীতি।
সুপ্রিয় সুহৃদ পার্থিব লালসা।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: আমি সেই জাতিস্মর
হাজার বছর আগে
আমার পূর্বপুরুষ ছিল অনার্য বর্বর।

আমি যুগে যুগে জন্ম নেই
চাড়াল,চান্ডাল,ধীবর,সাঁওতালের ঘরে
যেন রেখ যেভাবেই দেখ আমি সেই।

আজন্ম উপাধি আমার থাকে দাস হয়ে
আমার উপর যত অত্যাচার কর
আমি নিরবে যাই সব সয়ে।

আমার পিতৃভূমে আমি এখন পরবাসী
আর্য যবন মোঘল রাজপুত
ওরাই এখন এ ভূমের স্বদেশী।

যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদীনিকে ধর্ষন।

আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
অনার্য বর্বর আমি
পেশীশক্তিতে সেরা ছিল আমার বাহু।

শিব,কালী,দূর্গা,কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে
সেখানে খলনায়ক আমি,আমাকে বানিয়েছে অসুর।

চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে
আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।

চানক্যের কুটচালে আমি আজ ঘর ছাড়া
তারাই এখন বাবু সেজে
দাঁপিয়ে বেড়ায় আমার নমোঃশুদ্রের পাড়া।

আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না
কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।

সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র।

কবিতা জোড়ে অনেক কিছু জানার
+++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ ।কিন্তু আজকাল ভাল লেখা ব্লগে আর পড়ছে না । সেক্স আর ধর্ম বিরোধি লেখা দিলেই হামলায় পরে পড়ছে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ দেব দাদা।
আপনাদের মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ওরে বাবা, সব ইতিহাস নিয়ে এসেছেন । চমৎকার! ভাল্লাগসে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ সাধু।
আপনাদের মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

প্রামানিক বলেছেন: পুরো ইতিহাসে টান দিয়েছেন। অনেক ভাল লাগল। ধন্যবাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ প্রামানিক ভাইয়া।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নেক্সাস বলেছেন: আপনার কবিতার টোন টা অন্যরকম। আমাকে বেশ আনন্দ দেয়। তবে আমার একটা রিকোয়েষ্ট আছে একটা কবিতা লিখে নিজে নিজে আবৃত্তি করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টোটালী ভাল না লাগবে ছুরি কাঁচি চালাবেন। তারপর যখন দেখবেন আপনার কাছে বেশ ভাল লাগছে তখন পোষ্ট দিবেন।


শিব,কালী,দূর্গা,কাল যবনে আমি করিনি কসুর
পরাজিত হয়ে উপাখ্যান বেঁধেছে
সেখানে খলনায়ক আমি,আমাকে বানিয়েছে অসুর।


আমার পূর্বপুরুষ ছিল চন্ডাল রাহু
অনার্য বর্বর আমার ছিল না হতিয়ার
পেশীশক্তিতে সেরা ছিল আমার বাহু।

এখানে দেখুন ছন্দপতন আপনার কানে লাগে কিনা?


১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই সুপরামর্শের জন্য।
ভাই আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।আমি আপনার মত এক জনকে সর্বদা পাশে চাই যে আমার ভুল গুলো দেখিয়ে দিবে।
সর্বদা পাশে থাকবেন এই কামনা করি।
আন্তরিক শুভেচ্ছে গ্রহন করবে সুপ্রিয় স্বজন।
সর্বদা ভাল থাকবেন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

শুভ্র বিকেল বলেছেন:
সেলাম আর্য,যবন,রাজপুত আমি নমোঃশুদ্র
আমার পিতৃভূমে পরবাসী হয়ে
আজ আমি অনার্য সংখ্যালঘু অচ্ছুৎ ক্ষুদ্র।

পুরো লেখায় অসাধারণ। কপি করার কোন সুযোগ নেই। চমৎকার। শুভেচ্ছা কবি। সুন্দর থাকবেন সবসময় ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ শুভ্র বিকেল।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৭

তার আর পর নেই… বলেছেন: ভালো লেগেছে।+

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয়সুহৃদ "তার আর পর নেই" ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার কবিতার ঢঙটাই আলাদা। ভালো লাগে। +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ দিশেহারা রাজপুত্র ভাইয়া।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লিখেছেন। অনেক উচুমানের লেখা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ কবি মাহবুবুল আজাদ ভাইয়া।
আপনার মন্তব্যে সর্বদা অনুপ্রানিত হই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ব্যথার ইতিহাস চমৎকার ভাবে প্রকাশ। খুব ভালো লেগেছে!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ রাণা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


আজকের বাংলাদেশই বড় উদাহরণ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ চাঁদগাজী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই, চমৎকার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে একটা আদ্যোপান্ত চমৎকার কবিতা পড়লাম, ছবিটাও চমৎকার।
আমিও প্রেমিক ছিলাম রসিক মহাজন
আমার চেয়ে অধিক জানিত না
কোক শাস্ত্রের নায়ক ব্যাৎসায়ন।
-- বাহ!
শুভেচ্ছা জানবেন কবি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কবি
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

বিজন রয় বলেছেন: !!!!!!
আসলেই আসলেই এরকম কবিতা চাই।
অসাম কমরেড!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

কল্লোল পথিক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ জানাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

ফেরদৌস প্রামানিক বলেছেন: আজকে দুটি ভিন্নমাত্রার অসাধারণ কবিতা পড়েছি । তার মধ্যে এটি একটি !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ফেরদৌস ভাই।
পাঠে ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

আজাদ মোল্লা বলেছেন:
চর্যাপদে লেখা ছিল আমারই কথা
সেটাও কেড়ে নিয়ে
আমায় দিয়েছে শিকড়ছাড়া বৃক্ষের ব্যাথা।
অনেক সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।

১৮| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: যারা আমার কাছে শিখেছিল করতে ভূমিকর্ষণ
ধর্মের ঢোল পিটিয়ে
তারাই করেছে আমার বিনোদীনিকে ধর্ষন।

আধুনিক বাংলা কবিতার কিছু স্বাদ গ্রহণ করলাম কবি, খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.