![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নেইল পলিশের সুপ্ত কথকতা
অনেক স্বপ্ন আঁকে দীপ্ত হৃদয় মাঝে,
তোমার শাড়ির বাঁকে লজ্জাবতী লতা
কাঁপন ধরায় লগ্ন ঘেরা সাঁঝে।
তোমার চোখের ভাষায় প্রেমের ছবি দেখে
হৃদয় মাঝে তবলা বেজে ওঠে
ঠোঁটের কোণে রঙ্গীন তুলি মেখে
আমার শূন্য আকাশ কথার মালা শেখে।
তোমার রাতের তারায় শিল্প আঁকার কালে
ফুল কলিতে পূলক জাগে শিশির জমে ভালে,
প্রেমের গল্প এঁকে ঘুম পাড়িয়ে দিলে
আমায় আগুন জ্বেলে শীত পোহানোর ছলে।
তোমার দেহের ভাঁজের দীপ্ত ঈশারা
যখন ঢেউয়ের তোড়ে নৌকা আমার সারা
চাঁদের কিরন মেখে স্নিগ্ধ পড়ি মরি!
আমি মেঘের ভেলায় শুভ্র পথচারী।
©somewhere in net ltd.