![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Bit by bit
A mysterious raison d\'être builds up
In my heart
To wait for you,
Although I know
The lovely beeps in you
Have stopped calling.
You might say, \'So fool a heart!\'
When you...
বৈশাখ মানে রুদ্র প্রতিক্ষার অন্তসভা ছেড়ে
প্রজাপতি হয়ে উড়া;
বৈশাখ মানে কাঁটাতার ছিঁড়ে
খড়তাপ শেষে নিরাময় হল খরা।
বৈশাখ মানে চৌরঙ্গির ধারে
মঙ্গলে আর বাঙ্গালি যাত্রা পালা;
বৈশাখ মানে যোজন পাখায়
এগিয়ে যাবার মেলা।
বৈশাখ মানে...
চৈতি সকালের অভিনন্দন
তোমাকে
চৈতি বসনা রমনী,
\'সৌষ্ঠব দেহবল্লরি\'
মেলে ধর --চৈতালি হাওয়ায়
বসন্তের ঘুরি উড়ানো সন্ধ্যায়
চল, \'বকুলের ঘ্রাণে আকুল হই\'
বিকশিত হোক সুরলহরি;
একদম সাদামাটা আহবান---
বললে তুমি, \'চৈতি হাওয়া কই পাই?\'
\'বকুল তো এখনও ফুটে নাই\'...
এখানে চৈতি হাওয়ায় ফুলকে চায় প্রজাপতি,
যার প্রেমের ছোঁয়ায়
গাঁয়ের বধূ,
এলোকেশে উপচেপড়া
বনের মধু,
বকুলতলায় স্মিতহাসিনী ফলবতি,
হৃদয়মাঝে জলকে চলা মায়াবতি!
এখানে নদীর কুলে
প্রাণের পেলব,
রোদের মাঝে তোমার ঠোঁটে
হাসির ঝলক,
তোমার আচঁল মাঝে...
ভালবাসা মানে চোখে চোখ রাখা
ক্যাম্পাসে, বটতলায়
আড়ালে-আবডালে,
লেগে থাকা--গল্পের ছলে
লাজুক প্রকৃতির বুকে
ধূসর বাদামি শাখায়
কচি পাতায়
সবুজ আর লাল আভা
চোখে-মুখে স্বপ্ন আবির
যখন প্রথম দেখা।
ভালবাসা মানে নৈসর্গিক আলোছায়ায়
হিজল আর তমালের খেলা
আর...
এখানে ভেজা জোছনায় দেবদারুর ছায়া
আদিবাসীর মতো--
ছোট্ট পাখি উড়ে গিয়ে বসে
শালগাছের মাথায়
কাছাকাছি কুয়াশা
দূরে লাল উদয় পদ্মের ম্লান আলো।
এখানে চাদর মুড়ি দিয়ে ভোর আসে
প্রকৃতি কথা কয়
কানে কানে...
আকাশে মেঘ তরঙ্গ তোলে
আজ ভোরে,
নিচে এখানে শিশির একাকী
অনুভবে আমি,
আলুথালু বেশে তুমি প্রিয়তমা
কোন পথ ভুলে।
হঠাৎ খোলা জানালায়----
তুমি,
সুপ্রভাত যেন আরো কাছে
আঁচলে ঢেকে নিয়ে চলো
হৃদ-ভূমে,
দূরে, বহু দূরে,...
আশ্বাসের শুভ্র ডানা মেলে
শরৎ এলো
মুক্তির বারতা নিয়ে,
বর্ষার অবরোধ শেষ হলো,
জীবনের অনুষঙ্গে মুখর প্রকৃতি,
প্রেয়সীর চোখে সুখের ইশারা।
বিরহ কাটানো সুনীল আকাশে
সাদা মেঘের ভেলা,
প্রত্যাশার নদীতীরে কাশফুল,
মেঘ-বৃষ্টি-রোদ,
কান্না-হাসির নির্মল দুরন্তপনা,
ভালবাসায় রৌদ্র-ছায়ার খেলা।
হালকা শীতের বিকেলে
আঁচল ওড়াউড়ি,
শিউলি...
আকাশের চোখ ছলছল
মেঘে ঢাকা সূর্যটা
--মুখভার
বুক ভরা অভিমান
প্রকৃতির---
চোখ রাঙালেই যেন নামবে অঝোরে।
বৃষ্টির সাথে আমার দুরত্বটা চিরকাল
বৃষ্টি আমি তোমাকে চেয়েছি
জমানো আড়ষ্টতা কাটাতে
কতবার --আকুতি, মিনতি--
কিন্তু দেখা মেলেনি দুঃসময়ে।
অথচ এখন দেখো, নতুন...
বিকেলের আলোটা কার্নিস ছুঁয়েছে
সন্ধার আনাগোনা চারপাশে
আর কিছু পর নামবে রাত-- নিশুতি রাত,
গহন রাত --কালির মত অন্ধকার
বড় একা একা আজকাল ---
দিন-রাত;
রাতগুলো আরো বেশি ফাঁকা
ফুরিয়ে...
তুমি এলে অবশেষে
হিম ঘরের 'কোল্ড শক' মুড়িয়ে
কুঁচকানো, দোমড়ানো, জীর্ণ-শীর্ণ ধরণীর
দৈন্যতা মুছে,
তুমি এলে কাক ডাকা ভোরে,
ঝিরিঝিরি বায়ে 'জাগিয়া উঠিছে প্রাণ'
অশীতিপর ঠোঁটের কোণে
স্মিত হেসে, ভালবেসে।
তুমি এলে কাব্য নিয়ে
দোয়েলের শিস...
তুমি আস পর্যটকদের মতো
ভ্রমণের আনন্দে ক্লান্তিহীন চোখ
কালো চুলে সাদা মেঘের আস্তরণ।...
হঠাৎ নিকষ কালো-
অন্ধকার, ছায়াহীন কায়া
নির্বাক সব আলো,...
দারিদ্র মানে হাল্কা হাওয়ায় শেকড়গুচ্ছ আলগা হওয়া
দারিদ্র মানে সাঁতার জেনেও স্রোতের টানে ভেসে যাওয়া।...
অন্তবিহীন মিলনের পথরেখা
সারারাত সারাদিন এঁকে এঁকে
অনির্বাণ আমি-- দিশেহারা,...
©somewhere in net ltd.