![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তবিহীন মিলনের পথরেখা
সারারাত সারাদিন এঁকে এঁকে
অনির্বাণ আমি-- দিশেহারা,
কন্টকিত ছায়াপথ থেকে থেকে
আঁকা বাঁকা--বড় ছন্নছাড়া
প্রেমহীন কবিতায়
এলোমেলো শব্দগুলো ধূসর ধূলোয় মাখা।
ফুটফুটে জ্যোৎস্নায় অন্ধকারের তটরেখা
দখিনা বায়ে মলিনতা
হাহাকার দিনমান
পংকিলতায় ভরা কথকতা
দীপশিখা লেলিহান
হৃদয়ের গহবরে
আকুলি বিকুলি করে অন্তহীন অসারতা।
বসন্তেও উত্তরের হীমরেখা
শীতের কায়াহীন মায়া
হেমন্তে শুকনো শিশির
বরষার দিগন্তে নির্ঝর লেখা
মিলনের কল্পলোকে মরুময় ছায়া।
২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৪
lehan বলেছেন: dhonnobaad! onek kobita i gaane rup niyeche bangla sahitte.....chonder meel rekhe kobita sekele holeo amar pochondo.....
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
গানের মত মনে হল ৷