নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

নিষিক্ত পরাগ

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

আকাশে মেঘ তরঙ্গ তোলে
আজ ভোরে,
নিচে এখানে শিশির একাকী
অনুভবে আমি,
আলুথালু বেশে তুমি প্রিয়তমা
কোন পথ ভুলে।

হঠাৎ খোলা জানালায়----
তুমি,
সুপ্রভাত যেন আরো কাছে
আঁচলে ঢেকে নিয়ে চলো
হৃদ-ভূমে,
দূরে, বহু দূরে, সীমান্ত আলয়ে।

তুমি গোলাপ হয়ে এলে
এই সকালে,
গন্ধে বিভোর মন জানালা...
তোমার চোখে
চাঁদ উজাড় পূর্ণিমা
হৃদয় বলছে থেকে থেকে
তুমি আমার।

বেলা শেষে বালুকাবেলায়,
এই অন্তর চায়,
চোখ বুঝলেই, শুধু তোমায়
কি জানি হয় হৃদয়ে---জানিনে।

এই যে হেথায় ধূপখোলা মাঠে
যদি তুমি কাছে এসে ভালবাসো,
আসবে তো? নাহি ভয়।
তেমনি চাইছি তোমায় কাছে....
ঝড় তুলে, গোলাপী ঠোঁটে,
আসবে তো?
ছন্দ তুলে, ভোরের রং ছড়িয়ে, দেবে তো?
মেঘ মেঘে, উড়ে উড়ে,
..... রাতভর ভালবেসে
এই মনটুকু ভেজাবে তো?

তোমার চিবুক ছুঁয়ে যাব,
আরো ছোঁব--গোলাপ আর লাল পদ্ম....
তোমার বকুল বনের রস-গন্ধ মাখিয়ে গায়ে
রাত হোক ভোর
থেকে থেকে প্রেমাতুর,
"আমার পাখনায় তোমার কোমল স্পন্দন----"।

তোমার শ্রাবণের ধারায়
নিষিক্ত হোক আমার পরাগ....
তোমার লাল নীল গল্প
জড়িয়ে থাক অনুভবে
একলা অবাক ভ্রমণে,
সারাদিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.