নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

অনুবাদহীন

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

ভালবাসা মানে চোখে চোখ রাখা
ক্যাম্পাসে, বটতলায়
আড়ালে-আবডালে,
লেগে থাকা--গল্পের ছলে
লাজুক প্রকৃতির বুকে
ধূসর বাদামি শাখায়
কচি পাতায়
সবুজ আর লাল আভা
চোখে-মুখে স্বপ্ন আবির
যখন প্রথম দেখা।

ভালবাসা মানে নৈসর্গিক আলোছায়ায়
হিজল আর তমালের খেলা
আর দিনভর অপেক্ষা
দাঁড়িয়ে পথের পাশে,
হাতে টকটকে লাল গোলাপ,
বেগুনি পোশাকে
নরম ঘাসের বুকে
বিকেলের লাল সূর্যের নিচে
অদ্ভুত না বলা কথার মায়ায়।

ভালবাসা মানে বোবা আর্তনাদ
কাছে বসেও দৃষ্টি দূরে
বুক দুটো ধুকধুক
ধমনিতে নিবিঢ় সুখ
অলিন্দে নিঃশব্দ চিৎকার
হৃদয় নিশ্চুপ, কোনো কথা নেই,
নেই কোন অনুবাদ।

ভালবাসা মানে শীতের শস্যক্ষেতে
সোনালি বসন্তের কল্লোল
সুন্দর পলাশের নির্জনতা
একটু দূরে থেকে বেশ কাছে বসা
হঠাৎ সূরের তীব্রতা
ছন্দপতনে ফুলগুলো হাত বদল
‘সারা জীবন পাশে থাকার আকাঙ্ক্ষা'
ভাষা হারিয়ে, গতি ছাড়িয়ে
নীল চোখে তাকিয়ে থাকা।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

জয় মন্ডল বলেছেন: ভাল হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.