নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

আনন্দে একাকীত্ব

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আকাশের চোখ ছলছল
মেঘে ঢাকা সূর্যটা
--মুখভার
বুক ভরা অভিমান
প্রকৃতির---
চোখ রাঙালেই যেন নামবে অঝোরে।

বৃষ্টির সাথে আমার দুরত্বটা চিরকাল
বৃষ্টি আমি তোমাকে চেয়েছি
জমানো আড়ষ্টতা কাটাতে
কতবার --আকুতি, মিনতি--
কিন্তু দেখা মেলেনি দুঃসময়ে।

অথচ এখন দেখো, নতুন সুতোর আঁচড়
বেলে মাটিতে মৌ মৌ গন্ধ
স্রোত আর সুরের মুর্ছনা
আনন্দে ডানা মেলে ভিজছে পাখিরা।

পেছনের স্মৃতিকে জাগিয়ে তোলা
একাকীত্ব---
ভিজে ভিজে একাকার
ফেলে আসা দিনগুলি
খুব ফিকে নয় এখনো--
মনে পড়ে-- সব কিছু--
কিন্তু স্মৃতিকে সঙ্গী করে বেঁচে থাকা আর নয়
কর্দমাক্ত মাঠে দৌঁড়ানো আর নয়।

হেঁটে হেঁটে মাঠের পশ্চিমে এসে গেছি এতক্ষণে
ওইখানেই প্রথম দেখেছিলাম তোমাকে,
প্রাণভরা উচ্ছ্বলতা
কথা, সুর আর কবিতা।

থেমে গেছে বৃষ্টি
গাছের পানি পড়ছে টুপটুপ
অন্ধকারে ঝিঝি পোকার আওয়াজ
পুকুরে ব্যাঙ্গের ডাক--
চেনা সুর, আর চেতনাহীন শূণ্যতা--
বেঁচে থাকার অমোঘ দীর্ঘশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.