নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

দারিদ্রসীমা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

দারিদ্র মানে হাল্কা হাওয়ায় শেকড়গুচ্ছ আলগা হওয়া

দারিদ্র মানে সাঁতার জেনেও স্রোতের টানে ভেসে যাওয়া।



দারিদ্র মানে মাথার নিচে শক্ত ইটে ঘুমের মায়া

দারিদ্র মানে মেঝের উপর সারে সারে শুকনো কায়া।



দারিদ্র মানে শীতের রাতে খড়ের খোঁজে হন্নে হওয়া

দারিদ্র মানে আকাশটাকে ছাদ বানিয়ে অস্ত যাওয়া।



দারিদ্র মানে পথের ধারে ময়লা পোঁতায় খাবার খোঁজা

দারিদ্র মানে পকেট ছেঁড়ার বিষন্নতায় ঋণের বোঝা।



দারিদ্র মানে দুশ টাকায় পকেট পুড়ে মিছিল আনো

দারিদ্র মানে বুলেট খেয়ে লাশের খাতায় নাম লেখানো।



দারিদ্র মানে হাটুঁর ভাঁজে মুখ লুকিয়ে মহান সাজা

দারিদ্র মানে কথার ভাড়ে পেট ফুলিয়ে নামাজ কাজা।



দারিদ্র মানে পূজোয়-ঈদে ভিজিফ এ ঢেকুর তোলা

দারিদ্র মানে মিট মিটিয়ে সবার কাছে কষ্ট ভোলা।



দারিদ্র মানে দিনের শেষে সোয়া ডলারে তৃপ্তি সারা

দারিদ্র মানে রাতের তারার সঙ্গী হয়ে অঙ্গ ভাড়া।



দারিদ্র মানে জীর্ণ শীর্ণ সীমার মাঝে জন্ম নেয়া

দারিদ্র মানে দ্যুলোকে ভ্যূলোকে অক্ষমতার সঙ্গী হওয়া।



দারিদ্র মানে বিশ্ব সংস্থার রিলিফ ম্যাপে জায়গা নেয়া

দারিদ্র মানে পরম টানে হঠাৎ ঝড়ে উপড়ে যাওয়া।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.