নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

বাসনা বিলাস

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

চৈতি সকালের অভিনন্দন
তোমাকে
চৈতি বসনা রমনী,
'সৌষ্ঠব দেহবল্লরি'
মেলে ধর --চৈতালি হাওয়ায়
বসন্তের ঘুরি উড়ানো সন্ধ্যায়
চল, 'বকুলের ঘ্রাণে আকুল হই'
বিকশিত হোক সুরলহরি;
একদম সাদামাটা আহবান---

বললে তুমি, 'চৈতি হাওয়া কই পাই?'
'বকুল তো এখনও ফুটে নাই'
শিশির শূন্য শেফালি
শুধু খালি পায়ে তপ্ত বিচরণ,
শেষ অধ্যায়ে অশান্ত চৈতালি;
আমার আর্তনাত, 'চল ফুটবে সহসাই'
বৈশাখের খরতাপ এখনো অনেক বাকি।

চল, মধুময় কাব্য শুনি
ফুল আর প্রজাপতির
বকুলের কানে কানে-কী কথা সে বলে
দিনভর, রাতভর;
কী আনন্দ বকুলের ঘ্রাণে
অবিরত, ছন্দোময় কথকতা শুনি।

তোমার শিখা আমাকে আহবান করে
এ হাওয়ায় আন্দোলিত প্রাণে চল, মধুরিমা;
তোমার লাল ঠোঁট আমাকে এলোমেলো করে
পুস্পচুম্বনের গান শুনি চল, চৈতালি;
তোমার এলোকেশ আমায় শিশিরের ছোঁয়া দেয়
অই ঢেউ খেলা সাগরের কলধবনি শুনি চল, তমালিকা;
তোমার দুচোখ আমাকে স্বপ্ন দেখায়
আবিরে মেখে চল দোল খেলি, তুলিক।

তোমার শব্দগুলো প্রিয় কবিতার মত লাগে
তোমার মৌণ সুন্দরের অবগাহলে তৃপ্ত আমি
তোমার নরম হাত আমাকে বাঁচতে শেখায়, আধুনিকা;
চেয়ে দেখ ওই ‘বাসনার বশে মন অবিরত’,
ধায় কামনায় চোখ ‘পাগলের মতো’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.