![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমহীন অনল কবিতার রেখায়
আর ছোঁবনা তোমায়,
শালিকের সাথে কৃষ্ণচূড়ার মগডালে
আর নেবনা তোমায়।
মৃদু হেসে শুধু বলো 'ভালবাসি',
এসো জীবনের কাছে
দাও দোলন চাঁপার হাসি।
এসো স্বল্পবসনা সবুজ প্রান্তরে
ডাহুকের চোখে ঘুম ভেঙ্গে গেলে
মুগ্ধ করিবে বাঁশি।
মেঘের চোখে ঘুম লেগেছে
স্বপ্ন ভরা প্রাণে,
আমার ধরার বুকে রঙ লেগেছে
তোমায় সিক্ত করার গানে।
©somewhere in net ltd.