![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তের বিকেলে অন্তরের জানালায়
রোজ আসা হয় আমা্র,
দুচোখে অশ্রু ঝরে, দেখে বন্ধ দুয়ার,
শিমুলের পাতা ঝরার কষ্ট অবেলায়।
গোধুলীর সব আভা শেষ
নিকশ কালো অন্ধকারে দৃষ্টি অনিমেশ
ছেয়ে আসা মেঘমালায় নিস্তব্ধ আকাশ
বন্ধ খিরকীর শব্দ, আকন্ঠ শোকের বেশ
নীরব মনের তৃষ্ণা তখন পীড়া দেয়।
ধরনীর বুকে ঘুরে ফিরে একী কথা
আগন্তুক পাখিদের মনে একী ব্যথা
নীলাভ বনের ঝিঁ ঝিঁ র গানে শোক গাঁথা,
প্রেমাতুর গহীন কোণে একী রুদ্ধশ্বাস।
খোলেনা বন্ধ দুয়ার প্রাণের সাথী
ভোলেনা কষ্টগুলো, হয়ে সমব্যথী
অভিমানে, অহংবোধে, তবু ভালবাসে,
বোঝেনা কী সুর এই বেহালায়,
এখনো হৃদয় বীণায় বকুল হাসে।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার হয়েছে কবিতা