![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশির ভেজা ধূসর উঠোনে
তোমার ছবি একেঁ,
কড়কড়ে মাটির দেয়ালে
ভালবাসার অস্তিত্ব মেখে
আজও বসে আছি।
ছিপছিপে অলস দুপুরে
দীঘির জলে একসাথে নেমে
'হংসমিথুন',
বিকেলের মিষ্টি রোদে
সোনালি ধানের ক্ষেতে হেঁটেছি থেমে থেমে,
ঐকতানে গেয়েছি অবিরত
নেচেছে নয়ন নূপুরে।
সূর্যটাকে পাহাড়ের পিছনে ঠেলে
এক মুঠো রশ্মির পথ ধরে
লুকিয়েছি বাঁশ বাগানের ঢালে
কেমনে সন্ধ্যায় পাখিরা ফেরে নীড়ে।
তারপর কত কথা
পূর্নিমা রাত শেষে সারাদিন
রাখালি বাশিঁর সুর,
কনক-কাব্য-গাঁথা।
বহুদিন পর আজ
দিনমান সাজ সাজ
অনুভবে ঝিমিয়ে পড়া ব্যথা,
অকাল বসন্ত প্রাণে।
বড় অবুঝ রাখাল আমি
আজও বসে আছি
মুছে ফেলে কুয়াশার গ্লানি,
যেন ছায়া পেলে নিদ্রার নেশা।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান । শুভেচ্ছা রইল