![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ঝরণাটা ডেকেছিল
আমায় একদিন
প্রচন্ড খড়োতাপে
তপ্ত তেপান্তর যখন নিদ্রাহীন।
রুক্ষ পথের শেষে
নরম স্পর্শ হাতে
দুপুর গড়িয়ে বিকেল
সন্ধ্যা হারিয়ে প্রাতে
মেঘহীন আকাশের দেশে।
তারপর কত পথ হাঁটা
একসাথে,
একজোড়া গ্রীষ্মের দাবদাহ
বর্ষার শতদল,
বসন্তের গোলাপের কাঁটা
হেমন্তের শিশিরের আঁখিপাতে।
©somewhere in net ltd.