![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইখানে আমি একা থাকি
এই কুঁড়েঘরে।
বন্ধ জানালা, আকাশের মেঘে ঢাকি
প্রদীপ নিবু নিবু
কাক ডাকা ভোরে।
আমার প্রাণের পাখী বসেনা আর
এই শীর্ণ জানালায়।
বহুদিন, বহুকাল
হয়ত ছিড়ে গেছে বেহালার সরু তার
কী যে অবহেলায়।
এখানে রক্তহীন নিলয়,
অবরুদ্ধ, শূন্য প্রাসাদ
কামনার দীপশিখায়
অন্ধকারের রুক্ষ অবসাদ।
এখানে স্রোতহীন স্রোতস্বিনী
খেয়াহীন,
বহুকাল হয়না পারাপার
নিষ্প্রভ কাশফুল, নিদ্রাহীন,
নিকশ ধূসর বালুচর।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
ডট কম ০০৯ বলেছেন: লেখনীতে আরো ধার দরকার।
লেহান পাঠককে আরো ভাবাতে হবে লেখনী দিয়ে।
আরো পড়ুন আরো লিখুন। ভাল থাকবেন।