![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে সেদিন মধ্যাহ্ন খড়তাপে
কল্পতরুর প্রেম,
ফাল্গুনের নতুন মুকুলের মত,
ভাষার টানে ওষ্ঠ ওদের হিম,
কল্পনার নীল ছুঁয়ে আনন্দ অসীম।
এখানে সেদিন নীল ক্ষেতের ধারে
বাহান্ন গলি তিপান্ন বাজারে
'মায়ের ভাষা রক্ষার শপথ'
ভিনদেশী বেনিয়ার লেলিহান থাবা,
আধো বোজা সবুজ শহরে।
অবশেষে শবের মিছিল
টগবগে যুবকের রক্তরেখায়
আড়ষ্ট আঁধার ঠেলে অমর একুশ,
আজও চেতনার বাতিঘর
কৃতজ্ঞ বলিরেখা, দীপ্ত শোকাশীস
ওরা মহীয়ান, রূপালী গাংচিল,
ওরা মোদের গর্বিত আবীর।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
এনামুল হাসান নোমান বলেছেন: চমৎকার লাগলো ভাই
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
অরুদ্ধ সকাল বলেছেন:
সৃষ্টিহোক স্বার্থক
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
রাসেলহাসান বলেছেন: অসাধারন! লিখেছেন।। খুবই ভালো লাগলো।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
lehan বলেছেন: সকল্কে অনেক অনেক ধন্যবাদ, সাহস ও প্রেরণার জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
এম এ কাশেম বলেছেন: চমৎকার লাগলো কবি...............।