![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস দুপুর শেষে
সোনা ঝরা বিকেলের শীসে,
একদিন আসে ফিরে--
কি জানি কী ছিল
বিধাতার মন-বীণে
অলোকার তটে,
হোল দেখা, তোমার সনে
চঞ্চল নদী-সঙ্গমে,
অনেকের ভিড়ে।
থমকে গেল স্পন্দন
চিরচেনা জন, নিতান্ত অবুঝ প্রাণ
অথচ-,
অনির্বান রূপানলে হোল বিলীন
হৃদয় -নদী,
যেন অচেনার গভীরে।
অনেক কথা বলার ছিল
এতদিন থমকে থাকা ভাব,
কিন্তু--
শুধু হোল কুশল বিনিময়
হলোনা বলা শত বছরের প্রেম,
হোলনা দেখা একসাথে- নীলিমার নীল,
এ কোন দুর্লভ সমাচার,
অসীমের বৃত্ত যেন,
আবিস্কার অভিনব।
নির্বাকেরও ভাষা থাকে
পড়েছো কী তা,
আবারও প্রশ্ন জাগে
স্মৃতিভরা চোখ, মুখ, অবয়ব,
নিমগ্ন ছায়া, চেতনার অথৈ সলিলে;
কিছুই কী মনে নেই?
হয়ত আছে--
রাতের তারাগুলো, যেমন থাকে
দিনের আলোর আবীরে।
©somewhere in net ltd.