নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর শুকিয়ে যায়!

অভাগা যেদিকে চায়...!

lehan

জীবন যেখানে যেমন

lehan › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা পিচ্ছিল পাথরে

১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮

জলজ পাখি আর কাঁকড়ার রাজ্য

ক্ষনিকের বালিয়ারিতে,

শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা

গোধূলির পর থেকে সন্ধ্যা বিপরীতে,

ছেলে-খেলা, হেলা-ফেলা

নিশিজেগে সাগর সৈকতে।



শামুক, ঝিনুক আর কবিতা

ফিঙ্গে, টিয়ারা পরেছে লাল ফিতা

রাতভর অভিসারে রয়েছে ললিতা

সবকিছু ত্যাজ্য

এখন, ফাল্গুনের শেষে

বাড়ছে খড়তাপ

নিছক দগ্ধ দেখ চৈতালি বেলা।



সমুদ্র আর সৈকত যেথা বহে পাশাপাশি

পাহাড়-অরণ্যানী শুয়ে ঘেঁষাঘেঁষি

প্রেমাতুর ঝরণার জল রাশি রাশি

প্রেয়সীর টোল পড়া গালের আকুতি,

হাতছানি দিয়ে ডেকেছে প্রকৃতি,

সেইখানে আজ চির অচেনা

সাদা পেড়ে বিহগীর বিরহের হাসি।



দূরে আবছা অন্ধকারে

দ্বীপ থেকে উপদ্বীপে

চিলেরা উড়ে চলে কষ্ট চেপে চেপে,

নিচে জোয়ার-ভাটা দেখে দেখে

একলা আকাশ থমকে গেছে শোকে।



অলস মেঘলা মন আমার

দূরন্ত ভেলায় ভেসে ভেসে

এখন ক্লান্ত, আবছা ঘরে অসাড়

একদা উত্তাল ঢেউয়ের কাছে

'শ্রান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক'

ডুবন্ত কবিতার ডালপালা

আঁকড়ে আছি এখনো, তোমায় ভালবেসে ।



সৈকতে প্রাণীর ভাস্কর্যের পাশে

একনিষ্ঠ দাঁড়িয়ে

রঙ-তুলিতে তোমার ঢেউ আঁকা,

সকাল-বিকেল খালি পায়ে

ধূসর বালুচরে গেছি হারিয়ে

সেসব এখন শুধুই অতীত;

সন্ধ্যার অন্ধকারে নড়ে ওঠে

মনুষ্যত্যের ভিত, দগ্ধ অমানিশা--

সাগর-ফেরত জেলেদের ঘরে

টগবগে তরুণীর নৃত্যের তালে

মানবীর ঢেউ আবিস্কারের নেশা।



ভালবাসা এখন পিচ্ছিল পাথরের ওপর

পা পিছলে শূন্যে ঝুলে থাকা বেবিলন

শুকনো এখন, প্রেমহীন প্রবাল দ্বীপ

ঠান্ডা জলে ভেজেনা শরীর মন

নিবু নিবু উত্তাল সাগরের ঢেউ,

ধূলি আর ধূসরে ভরা জীবন প্রদীপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.