![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বরষায় চাতক পাখির মত
সকাল বিকেল সন্ধ্যা অবিরত
তাকিয়ে আছি তোরই পথের দিকে।
সবুজ পাতায় তৃষ্ণা রেখা যত
মিলিয়ে গেছে রঙের নেশায় কত
ঝাপসা চোখে কদম হল ফিকে।
বৃষ্টি হলে ছুঁয়ে দিতাম তোকে
নরম ঠোঁটে রঙের প্রলেপ ঢেকে
আঁকড়ে ধরে লতার মতন
ছড়িয়ে দিতাম আদর যতন
ঢেউয়ের মত আছড়ে পরে বুকে।
মেঘলা আকাশ বর্ষা এলো বুঝি
ছাতিম গাছের ছাতার তলায় ঢুকে
উঁকি ঝুকি কখন পাব তোকে
হাসির রেখায় আবির মাখার ফাঁকে।
২| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগা রইল।
৩| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫
আমি দিহান বলেছেন: অনেক ভালো লেগেছে কবিতাটি।
লিখতে থাকুন। পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আমি আছি।
৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতাটা তো সুন্দর !
৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:৪৯
আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন
৬| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৪
lehan বলেছেন: Many thanks to all for their encouraging comments!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।