![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে মতো হাসিয়ে দেয়
চোখের জলে কাদায়
সাদা কালোয় চোখ জলসিয়ে
আলোটাকেই দেখায়।
ছাইয়ের মাঝে যে প্রতিভা
মূল্য তাহার নাই,
ইত্যাদি তা জাগিয়ে তুলে
সরূপ ফিরে পায়।
বিনোদনের মহা ঔষধ
ইত্যাদি তার নাম,
হিরে মানিক হাজার দিলেও
শোধ হবে না দাম।
সেথায়...
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
পড়ে গেলে বাচবো না।
তোমার ছিল বেজায় সাহস
রাজার সাথে লড়াই,
সাত রানীর নাাক কাটলে
ঢাল তলোয়ার ছাড়াই।
আজকে তুমি ভয় কাতুরে
নামের সোনাম,বাকি সবই মেকি!
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা...
অর্থ অনর্থে অভাব ঘরে
জ্ঞানের অপচয়ে প্রসার বাড়ে।
বদের সঙ্গ দোষে ভদ্র জলে ভাসে,
ভালোর সঙ্গ পেলে মন্দ একদিন হাসে।
এসব জানা কথা সকলে তা জানে
সকল মন্দের উৎস্য কিন্তু চোখ আর কানে।
মনতো মাটির পুতুল...
যদি ফিরে আসি আবারও কাছাকাছি
আমার আলোঁ নিঃশেষে
তোমার আলোয় আলোকিত হবো
শত অবহেলায়ও রবো পাশাপাশি
তুমি বিস্মৃত হবে কাছে পেয়ে নয়,
বাসি ফুলে সুবাস ফুরালে যা হয়।
ইচ্ছে নাই ফিরে যাই তবুও মানি বিধিলিপি
কষ্ট চেপে...
অন্তরে আমার বিজয় নিশান উড়িল না।
মনের আশা ফুরালো ঠিক
চোখের নেশা মরিল না।
পাইনা দেখা কোথাও তারে
তবুও যেন মনের ঘরে
সে এসে নিত্য করে নুপুর পড়ে,
অবুঝেরে বুঝাই আমি কেমন করে।
স্মৃতি আর ভালবাসা হয়না...
আইননেতে দেশ চলে
সুরকারের সুর ধরে শিল্পী বলে গান ।
ঢোল বেহালা একই তালে জুড়িয়ে দিবে প্রান।
পশু পাখি প্রানীকূলকে যদি কর অনুভব
কিচির মিচির বউ কথা কও একই তাদের বর।
নিয়ম মেনে চলছে সমাজ...
করিমের ছেলে গিয়েছিল জেলে,
ছাড়া সে পেয়েছিল উপাড়ের বেলে।
অপরাধ তার বামুন হয়ে
ধরতে চেয়েছির চাঁদ্।
রোজিনার বাবা বড় তার থাবা।
টাকার গন্ধ পেলে,ছাই দিয়ে গিলে।
গরীব যত যারা তার নাম শুনে
কেপে উঠে পিলে।
তারই মেয়ের সাথে...
এসো নত হই সৃষ্টিকর্তার কাছে।
সত্য,সুন্দর আর ন্যায়ে,
সর্বময় থাকি পাশে ।
নিজ কর্ম্ দোষে আমরা কাদি
শয়তান হাসে ।
এসো সংশোধনে যেন,
নিজের কাটা খালে শয়তান ভাসে।
যদি হাতে রাখ হাত
আসবে সঠিক পথের দিশা
উত্তম টিকিয়া রবে
অধম...
কোকিল ধরলে গান
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে...
নয়ন শুধু তোমারে খুজে
পরান শুধু তোমারে চাহে
তোমার ছবি হৃদয় দেয়ালে
বারবার চোখে পড়ে।
তবুও পাইনা তোমায়
একটু আপন করে।
কেন এত বাধা
কেন এত ছল,
তোমায় পাবোনা জেনেও
ভাঙ্গেনা মনের বল।
আমার পরান চাহে
মিশিতে তোমার প্রানে
জুড়াও আশা মিটাও...
আমি যাহা দিয়ে গেলাম দিও প্রতিদান
হোকনা তাহা ফুল হোকনা তাহা গান।
আমি যখন থাকবোনা তোমার কাছাকাছি
আমার গানের সুর বাজবে হয়ে বাঁশের বাশি
আমার ফুলের গন্ধ যদি সুভাস ছড়ায় মনে,
নামটি আমার লিখে রেখো...
এসো হে বৈশাখ সরূপে ফিরে
কালবৈশাখীর রূপ ছেড়ে,বাঙ্গালীর নীড়ে।
সেখানে পাবে তুমি পান্তা ভাতের সাথে
কাঁচা মরিচ লবণ আর কাঁচা পিয়াজ পাতে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের লুকোচুরির সাথে
আবার তুমি দেখতে পাবে কানা শিয়ালের বিয়ে।
তুমি...
বৃষ্টি ঝরা রোজ বিকেলে
পড়ে তোমায় মনে,
কত বছর আছ তুমি
আমা হতে দুরে।
তোমায় আমি আর পাবোনা
আকাশের ঐ তারা গুলোর মতো,
আমার ছায়ায় মিশে আছ
ঠিক তোমারই মতো।
যে দিন প্রথম তোমায় দেখি মেঘে ছিল সাজ,
রূপের...
কান্না ঝড়ে নীল আকাশটার
চোখে খরা আমার
মাটি তাহা জড়িয়ে ধরে
নাম লেখে যে তোমার
আমারও যে ইচ্ছে করে
মাটির সাথে মিশে
নদীর মতো ছুটে চলি
তোমায় ভালবেসে
ভরা জোস্নায় গা জড়িয়ে
থাকবো মোরা মিশে
আধাঁর আলো আকাশ বাতাস
হারিয়ে ফেলবে...
প্রেমে পড়ে বুঝেছি প্রেম দেয় ধোঁকা।
শুনেছি প্রেমের আগে মন থাকে সাদা
প্রেমে পড়লে সেই মন চোখের জলে কাদা।
বাধেনা কভূ সে এক ডালে বাসা
রাতে স্বপ্ন দেখায় দিনে ভাঙ্গে আশা।
তোমরা তারে যতই কর...
©somewhere in net ltd.