![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(স্বপ্ন)
আমার ঘুমের মধ্যে
একটা ফড়িং ঢুকে পড়েছিল আজ
আর সে ফড়িং ধরতে ঘুমের
মধ্যেই ঢুকে পড়েছিলাম শৈশবের আমি
ঘুম ভাঙলে ভাবি- স্বপ্ন বহুতই হারামি!
(পাতা ঝরা দিন)
পাতারা বুড়ো হলে
হলুদ বর্ণ ধারণ করে
আর সে ভাবে গাছেদের একসাথে
গায়ে হলুদের দিন এলো
তখন নিজের গায়ে হলুদের কথা মনে করে
একা একা হাসে, লজ্জা পায়
এ দৃশ্যের অন্তরালে পাতারা হঠাৎই ঝরে যায়!
(সাম্রাজ্যবাদ)
সরাও তোমার ওড়না
আমি আপেল চোর না!
(কুয়াশা)
কানুর কুয়াশা নিয়ে কি আর বলার থাকে
মধু পেতে কেন ঢিল ছুঁড়তে হবে মৌচাকে!?
(সমকোনে তোর মনে আনাগোনা কার)
যদি বাদুরের পাখার শব্দে
মাঝরাতে ভাঙে ঘুম
ধর, সেদিন পূর্নিমা-
জোৎস্নায় ডাকছে খুব- বাইরে আসুন
আমি একা হাঁটছি পূবের বাগানে
তুই বুঝি আগুন ধরায়ে দিছো মনে
ভাবতাছি- সমকোনে তোর মনে আনাগোনা কার?
আসবি আসবি বলে রাখলি না কথা ক্যান
শ'খানেক বার..
(আমার বউ বা প্রেমিকা ক্যান নাই)
আমার বউ বা প্রেমিকা ক্যান নাই
একাকীত্ব ও আমি
দুই জমজ ভাই
এই নিয়া মাঝরাতে দুঃখ পাই
দুঃখরে বুকে লয়্যা
ছাদে গিয়া
বিড়ি ফুঁকি
আমার এহেন অবস্থা দেইখ্যা
বিদ্যুপ করে চাঁদ নামে বুড়ো খুকি
ভাবতাছি এইবার সুকৌশলে জানায় দেব
এই কথা তারে
৭০ ভাগ চান্স সে রাজি হইতে পারে...
(আমার বউ বা প্রেমিকা ক্যান নাই-২)
আমার যে বউ নাই
নাই প্রেমিকাও
এই কথা শুনে ক্যান
মেঘ ডাকো, বিজলি চমকাও
বুড়ি চাঁদ খুকি সেজে
ক্যান বাঁকা হাসো
ক্যান ভোরে
শিশির মাখায়ে হাসো ঘাসও
এই শুনে খুব হাসো
পাশের বাসার বালিকাও-
তোমারে জড়ায়ে ধরে
বউ ডাকি- এই তুমি চাও?
তবে তাই হোক
তাই হোক তাই হবে বেশ
প্রতিবেশী পরি এসে সামনে দাঁড়াও
বাতাসে উড়ুক খোলা কেশ...
(জুঁই)
জুঁই-
তোর রাতের অন্ধকারে আমারে লুকায়া রাখ তুই।
(শরতের ছোট ছেলে)
অনেক নারীই করছে যখন দাবি
বহু নারীকেই ভালবাসা দেব ভাবি
সব নারীকেই কাশবন হতে বলে
নিজেই হব শরতের ছোট ছেলে..
(বকুল সমাচার)
আমি এক ভুলে ভরা পান্ডুলিপি-
তুই আমার প্রুফরিডার..
(শীত)
ওহে সুন্দরী, রাজনীতিবিদ!
আপনাকেই উৎসর্গ এবারের শীত...।
©somewhere in net ltd.