নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

(হেমন্ত)

হেমন্তে কতো কি ঘটে

তার সব অকপটে বলাটা বারণ

এই বারণের অনেক কারণের মধ্যে

গদ্যে-পদ্যে একটা কারণ শ্রীমতি বকুল

বিকেলের ঝুল বারান্দায়

কোনো এক সাহসী সন্ধ্যায় তার সাথে যা ঘটেছিল

তা বাদে কি করে হেমন্তের কথা লিখি

কেননা সে ঘটনার মধ্যেই সিকিভাগ লুকিয়ে পড়েছিল

নবান্ন উৎসব, নাইওরি পাখির কলরব

রোমান্টিক কুয়াশা রাত্তির

আর তার মধ্য থেকেই সিগগির

যে পাখি দিচ্ছে উড়াল

ইস! দেখো লজ্জায় তার গাল লাল..!



(বাঁদর সমাচার)

বাঁদরও আদর চায়

তাই পিঠে খামচায়

চায় তারে মহান কই আমি

বাঁদরের প্রজ্ঞা নাকি বোদলেয়ারে চেয়ে দামি..!



গাছে উঠতে উঠতে বাঁদর কয়, স্বামি-

এই দেখ শাখা থেকে মাটিতেই নামি..!



(স্মৃতির বিকেল)

নিজেকে ঝলসে খেতে

এই রাত উৎকৃষ্ট সময়

ওদিকে উত্তরের হাওয়া এসে

কাঁপিয়ে দিচ্ছে ভাবনার বরই গাছ

মায়াকে নস্টালজিক করে তুলছে

বিগত জলপাই পাতা

বুকের ভেতরে বসেছে হাট

তাতে কয়েকটা স্মৃতির বিকেল

না বেচতে পেরে

ফিরে যাচ্ছে মেঘলা হাটুরে

যেন সে কবেই হেরে গেছে

জীবনের বিগ ম্যাচে

তাই-

আমি তার কয়েকটা বিকেল কিনতে

আজ নিজেরই বুকের মধ্যে

অতর্কিতে ঢুকে পড়তে চাই..!



(মৌমাছির মনীষা)

সবথেকে নিজেকেই ঠকিয়েছি বেশী

বেহিসেবে করেছি খরচ রোদ আর রংধনু

উদ্বাস্তু আগুনও দিয়েছি থাকতে...

জরুরী ঝামেলা জমা রাখতে

বজ্রপাতকে দিয়েছি বুকের ড্রয়ার

কয়েক অালোববর্ষ ধরে প্রতীক্ষাকে

শিখিয়েছি মৌমাছির মনীষা

দুপুরের সকল কড়া প্রশ্নের জবাব আমি

মৌন মহাদেশে রেখেছি জমা

যতটা সুষমা থাকার কথা মুখের দাবানলে

তার সবই সারাটা স্বপ্নজুড়ে ভাসিয়ে দিয়েছি কোন জলে..?

কোন জলে???



(বেওয়ারিশ)

রাত বারোটা নাগাদ পাহাড়াদারের বাঁশি বাজে

জাহাজে রয়েছি যেন, ঘরে নেই আমি

জেগে থাকা দামি ঘুমোনো থেকে

এই ভেবে রেখে, তাকিয়ে থাকি আঁধার সাগরে

ভেতরে শ্মশানে পোড়ে আমারই আমার লাশ

ডোম তালাশ করে লাশের পরিচয়

রাত বারোটা নাগাদ নিজেকে বেওয়ারিশ মনে হয়..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.